Bakka Tv 24

Bakka Tv 24 "আসসালামু আলাইকুম" প্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। হযরতে আলোচনা পেতে আমাদের সাথে সর্বদা থাকবেন।ইনশাআল্লাহ

23/10/2025

পৃথিবী পুরোটাই হল সম্পদ আর পৃথিবীর সর্বোত্তম সম্পদ হলো পূর্ণবতী মহিলা ❤️

23/10/2025

❝দুনিয়া হচ্ছে জান্নাতের বাগান, তোমরা এতে আমল দ্বারা চাষ করো।❞(মুসনাদ আহমাদ: ১২৩৭৯)

21/10/2025

যখন আমার একাকী লাগে -
আল্লাহ বলেন- "তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো (সুরা বাকারা:১৫২)

আলহামদুলিল্লাহ

20/10/2025

হজ্জ্ব করে এসে যদি নামের শুরুতে হাজী লেখাটা দরকার হয়।
তবে হারাম খাওয়ার পর নামের শুরুতে হারামি লেখাটা আরো বেশি জরুরী ✌️

19/10/2025

“নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরাই পরিবর্তন করে।”
> إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ

📖 সূরা আর-রা’দ (১৩:১১)

🌙 অন্য আয়াতে

📖 সূরা আল-আনফাল (৮:৫৩)

> ذَٰلِكَ بِأَنَّ اللَّهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِّعْمَةً أَنْعَمَهَا عَلَىٰ قَوْمٍ حَتّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ
“এটা এজন্য যে, আল্লাহ কোনো জাতির উপর অনুগ্রহ পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের পরিবর্তন করে ফেলে।”

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

> “যখন তোমরা মন্দ কাজ দেখবে এবং তা বদলানোর চেষ্টা করবে না, তখন আল্লাহ শীঘ্রই তোমাদের উপর এমন শাস্তি দিবেন যা থেকে মুক্তির সুযোগ থাকবে না।”
(সূত্র: তিরমিযি, হাদীস ২১৬৮)

19/10/2025

প্রত্যেক প্রাণীকেই মৃ"ত্যুর স্বাদ পেতেই হবে....

16/10/2025

একটু চিন্তা করছেন কি।এই মুজাহিদ বানিয়ে দিচ্ছে কাউকে,এই কাউকে শহীদ,এই কাউকে পীর, এই কাউকে মুরিদ, এই কাউকে উস্তাজ,এই কাউকে শায়খ। আবার এই কাউকে কাফের,এই কাউকে দালাল,এই কাউকে কাপুরুষ,এই কাউকে ভন্ড,এই কাউকে প্রতারক,
সোশ্যাল মিডিয়ায় প্রতি সেকেন্ডে আমাদের কারো পক্ষ-বিপক্ষ আমাদের যে কতটা বিপক্ষে যাচ্ছে।
আফসোস যদি আমরা বিন্দুমাত্র অনুভব করতাম।

16/10/2025

আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা কর, নিশ্চয় আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু।
-(সূরা নিসা ১০৬)

14/10/2025

যখন তুমি ভেবেছিলে শেষ! আর কোনো পথ নেই, সব দরজা বন্ধ...ঠিক তখনই দয়াময় রব এমন এক রাস্তা খুলে দিলেন যা তুমি কল্পনাও করোনি। আজ সেই রবকেই ভুলে গেছো, যিনি তোমাকে মৃত্যুর কিনারা থেকে জীবনের আলোয় ফিরিয়ে এনেছিলেন!

10/10/2025

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিনের আলোচনা করলেন। তিনি বললেন, এইদিন একটা সময় আছে তখন কোনো মুসলিম নামাযরত অবস্থায় আল্লাহর নিকট যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তা দেবেন।

আবু হুরায়রা রা বলেন, আমি বললাম, ঐ সময় কীভাবে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম বান্দা ঐ সময় নামাযরত থাকবে! আর আছরের পর তো নামায পড়া যায় না?

আবদুল্লাহ ইবনে সালাম রা. উত্তর দিয়েছেন-

أَلَمْ يَقُلْ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: مَنْ جَلَسَ مَجْلِسًا يَنْتَظِرُ الصّلاَةَ فَهُوَ فِي صَلاَةٍ حَتّى يُصَلِّيَ؟

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি, কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাযের অপেক্ষায় বসে থাকবে, ততক্ষণ সে নামাযে আছে?

আবু হুরায়রা রা. বলেন, আমি বললাম, হাঁ।

আবদুল্লাহ ইবনে সালাম রা. বললেন-

فَهُوَ ذَلِكَ.

হাদীসে (নামাযরত বলার দ্বারা) এটাই উদ্দেশ্য। -মুয়াত্তা মালেক, হাদীস ২৯১; মুসনাদে আহমাদ, হাদীস ২৩৭৮৫; সুনানে আবু দাউদ, হাদীস ১০৪৬; জামে তিরমিযী, হাদীস ৪৯১

10/10/2025

হে মু'মিনগণ। ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সহিত আছেন। [ সূরা বাকারা - ১৫৩ ]

জাতীয় মজিদ বায়তুল মোকাররম পৃব পাশে জাতীয় ইসলামিক বই মেলা
09/10/2025

জাতীয় মজিদ বায়তুল মোকাররম পৃব পাশে
জাতীয় ইসলামিক বই মেলা

Address

Dhaka
Bangladsh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bakka Tv 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category