Sᴀɪᴅツ

Sᴀɪᴅツ যদি তুমি ভয় পাও,
তবে তুমি হেরে যাবে!
যদি সাহস নিয়ে দাঁড়াও,
তবে আল্লাহর সাহায্য পাবেই!
---সুলতান জালালউদ্দিন খাওয়ারিজম শাহ

13/09/2025

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে সূরা মূলক তিলাওয়াত করতেন। এমনকি এ সূরা তিলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না। এ সূরা তার আমলকারীর জন্য সুপারিশ করবে। *কবরের আযাব থেকে প্রতিবন্ধক হবে।* আল্লাহর ক্ষমা ও জান্নাত লাভের মাধ্যম হবে।

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

إِنّ سُورَةً مِنَ القُرْآنِ ثَلَاثُونَ آيَةً شَفَعَتْ لِرَجُلٍ حَتّى غُفِرَ لَهُ، وَهِيَ سُورَةُ تَبَارَكَ الّذِي بِيَدِهِ المُلْكُ.

قال الترمذي: هَذَا حَدِيثٌ حَسَنٌ.

*কুরআনে ত্রিশ আয়াতবিশিষ্ট একটি সূরা রয়েছে, যা এক ব্যক্তির জন্য মাগফিরাতের সুপারিশ করেছে ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তা হল, সূরা তাবারাকাল্লাযী... অর্থাৎ সূরা মুল্ক।* -জামে তিরমিযী, হাদীস ২৮৯১;

আবু মাসউদ আনসারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি সুরাহ আল-বাকারার শেষের এ দুটি আয়াত পড়বে তা ওই রাতে সেই ব্যক্তির জন্য যথেষ্ট হবে।’ (বুখারি ৪০০৮-৫০০৯, মুসলিম ৮০৮)

13/09/2025

জীবনে ঠিক ততোখানি সরল হোন, যতোখানি সরল হলে কেউ ঠকিয়ে যাওয়ার পরেও পায়ের তলার *মাটি সরে যাবে না।*

~আরিফ আজাদ।

13/09/2025

কী অদ্ভুত তাই না?
আপনি সারা রাত জাগেন ঘুম আসে না। আবার সে আপনিই ফজর পড়তে পারেন না— *কারণ আপনার ঘুম ভাঙে না।*

_— আদিব সালেহ_

13/09/2025

*যে জীবনে আল্লাহ নেই; সে জীবনে আর কি ই-বা আছে।*

~ জুহায়রা

13/09/2025

আর যিনার ধারে-কাছেও যেও না, নিশ্চয় তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ।

• আল-ইসরা | আয়াত ৩২

# যিনার আরেক নাম হারাম রিলেশনসিপ

13/09/2025

হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন।

— তিরমিজি, হাদিস : ২১৪০

13/09/2025

যদি এমন কোনো বন্ধুকে পাও, যে তোমাকে আল্লাহর আনুগত্যের কাজে সহায়তা করে— তবে তাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। *কারণ, সত্যিকারের বন্ধু পাওয়া খুবই কঠিন; কিন্তু হারানো খুবই সহজ* ।

— ইমাম আশ-শাফিঈ (রাহিমাহুল্লাহ)
[সূত্র : হিলইয়াতুল আউলিয়া, ৪/১০১]

Address

Banskhali
4390

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sᴀɪᴅツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category