08/05/2024
নৈতিক বোধের জাগরণ প্রয়োজন...।।
পাশ্চাত্য সমাজের অন্ধ অনুকরণ করতে গিয়ে আমরা শুধু তাদের পোষাক,পরিচ্ছদ আর সম্পর্কের কালচারটাই বেছে নিয়েছি । একটা ট্রেন্ড শুরু করেছি, তাদের মতই হতে হবে, তাদের মতই চলতে হবে, তাদেরকেই ফলো করতে হবে, না হলে এ সমাজে আপনাকে ক্ষ্যাত, অসামাজিক এসব শব্দ শ্রবণ করতে হবে। আপনি এ সমাজে অবসলিড হয়ে যাবেন। আর এসব আমরা শিখছি কর্পোরেটদের পুঁজিবাদী সামাজ্র্য টিকিয়ে রাখতে গিয়ে তাদের আবিষ্কৃত কিছু লোভনীয় শব্দের স্লো পয়জনিং দিয়ে। নিশ্চয়ই শব্দ গুলো কি হতে পারে আপনারা সহজেই অনুমান করতে পেরেছেন।
অথচ পাশ্চাত্যের বিজ্ঞান আমরা শিখতে পারিনি, পারিনি প্রযুক্তির জ্ঞান দিয়ে তাদের চ্যালেঞ্জ করতে, পারিনি আমাদের বিশ্ববিদ্যালয়কে সেরাদের কাতারে আনতে। পারিনি ফেসবুক, গুগল, মাইক্রোসফটের মত জায়ান্ট টেকনোলজির রুপকার হতে। সুতরাং যা হবার তাই হলো, তারা ফ্যাশনের পাশাপাশি নিজেদের টিকিয়ে রাখতে টিকা আবিষ্কার করলো, আর যেহেতু আমরা ফ্যাশনটাকেই শুধু কপি করলাম, প্রতিষেধক আবিষ্কার করতে না পারায় সংক্রামক ব্যাধিতে ধুঁকে ধুঁকে আক্রান্ত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছি পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বত্রই। এভাবেই কি চলতে থাকবে ? হবেনা কি কখনো এর থেকে উত্তরণ? বিজাতীয় অপসংস্কৃতির অন্ধ অনুকরণের করাল গ্রাসে হারিয়ে যাবে কি আমাদের হাজার বছরের নৈতিক মুল্যবোধ? আমরাতো প্রতিদিন কতশত তথাকথিত আলোর মশাল দেখি, দেখিনা শুধু হৃদয় আলোকিত করার নৈতিক মশাল, যার আজ খুব প্রয়োজন, ভীষণ প্রয়োজন।
যে মশাল হৃদয়কে আলোকিত করার মধ্য দিয়ে পরিবার, সমাজ এবং দেশকে আলোকিত করবে।