এলাকার সংসদ ভবন

এলাকার সংসদ ভবন কেন্দ্রীয় সংসদ যা পারে না ----- এলাকার সংসদ ভবন সেটা করে দেখায় ❤️❤️❤️
মুক্ত স্বদেশী জন্ম আমার 👑❤️

বাল্যবিবাহের সাথে রান্না করা সয়াবিন তেলের সম্পর্ক আছে তা কি আপনি জানেন?'A Signal to End Child Marriage: Theory and Exper...
07/06/2024

বাল্যবিবাহের সাথে রান্না করা সয়াবিন তেলের সম্পর্ক আছে তা কি আপনি জানেন?

'A Signal to End Child Marriage: Theory and Experimental Evidence from Bangladesh' নামক গবেষণায় এই তথ্য বের হয়ে এসেছে। গ্রাম অঞ্চলের দরিদ্র পরিবার গুলোতে যদি এটলিস্ট পরিমাণমতো সোয়াবিন তেল সরবরাহ করা যায়, তাহলে এই ইন্সেন্টিভ এর কারণে বাল্যবিবাহ কমে যেতে পারে।

জলবায়ু পরিবর্তনের সাথে বাল্যবিবাহের সম্পর্ক আছে, তা কি আপনি জানেন?

মূল বিষয়টা হলো - যেসব অঞ্চল দুর্যোগ প্রবণ সেই অঞ্চলগুলোতে মানুষের অর্থনৈতিক স্থিতিশীলতা খুবই কম। যে কোনো সময়ে তাদের ঘরবাড়ি বানের জলে ভেসে যেতে পারে। সুতরাং দূর্যোগকালীন সময়ে ওই অঞ্চলের মানুষদের কে আশ্রয়কেন্দ্রে কিংবা প্রতিবেশীর বাড়িতে থাকতে হয়। এখন যার ঘরে কিশোরী মেয়ে আছে তার জন্য এভাবে সার্ভাইভ করে থাকা অনেক কঠিন। আশ্রয়কেন্দ্রে নিরাপদ সেনিটেশন নেই কিংবা নিরাপত্তা নেই প্রতিবেশীর বাড়িতে। ফলে মেয়েগুলোকে বিয়ে দিয়ে দেওয়া হয়।

আবার দুর্যোগ প্রবণ এলাকা গুলোতে দীর্ঘমেয়াদী শিক্ষার সুযোগ কম। সেখানকার বেশিরভাগ বিদ্যালয় নন ফরমাল এডুকেশন এর আওতাভুক্ত।। ২-৪ বছর পড়াশোনা করার পরেই তাদের শিক্ষাজীবন সমাপ্ত হয়ে যায়। যেহেতু শিক্ষাজীবন সমাপ্ত হয়ে যায় তখন তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়।

আবার দুর্যোগপ্রবণ অঞ্চলগুলোতে দরিদ্র পরিবারের সংখ্যা বেশি। সেখানকার মেয়েদেরকে আরেকটি দরিদ্র পরিবারে বিয়ে দিতে হয়।

সুতরাং মেয়ের পরিবার মেয়েকে পড়াশোনা করার মত দীর্ঘমেয়াদি চিন্তা না করে বরং সেই অর্থ যৌতুক হিসেবে বরপক্ষকে দিয়ে মেয়েকে দ্রুত বিয়ে দিয়ে দেয়।

বন্যা খরা কিংবা প্রাকৃতিক দুর্যোগ কবলিত অঞ্চলে কৃষকদের ফসলি জমি নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে তারা শহর অঞ্চলে মাইগ্রেট করতে বাধ্য হয়। কিন্তু সমস্যা হচ্ছে এই দরিদ্র পরিবারগুলো শহরে গিয়ে ব্যয়বহুল জায়গায় থাকতে পারে না। তাদের থাকতে হয় বস্তি এলাকা তে। সেখানকার সামাজিক নিরাপত্তা এবং শিক্ষা একেবারেই নিম্নমানের। ফলে এই পরিবারের মেয়েগুলোর দ্রুত বিয়ে হয়ে যায়।

Children Risk Early Marriage: Climate Change One of the Factors নামে একটা আর্টিকেল এ চমৎকারভাবে এ বিষয়ে উদাহরণ সহ দেওয়া আছে।

জাতিসংঘের গবেষণায় দেখা যায়, মোজাম্বিকের Filomena (15) নামক একটি মেয়েকে তার বাবা বিয়ে দিয়ে দেয়। মেয়েটির বয়স কম সেটা তার বাবা ও জানতো। তার বাবা একজন মাছ ব্যবসায়ী ছিলো। কিন্তু জলবায়ু পরিবর্তনের নাটকীয়তায় তার এই ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।
2000 Mozambican Metical (31.2 USD) অর্থের বিনিময়ে একটা ছেলের কাছে মেয়েটির বিয়ে দিয়ে দেন তাঁর বাবা।

কেনিয়াতে মারাত্মক খরার কারণে গবাদিপশু আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। সুতরাং মেয়ের বাবা ছেলের কাছ থেকে গবাদি পশু নিয়ে তার অল্প বয়সী মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছে।

দক্ষিণ সুদান কিংবা জিম্বাবুয়েতেও এমনটাই চিত্র।

সুতরাং বাংলাদেশের দুর্যোগ প্রবণ অঞ্চল গুলোতে বাল্যবিবাহ নিরসন করতে হলে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। Marriage of survival: Will climate change mean more child brides? নামক আল-জাজিরার একটি রিপোর্ট আছে। সেখানে উনারা দেখিয়েছেন যে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ অঞ্চল গুলোতে বাল্যবিবাহের বেশি অনেক বেশি

1

25/04/2024
18/04/2024

Gold

18/04/2024

gold

17/04/2024

Stock Companies gold mine💖💖💖💝💝💝💝

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when এলাকার সংসদ ভবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share