Rimo Barua Aly

Rimo Barua Aly Rimo Barua is ready to give you full computer skill and freelancing service.

 #ফ্রিল্যান্সিং 💻ডিজিটাল মার্কেটিং কি?ডিজিটাল মার্কেটিং বলতে বুঝায় অনলাইনের মাধ্যমে কোন পণ্য বা সার্ভিসের প্রচারণা। মূল...
21/03/2024

#ফ্রিল্যান্সিং
💻ডিজিটাল মার্কেটিং কি?
ডিজিটাল মার্কেটিং বলতে বুঝায় অনলাইনের মাধ্যমে কোন পণ্য বা সার্ভিসের প্রচারণা। মূলত বিভিন্ন মাধ্যমে এই প্রচারণা করা হয় যেমন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে,সার্চ ইঞ্জিনের মাধ্যমে,সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে,ইমেইলের মাধ্যমে।

🎯 ডিজিটাল মার্কেটিং এর প্রধান সেক্টর গুলো হল :
• কনটেন্ট মার্কেটিং
• SEO মার্কেটিং
• ফেইসবুক মার্কেটিং
• ইমেইল মার্কেটিং
• ভিডিও মার্কেটিং
• ইউটিউব মার্কেটিং
• অ্যাফিলিয়েট মার্কেটিং

🎯 ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা

যেহেতু বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ স্মার্টফোন ব্যবহার করে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যার কারণে মানুষ যেকোনো পণ্য ক্রয়ের আগে ইন্টারনেটে তার তথ্য সম্পর্কে জেনে নেয় এবং বেশিরভাগ সময়ে মানুষ অনলাইন থেকে কেনাকাটা করে। এতে একটা কথা স্পষ্টভাবে বুঝা যাচ্ছে ভবিষ্যতে মানুষ যত দিন পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করবে ততদিন ডিজিটাল মার্কেটিং থাকবে।

🎯 ডিজিটাল মার্কেটিং এর সুবিধা

♦️সামান্য পুঁজি দিয়ে মার্কেটিং শুরু করা যায়

♦️টার্গেটেট কাস্টমারদের নিয়ে মার্কেটিং করা যায়

♦️সঠিক বিজ্ঞাপনের মাধ্যমেই মানুষের কাছে সহজেই পৌঁছানো যায়
♦️বিজ্ঞাপন বাবদ খরচ কমে যায়

♦️অল্প জ্ঞান নিয়ে মার্কেটিং করা যায়

🎯 ডিজিটাল মার্কেটিং এর অসুবিধা

♣️প্রতিযোগিতা বেশি

♣️নিত্য নতুন প্রযুক্তির পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারলে পিছিয়ে পড়ার সম্ভবনা থাকে।

19/03/2024

#হেল্পিং পোস্ট
#ফ্রিল্যান্সিং
বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং খুব জনপ্রিয় একটি পেশায় পরিণত হয়েছে।মূলত ফ্রিল্যান্সিং হল এমন একটি কাজের পদ্ধতি যেখানে মানুষ তার মেধা এবং সময়কে কাজে লাগিয়ে অনলাইনের বিভিন্ন প্লাটফর্ম এর মাধ্যমে ঘরে বসে টাকাও উপার্জন করে থাকে।
যেসব বিষয় নিয়ে অনলাইন প্লাটফর্মে কাজ করা যায় সেগুলি হল, ওয়েব ডেভলপমেন্ট , ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, সেলস এন্ড মার্কেটিং ইত্যাদি।

ফ্রিল্যান্সিং কেন করবেন?
• কাজের স্বাধীনতা
• সময়ের স্বাধীনতা
• টাকা উপার্জন
• বিশেষজ্ঞতা অর্জন

কাজের স্বাধীনতা ~
আমরা সবাই চাই কারো পরাধীন না হয়ে স্বাধীনভাবে কিছু করতে। এক্ষেত্রে ফ্রিল্যান্সিং হচ্ছে সব চেয়ে ভালো মাধ্যম। কারণ কারণ আপনি ঘরে বসেই পছন্দ মতো কাজ বেচে নিতে পারবেন।

সময়র স্বাধীনতা~
যেহেতু ঘরে বসেই কাজ করবেন তাই নিজের পছন্দ মতো সময়ে বের করে কাজ করার সুযোগ থাকে।

টাকা উপার্জন ~
বেশিরভাগ কাজের একটায় মুখ্য উদ্দেশ্য থাকে সেটি হলো তো উপার্জন করা। ক্লাইন্টকে সুন্দরভাবে কাজ বুঝিয়ে দিতে পারলে ভালো ইনকামের সুযোগ আছে। যার কারণে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন পাশাপাশি এতে করে দেশে বেকারত্বের হারও কমবে।

বিশেষজ্ঞতা অর্জন~
ফ্রিল্যান্সিং আপনার ক্ষমতা এবং দক্ষ থাকে আরো উন্নত করতে সাহায্য করবে।

20/02/2024

Welcome To My
Page💐💐

Address

Chairman Phara, Bandarban Sadar
Bandarban
4650

Alerts

Be the first to know and let us send you an email when Rimo Barua Aly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rimo Barua Aly:

Share