Bangladesh Catholic media -BCM

Bangladesh Catholic media -BCM Get inspired, informed, and connected with the Media BCM page! Discover uplifting content on

The Bangladesh Catholic Media (BCM) page is a platform dedicated to providing news, information, and inspiration to the Catholic community in Bangladesh. Through their page, BCM shares articles, videos, and photos that cover a range of topics, including faith, culture, social justice, and current events. They also promote events and initiatives that support the Catholic community in Bangl

adesh and encourage dialogue and discussion among their followers. With a focus on engaging and uplifting content, the BCM page serves as a valuable resource for Catholics in Bangladesh and beyond.

পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গের সময় বেদিতে এমন ব্যানার দেওয়াতে আপনার মতমত কি ?  আপনি একজন খ্রিস্টান হিসাবের কি মনে করেন ?ঘটনা...
08/12/2025

পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গের সময় বেদিতে এমন ব্যানার দেওয়াতে আপনার মতমত কি ? আপনি একজন খ্রিস্টান হিসাবের কি মনে করেন ?

ঘটনাটি ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিড়ইডাকুনী সাধ্বী এলিজাবেথ গির্জায়

তেজগাঁও জপমালা রানীর গির্জা, রমনা সেন্ট মেরীস ক্যাথেডাল এবং সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ঢাকা...
18/11/2025

তেজগাঁও জপমালা রানীর গির্জা, রমনা সেন্ট মেরীস ক্যাথেডাল এবং সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ঢাকা প্রেসক্লাবে মানববন্ধন

তেজগাঁও জপমালা রানীর গির্জা, রমনা সেন্ট মেরীস ক্যাথেডাল এবং সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ঢাকা...
18/11/2025

তেজগাঁও জপমালা রানীর গির্জা, রমনা সেন্ট মেরীস ক্যাথেডাল এবং সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ঢাকা প্রেসক্লাবে মানববন্ধন

18/11/2025
রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব দিবস উপলক্ষে লক্ষীকুলে যুব ক্রুশ স্থাপনগত ১৪ নভেম্বর ২০২৫,  রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত সাধু ...
18/11/2025

রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব দিবস উপলক্ষে লক্ষীকুলে যুব ক্রুশ স্থাপন

গত ১৪ নভেম্বর ২০২৫, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত সাধু জন বস্কো ক্যাথলিক ধর্মপল্লী, লক্ষীকুলে ধর্মপ্রদেশীয় যুব ক্রুশ স্থাপন করা হয়েছে। দুই দিনব্যাপী এই আধ্যাত্মিক আয়োজন শুরু হয় ১৩ নভেম্বর সাক্রমেন্তিয় আরাধনার মাধ্যমে।

আনুষ্ঠানিক ক্রুশ স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৪ নভেম্বর সকালে। খ্রিস্টভক্তদের উপস্থিতিতে যুব ক্রুশের শোভাযাত্রা গির্জার আঙিনা থেকে শুরু হয়ে গির্জাঘরে পৌঁছে স্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার এমিল এক্কা, এসডিবি; রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের কো-অর্ডিনেটর ফাদার শ্যামল জেমস্ গমেজ; সেক্রেটারি বেনেডিক্ট তুষার বিশ্বাস; কমিশনের কয়েকজন এনিমেটর; এবং ধর্মপল্লীর যুবক-যুবতীসহ অসংখ্য খ্রিস্টভক্ত।

যুব ক্রুশে ধূপারোতি ও মাল্য প্রদান করেন ফাদার এমিল এক্কা, এসডিবি। এসময় তিনি বলেন, “যুব দিবস পালনের জন্য ধর্মপ্রদেশ আমাদের ধর্মপল্লীকে বেছে নিয়েছে—এটি আমাদের জন্য এক আশীর্বাদ। এই যুব ক্রুশ আমাদের যুবারা নতুন উদ্দীপনা ও চেতনা লাভ করবে বলে আমরা আশা করছি।”

