Mohammad Idris

Mohammad Idris ❝নিজের চরিত্রকে এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ আপনার নিকটবর্তী হতে স্বাচ্ছন্দবোধ করে।❞

আট বছর বয়সী শহীদ ফারুকের ছোট্ট মেয়ে ফারিহা অবাক হয়ে মায়ের কাছে জিজ্ঞেস করে, “আম্মু, সবাই আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ'র কথা ব...
21/07/2025

আট বছর বয়সী শহীদ ফারুকের ছোট্ট মেয়ে ফারিহা অবাক হয়ে মায়ের কাছে জিজ্ঞেস করে, “আম্মু, সবাই আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ'র কথা বলে, কিন্তু আমার বাবার কথা কেউ বলে না কেন?”

শহীদ ফারুক
আমাদের বীর চট্টলার শহীদ
এক সাধারণ শ্রমিক, যিনি চট্টগ্রামের ষোলশহরের একটি ফার্নিচারের দোকানে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। লালখান বাজারের একটি কলোনিতে স্ত্রী সীমা আক্তার ও দুই সন্তানকে নিয়ে তার ছোট্ট সংসার।

দুপুরে বাসায় খাওয়ার সময় হতো না, তাই প্রতিদিনের মতোই ১৬ জুলাই দুপুরে তিনি খেয়ে নেন 'বিসমিল্লাহ হোটেল'-এ। খাওয়া শেষে হাত মুছতে মুছতে যখন হোটেল থেকে বের হচ্ছিলেন, তখনই আচমকা গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। হয়তো তখনও হাতটা পুরোপুরি মুছা শেষ হয়নি তার!

সে দিন তার পরনে ছিল না কোনো ভালো জামা। দোকানে কাজ করার সুবিধার জন্য যেটা পরে এসেছিলেন, সেটাই ছিল তার গায়ে।

তার স্ত্রী সীমা আক্তার দুঃখ করে বলেন, “আমার স্বামীর কথা কেউ বলে না। কারণ তিনি ছাত্র ছিলেন না, শ্রমিক ছিলেন। ফার্নিচারের দোকানে কাজ করতেন।”

আর মাত্র আট বছর বয়সী তার ছোট্ট মেয়ে ফারিহা অবাক হয়ে মায়ের কাছে জিজ্ঞেস করে, “আম্মু, সবাই আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ'র কথা বলে, কিন্তু আমার বাবার কথা কেউ বলে না কেন?”

শহিদ ফারুকের মতো শ্রমজীবী মানুষের রক্তেও যে প্রতিরোধের ইতিহাস লেখা হয়—সেই সত্যটা যেন আমরা ভুলে না যাই।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল রুগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকেট নিতে হবে। টিকেট ১০টাকা, টিকেট নেওয়ার পর, যদি রোগী ভর্তি ...
19/07/2025

চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল রুগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকেট নিতে হবে। টিকেট ১০টাকা, টিকেট নেওয়ার পর, যদি রোগী ভর্তি করতে হয়। লিখা ১৫টাকা কিন্তু টিকেট ২০টাকা। টিকেট নেওয়ার পর রোগীকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে ১০০/২০০ টাকা, আর রোগীর অবস্থা খারাপ হলে ট্রলি দিয়ে নিতে ২০০/৩০০ টাকা,ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর ১০০ টাকা হলে বেড আছে। না হয় মাটিতে। আবার ২০০ টাকা দিলে ভি আই পি বেড পাওয়া যাবে।
রোগী ভর্তি শেষ। এবার ডাক্তারের পালা। ডাক্তার আসবে রোগী দেখবে।তারপর শুরু হবে পরিক্ষা। প্রথমে কমপক্ষে ৪টি পরিক্ষা সাথে ১বস্তা স্যালাইন ও কিছু ঔষধ। পরিক্ষার রিপোর্ট আসা পর্যন্ত স্যালাইন আর ঔষধ চলবে।

