Elite Fashion

Elite Fashion Elite fashion represents the pinnacle of style, luxury, and exclusivity.
(1)

It involves high-end designers, couture creations, and premium materials, catering to a discerning clientele seeking sophistication and status.

05/03/2025

ভালবাসার শেষ চিঠি'-
প্রিয়তমা,
আজ অনেকদিন পর লিখছি তোমায় নিয়ে। হয়তো এটিই তোমার কাছে লেখা আমার শেষ চিঠি। চোখের অশ্রুগুলোর কাছে দিন দিন ঋণী হয়ে যাচ্ছি। তোমার ভালবাসাগুলো মনে হলেই চোখের পাতাগুলো ভিজে উঠে। কষ্টের মাত্রাগুলো থার্মোমিটারের পারদের মত বেড়ে উঠে। তাই ভেবেছি আর তোমায় মনে করব না। না আর মনে করা যাবে না তোমার মিষ্টি তৃপ্তিমাখা মুখখানা।
তুমি ভাল আছ তো..? জানো আমি না তোমায় ছাড়া একা খুব ভাল আছি। শুধু ঘুমহীন রাতগুলো খুব মিস করি। এখন আর মোবাইলের ব্যালেন্স শেষ হওয়ার ভয় নেই। অল্প কিছু টাকা দিয়েই এখন আমার মাসখানেক চলে যায়। তোমায় নিয়ে এখন আর এতটা ভাবি না। জানো তবু খুব ভাল আছি। শুধু একবার হাতটা ধরার সে লোভ আমি কত আগেই ছেড়ে দিয়েছি। এখন আর ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমোতে যাই না, সকাল সকাল তোমায় দেখব বলে। তোমার এলো চুলের গন্ধ এখন আর চোখ বন্ধ করলেই আমি মনে করতে পারি না।
সত্যিই আমি খুব ভাল আছি। তোমার দেয়া কষ্টগুলো এখন আর আমায় কাঁদায় না। হয়তোবা অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে। আর তোমার প্রতি আমার অভিমানগুলো, তা আমি কত আগেই তুলো বানিয়ে উড়িয়ে দিয়েছি দূর আকাশে। তবে মায়াটা রয়ে গেছে এখনও, উইপোকা কুরে কুরে খাচ্ছে।
হয়তো তোমাকে আর হাসতে দেখব না. . . . . . . . . তোমার সাথে আর দেখা হবে কিনা তাও সন্দেহ। আর হলেও তুমি হয়ত না চেনারই চেষ্টা করবে, তাই না.??
আর আমাকে এতটা ভালবাসার জন্য ধন্যবাদ। মানুষ ত একটু ভালবাসা পেলেই কত খুশি হয় আর আমি তো অসংখ্য ভালবাসা পেয়ে গেলাম তোমার কাছ থেকে। সত্যিই আমি কৃতড্ঞ তোমার কাছে।
জানো আমি না মারা গিয়েছি। ভয় পেয়ো না, মৃত্যুটা আমার অনুভবের, আমার ভালবাসার, মৃত্যুটা তোমাকে কাছে না পাওয়ার। তবে এর জন্য আমি তোমাকে দায়ী করব না। ভালবাসার মানুষদের অপরাধী করতে নেই। তাদের শুধু ভালবাসতে হয় মন ও আত্মার সবটুকু দিয়ে।
খুব ইচ্ছে ছিল তোমায় একদিন জড়িয়ে ধরে বলব, -'অনেক ভালবাসি তোমায়, প্লিজ আমায় ছেড়ে কোথাও যেয়ো না '
আজ অনেক কিছু বলে ফেললাম। মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে। চোখের কোণে কিছু লোনা পানির অস্তিত্ব টের পাচ্ছি। না আর লেখব না তোমায় নিয়ে। জানিই ত তোমায় আর ফিরে পাব না। তুমি আর ভালবাসা আজ আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছো।
তোমার প্রতি আমার অনুরোধ কখনও মন খারাপ করো না কেমন..! আর অন্তত আমার জন্য তোমার চোখের জল ব্যয় করো না। হয়তো তোমার চোখের জল পাওয়ার যোগ্যতাটুকুও আমার নেই। ভালো থেকো আমার কাছের মানুষ, অনেক অনেক ভালো থেকো।
ইতি-
তোমার 'কেউ না'

