Bangladesh Catholic media -BCM

Bangladesh Catholic media -BCM Get inspired, informed, and connected with the Media BCM page! Discover uplifting content on

The Bangladesh Catholic Media (BCM) page is a platform dedicated to providing news, information, and inspiration to the Catholic community in Bangladesh. Through their page, BCM shares articles, videos, and photos that cover a range of topics, including faith, culture, social justice, and current events. They also promote events and initiatives that support the Catholic community in Bangl

adesh and encourage dialogue and discussion among their followers. With a focus on engaging and uplifting content, the BCM page serves as a valuable resource for Catholics in Bangladesh and beyond.

♦️ Registration NoticeHoly Cross College- 75 Years CelebrationTheme: 75 Years of Legacy: Truth, Wisdom and ExcellenceVen...
23/07/2025

♦️ Registration Notice

Holy Cross College- 75 Years Celebration

Theme: 75 Years of Legacy: Truth, Wisdom and Excellence
Venue: Holy Cross College

Registration Date: from 01 August to 30 September 2025

Only for Alumnae/Former Students of Holy Cross College

♦️ 18 December 2025 (Thursday) 1952 - 2009 BDT- 4000/- / USD- 35
♦️19 December 2025 (Friday) 2010 - 2020 BDT- 3000/- / USD- 30
♦️ 20 December 2025 (Saturday) 2021 - 2025 BDT- 2000/- / USD- 20

Note: Registration through USD is applicable only for the expatriates.

Limit of registration for each event day is 3000
on first come, first served basis.

Registration link will be published 01 August 2025 on College website & page & College Alumnae Association website & page.

Sister Shikha Gomes
Principal
Holy Cross College

বাংলাদেশের বিমান দূর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় পূণ্যপিতা পোপ লিও চতুর্দশ'র শোক প্...
22/07/2025

বাংলাদেশের বিমান দূর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় পূণ্যপিতা পোপ লিও চতুর্দশ'র শোক প্রকাশ।

মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দূর্ঘটনায় বাংলাদেশ কাথলিক মণ্ডলীর শোক, সমবেদনা ও প্রার্থনা২১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার...
22/07/2025

মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দূর্ঘটনায় বাংলাদেশ কাথলিক মণ্ডলীর শোক, সমবেদনা ও প্রার্থনা

২১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার ঢাকার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন স্কুল ও কলেছে বিমান দুর্ঘটনায় ছাত্র, শিক্ষক, অভিভাবক, পাইলটসহ অনেকে নিহত এবং অনেকে গুরুতর আহত হওয়ার হৃদয় বিদারক ঘটনায় সারা বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে কাথলিক মণ্ডলীর সকল সদস্য অত্যন্ত শোকাহত ও ব্যথিত।

শিশু ও অন্যান্যদের অকাল, অনাকাঙ্খিত ও অকল্পনীয় মৃত্যু পিতা-মাতা, অভিভাবক ও আত্মীয়স্বজনদের পক্ষে মেনে নেয়া একান্তই অসম্ভব। এই মহাশোকে বাংলাদেশ কাথলিক মÐলী নিহতদের পরিববার-পরিজন সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে; আহতদের সকলের সুচিকিৎসা ও সুস্থ জীবনে প্রত্যাবর্তন কামনা করছে; সরকার, প্রশাসন ও সহৃদয় সকলের প্রতি একান্ত আহ্বান, আহতদের সেবাশুশ্রুষা এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করে তাদের পাশে দাঁড়ানোর।

কাথলিক মণ্ডলীর সকল গির্জা, প্রতিষ্ঠান ও সদস্য-সদস্যাকে আহ্বান জানানো হচ্ছে যেন নিহত ও আহতদের এবং তাদের পরিবারে উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা ও শোক পালন করা হয়।

সর্বোপরি, বাংলাদেশ কাথালিক মণ্ডলী প্রার্থনা ও প্রত্যাশা করছে যেন ভবিষ্যতে এমন দূর্ঘটনা না ঘটে এবং সেজন্য যেন সকল প্রকার সাবধানতা, সচেতনতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

বাংলাদেশ কাথলিক মণ্ডলীর পক্ষে,

বিশপ পনেন পল কুবি, সিএসসি
সেক্রেটারী জেনারেল
বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনী

আজ সাধু পিতর ও সাধু পল মহা পর্ব বিশ্বাসের দুই অবিচল স্তম্ভআজ আমরা স্মরণ করি খ্রিস্টীয় ধর্মের দুই মহান প্রেরিত – সাধু পিত...
29/06/2025

আজ সাধু পিতর ও সাধু পল মহা পর্ব

বিশ্বাসের দুই অবিচল স্তম্ভ

আজ আমরা স্মরণ করি খ্রিস্টীয় ধর্মের দুই মহান প্রেরিত – সাধু পিতর ও সাধু পলকে। তাঁদের জীবন, ত্যাগ ও আত্মদান আমাদের প্রতিটি বিশ্বাসী হৃদয়ের জন্য এক অনন্ত অনুপ্রেরণা।