রিপোর্ট আসার পর আরেক ডাক্তার আসবে সে দেখে আবার অন্য পরিক্ষা দিবে।এভাবে প্রতিদিন ডাক্তার পরিবর্তন হবে আর একটার পর একটা পরিক্ষা দিবে।পরিক্ষা করাতে হুইলচেয়ারে নিয়ে গেলে ১০০টাকা আর ট্রলিতে নেওয়া লাগলে ২০০টাকা ওয়ার্ড বয়কে দিতে হবে। আর প্রতিদিন নতুন নতুন ঔষধ যোগ হবে।সব পরিক্ষা শেষ এবার অপারেশন এর পালা।অপারেশন করতে ৬০০০ থেকে ৭০০০ টাকার ঔষধ কিনে ডাক্তারের হাতে দিতে হবে। যাহা অফেরতযোগ্য।অপারেশনে যদি রোগী মারা যায়। টাকা এবং মানুষ সব শেষ। হাতে ভিক্ষার বাটি।

আর অপারেশন যদি সাক্সেস হয়।অপারেশন থিয়েটারের বয়কে খুশি করতে হবে।দারোয়ানকে খুশি করতে হবে। এবং প্রতিদিন ড্রেসিং করার জন্য ও খাওয়ার ঔষধ কিনতে হবে।রোগী সুস্থ্য। এবার রিলিস দেওয়ার পালা।নার্সকে খুশি করতে হবে। দারোয়ানকে খুশি করতে হবে। ওয়ার্ড বয়কে খুশি করতে হবে। সবাইকে খুশি করে লেংটা হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে হবে। তারপর বাহিরে এসে দেখবেন জাতির সেই ব্যানার ঝুলে আছে,আমি ও আমরা সবাই সাধু!!

ভাইরাল করলে এটা করেন কাজে আসবে!!

জন সচেতনতায় শেয়ার করবেন কাজে আসবে....!

এ কেমন নিয়ম ? এর কি কোন প্রতিকার নেই

কপি,পোষ্ট

ইতোমধ্যেই আপনারা এই বিভীষিকাময় ঘটনার খবর জেনে গিয়েছেন।এবার চলুন, কিছু প্রশ্ন তুলি।উত্তর দেওয়া জরুরি না, শুধু একটু চিন্তা...
18/07/2025

ইতোমধ্যেই আপনারা এই বিভীষিকাময় ঘটনার খবর জেনে গিয়েছেন।

এবার চলুন, কিছু প্রশ্ন তুলি।উত্তর দেওয়া জরুরি না, শুধু একটু চিন্তার খোরাক জোগাতে চাই:
১) আপনাদের সেই ‘ক্যারিশমেটিক’, ‘বিকল্পহীন’ ইউনুস সরকার কি এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে? কিংবা ৫ আগস্টের পর থেকে দেশের নানা প্রান্তে ঘটে যাওয়া এমন সব নির্মম ঘটনার যেসব প্রামাণ্য দলিল হাতের হাতে ঘুরছে—ক'টার বিচার হয়েছে?

২) ‘ব্লগার হত্যা’ নিয়ে দেয়ালে দেয়ালে আঁকা গ্রাফিতির শিল্পীরা কি এবারও বিচারের দাবিতে কোণ গ্রাফিতি করবে? নাকি ইসলামবিদ্বেষী, শা'তিম ছাড়া আর কারো জীবন যেন মূল্যহীন?

৩) ‘কাউন্টার টে,র'রি,জম ইউনিট’ কি এসব দলীয় জ-ঙ্গি'দের বিরুদ্ধে কোনো অবস্থান নিয়েছে বা নেবে? নাকি দাড়ি-টুপি না পরলে, ইসলামের চেতনা না থাকলে তাদের চোখে সেটা সন্ত্রাস হয় না?

৪) শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বজুড়েই গণতন্ত্রের নামে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ও পাশবিকতা সংঘটিত হয়েছে—তবু এটিকে কেন ‘জ,ঙ্গি-বাদ’ বলা হয় না? বরং যার বিরুদ্ধে গণতন্ত্রপন্থীরা ‘জ-ঙ্গি’ ট্যাগ দেয়, সেই-ই যেন স্বয়ং জ-ঙ্গি হয়ে যায়!

৫) কাওকে জ-ঙ্গি বলা না বলা, কোন কাজ সন্ত্রাস হওয়া না হওয়া আসলে কে নির্ধারণ করে? কার কথায় আপনারা কোন চিন্তা ব্যতীতই দাসত্ব করেন?