05/03/2025

প্রিয়তমা,
তোমাকে ভালোবাসতে ভালো লাগে তাই ভালোবাসি।
তোমাকে কেন্দ্র করে আমার সব ভালোলাগা, মন্দলাগা। তোমাকে না দেখলে আমার বিষাদ লাগে।
মরে যাওয়ার মত মন খারাপ লাগে
মহাদেব সাহার কবিতার মত বলতে ইচ্ছা করে-
"তোমাকে দেখেছি সেই কবে, সেই কবে
কোনো এক বৃহস্পতিবার
আর এক কোটি বছর হয় তোমাকে দেখিনা।"
কিন্তু চাইলেও বলতে পারি না তুমি তো আনেক মাইল দূরে!
গানের মতো বলতে ইচ্ছে করে " দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাধিব "
সবসময়ই তোমাকে দেখতে মন চায় আচ্ছা আমাকে প্রতিদিন তোমার ছবি দিও!
আচ্ছা,তোমার চোখের নেশা এত তীব্র কেনো?
কখন যে তোমার চোখের নেশায় মাতাল হয়ে গেছি বুঝতেই পারিনি!এই যে প্রতিদিন এত এত মানুষ দেখি কাউকে নিজের লাগে না কেনো বলতে পারো?
তোমাকে নিয়ম করে প্রতিদিন দেখতে না পারার আক্ষেপে যদি মরে যায় তুমি কি টের পাবা?
তোমার আকাশে তো অনেক তারা সেখান থেকে আমার মত ছোট্ট তারা খসে পড়লে তুমি খোঁজ নিবা?
জানো,তোমাকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়। বারবার মনে হয় মানুষ কিভাবে এত নিষ্পাপ, স্নিগ্ধ, মায়াময় হতে পারে।
রচনা লিখে ভালোবাসা প্রকাশ করা যায় না! তোমাকে ভালোবাসি এর চেয়ে বড় স্বীকারক্তী আর পৃথিবীতে নাই।
আচ্ছা, তুমি কি আমার মন ভালো করার অভ্যাস হবা?
ইতি,
এক হতোবাগা

05/03/2025

মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন, কতো ভয়ানক তা একমাত্র ভুক্তোভুগীই অনুভব করতে পারে। - কাজী নজরুল ইসলাম

05/03/2025

পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ংকর অত্যাচার। কারণ, এই অত্যাচারের বিরুদ্ধে কখনোই কিছু বলা যায় না। সহ্য করে নিতে হয়।

05/03/2025

যে মানুষ তোমায় সত্যিকারের ভালোবাসে সে সকল সময় তোমায় চোখে চোখে রাখবে কারণ, সে তোমায় কখনোই হারাতে চায় না।

05/03/2025

আমাকে তুমি চিনো নাই? চিনবা চিনবা।আজকে না চিনলে কালকে চিনবা। কাল না চিনলে পরশু চিনবা। চিনতে আমারে হইবোই।

20/02/2025

হায়রে মানুষ কতটা পাসান ভাবতে গেলে অনেক কষ্ট লাগে কি ভাবে বেচে থাকব কিছু বুঝতে পারছিনা।

18/02/2025
Sob sas koray dibo tar por neje cholay jabo
03/02/2025

Sob sas koray dibo tar por neje cholay jabo

02/02/2025

তীব্র সতেজ নির্মল বাতাসে সূর্যের কিরণে, ঠিক তেমনই প্রিয় মানুষটির দেওয়া কষ্ট, চিনচিনে অপেক্ষার প্রহর চলে প্রিয় মানুষকে দেখার আগ্রহে.

02/02/2025

“যে নারী ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েও অন্যের কাছে যায়, সে শুধু একজনের নয়, বরং তার নিজেরও প্রাপ্তি হারায়।”

02/02/2025

বিশ্বাস যখন ভেঙে যায়, তখন হৃদয়ের সবচেয়ে বড় আঘাতটা আসে সেই নারীর কাছ থেকে, যাকে তুমি সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছিলে।”

Address

1/A North Madertek
Banlat
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Elite Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share