ইঞ্জি থোয়াই চিং মং চাক - Engr Thowai Ching Mong Chak

  • Home
  • Bangladesh
  • Bandarban
  • ইঞ্জি থোয়াই চিং মং চাক - Engr Thowai Ching Mong Chak

ইঞ্জি থোয়াই চিং মং চাক - Engr Thowai Ching Mong Chak ভারতীয় আগ্রাসন থেকে পাহাড়কে মুক্ত করাই আমার লক্ষ্য। আগের পেইজটি ভারতীয় বাহিনী,পাহাড়ের উগ্র জাতিরা হ্যাক করে দিয়েছে।
নতুন পেইজে আপনাকে স্বাগতম।

07/09/2025
ডাকসু নির্বাচনে রাষ্ট্রবিরোধী ‘আদিবাসী বিচ্ছিন্নতাবাদ’ প্রচারকারীদের প্রার্থীতা ও ছাত্রত্ব বাতিল এবং শাস্তির আওতায় আনতে ...
07/09/2025

ডাকসু নির্বাচনে রাষ্ট্রবিরোধী ‘আদিবাসী বিচ্ছিন্নতাবাদ’ প্রচারকারীদের প্রার্থীতা ও ছাত্রত্ব বাতিল এবং শাস্তির আওতায় আনতে হবে - সার্বভৌমত্ব সচেতন ছাত্রসমাজ

ডাকসু নির্বাচনে রাষ্ট্রদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদী ‘আদিবাসী’ শব্দ প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সার্বভৌমত্ব সচেতন ছাত্রসমাজ। আজ রোববার বিকেল ৪’টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে থোয়াই চিং মং চাক বলেন, আমরা অত্যন্ত উদ্বিগ্নের সাথে লক্ষ্য করছি যে, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিদেশী এনজিও ও ভারতীয় প্রেসক্রিপশনে ঢাবিতে ‘আদিবাসী বিচ্ছিন্নতাবাদ’ প্রচারণা ও কায়েম করার ষড়যন্ত্র হচ্ছে। ‘আদিবাসী’ প্রচারণার মধ্যে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে কথিত ‘জুম্মল্যান্ড’ কিংবা ভারতের সাথে যুক্ত করার গভীর ষড়যন্ত্র বিদ্যমান।

যেসব ক্যান্ডিডেট ঢাবিতে বিচ্ছিন্নতাবাদী আদিবাসী প্রচারণা চালাচ্ছে তাদেরকে ডাকসু নির্বাচনে অযোগ্য বিবেচিত করে তাদের প্রার্থিতা বাতিল করা এবং রাষ্ট্রদ্রোহী শব্দ প্রচারণার অভিযোগে তাদের ছাত্রত্ব বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। কিন্তু এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরবতা আমাদেরকে হতাশ করেছে। আদিবাসী প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা নিয়ে যে ঝুঁকি তৈরী হবে এর জন্য ঢাবি প্রশাসনও দায়ী থাকবে।

বাংলাদেশের প্রায় ৯৯. শতাংশের বেশি মানুষ বাঙ্গালী জনগোষ্ঠী। এর বাইরে আনুমানিক ০.৫০ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর। এখানে কেউ চাক, কেউ মারমা, কেউ চাকমা ইত্যাদি। এগুলো আমাদের জাতিগত পরিচয়। সামষ্টিকভাবে বাঙ্গালি-অবাঙ্গালি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আমরা সবাই বাংলাদেশী। কিন্তু নিজ জাতি ও বাংলাদেশী পরিচয় বাদ দিয়ে বিদেশী এনজিও ও ভারতীয় চাহিদায় বিচ্ছিন্নতাবাদী ‘আদিবাসী’ প্রচারণা রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড। এদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে।

গত আওয়ামী সৈরাচার আমলে ঢাবির ছাত্রলীগ ও বামপন্থী ছাত্রদের মধ্যে প্রতিযোগিতা চলতো যে, ঢাবি ক্যাম্পাসে কে বেশি ভারতীয় হেজিমনি (আধিপত্য) তৈরী করতে পারে। এটা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি পযন্ত হয়েছে। ভারতীয় হেজিমনির পোদবালক ঢাবির জগন্নাথ হলের মেঘমল্লার বসু। সৈরাচার পতনের পরেও তারা ঢাবিতে ভারতীয় হেজিমনি ‘আদিবাসী বিচ্ছিন্নতাবাদ’ পুনরায় নিয়ে আসার অপচেষ্টা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য আবশ্যক হয়ে দাঁড়িয়েছে- দশম বর্ষী আদু ভাই ওরফে ভারতীয় রুপি মেঘমল্লার ও তার রাষ্ট্রবিরোধী বক্তব্যকে সমর্থনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এবং তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ন্যস্ত করা।

