Gallery by Hla

Gallery by Hla where art and beauty come together to create a truly unforgettable experience.

শীতের সময় বাদামের খামার, পাখির চোখে দেখক অনেক সুন্দর লাগছে। 🍀🍀📍থানচি
12/01/2025

শীতের সময় বাদামের খামার, পাখির চোখে দেখক অনেক সুন্দর লাগছে। 🍀🍀
📍থানচি

ছাংদাক পাড়া সাথে পাড়ার ঝিড়ি❤️💥
11/01/2025

ছাংদাক পাড়া সাথে পাড়ার ঝিড়ি❤️💥

27/08/2024
খাগড়াছড়ি পার্বত্য জেলার বন্যা কবলিত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন।🙏আমরা জরুরি মূহুর্তে গত ২দিনে মোট ৩ হাজার জনে...
24/08/2024

খাগড়াছড়ি পার্বত্য জেলার বন্যা কবলিত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন।🙏

আমরা জরুরি মূহুর্তে গত ২দিনে মোট ৩ হাজার জনের জন্য খাবারের প্যাকেট (সাদা ভাত, ডাল, সবজি) পৌঁছে দিয়েছি।

এখন বন্যা অনেকটা নিয়ন্ত্রণে। বন্যা পরবর্তী ধাপে ১ হাজার পরিবারের জন্য ত্রাণের ব্যবস্থা করা হবে, যার জন্য সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ১৩ লক্ষ টাকা।

ত্রাণে যে যে জিনিস থাকবে-
১। চাল ১০ কেজি × ৫৫ টাকা = ৫৫০ টাকা।
২। ডাল ১ কেজি =১১৫ টাকা।
৩। আলু ২ কেজি × ৫৭ টাকা = ১১৪ টাকা।
৪। ঙাপি এক পোয়া= ১২০ টাকা।
৫। পেঁয়াজ ১ কেজি = ১২০ টাকা।
৬। রসুন এক পোয়া = ৬০ টাকা।
৭। লবণ ১ কেজি = ৬০ টাকা।
৮। তেল হাফ লিটার = ১০০ টাকা।
৯। মেডিসিন সামগ্রী= ৬০ টাকা৷

সর্বমোটঃ ১২৯৯ টাকা।

ইতিমধ্যে বিএমএসসির প্রত্যেক শাখা কমিটিকে ত্রাণ সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তারা মাঠে নেমে ত্রাণ সংগ্রহের জন্য কাজ শুরু করে দিয়েছে।

এই দুর্যোগের সময়ে যথাসম্ভব যে যার অবস্থান থেকে আমাদের শাখা-কমিটির টীমগুলোকে সহযোগিতা করার জন্য আহ্বান করা যাচ্ছে। একই সাথে যাঁরা আর্থিক সহযোগিতা করতে চাচ্ছেন, নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।

১. বিকাশ/নগদঃ ০১৬৪৭৪৪৪০৬৪ (মংচাইসা মারমা)

২. বিকাশ/নগদঃ ০১৬৩৭২৫০২৮২ (সাথোয়াইঅং মারমা)

৩.বিকাশ/নগদঃ ০১৬০৮৬৩২১৩৬ (বাবলু মারমা)

৪. রকেটঃ ০১৫৬৭৮৮৯৩৩৫৪ (সাথোয়াইঅং মারমা)

ব্যাংক একাউন্ট নাম: বাবলু মারমা

নাম্বার: ১৩৩১৫৮০০৩২৮৭৫ (ডাচ বাংলা ব্যাংক, মুরাদপুর শাখা, চট্টগ্রাম )
ব্যাংক একাউন্ট নাম: সাথোয়াইঅং মারমা
নাম্বার: ০২০০০২০১১৯১৫৮ (অগ্রণী ব্যাংক, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় শাখা)

বিদেশ থেকে টাকা পাঠাতে চাইলেঃ

Acount Name: AONG SHAY SING MARMA

Account No : 4404001032748

Sonali Bank PLC

Swift Code: BSONBDDSWEB

Routing Number : 200270522

BUET Branch, Dhaka.