সাধু পিতর, যিনি একসময়ে ছিলেন একজন সাধারণ জেলে, প্রভু যিশুর আহ্বানে সাড়া দিয়ে হয়ে ওঠেন তাঁর ঘনিষ্ঠ শিষ্য। প্রভু তাঁকে বলেছিলেন, “তুমি পিতর যাব অর্থ পাথর, আর এই পাথরের উপর আমি আমার মণ্ডলী গড়ে তুলবো।” সেই দায়িত্ববোধে পিতর গড়েছিলেন প্রাথমিক মণ্ডলীর ভিত্তি। রোমে শহিদ হওয়ার আগে পর্যন্ত তিনি নিরলসভাবে সুসমাচার প্রচার করে গেছেন। তাঁর মৃত্যুতে তিনি উল্টো করে ক্রুশবিদ্ধ হন, কারণ তিনি নিজেকে যিশুর মতো মরার যোগ্য মনে করেননি। এতটাই নম্য ছিলেন তিনি।

অন্যদিকে সাধু পল – যাঁর পূর্ব নাম ছিল সৌল – যিনি একসময় খ্রিস্টানদের নির্যাতন করতেন, কিন্তু দামাস্কাসের পথে যিশুর জ্যোতি মণ্ডিত মুখোমুখি হয়ে জীবনটাই বদলে যায়। পল পরবর্তীতে এমন এক প্রেরিত হয়ে ওঠেন, যাঁর লেখা চিঠিগুলো আজও বিশ্বাসীদের আত্মিক পথনির্দেশক।

তাঁদের একজন প্রভুর সরাসরি নির্বাচিত শিষ্য, অন্যজন ঈশ্বরীয় প্রকাশে রূপান্তরিত যোদ্ধা – কিন্তু উভয়ের অন্তর জ্বলছিল একটিই আগুনে: যিশুর প্রেম ও সত্যের আগুন।

এই দুই সাধুর জীবন থেকে আমরা শিখি বিনয়, অনুশোচনা, দৃঢ়তা এবং সাহসিকতার শিক্ষা। আজকের দিনটিতে প্রার্থনা করি – যেন আমরাও তাঁদের মতো আমাদের বিশ্বাসে অটল থাকতে পারি, এবং সুসমাচারের আলো অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে পারি।

সাধু পিতর ও সাধু পলের স্মরণে আমরা আমাদের জন্য প্রার্থনা ও আশীর্বাদ কামনা করি। আমেন।

কাক্‌কো লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাক্‌কো) লিমিটেড-এর বি...
23/06/2025

কাক্‌কো লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন

দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাক্‌কো) লিমিটেড-এর বিশেষ সাধারণ সভা ও নির্বাচন ২০ জুন ২০২৫ তারিখে ঢাকার মনিপুরিপাড়ায় কাক্‌কোর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে টুটুল পিটার রড্রিকস্ চেয়ারম্যান, নিকোলাস আর কোড়াইয়া ভাইস চেয়ারম্যান, কলিন্স টলেন্টিনু সেক্রেটারী এবং রিচার্ড রিপন সরদার ট্রেজারার হিসেবে নির্বাচিত হন। ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হন ডেভিড রোজারিও, আগষ্টিন কস্তা, সিলভিয়া রোজারিও, রোমিও ডি’কস্তা, উইলসন রিবেরু, রোনাল্ড সনি গমেজ, আগষ্টিন বাড়ৈ টিটু ও সোহেল থিউটনিয়াস রোজারিও।

সভায় সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা এবং নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিটির চেয়ারম্যান জনাব মিজানুর রহমান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিইও ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক জনাব জেবুন নাহার, কাক্‌কোর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিট-এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সুপারভাইজরি কমিটির সদস্য মারিয়া ডি’কুনা এবং মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন প্রতাপ গমেজ।

সভায় মোট ১২০ জন প্রতিনিধি ও সদস্য উপস্থিত ছিলেন। নব-নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ভাইস চেয়ারম্যান অনিল লিও কস্তা’র ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সিরিয়ায় গ্রিক অর্থডক্স চার্চে আত্মঘাতী হামলা: নিহত ২২সিরিয়ার রাজধানী দামেস্কে একটি গ্রিক অর্থডক্স চার্চে ভয়াবহ আত্মঘাতী ...
23/06/2025

সিরিয়ায় গ্রিক অর্থডক্স চার্চে আত্মঘাতী হামলা: নিহত ২২

সিরিয়ার রাজধানী দামেস্কে একটি গ্রিক অর্থডক্স চার্চে ভয়াবহ আত্মঘাতী হামলায় কমপক্ষে ২২ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছেন।

রোববার (২২ জুন) সন্ধ্যায় প্রফেট ইলিয়াস চার্চে রোববারের প্রার্থনার সময় এক অস্ত্রধারী গুলি চালিয়ে আতঙ্ক ছড়ায় এবং পরে নিজের শরীরে থাকা বোমা বিস্ফোরণ ঘটায়।

