25/03/2025
https://westeern.com/
প্রান্তিক পর্যায়ের ৩০০/৩৫০ টাকার গুঁড় ৭০০/৮০০ টাকা দিয়ে কিনে খাচ্ছি আমরা একইভাবে মধু, সরিষার তেলের মত যত ভাইরাল প্রোডাক্ট দেখেন তার অধিকাংশই এদেশের কাস্টমারদের পকেটের টাকার শুধুমাত্র ফেইসবুক বিজ্ঞাপনের কারণে প্রোডাক্ট এর দাম ডাবল হয়ে যাচ্ছে আর প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা বিদেশ চলে যাচ্ছে শুধুমাত্র আমাদের লোকাল কোন প্ল্যাটফর্ম না থাকার কারনে।
পণ্যের দাম বেশি এটি নিয়ে আমরা শুধু শুনি চাঁদাবাজি, সিন্ডিকেট কিন্তু তার চাইতেও আরও বড় ডিজিটাল প্ল্যাটফর্ম সিন্ডিকেট যে আমাদের পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে তার দিকে কি আমাদের নজর দেয়ার সময় এখনো হয়নি?
চায়নিজদের অনেকেই পছন্দ করে না, অনেকেই ভাবে তারা এই, তারা সেই কিন্তু চিন্তা করেন তাদের ইউটিউব, ফেইসবুক, টিকটক সব কিছুর জন্য নিজেদের লোকাল প্লাটফরম থাকার কারনে যে যেভাবেই অরগানিক ভাবে সেল করে বিজনেস করুক অথবা বিজ্ঞাপন দিক তার সেই বিজ্ঞাপনের রেভিনিউ এর পুরোটাই চায়নাতেই থেকে যাচ্ছে আর আমাদের কি হচ্ছে?
সমাধান করা সম্ভব- যদি মাত্র ২ বছরের একটি মাস্টারপ্ল্যান করা হয়!!
--
মাস্টারপ্ল্যানের অংশ হিসাবে আমাদের লোকাল প্লাটফর্ম করতে হবে সেই সাথে ফেইসবুক ইউটিউব তাদেরকে সরকার থেকে বাধ্য করতে হবে এদেশে তাদের লোকাল অফিস স্থাপন করতে এবং পেমেন্ট লোকাল কারেন্সিতে নিতে অর্থাৎ বাংলা টাকায় অ্যাড দেয়া যাবে এতে করে সরাসরি ডলার দেশের বাইরে চলে যাবে না এবং গেলেও তা সরকারকে ভ্যাট, ট্যাক্স দিয়ে যথাযথ মাধ্যমে অনুমতি নিয়ে যাবে।
তারা এতে রাজি না হলে নিজেদের অল্টারনেটিভ একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে সরকারের তাতে ২ টা সহযোগিতা লাগবে। এক হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সরাসরি সরকার অথবা অন্য কোন আর্থিক সংস্থার সাথে সাথে যেভাবেই হোক কিভাবে কি হবে সেভাবে ফান্ড ম্যানেজ করা এরপর ২ বছর এর মধ্যে ফেইসবুক, ইউটিউব এরা এদেশে লোকাল কারেন্সি এবং অফিস স্থাপন না করলে আইন করে বিদেশি কারেন্সি ব্যবহার করে বিজ্ঞাপন দেয়া বন্ধ করে দিতে হবে এবং যারাই বিজ্ঞাপন দেবে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে। দেশের স্বার্থে কিছুটা কঠোর হলে এটি করা অসম্ভব হবেনা। তবে তার আগে নিজেদের অবশ্যই বিকল্প প্লাটফর্ম রেডি করে নিতে হবে।
এই মুহূর্তেই সবাইকে বিজ্ঞাপন দেয়া বাদ দেয়া যাবে না তার আগে বিকল্প তৈরি করতে হবে অর্থাৎ লোকাল সোশ্যাল মিডিয়া তৈরি করতে হবে এবং সেখানে সব কিছুকে বেশি বেশি সাপোর্ট দিতে হবে।
লোকাল প্লাটফর্ম মানুষ কেন ব্যবহার করবে?
