Francis Hill Diary

Francis Hill Diary [ পাহাড় আমার অস্তিত্ব ] video creator

20/12/2025

ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার আগে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করে কারখানার ফ্লোর ম্যানেজার।

এরপর তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়।

শনিবার (২০ ডিসেম্বর) এ ঘটনায় গ্রেফতার ১০ জনের তথ্য সাংবাদিকদের অবহিত করতে গিয়ে র‌্যাব-১৪ এর পরিচালক নাইমুল হাসান এই চাঞ্চল্যকর তথ্য দেন।

এরই মধ্যে পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেনকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।

তার সঙ্গে গ্রেফতার হয়েছেন কারখানার কোয়ালিটি ইনচার্জ এবং মিরাজ হোসেন আকন (৪৬)।

ঘটনার বর্ণনা দিয়ে র‌্যাব কর্মকর্তা নাইমুল হাসান বলেন, ‘ঘটনার সূত্রপাত হয় ৪টার সময়। ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে (দিপুকে) ইস্তফা দিতে বাধ্য করে। ইস্তফা দেওয়ার পর উত্তেজিত জনতার কাছে সে (ফ্লোর ম্যানেজার) হ্যান্ডওভার করে দেয়।

পুলিশের কাছে কেন দেয়নি, তার নিরাপত্তা কেন নিশ্চিত করেননি সেজন্য পাইওনিয়ার কারখানার দুজনকে আমরা গ্রেফতার করেছি।’

এ সময় এক প্রশ্নের জবাবে র‌্যাব কর্মকর্তা বলেন, ‘আমরা বার বার চেষ্টা করেছি, কাকে বলেছে, কী বলেছে- এটা কিন্তু কেউ বলতে পারেনি।

আমার মনে হয়, উত্তেজিত জনতা কিংবা পূর্বের কোনো শত্রুতা ছিল কিনা সেটাও তদন্ত করে দেখব।

একটা লোককে এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সঙ্গে ঝুলিয়ে তাকে আগুন দিয়ে পুড়িয়ে হ ত্যা করা কোনোভাবেই আইনে কভার করে না এবং সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীও এটাকে গ্রহণযোগ্য মনে করে না।’

এর আগে গত বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক দিপু চন্দ্র দাসকে (২৮) পিটিয়ে হত্যা করা হয়।

পরে তার লা শে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখা হয়।

সূত্র: যুগান্তর

08/12/2025
24/11/2025

একটা চলন্ত সিড়ির হ্যান্ড্রেইল ড্রাইভ চেইন প্রেসার রোলার পরিবর্তন -

পুরো প্রক্রিয়া জানতে দেখতে থাকুন।








11/11/2025

চলো বন্ধু পাহাড় -

11/11/2025

এই ছোট একটা ভিডিও অনেক শিক্ষা প্রদান করে -
কেমন লেগেছে আপনার মতামত দিন।

01/11/2025

ভয়ংকর জাহাজের ইঞ্জিনরুম 😁

31/10/2025

Jamuna future park -

02/10/2025

বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ ফ্রান্সিসকো-
#ফুটবল
#কোচ

সবাইকে শারদীয় শুভেচ্ছা -
25/09/2025

সবাইকে শারদীয় শুভেচ্ছা -

27/08/2025

Jamuna future park চলন্ত সিড়ি গুলোর রক্ষণাবেক্ষণের অংশ চেইন রুলার পরিবর্তন-

Address

Thanchi
Bandarban
4630

Alerts

Be the first to know and let us send you an email when Francis Hill Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Francis Hill Diary:

Share

Category