Md Masud Bin Md Abdul Mannan

Md Masud Bin Md Abdul Mannan অতএব (হে জ্বিন ও মানুষ) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?
[আর রহমান ৫৫ঃ৭৭]

08/05/2024

নৈতিক বোধের জাগরণ প্রয়োজন...।।
পাশ্চাত্য সমাজের অন্ধ অনুকরণ করতে গিয়ে আমরা শুধু তাদের পোষাক,পরিচ্ছদ আর সম্পর্কের কালচারটাই বেছে নিয়েছি । একটা ট্রেন্ড শুরু করেছি, তাদের মতই হতে হবে, তাদের মতই চলতে হবে, তাদেরকেই ফলো করতে হবে, না হলে এ সমাজে আপনাকে ক্ষ্যাত, অসামাজিক এসব শব্দ শ্রবণ করতে হবে। আপনি এ সমাজে অবসলিড হয়ে যাবেন। আর এসব আমরা শিখছি কর্পোরেটদের পুঁজিবাদী সামাজ্র্য টিকিয়ে রাখতে গিয়ে তাদের আবিষ্কৃত কিছু লোভনীয় শব্দের স্লো পয়জনিং দিয়ে। নিশ্চয়ই শব্দ গুলো কি হতে পারে আপনারা সহজেই অনুমান করতে পেরেছেন।
অথচ পাশ্চাত্যের বিজ্ঞান আমরা শিখতে পারিনি, পারিনি প্রযুক্তির জ্ঞান দিয়ে তাদের চ্যালেঞ্জ করতে, পারিনি আমাদের বিশ্ববিদ্যালয়কে সেরাদের কাতারে আনতে। পারিনি ফেসবুক, গুগল, মাইক্রোসফটের মত জায়ান্ট টেকনোলজির রুপকার হতে। সুতরাং যা হবার তাই হলো, তারা ফ্যাশনের পাশাপাশি নিজেদের টিকিয়ে রাখতে টিকা আবিষ্কার করলো, আর যেহেতু আমরা ফ্যাশনটাকেই শুধু কপি করলাম, প্রতিষেধক আবিষ্কার করতে না পারায় সংক্রামক ব্যাধিতে ধুঁকে ধুঁকে আক্রান্ত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছি পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বত্রই। এভাবেই কি চলতে থাকবে ? হবেনা কি কখনো এর থেকে উত্তরণ? বিজাতীয় অপসংস্কৃতির অন্ধ অনুকরণের করাল গ্রাসে হারিয়ে যাবে কি আমাদের হাজার বছরের নৈতিক মুল্যবোধ? আমরাতো প্রতিদিন কতশত তথাকথিত আলোর মশাল দেখি, দেখিনা শুধু হৃদয় আলোকিত করার নৈতিক মশাল, যার আজ খুব প্রয়োজন, ভীষণ প্রয়োজন।
যে মশাল হৃদয়কে আলোকিত করার মধ্য দিয়ে পরিবার, সমাজ এবং দেশকে আলোকিত করবে।

07/05/2024

আমি বললামঃ "আমার সাথে কেউ নেই।"

আল্লাহ্ তা'আলা বলেনঃ "তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথেই আছি, আমি (সব কিছু) শুনি আর দেখি।"

-(সূরা ত্ব-হা:৪৬)

07/05/2024

ফজরের পর না ঘুমিয়ে কাজে লেগে পড়ুন,, আর ইশার পর কাজে না লেগে ঘুমিয়ে পড়ুন। দেখবেন- আপনার দিন আর রাত আগের চাইতে অনেক বড় হয়ে গেছে।

আরিফ আজাদ

07/05/2024

জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে।

"ইনশাআল্লাহ"

07/05/2024

অলসতা, বেকারত্ব, শূন্য পকেট, একটি হাজারো গুনে ভরা সম্পূর্ণ ছেলেকে ব্যক্তিত্বহীন, আত্মমর্যাদাহীন, দায়িত্বহীন, এবং সমাজের চোখে অবহেলার পাত্র হিসেবে গণ্য করে।