ধন্যবাদান্তে ও সার্বিক তত্ত্বাবধানে

উসাগ্য মারমা - 01872639435
অং শৈ সিং মারমা- 01537369345
মংচাইসা মারমা- 01518625770

Bangladesh Marma Students Council-BMSC

24/08/2024

খাগড়াছড়ি পার্বত্য জেলার বন্যা কবলিত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন।🙏

আমরা জরুরি মূহুর্তে গত ২দিনে মোট ৩ হাজার জনের জন্য খাবারের প্যাকেট (সাদা ভাত, ডাল, সবজি) পৌঁছে দিয়েছি।

এখন বন্যা অনেকটা নিয়ন্ত্রণে। বন্যা পরবর্তী ধাপে ১ হাজার পরিবারের জন্য ত্রাণের ব্যবস্থা করা হবে, যার জন্য সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ১৩ লক্ষ টাকা।

ত্রাণে যে যে জিনিস থাকবে-
১। চাল ১০ কেজি × ৫৫ টাকা = ৫৫০ টাকা।
২। ডাল ১ কেজি =১১৫ টাকা।
৩। আলু ২ কেজি × ৫৭ টাকা = ১১৪ টাকা।
৪। ঙাপি এক পোয়া= ১২০ টাকা।
৫। পেঁয়াজ ১ কেজি = ১২০ টাকা।
৬। রসুন এক পোয়া = ৬০ টাকা।
৭। লবণ ১ কেজি = ৬০ টাকা।
৮। তেল হাফ লিটার = ১০০ টাকা।
৯। মেডিসিন সামগ্রী= ৬০ টাকা৷

সর্বমোটঃ ১২৯৯ টাকা।

ইতিমধ্যে বিএমএসসির প্রত্যেক শাখা কমিটিকে ত্রাণ সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তারা মাঠে নেমে ত্রাণ সংগ্রহের জন্য কাজ শুরু করে দিয়েছে।

এই দুর্যোগের সময়ে যথাসম্ভব যে যার অবস্থান থেকে আমাদের শাখা-কমিটির টীমগুলোকে সহযোগিতা করার জন্য আহ্বান করা যাচ্ছে। একই সাথে যাঁরা আর্থিক সহযোগিতা করতে চাচ্ছেন, নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।

১. বিকাশ/নগদঃ ০১৬৪৭৪৪৪০৬৪ (মংচাইসা মারমা)

২. বিকাশ/নগদঃ ০১৬৩৭২৫০২৮২ (সাথোয়াইঅং মারমা)

৩.বিকাশ/নগদঃ ০১৬০৮৬৩২১৩৬ (বাবলু মারমা)

৪. রকেটঃ ০১৫৬৭৮৮৯৩৩৫৪ (সাথোয়াইঅং মারমা)

ব্যাংক একাউন্ট নাম: বাবলু মারমা

নাম্বার: ১৩৩১৫৮০০৩২৮৭৫ (ডাচ বাংলা ব্যাংক, মুরাদপুর শাখা, চট্টগ্রাম )
ব্যাংক একাউন্ট নাম: সাথোয়াইঅং মারমা
নাম্বার: ০২০০০২০১১৯১৫৮ (অগ্রণী ব্যাংক, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় শাখা)

বিদেশ থেকে টাকা পাঠাতে চাইলেঃ

Acount Name: AONG SHAY SING MARMA

Account No : 4404001032748

Sonali Bank PLC

Swift Code: BSONBDDSWEB

Routing Number : 200270522

BUET Branch, Dhaka.