৬) এতো বর্বরতার ইতিহাস ও চোখে আঙ্গুল দিয়ে দেখানো প্রমাণ থাকার পরও যদি গণতন্ত্রপন্থীরা ‘গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা’র কথা গর্ব করে বলে যেতে পারে, তবে খি,লা-ফ,তের ইনসাফ ও সুবিচারের গৌরবময় ইতিহাস থাকার পরও আপনি কেন খি-লা-ফ-তে,র কথা বলার সাহস পাননা? কিসের হীনমন্যতায় ভোগেন?

মনে রাখবেন,
যদি আপনি ন্যায়ের পক্ষে আওয়াজ না তুলেন, তবে আপনি অন্যায়ের পক্ষেই দাঁড়িয়ে আছেন।"

ত্রাণ বিতরণের পর খালি কাটুনও বিক্রি করে হিসাব দিলেন শায়খ আহমদুল্লাহ (হাফিঃ)আর হজ্বের পর বেঁচে যাওয়া টাকার হিসাব করে ফেরত...
17/07/2025

ত্রাণ বিতরণের পর খালি কাটুনও বিক্রি করে হিসাব দিলেন শায়খ আহমদুল্লাহ (হাফিঃ)
আর হজ্বের পর বেঁচে যাওয়া টাকার হিসাব করে ফেরত দিলেন
ড.আ ফ ম খালিদ হুসাইন (হাফিঃ)
চিন্তা করে দেখুন আলেমসমাজ নেতৃত্বে আসলে
দেশ টা কেমন হবে !!

কোন একদিন সেই স্বপ্নের বাংলাদেশ আলেমদের নেতৃত্বে গড়ে উঠবে ইনশা'আল্লাহ!


ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চট্টগ্রাম জেলা পরিষদের অতিরিক্ত বিভাগীয় কমিশনার বাঁশখালীর কৃতিসন্তান নুর উল্লাহ...
17/07/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

চট্টগ্রাম জেলা পরিষদের অতিরিক্ত বিভাগীয় কমিশনার বাঁশখালীর কৃতিসন্তান নুর উল্লাহ নুরীর সহধর্মিণী সানজিদা হোসেন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

আজ বাঁশখালী পৌরসভার ভাদালিয়া ১নম্বর ওয়ার্ডস্থ রুহুল্লাহ্ পুকুর পাড় জামে মসজিদ মাঠে বাদে আসর মরহুমার জানাযার নামায অনুষ্ঠিত হবে।

হে আল্লাহ মরহুমাকে ক্ষমা করুন,জান্নাতুল ফেরদৌস নছিব করুন,পরিবার পরিজনকে সবরে জামিল দান করুন। আমীন।।

17/07/2025

গাউছিয়া তৈয়্যবিয়া বালক বালিকা হাফেজিয়া মডেল মাদ্রাসার জন্য একজন হাফেজ সাহেব লাগবে, চন্দনাইশ, বরকল,01910732264

17/07/2025

গোপালগঞ্জে আসলে
ছাত্রলীগের কেউ মরেনি, ওরা রং মেখে শুয়ে ছিলো।🔥

বাঁশখালীতে যুবকের রহস্যজনক মৃত্যুমোহাম্মদ রফিউল করিম চৌধুরীবাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিচট্টগ্রামের  নতুন ব্রিজের পূর্ব...
14/07/2025

বাঁশখালীতে যুবকের রহস্যজনক মৃত্যু

মোহাম্মদ রফিউল করিম চৌধুরী
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের নতুন ব্রিজের পূর্বদিকে বাস্তুহারা এলাকায় এক যুবককে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিহত যুবকের নাম মুহাম্মদ সাকিল। বাঁশখালী সরল ইউনিয়নের জঙ্গল পাইরাং আবু তাহেরের বড় ছেলে।

রোববার (১৩ জুলাই) সকালে স্থানীয়রা নতুন ব্রিজের পূর্বদিকে বাস্তুহারা এলাকায় ভাড়া বাসায় গন্ধ বের হলে ওই এলাকার স্থানীয় পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, কে বা কারা রাতের অন্ধকারে তাকে হত্যা করে ফেলে রেখে যায়। নাকি সে আত্মহত্যা করেছে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

13/07/2025
যুবদল কি কখনো মানুষ হবে না?
13/07/2025

যুবদল কি কখনো মানুষ হবে না?

Address

Banskhali

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Idris posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share