
22/05/2024
ছালাউদ্দিন বাবুল একজন দিনমজুর, ২০১৩ সালে প্রতিদিনের মতো কাজের জন্য বের হলে গাছ কাটার একটি কাজ পায়, সেই গাছ কাটতে গেলে ৩০ ফিট উঁচু থেকে পড়ে গিয়ে তার মেরুদন্ড ভেঁঙ্গে যায়। এই একটি দূর্ঘটনায় তার জীবনে নেমে আসে পুঙ্গত্ব।
সেই সময়ে নিজের সহায় সম্বল বিক্রি করে ও বিভিন্ন জনের সহায়তা নিয়ে অপারেশন করে এবং চিকিৎসা চালিয়ে যায়। এরপর সুস্থ হলেও স্বাভাবিক মানুষের মতো কাজ করতে পারে না। চার সন্তানের পরিবার নিয়ে জীবন চলা ও তাদের জন্য জীবিকার ব্যবস্থা করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। ভারী কাজ করতে অক্ষম হওয়ায় এই মূহুর্তে সে একটি ছোট্ট চায়ের দোকান করে জীবিকা নির্বাহের চেষ্টা করে যাচ্ছে।
হঠাৎ কিছুদিন আগে ব্যাথায় আক্রান্ত হয়ে ১০ বছর পূ্র্বে করা মেরুদন্ডের অপারেশনের লোহার রডের একটা অংশ তার পিট দিয়ে বাহির হয়ে যায়। ডাক্তারের কাছে গেলে, ডাক্তার বলে অপারেশন করে এই রড বাহির করে ফেলতে হবে এবং এর জন্য খরচ লাগবে প্রায় ৮০ হাজির টাকার মতো। এই অবস্থায় তার পক্ষে চিকিৎসা খরচের এতো জোগাড় করা সম্ভব হচ্ছে না। সামর্থ্যবান সকলকে তার চিকিৎসার জন্য সাধ্যমতো এগিয়ে আসার আহাব্বান করছি।
পরিচয় : নাম: ছালা উদ্দিন বাবুল
পিতা: মৃত শাহ আলম
ঠিকানা: মোয়াজ্জিন পাড়া ৩ নং ওয়ার্ড, গন্ডামারা, বাঁশখালী, চট্টগ্রাম। কেউ চাইলে তার নিজের মোবাইলে যোগাযোগ করতে পারবেন : ০১৮৫২-৬৭২৯২২ বিকাশ/নগদ পার্সোনাল।