ধন্যবাদান্তে ও সার্বিক তত্ত্বাবধানে

উসাগ্য মারমা - 01872639435
অং শৈ সিং মারমা- 01537369345
মংচাইসা মারমা- 01518625770

পর্যাপ্ত টাকার অভাবে,শিল্পী হতে পারলাম না।সুদিন আসুক সব শিল্পীর। ক্যাপশন অনেক শক্তিশালী
12/02/2024

পর্যাপ্ত টাকার অভাবে,
শিল্পী হতে পারলাম না।
সুদিন আসুক সব শিল্পীর।
ক্যাপশন অনেক শক্তিশালী

শীত কুয়াশা চাদরে মেঘাছন্ন, তবুও ভিষন্নতা বাতাশে প্রেমের প্রলোভব উত্তাপ। পুরনো স্মৃতির মধ্যে একটা বিশ্বাসের আশ্রয়, যা মরা...
10/01/2024

শীত কুয়াশা চাদরে মেঘাছন্ন, তবুও ভিষন্নতা বাতাশে প্রেমের প্রলোভব উত্তাপ। পুরনো স্মৃতির মধ্যে একটা বিশ্বাসের আশ্রয়, যা মরার আগে মৃতুর ছিন্নিয়ে নিবেনা। তা অক্ষরে অক্ষরে অনুভব হবে।
সে মুহুর্তে আমার নিঃশ্বাসের পাহাড়ে সুন্দর গোলাপ ফুলের পোড়ানো ঘ্রাণ পাচ্ছিলিাম, নিমেষে মনের ঢেউ উত্তল।
সে দিনও তুমি ছিলে পাশে।🌸

You must be the change you wish to see in the world. -Mahatma Gandhi
10/01/2024

You must be the change you wish to see in the world.
-Mahatma Gandhi

গল্পটা পাচঁ বন্ধু’র,আমি ঔসময়ের কাধেঁ ক্যামেরা ঝুলিয়ে বেড়াইতাম অমুক-তমুক জায়গাই। স্মৃতিসৌধ কাছে হওয়াই প্রাই সময় আসা-যাওয়া...
06/01/2024

গল্পটা পাচঁ বন্ধু’র,
আমি ঔসময়ের কাধেঁ ক্যামেরা ঝুলিয়ে বেড়াইতাম অমুক-তমুক জায়গাই। স্মৃতিসৌধ কাছে হওয়াই প্রাই সময় আসা-যাওয়া হতো, সময় করে অনেক বন্ধু হয়ে যায় আমার। ওরা একএকজন ভিন্ন ধরনের মানে এদের পেশাও ভিন্ন, একজন চা-সিগারেট ব্যবসা করে, বাদাম, পানি, আবার কেউ পুরনো প্লাস্টিকের বোতল সংগ্রহ করে। এদের গল্পও ভিন্ন কারো হইতো পরিবার সাথে অমিল, কারো অভাব সংসার ভার কাধেঁ।
কিন্তু একটা অদৃশ্য শক্তির জায়গাই সবাই এক প্রত্যেকে হাসি।

হাসি মানুষের অদৃশ্য শক্তি, বলা চলে হাসি মানুষের মহাপ্রাণ।
আমি যখন এই বাস্তবতা যুদ্ধে প্রায় হার মানতে যাবো ঠিক ওই মুহুর্তে এদের অদৃশ্য শক্তির কথা মনে পরে। বন্ধু বলে সন্মোধন করি কী এম্নে এম্নে, ওরাই আসল যুদ্ধা। আবার গতি বারে আমার।
আজ আমার অনেকটাই আলাদা ভাবে আছি, হইতো এদের মধ্যে অনেকে সাচ্ছ্যন্দ জীবক পেয়েছে, কেউ নেতা হয়েছে। আমি এখনো বেকার রয়েগেলাম। অধ্যম শক্তি বেচেঁ থাকবার মানুষের জন্য জরুরী, হাসি হোক যুদ্ধের হাতিয়ার।

Address

Ushamong Headmen Para
Bandarban
4630

Alerts

Be the first to know and let us send you an email when Gallery by Hla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share