Bakka Tv 24

Bakka Tv 24 "আসসালামু আলাইকুম" প্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। হযরতে আলোচনা পেতে আমাদের সাথে সর্বদা থাকবেন।ইনশাআল্লাহ

01/08/2025

প্রতিটি গুনার জন্য ১০ টি স্বাক্ষী হাজির করা হবে।মুফতী দেলোয়ার হোসাইন মাদারীপুরী

01/08/2025

ফা ইন্না মা'আল 'উসরি ইউসরান, ইন্না মা'আল 'উসরি ইউসরা”
অর্থ: নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে।
(আল কোরআন)

28/07/2025

দুনিয়ার সম্পদ পেয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি।মুফতি এমদাদ উল্লাহ কাসেমী

28/07/2025

মানুষের হায়াত কতটুকু আপনি জানলে অভাক হবে!!মুফতি এমদাদ উল্লাহ কাসেমী

28/07/2025

অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাওকে বলবেন না,কারণ খুশিতে মানুষ নজর লাগায়,আর
কষ্টে মানুষ লবন লাগায়!!

28/07/2025

বিপদের সময় কি পড়বেন? কোন জিনিস হারিয়ে গেলে কি আমল করবেন?
উম্মে সালামা রা. বলেন আমি রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন: যদি কোন মুসলিম কোন বিপদে পড়ে, আর সে এজন্য এভাবে দোয়া করে-

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ - اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا
উচ্চারণঃ ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি র-জিঊন। আল্লাহুম্মা'জুরনী ফী মুসীবাতী, ওয়া আখলিফলী খইরম্মিনহা-

অর্থঃ আমরা আল্লাহর জন্যই, এবং তার কাছেই ফিরব। ও আল্লাহ! আমাকে বিপদের জন্য প্রতিদান দাও, এবং এর বিপরীতে আমাকে এরচেয়ে উত্তমটা দান করো”

তাহলে আল্লাহ্‌ হয়তো সে বিপদ থেকে তাঁকে উদ্ধার করবেন, অথবা এর বিনিময়ে এরচেয়ে উত্তর কিছু দান করবেন।
উম্মে সালামা রা. বলেন, আমার স্বামী মারা গেল। আমি ভাবছিলাম সালমার বাবার চেয়েও উত্তম মুসলিম কে হতে পারে? তবে আমি ওভাবে দোয়া করলাম। এর ফলে আল্লাহ্‌ সুবহানাহু তা’আলা আমাকে রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের ব্যবস্থা করে দিলেন!!
- (সহিহ মুসলিম, হাদিস নং ৯১৮)

27/07/2025

’আবদুল্লাহ্ ইবনু ’উমার (রাযি.) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কোন ব্যক্তির ’আসরের সালাত ছুটে যায়, তাহলে যেন তার পরিবার-পরিজন ও মাল-সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল।

৫৫২ সহীহ বুখারী, ৬২৬ সহীহ মুসলিম।

27/07/2025

বেলাল (রা ) যে আমল করার কারণে জান্নাতে তার পায়ের শব্দ শুনলেন।মুফতি ইব্রাহিম আল ফরিদী সাহেব

26/07/2025

যারা সন্তানকে গর্ভঅবস্থায় নষ্ট করে ফেলে, দেরি করে সন্তান নেওয়া যাবে না। মুফতি এমদাদ উল্লাহ কাসেমী

26/07/2025

“যে কোনো ঈমানদার পুরুষ বা মহিলা নেক আমল বা আমলে সালেহ করে আমি (আল্লাহ) অবশ্য অবশ্যই তাকে পবিত্র জীবন যাপন করাব এবং আমি (আল্লাহ) অবশ্যই অবশ্যই তারা যে নেক আমল করত তদানুপাতে তাদেরকে তাঁদের পুরস্কার দিব।” (১৬-সূরা আন নাহল: আয়াত-৯৭)

26/07/2025

নিজেকে পরিবর্তন করে তে চাইলে নামাজে দাড়িয়ে যান

25/07/2025

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আল্লাহ্‌ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন তাকে তিনি দুঃখকষ্টে পতিত করেন।

[সহিহ বুখারী- ৫৬৪৫]

Address

Dhaka
Bangladsh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bakka Tv 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category