--
প্রতিটা প্লাটফর্ম বা সার্ভিসের পজিটিভ এবং নেগেটিভ ২ টা পার্ট আছে। অন্যদের কি কি ঘাটতি আছে সেগুলি আমাদের ফুলফিল করতে হবে সেই সাথে লোকাল ডিমান্ড অর্থাৎ বাংলাদেশের মানুষের প্রয়োজন মাথায় রেখে প্লাটফর্ম এর অনেক কিছু যুক্ত করতে হবে যা ফেইসবুক বা ইউটিউব কোনদিন করবেনা। সাধারণ বাবহারকারিদের পাশাপাশি বিজনেস এর জন্য এখন ১০ ডলারে যদি ১০ টা সেল আসে এভারেজে সেখানে যদি লোকাল প্লাটফর্মে ফ্রি তে অথবা ২ ডলারের সমমূল্যের বাংলাদেশি টাকায় অ্যাড দিয়ে ১০ টা অর্ডার আসে তাহলে লোকাল সেলাররা সবাই এই প্লাটফর্মে সময় দিতে এবং এঙ্গেজ হতে উৎসাহিত হবে। একইভাবে কন্টেন্ট ক্রিয়েটরদের ইনকামের জন্য সহজ করতে হবে। এছাড়াও ফেইসবুক, ইউটিউব এর মত এতো রেস্ট্রিকশন বা আইডি বা পেজ ব্যান করার বিষয়গুলি কিছুটা নমনীয় করলে এবং সহজেই অনেক বেশি বেশি রিচ এবং এঙ্গেজমেন্টকে উৎসাহিত করা গেলে পরবর্তী ২ বছরে একটি লোকাল প্লাটফর্ম দাঁড়িয়ে যাবে। শুধুমাত্র প্রোডাক্ট এর বিজ্ঞাপন দেয়ার জন্য না, এটি আমাদের দেশের না শুধু এটি হতে পারে অনেক দেশের ব্যাবহারকারিদের জন্য উপযুক্ত যদি আমরা সত্যিকার অর্থে রিয়াল ভ্যালু অ্যাড করতে পারি, সহজ করতে পারি, মানুষের মনের ভাষা বুঝে মানুষকে কানেক্ট করতে পারি। তবে এক্ষেত্রে অবশ্যই এই প্লাটফর্মকে হতে হবে সরকার বা অন্য কোন সংস্থার কন্ট্রোল থেকে সম্পূর্ণ স্বাধীন যাতে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে।
জানি, এটি মোটেও কোন সহজ কাজ না স্পেসাল্লি আমাদের দেশে তো না-ই, যেখানে স্টার্ট-আপ নামে চলে টাকা লুটে নেয়ার দৌড়ঝাঁপ আর ইনভেস্ট কে কে পাবে তা নির্ধারণ হয় কমিশন বাণিজ্য এর মাধ্যমে, তাই দরকার হবে একটি সত্যিকারের দেশপ্রেমিক এবং ডেডিকেটেট টেক টিম। এটি যে সম্ভব তার উদাহরণ আমাদের সামনেই আছে, ছোট টিম আর অল্প বাজেটে "ডিপসিক" যা দুনিয়ার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাই কাজটি যে মোটে সহজ না সেটা একদম ক্লিয়ার এবং এর আগেও অনেকেই ছোটখাটো ভাবে শুরু করেও টিকতে পারেনি যে যে কারোরে সেগুলিকে অভারকাম করতে হবে যার জন্য সব থেকে বেশি দরকার হবে লোকাল ডিমান্ডের উপর ভিত্তি করে ইনোভেশন।
তাহলে আমরা কি এমন কিছু আশা করতে পারিনা? একদমই কি অসম্ভব? এই প্লাটফর্ম দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশের টাকা আনতে না পারি কিন্তু দেশের টাকা তো বিদেশে যাওয়া আটকাতে পারবো। শুধু গালগল্পে না সত্যিকার অর্থেই এটি করা সম্ভব কেননা আমাদের রয়েছে ১৮ কোটির বিশাল একটি সম্ভাবনাময় জনসংখ্যা যার অধিকাংশই তরুণ এবং যুবক!
আপনারা অনেকেই বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি এটি করা সম্ভব- অবশ্যই সম্ভব!
আর তাই বর্তমান আমরা বাংলাদেশ নিয়ে এসেছি একটি লোকাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আপনি যদি আমার কথার সাথে একমত হন এবং বিশ্বাস করেন যে অবশ্যই এভাবে সফলতা অর্জন করা সম্ভব তাহলে এখনই এই প্লাটফর্মে একটি অ্যাকাউন্ট খুলুন এবং ব্যবহার শুরু করুন।