07/05/2024

তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ওঠা একজন মানুষকে সুস্থ, ধনী এবং জ্ঞানী করে তোলে।

07/05/2024

যে সকল জায়গা এবং ব্যক্তি তোমার হতাশা বাড়ায়, দুশ্চিন্তায় ফেলে এবং স্বপ্নগুলোকে গুড়িয়ে দেয় সেই সকল মানুষ ও জায়গা ত্যাগ করো।

07/05/2024

আমার বিশ্বাসগুলো -১৮

১. ক্ষুধার্ত মানুষের কাছে গরম ভাত আর ডালের চেয়ে বড়ো আর কোনো উপহার নেই।

২. সারা দুনিয়া আমাকে 'অমুক' এর মতো বানাতে চায়। এ চেষ্টা বাদ দিয়ে দয়া করে আমাকে 'আমি' হতে দিন।

৩. মোড় পেরুলেই হাতছানি দিচ্ছে সমুদ্র। কিন্তু আমার অপূর্ব সাগর দেখা হয়নি, কারণ মোড় পর্যন্ত যাওয়ার পথ কষ্ট আমি মানতে রাজি নই।

৪. আমার সবচে বড়ো সীমাবদ্ধতা 'আমি' নিজে। এটা অতিক্রম করতে না পারলে কিছুই হবে না।

৫. জীবনের প্রথম আয় দিয়ে আমি বাবার জন্য কয়েকটি শার্ট-প্যান্ট কিনবো। কারণ সব সময় দেখেছি আমাদের শার্ট-প্যান্ট বদলায়, কিন্তু তাঁরটা বদলায় না।

( ১.আমার লেখা ' আমার বিশ্বাসগুলো' বই থেকে নেওয়া।

২.বিভিন্নজনের অভিজ্ঞতা/বক্তৃতা থেকে আমার এ বিশ্বাসগুলোর জন্ম। এর মধ্যে অনেক বিখ্যাত ব্যক্তি যেমন আছেন, তেমন রয়েছেন রিকশা চালিয়ে হাসপাতাল গড়ে তোলা ময়মনসিংহের সাধারণ কিন্তু 'অসাধারণ' জয়নাল ভাই। তবে কিছু বিশ্বাস একেবারে নিজস্ব। )

07/05/2024

"পরিস্থিতি" তোমাকে ধন্যবাদ জানাই তুমি
বুঝিয়ে দিয়েছো সব আপনজন আপন হয় না।

07/05/2024

* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান।
* ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন।
* ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন।
* ১৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন।
* ১৯ বছর বয়সে তিনি বাবা হন।
* ২০ বছর বয়সে তার স্ত্রী তাঁকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় সাথে।
* সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন।
* ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পান নি।
* চাকরী নিয়েছিলেন রেললাইনের কন্ডাকটর হিসেবে, সুবিধে করতে পারেন নি।
* অবশেষে এক ক্যাফেতে রাধুনীর চাকুরী নেন।
* ৬৫ বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন।
* অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে ১০৫ ডলারের চেক পেয়েছিলেন।
* তাঁর কাছে মনে হয়েছিল জীবন তাঁর মূল্যহীন।
* আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
* এরপর একটী গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তাঁর একটা লিস্ট বানাতে শুরু করলেন।
* হঠাত তাঁর কাছে মনে হল জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন- রন্ধনশিল্প।
* তিনি ৮৭ ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগী কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন।
* এরপর Kentucky তে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন!
* জন্ম নিল KENTUCY FRIED CHICKEN তথা KFC র...
* ৬৫ বছর বয়সে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন আর ৮৮ বছর বয়সে এসে Colonel Sanders বিলিওনার বনে গিয়েছিলেন।
* স্মরণীয় হয়ে আছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসেবে!
-----হতাশ হবার কিছু নেই, আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিওনার হবার...শুধু চেষ্টাটি প্রয়োজন!

Address

Bara Asulia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Masud Bin Md Abdul Mannan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share