ডাকসু নির্বাচনে পাহাড়ের সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফ এর ফান্ডিং ও কানেকশনের ছড়াছড়িও দেখা যাচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজনই উক্ত সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে অভিযুক্ত। এই ব্যাপারগুলোতে ঢাবি প্রোসনের যাচাইহীনতা ও নিষ্কৃীয়তা বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র কিংবা শিক্ষক যারাই রাষ্ট্রদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদী ‘আদিবাসী’ শব্দ প্রচারণা চালাবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা জোর দাবী জানাচ্ছি।

২০২২ সাল যখন ফ্যাসিবাদ মাথা চারা দিয়ে বাংলাদেশ দাবড়িয়ে বেড়াচ্ছিল আমরা অকুতোভয় দুঃসাহসী কিছু ছেলে তখনও রাজপথে সোচ্চার ছিল...
07/09/2025

২০২২ সাল যখন ফ্যাসিবাদ মাথা চারা দিয়ে বাংলাদেশ দাবড়িয়ে বেড়াচ্ছিল আমরা অকুতোভয় দুঃসাহসী কিছু ছেলে তখনও রাজপথে সোচ্চার ছিলাম। সেই সহযোদ্ধার আকতার হোসেনের জন্মদিনে আজ জানাই শুভ জন্মদিন।

আমাকে দেখে অনেকের তীব্র গরমে তেলে বেগুনে জ্বলে উঠেন।  উঠাতাই স্বাভাবিক। কারণ আমি মানু্‌ষের মাঝে প্রকৃত পরিবর্তন আনতে চাই...
04/09/2025

আমাকে দেখে অনেকের তীব্র গরমে তেলে বেগুনে জ্বলে উঠেন। উঠাতাই স্বাভাবিক। কারণ আমি মানু্‌ষের মাঝে প্রকৃত পরিবর্তন আনতে চাই। যে পরিবর্তনে থাকবে কোন জাতিভেদ, থাকবে না কোন ধর্মভেদ, থাকবে না কোন বৈষম্য।

আমাকে অনেকেই পাকিস্তানের বা মুসলমান কিংবা সংখ্যাগরিষ্ঠ বাঙ্গালির দালাল আখ্যায়িত করে থাকেন। তবে আমি নিজেকে বাংলাদেশের দালাল বলতে স্বাচ্ছন্দবোধ করি এই কারণেই যে আমার দেহ এই দেশের মাটি বায়ু পানি আলো দিয়ে গড়া। আমার বাবার ঠোঁট কাটা ছিল। চিকিৎসার জন্য সক্ষমতা ছিল না বলেই হাতুড়ি ডাক্তারের স্মরণাপন্ন হয়ে প্রচুর ব্লিডিং হয়েছিল অপারেশনের সময়। তখন থেকে দুর্বল হয়ে বাবা পৃথিবীর মায়া তায়গ করেন। একটা মাদ্রাসায় গিয়ে আমার বাবার সাদৃশ্য এই শিশুটির ঠোঁট দেখে বাবার কথা মনে পড়ে গিয়েছিল।

এমন হাজারো পরিবার এই পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর কাছে হেরে গিয়ে মা হারা পিতা হারা সন্তান হারা জীবন অতিবাহিত করছেন। আমার আন্দোলন এই সকল তথাকথিত সুশীল অধিকার কর্মীদের বিরুদ্ধে যারা সহজ সরল নাগরিকদের মাথায় কাঠাল ভেঙে খাচ্ছে একদল পিসাচ। এই পাহাড় বাংলাদেশের কোন একক জাতির নয়। যারা ক্ষণে ক্ষণে সাপের মত খোলস পালটায় তারা কখনো জাতির জন্য সুফল বয়ে আনবে না।

পার্বত্য চট্টগ্রামের সকল সংঘাত বন্ধ করতে হলে এই পাহাড়ের বসবাসরত সকল জাতির নাগরিকদের বুঝতে হবে আমরা ষড়যন্ত্রের বেড়াজালে বন্দী। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়েই মুক্তির পথ খুজতে হবে। কাউকে পিছনে ফেলে নয়।

অনেক দিন পর প্রিয় সহযোদ্ধা আকতার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ চীন সফরের পর
01/09/2025

অনেক দিন পর প্রিয় সহযোদ্ধা আকতার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ চীন সফরের পর

01/09/2025
26/08/2025
26/08/2025

ঢাকসতে ভোট পেতে যারা আদিবাসী সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব যারা নিয়েছে তাদের বয়কট করুন

Address

Bandarban
4660

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইঞ্জি থোয়াই চিং মং চাক - Engr Thowai Ching Mong Chak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share