চার্চের একটি অংশ ধসে পড়ে এবং আশপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত হয়। অনেক নারী, শিশু ও বৃদ্ধ আহতদের মধ্যে রয়েছেন। আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি, তবে সন্দেহ করা হচ্ছে আইএস সংশ্লিষ্ট জঙ্গিদের ভূমিকা রয়েছে।

📚 তথ্যসূত্র: বিবিসি

তুমিলিয়ায় দীক্ষাগুরু সাধু যোহন এর পর্বদিবস উদযাপন২০ জুন ২০২৫, ঢাকা মহাধর্মপ্রদেশের তুমিলিয়া ধর্মপল্লীতে প্রতিপালক দীক্ষা...
23/06/2025

তুমিলিয়ায় দীক্ষাগুরু সাধু যোহন এর পর্বদিবস উদযাপন

২০ জুন ২০২৫, ঢাকা মহাধর্মপ্রদেশের তুমিলিয়া ধর্মপল্লীতে প্রতিপালক দীক্ষাগুরু সাধু যোহন এর পর্বদিবস ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপন করা হয়। দীর্ঘ ৯ দিনের নভেনা প্রার্থনা, পাপস্বীকার ও নিরামিশ ভোজের মাধ্যমে খ্রিস্টভক্তরা আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করেন।

পর্বদিবসের পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজ। প্রায় ১০ জন যাজক, ২ জন ডিকন, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সদস্য ও ২ হাজারের বেশি খ্রিস্টভক্ত এতে অংশ নেন।

বিশপ সুব্রত গমেজ খ্রিস্টযাগে বলেন, “সাধু যোহনের জীবন আমাদের নম্রতা, ত্যাগ ও সত্য প্রতিষ্ঠার শিক্ষা দেয়।” তিনি তাঁর বাণীতে সকলকে পাপের পথ থেকে ফিরে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়ার আহ্বান জানান।

শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বলন ও পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে সাধু যোহনকে সম্মান জানানো হয়। শেষে ফাদার কুঞ্জন কুইয়া সবাইকে ধন্যবাদ জানান এবং পর্বীয় শুভেচ্ছা ও আশীর্বাদের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সিরিয়ার গির্জায় ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত অন্তত ২০ জনসিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত ডুওয়েইলা এলাকার মার এলিয়...
23/06/2025

সিরিয়ার গির্জায় ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত অন্তত ২০ জন

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত ডুওয়েইলা এলাকার মার এলিয়াস গির্জায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ৫২ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

রবিবার প্রার্থনার সময়, এক অস্ত্রধারী হামলাকারী গির্জায় প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালায়। পরে সে নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনার জন্য ইসলামিক স্টেট (আইএস)-এর সাথে জড়িত থাকার অভিযোগ উঠলেও, এখন পর্যন্ত গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।

সিরিয়ান সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ গির্জার ভেতরের কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় বেদী ধ্বংসপ্রাপ্ত, বেঞ্চগুলো ছিন্নভিন্ন ও চারপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিস্ফোরণের তীব্রতায় কাঁচের টুকরো ছিটকে পড়ে গিয়েছে গির্জার মেঝেজুড়ে।

এক প্রত্যক্ষদর্শী জানান, “একজন লোক অস্ত্র হাতে ভিতরে ঢুকে গুলি ছুড়ছিল। কেউ তাকে থামাতে গেলে সে নিজেই বিস্ফোরণ ঘটায়।” পাশের দোকানের এক কর্মী বলেন, “আমরা গির্জার ভেতর আগুন দেখতে পাই। কাঠের বেঞ্চ ছিটকে দরজার সামনে এসে পড়ে।”

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের দ্বারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর, দামেস্কে এটি প্রথম বড় ধরনের আত্মঘাতী হামলার ঘটনা।

অনন্ত‌লো‌কের বাসিন্তা হ‌লেন ম‌ন্সি‌নিয়র মা‌র্সেল ফি‌লিপ তপ্ন। রাজশাহী ধর্মপ্রদে‌শের ও বাংলা‌দেশ ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাত...
21/05/2025

অনন্ত‌লো‌কের বাসিন্তা হ‌লেন ম‌ন্সি‌নিয়র মা‌র্সেল ফি‌লিপ তপ্ন। রাজশাহী ধর্মপ্রদে‌শের ও বাংলা‌দেশ ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাতৃসং‌ঘের অন‌্যতম বর্ষীয়ান সদস‌্য ছি‌লেন তি‌নি। বেশ বিছু সময় হাসপাতা‌লে চি‌কিৎসাধীন থে‌কে আজ ২১/৫/২৫ খ্রিস্টা‌ব্দে রাত ৮:০০ মি‌নি‌টে মৃত‌্যুবরণ ক‌রেন। প্রেমময় ঈশ্বর তাঁর সহজ সরল এই ভক্ত‌কে অনন্ত শা‌ন্তি দান করুন।

Our New Pope Pope Leo the 14th
08/05/2025

Our New Pope
Pope Leo the 14th

Address

Bangldesh

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Catholic media -BCM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share