পরে ফাদার শ্যামল জেমস গমেজ শুভেচ্ছা জানিয়ে যুব ক্রুশ ও যুব দিবসের তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্বে পাল-পুরোহিত ফাদার এমিল এক্কা যুব প্রতিজ্ঞা পাঠ করান এবং ফাদার শ্যামল জেমস গমেজ পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন। এভাবেই সম্পন্ন হয় যুব ক্রুশ স্থাপন অনুষ্ঠান।

— প্রতিবেদক: বেনেডিক্ট তুষার বিশ্বাস

এপিসকপাল যুব কমিশনের আয়োজনে জুবিলী বর্ষের ও স্বর্গীয় আর্চবিশপ মজেস স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী যু...
17/11/2025

এপিসকপাল যুব কমিশনের আয়োজনে জুবিলী বর্ষের ও স্বর্গীয় আর্চবিশপ মজেস স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী যুব কমিশন ও রানার্সআপ হয়েছে খুলনা যুব কমিশন।

উক্ত টুর্নামেন্টের মধ্যে আটটি দল অংশগ্রহণ করে যথা: ঢাকা মহাধর্মপ্রদেশ, খুলনা ধর্মপ্রদেশ, দিনাজপুর ধর্মপ্রদেশ, বিসিএস এর দল, চট্টগ্রাম মহাধর্মপ্রদেশ, জিজাস ইউথ দল, রাজশাহী ধর্মপ্রদেশ এবং ময়মনসিংহ ধর্মপ্রদেশ।

Episcopal Commission For Youth, Bangladesh

চট্টগ্রাম বাহির সিগন্যাল, খ্রিস্টান পাড়া চান্দগাঁওতে ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজার গীর্জা উদ্বোধন
17/11/2025

চট্টগ্রাম বাহির সিগন্যাল, খ্রিস্টান পাড়া চান্দগাঁওতে ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজার গীর্জা উদ্বোধন

শ্রদ্ধেয়া সিস্টার বন্দনা রোজারিওর আকস্মিক প্রয়াণে গভীর শোকগভীর শোক ও হৃদয়বিদারক ব্যথার সঙ্গে জানানো যাচ্ছে যে তুমিলিয়া ...
17/11/2025

শ্রদ্ধেয়া সিস্টার বন্দনা রোজারিওর আকস্মিক প্রয়াণে গভীর শোক

গভীর শোক ও হৃদয়বিদারক ব্যথার সঙ্গে জানানো যাচ্ছে যে তুমিলিয়া ধর্মপল্লী ও তুমিলিয়া গ্রামের সন্তান, লুইজিনে সংঘের নিবেদিতপ্রাণ সিস্টার বন্দনা রোজারিও, ওএসএল আজ সকালে ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে চিরবিদায় নিয়েছেন। সকাল আনুমানিক ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাত্র ৪৫ বছর বয়সে তাঁর এই অকাল প্রয়াণ সমগ্র ধর্মপল্লী, সংঘ, শিক্ষা সম্প্রদায় ও এলাকাবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। সিস্টার বন্দনা রোজারিও ঢাকা ওয়াইএমসিএ স্কুলের অধ্যক্ষ (প্রধান শিক্ষিকা) হিসেবে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান, মানবিকতা এবং নেতৃত্ব সকলের কাছে ছিল অনুপ্রেরণার উৎস।

তাঁর মৃত্যুতে তুমিলিয়া ধর্মপল্লী, লুইজিনে সংঘ, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন।

আমরা তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। শোকসন্তপ্ত পরিবারবর্গ, সংঘের সদস্য, সহকর্মী ও নিকটজনদের প্রতি জানাই গভীর সমবেদনা।

যীশু তাঁকে অনন্ত শান্তিদান করুন।

পোপ লিও XIV শান্তি ও সহমর্মিতার আহ্বান জানিয়েছেন ভ্যাটিকান সিটি — পোপ লিও XIV তার রোববারের বিশেষ  প্রার্থনায় বিশ্বজুড়ে ধ...
17/11/2025

