Hoimanti Chakma

Hoimanti Chakma নি‌জের জীব‌নের যত অ‌ভিজ্ঞা

মাথা ব‌্যাথা আর নাক নি‌য়ে সকাল থে‌কে সমস‌্যা প্রয়োজনীয় ঔষুধ সা‌থে সা‌থে রা‌খি ব‌লে লাগ‌লে খে‌য়ে নি‌তে পা‌রি। #ঔষুধ
17/06/2025

মাথা ব‌্যাথা আর নাক নি‌য়ে সকাল থে‌কে সমস‌্যা প্রয়োজনীয় ঔষুধ সা‌থে সা‌থে রা‌খি ব‌লে লাগ‌লে খে‌য়ে নি‌তে পা‌রি।

#ঔষুধ

Its Tea Time
16/06/2025

Its Tea Time


16/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

এই লোকটার তাকা‌নো দে‌খে ছ‌বি না তু‌লে পারলাম না, প্রায় লক্ষ‌্য ক‌রি আমরা যখন দোকানে যায় তখন এমন ভা‌বে তা‌কি‌য়ে থা‌কে ...
16/06/2025

এই লোকটার তাকা‌নো দে‌খে ছ‌বি না তু‌লে পারলাম না, প্রায় লক্ষ‌্য ক‌রি আমরা যখন দোকানে যায় তখন এমন ভা‌বে তা‌কি‌য়ে থা‌কে ম‌নে হয় যেন ভিন গ্রহের কিছু একটা দে‌খে‌ছে।
যখন তার সামনা সাম‌নি ব‌সি ব‌সি তখন আমিও তার চোখ না ফেরা‌নোর পর্যন্ত তা‌কি‌য়ে থা‌কি।
সোজাভা‌বে না ব‌সে আমরা যে দি‌কে আছি সেই দি‌কে তার চোখ, চোখ দে‌খে ম‌নে হয় চীব‌নে মে‌য়ে মানুষ দে‌খে‌নি।
এইদের জন‌্য পু‌রো পুরুষ জাতির বদনাম হয়, এই সমা‌জে যত‌দিন এদের মত লোক থাক‌বে এসব চল‌তে থাক‌বে।
#মানু‌ষের #‌ভীরে #অমানুষ

জীবনের পথে আমরা সবাই এক সময় না এক সময় কঠিন সময়ের মুখোমুখি হই।হঠাৎ চাকরির অনিশ্চয়তা, নিজের ভেতরের একাকীত্ব, কিংবা আত্মসম্...
15/06/2025

জীবনের পথে আমরা সবাই এক সময় না এক সময় কঠিন সময়ের মুখোমুখি হই।
হঠাৎ চাকরির অনিশ্চয়তা, নিজের ভেতরের একাকীত্ব, কিংবা আত্মসম্মান আর ব্যক্তিত্বের টানাপোড়েন এসব কষ্ট যেন আমাদের ভেঙে ফেলতে চায়।
তবে মনে রাখবেন, সবচেয়ে গভীর অন্ধকারের পরেই আসে নতুন ভোর। কঠিন সময় মানেই শেষ নয়,বরং এ সময়েই আপনি চিনে নেবেন চারপাশের মানুষকে। কে সত্যিকারের বন্ধু, কে সহায়; আর কে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা হায়েনা—যে আপনার দুর্বল মুহূর্তে সুযোগ খোঁজে আপনাকে ছিঁড়ে ফেলার!

