Westeern Social

Westeern Social Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Westeern Social, Social Media Agency, savar asulia zirabo Baipail, Bara Asulia.

ওয়েস্টার্ন সোসালে আপনি গ্রুপ তৈরি করা, পেজ ক্রিয়েট করা, ইভেন্ট সেটআপ, জব পোস্ট, অফার পোস্ট, ব্লগ পোস্ট ও কোর্স সেলিং সহ ই-কমার্স মার্কেটপ্লেস এর মত গুরুত্বপূর্ণ ফিচার্স ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে।

ঈদ মানে খুশি, ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে উৎসব! পবিত্র ঈদুল ফিতরের এই মহিমান্বিত দিনে আপনার ও আপনার পরিবারের জন্য রইলো আন্...
30/03/2025

ঈদ মানে খুশি, ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে উৎসব!

পবিত্র ঈদুল ফিতরের এই মহিমান্বিত দিনে আপনার ও আপনার
পরিবারের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা।
দীর্ঘ এক মাস সংযম পালনের পর ঈদের খুশি আমাদের
জীবনে আনন্দ, শান্তি ও সৌহার্দ্য বয়ে আনুক।

ঈদ হোক আনন্দময় ও স্মরণীয়।
ভালোবাসা ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হোক সমাজ।
পরস্পরের প্রতি সহমর্মিতা ও দয়া প্রদর্শনের মাধ্যমে ঈদ কে
অর্থবহ করুন। ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দিন চারপাশে।

"আপনার জীবন হোক ঈদের মতো রঙিন ও আনন্দময়।
আপনার হৃদয় জুড়ে থাকুক সুখ, শান্তি ও
ভালোবাসার অনাবিল ধারা।"

https://westeern.com/প্রান্তিক পর্যায়ের ৩০০/৩৫০ টাকার গুঁড় ৭০০/৮০০ টাকা দিয়ে কিনে খাচ্ছি আমরা একইভাবে মধু, সরিষার তেলের ...
25/03/2025

https://westeern.com/
প্রান্তিক পর্যায়ের ৩০০/৩৫০ টাকার গুঁড় ৭০০/৮০০ টাকা দিয়ে কিনে খাচ্ছি আমরা একইভাবে মধু, সরিষার তেলের মত যত ভাইরাল প্রোডাক্ট দেখেন তার অধিকাংশই এদেশের কাস্টমারদের পকেটের টাকার শুধুমাত্র ফেইসবুক বিজ্ঞাপনের কারণে প্রোডাক্ট এর দাম ডাবল হয়ে যাচ্ছে আর প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা বিদেশ চলে যাচ্ছে শুধুমাত্র আমাদের লোকাল কোন প্ল্যাটফর্ম না থাকার কারনে।

পণ্যের দাম বেশি এটি নিয়ে আমরা শুধু শুনি চাঁদাবাজি, সিন্ডিকেট কিন্তু তার চাইতেও আরও বড় ডিজিটাল প্ল্যাটফর্ম সিন্ডিকেট যে আমাদের পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে তার দিকে কি আমাদের নজর দেয়ার সময় এখনো হয়নি?

চায়নিজদের অনেকেই পছন্দ করে না, অনেকেই ভাবে তারা এই, তারা সেই কিন্তু চিন্তা করেন তাদের ইউটিউব, ফেইসবুক, টিকটক সব কিছুর জন্য নিজেদের লোকাল প্লাটফরম থাকার কারনে যে যেভাবেই অরগানিক ভাবে সেল করে বিজনেস করুক অথবা বিজ্ঞাপন দিক তার সেই বিজ্ঞাপনের রেভিনিউ এর পুরোটাই চায়নাতেই থেকে যাচ্ছে আর আমাদের কি হচ্ছে?

সমাধান করা সম্ভব- যদি মাত্র ২ বছরের একটি মাস্টারপ্ল্যান করা হয়!!
--
মাস্টারপ্ল্যানের অংশ হিসাবে আমাদের লোকাল প্লাটফর্ম করতে হবে সেই সাথে ফেইসবুক ইউটিউব তাদেরকে সরকার থেকে বাধ্য করতে হবে এদেশে তাদের লোকাল অফিস স্থাপন করতে এবং পেমেন্ট লোকাল কারেন্সিতে নিতে অর্থাৎ বাংলা টাকায় অ্যাড দেয়া যাবে এতে করে সরাসরি ডলার দেশের বাইরে চলে যাবে না এবং গেলেও তা সরকারকে ভ্যাট, ট্যাক্স দিয়ে যথাযথ মাধ্যমে অনুমতি নিয়ে যাবে।
তারা এতে রাজি না হলে নিজেদের অল্টারনেটিভ একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে সরকারের তাতে ২ টা সহযোগিতা লাগবে। এক হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সরাসরি সরকার অথবা অন্য কোন আর্থিক সংস্থার সাথে সাথে যেভাবেই হোক কিভাবে কি হবে সেভাবে ফান্ড ম্যানেজ করা এরপর ২ বছর এর মধ্যে ফেইসবুক, ইউটিউব এরা এদেশে লোকাল কারেন্সি এবং অফিস স্থাপন না করলে আইন করে বিদেশি কারেন্সি ব্যবহার করে বিজ্ঞাপন দেয়া বন্ধ করে দিতে হবে এবং যারাই বিজ্ঞাপন দেবে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে। দেশের স্বার্থে কিছুটা কঠোর হলে এটি করা অসম্ভব হবেনা। তবে তার আগে নিজেদের অবশ্যই বিকল্প প্লাটফর্ম রেডি করে নিতে হবে।

