
21/03/2024
#ফ্রিল্যান্সিং
💻ডিজিটাল মার্কেটিং কি?
ডিজিটাল মার্কেটিং বলতে বুঝায় অনলাইনের মাধ্যমে কোন পণ্য বা সার্ভিসের প্রচারণা। মূলত বিভিন্ন মাধ্যমে এই প্রচারণা করা হয় যেমন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে,সার্চ ইঞ্জিনের মাধ্যমে,সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে,ইমেইলের মাধ্যমে।
🎯 ডিজিটাল মার্কেটিং এর প্রধান সেক্টর গুলো হল :
• কনটেন্ট মার্কেটিং
• SEO মার্কেটিং
• ফেইসবুক মার্কেটিং
• ইমেইল মার্কেটিং
• ভিডিও মার্কেটিং
• ইউটিউব মার্কেটিং
• অ্যাফিলিয়েট মার্কেটিং
🎯 ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা
যেহেতু বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ স্মার্টফোন ব্যবহার করে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যার কারণে মানুষ যেকোনো পণ্য ক্রয়ের আগে ইন্টারনেটে তার তথ্য সম্পর্কে জেনে নেয় এবং বেশিরভাগ সময়ে মানুষ অনলাইন থেকে কেনাকাটা করে। এতে একটা কথা স্পষ্টভাবে বুঝা যাচ্ছে ভবিষ্যতে মানুষ যত দিন পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করবে ততদিন ডিজিটাল মার্কেটিং থাকবে।
🎯 ডিজিটাল মার্কেটিং এর সুবিধা
♦️সামান্য পুঁজি দিয়ে মার্কেটিং শুরু করা যায়
♦️টার্গেটেট কাস্টমারদের নিয়ে মার্কেটিং করা যায়
♦️সঠিক বিজ্ঞাপনের মাধ্যমেই মানুষের কাছে সহজেই পৌঁছানো যায়
♦️বিজ্ঞাপন বাবদ খরচ কমে যায়
♦️অল্প জ্ঞান নিয়ে মার্কেটিং করা যায়
🎯 ডিজিটাল মার্কেটিং এর অসুবিধা
♣️প্রতিযোগিতা বেশি
♣️নিত্য নতুন প্রযুক্তির পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারলে পিছিয়ে পড়ার সম্ভবনা থাকে।