এই চেনা-জানার প্রক্রিয়াটাই কঠিন সময়ের সবচেয়ে বড় উপহার। হ্যাঁ, আপনার কান্না, হতাশা, ভেঙে পড়া সবই স্বাভাবিক। কাঁদুন, মন খারাপ করুন, নিজেকে সময় দিন। তবে মনে রাখবেন, আপনি ভেঙে পড়লেও ভেঙে যেতে পারবেন না।
নিজেকে এক রাখুন, নিজেকে জোড়া দিন।
ভাবুন, এতকিছুর মধ্যেও আপনি এখনও বেঁচে আছেন, লড়ছেন, হাঁটছেন—এটাই প্রমাণ করে আপনি কতটা সাহসী। হয়তো আজ কেউ বুঝবে না আপনার লড়াইয়ের গল্প, কিন্তু একদিন এই গল্পই হবে অন্য কারও অনুপ্রেরণা।
একদিন, আপনার টিকে থাকাই হয়ে উঠবে একটি বিজয়ের ইতিহাস। নিজেকে ভালোবাসুন, সময় দিন, নিজের যত্ন নিন।
আর সবচেয়ে বড় কথা— হাল ছাড়বেন না।
“ঝড় যতই প্রবল হোক, তা চিরকাল থাকে না।
সূর্য একদিন ঠিকই ফিরে আসে—আলো নিয়ে, আশা নিয়ে।
আর যারা ঝড়ের ভেতরেও দাঁড়িয়ে থাকতে শিখে,ইতিহাস ঠিক তাদের নামটাই মনে রাখে।”
ভালো কিংবা খারাপ!
#জীবনের #গল্প #ভালো #লাগে #তাই #‌শেয়ার #করলাম
#বাস্তবতা

নিজেকে ভালোবাসো, সময় দাও।জীবনে আমরা কতই না দৌড়াচ্ছি—কাজ, সংসার, সমাজের হাজার দাবি। কিন্তু এই দৌড়াতে গিয়ে যেন নিজেকেই হার...
14/06/2025

নিজেকে ভালোবাসো, সময় দাও।

জীবনে আমরা কতই না দৌড়াচ্ছি—কাজ, সংসার, সমাজের হাজার দাবি। কিন্তু এই দৌড়াতে গিয়ে যেন নিজেকেই হারিয়ে ফেলি না।

আর নিজেকে সময় দাও—একাকী কিছুক্ষণ কাটাও। হয়তো এক কাপ চায়ের সঙ্গেই, কিংবা জানালার পাশে বসে আকাশ দেখার মধ্যে। এই সময়টুকুই তোমাকে শেখাবে, তুমি কতটা মূল্যবান।

নিজেকে ভালোবাসো, কারণ তুমিই সেই মানুষ, যাকে নিয়ে তোমাকে বাঁচতে হবে আজীবন।

জীবন ছোট, কিন্তু সুন্দর। নিজেকে উপহার দাও একটু ভালোবাসা, একটু সময়—এটাই তো প্রকৃত সুখের শুরু।
#জীবন_চক্র #বাস্তব #অ‌ভিজ্ঞতা

মায়ায় ভালোবেসে মেয়েরা সব পারে , একটা মেয়ের মায়া পাবার ভাগ্য সব ছেলেদের হয় না । যে মেয়ে তোমাকে মায়া করে ভালোবাসবে , সে তো...
14/06/2025

মায়ায় ভালোবেসে মেয়েরা সব পারে , একটা মেয়ের মায়া পাবার ভাগ্য সব ছেলেদের হয় না ।
যে মেয়ে তোমাকে মায়া করে ভালোবাসবে , সে তোমার সমস্ত অপরাধ মাফ করে দিবে , কিন্তু তার মনে একবার কোন কথা লেগে গেলে , তার ভালোবাসা ঘৃনায় রূপান্তর হবে ।
তার ঘৃনা পাওয়ার মত হতভাগা হইয়ো না সে ঘৃনার দাগ বড় কালশীটে , দগদগে কালো , তোমার জীব‌নের সমস্ত ভালবাসায় ও সেই দাগ রিমুভ হবে না ।
তুমি আমরন তার অনুশোচনায় ভূগবে কিন্তু তারপর তোমার ক্ষমা হবে না ।তাই সে ঘৃনার ভার কখনও নিয়ো না ।
মে‌য়েয়া যেমন ভা‌লোবাস‌তে পার ঠিক তেম‌নি ঘৃনায় মুখও ফির‌য়ে নি‌তে পা‌রে। তাই মে‌য়ে‌দের দূর্বল ভাব‌বেন না।

গর‌মের স‌স্তি
14/06/2025

গর‌মের স‌স্তি

আমার বেড়ানাও শেষ নেই
13/06/2025

আমার বেড়ানাও শেষ নেই

Address

Bandarban
4400

Telephone

+8801558948112

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hoimanti Chakma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hoimanti Chakma:

Share