পোপ লিও XIV শান্তি ও সহমর্মিতার আহ্বান জানিয়েছেন

ভ্যাটিকান সিটি — পোপ লিও XIV তার রোববারের বিশেষ প্রার্থনায় বিশ্বজুড়ে ধর্মীয় সহিংসতা, যুদ্ধ এবং বৈষম্যের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বিশেষভাবে খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে বলেছেন, “বাংলাদেশ, নাইজেরিয়া, মোজামবিক, সুদানসহ এমন অনেক দেশে সম্প্রদায় ও উপাসনাস্থলের ওপর হামলার খবর আমরা প্রায়ই পাই।”

পোপ বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে এখনো খ্রিস্টানদের ওপর হামলা, ভীতি প্রদর্শন এবং উপাসনালয়ে আক্রমণের ঘটনা ঘটছে।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমি বিশেষভাবে বাংলাদেশের কথা স্মরণ করছি… যেখানে মাঝে মাঝে উপাসনাস্থল ও বিশ্বাসীদের ওপর হামলার খবর পাওয়া যায়।

পোপ লিও XIV এক করুণাময় পিতার ব্যাখ্যা দিয়ে বলেন, ঈশ্বর তাঁর সমস্ত সন্তানদের মধ্যে শান্তি চান।

কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহতদের জন্য প্রার্থনা
তিনি ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর উত্তর কিভু অঞ্চলে সন্ত্রাসবাদীদের গির্জা-চালিত হাসপাতাল আক্রমণে নিহত সাধারন মানুষের কথা স্মরণ করেন। পোপের আহ্বান করেন — “সব সহিংসতা বন্ধ হোক এবং বিশ্বাসীগণ একসাথে মিলিত হয়ে সাধারণ কল্যাণের জন্য কাজ করুক।”

ইউক্রেনে স্থায়ী শান্তির আবেদন
পোপ লিও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তির জন্য প্রার্থনা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে আমাদের “জীবন যুদ্ধ ও ধ্বংসের প্রতি অভ্যস্ত হয়ে যাওয়া চলবে না।”

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য সহানুভূতি
তিনি দক্ষিণ পেরুতে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ও আহত মানুষের জন্য দোয়া করেছেন। তাদের জন্য প্রার্থনায় বলেছেন, “প্রভু তাদের আত্মাকে স্বাগত করুন, আহতদের সহায় করুন, এবং শোকাহত পরিবারের প্রতি সৌভাগ্য দিন।” এছাড়া তিনি আরও বেশ কিছু সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোদের কথাও স্মরণ করেছেন এবং সতর্কবার্তা দিয়েছেন, “প্রায়ই দায়িত্বহীন আচরণই দুর্ঘটনার কারণ।”

গত ৪-৫ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ময়মনসিংহ ধর্মপ্রদেশের যাজক ভ্রাতৃত্বের বার্ষিক সাধারণ সভা ও সেমিনার–২০২৫, বিরইডাক...
10/11/2025

গত ৪-৫ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ময়মনসিংহ ধর্মপ্রদেশের যাজক ভ্রাতৃত্বের বার্ষিক সাধারণ সভা ও সেমিনার–২০২৫, বিরইডাকুনি ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়।

এবারের মূলসুর ছিলো আশার তীর্থযাত্রী হিসেবে মণ্ডলীতে আমাদের সক্রিয় অংশগ্রহণ।

ঢাকা ভ্যাটিকান দূতাবাসে পোপের প্রতিনিধি মহামান্য আর্চবিশপ কেভিন এস, রানডাল এর সহিত পুন:নির্বাচিত শান্তিরাণী সংঘের  সুপির...
10/11/2025

ঢাকা ভ্যাটিকান দূতাবাসে পোপের প্রতিনিধি মহামান্য আর্চবিশপ কেভিন এস, রানডাল এর সহিত পুন:নির্বাচিত শান্তিরাণী সংঘের সুপিরিওর জেনারেল শ্রদ্ধেয়া সিস্টার বীনা এস, রোজারীও ( CIC) এবং কাউন্সিলর গন সৌজন্য সাক্ষাৎ করেন।

Address

Dhaka
Bangldesh
1212

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Catholic media -BCM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share