এই মুহূর্তেই সবাইকে বিজ্ঞাপন দেয়া বাদ দেয়া যাবে না তার আগে বিকল্প তৈরি করতে হবে অর্থাৎ লোকাল সোশ্যাল মিডিয়া তৈরি করতে হবে এবং সেখানে সব কিছুকে বেশি বেশি সাপোর্ট দিতে হবে।

লোকাল প্লাটফর্ম মানুষ কেন ব্যবহার করবে?
--
প্রতিটা প্লাটফর্ম বা সার্ভিসের পজিটিভ এবং নেগেটিভ ২ টা পার্ট আছে। অন্যদের কি কি ঘাটতি আছে সেগুলি আমাদের ফুলফিল করতে হবে সেই সাথে লোকাল ডিমান্ড অর্থাৎ বাংলাদেশের মানুষের প্রয়োজন মাথায় রেখে প্লাটফর্ম এর অনেক কিছু যুক্ত করতে হবে যা ফেইসবুক বা ইউটিউব কোনদিন করবেনা। সাধারণ বাবহারকারিদের পাশাপাশি বিজনেস এর জন্য এখন ১০ ডলারে যদি ১০ টা সেল আসে এভারেজে সেখানে যদি লোকাল প্লাটফর্মে ফ্রি তে অথবা ২ ডলারের সমমূল্যের বাংলাদেশি টাকায় অ্যাড দিয়ে ১০ টা অর্ডার আসে তাহলে লোকাল সেলাররা সবাই এই প্লাটফর্মে সময় দিতে এবং এঙ্গেজ হতে উৎসাহিত হবে। একইভাবে কন্টেন্ট ক্রিয়েটরদের ইনকামের জন্য সহজ করতে হবে। এছাড়াও ফেইসবুক, ইউটিউব এর মত এতো রেস্ট্রিকশন বা আইডি বা পেজ ব্যান করার বিষয়গুলি কিছুটা নমনীয় করলে এবং সহজেই অনেক বেশি বেশি রিচ এবং এঙ্গেজমেন্টকে উৎসাহিত করা গেলে পরবর্তী ২ বছরে একটি লোকাল প্লাটফর্ম দাঁড়িয়ে যাবে। শুধুমাত্র প্রোডাক্ট এর বিজ্ঞাপন দেয়ার জন্য না, এটি আমাদের দেশের না শুধু এটি হতে পারে অনেক দেশের ব্যাবহারকারিদের জন্য উপযুক্ত যদি আমরা সত্যিকার অর্থে রিয়াল ভ্যালু অ্যাড করতে পারি, সহজ করতে পারি, মানুষের মনের ভাষা বুঝে মানুষকে কানেক্ট করতে পারি। তবে এক্ষেত্রে অবশ্যই এই প্লাটফর্মকে হতে হবে সরকার বা অন্য কোন সংস্থার কন্ট্রোল থেকে সম্পূর্ণ স্বাধীন যাতে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে।

জানি, এটি মোটেও কোন সহজ কাজ না স্পেসাল্লি আমাদের দেশে তো না-ই, যেখানে স্টার্ট-আপ নামে চলে টাকা লুটে নেয়ার দৌড়ঝাঁপ আর ইনভেস্ট কে কে পাবে তা নির্ধারণ হয় কমিশন বাণিজ্য এর মাধ্যমে, তাই দরকার হবে একটি সত্যিকারের দেশপ্রেমিক এবং ডেডিকেটেট টেক টিম। এটি যে সম্ভব তার উদাহরণ আমাদের সামনেই আছে, ছোট টিম আর অল্প বাজেটে "ডিপসিক" যা দুনিয়ার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাই কাজটি যে মোটে সহজ না সেটা একদম ক্লিয়ার এবং এর আগেও অনেকেই ছোটখাটো ভাবে শুরু করেও টিকতে পারেনি যে যে কারোরে সেগুলিকে অভারকাম করতে হবে যার জন্য সব থেকে বেশি দরকার হবে লোকাল ডিমান্ডের উপর ভিত্তি করে ইনোভেশন।

তাহলে আমরা কি এমন কিছু আশা করতে পারিনা? একদমই কি অসম্ভব? এই প্লাটফর্ম দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশের টাকা আনতে না পারি কিন্তু দেশের টাকা তো বিদেশে যাওয়া আটকাতে পারবো। শুধু গালগল্পে না সত্যিকার অর্থেই এটি করা সম্ভব কেননা আমাদের রয়েছে ১৮ কোটির বিশাল একটি সম্ভাবনাময় জনসংখ্যা যার অধিকাংশই তরুণ এবং যুবক!

আপনারা অনেকেই বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি এটি করা সম্ভব- অবশ্যই সম্ভব!
আর তাই বর্তমান আমরা বাংলাদেশ নিয়ে এসেছি একটি লোকাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আপনি যদি আমার কথার সাথে একমত হন এবং বিশ্বাস করেন যে অবশ্যই এভাবে সফলতা অর্জন করা সম্ভব তাহলে এখনই এই প্লাটফর্মে একটি অ্যাকাউন্ট খুলুন এবং ব্যবহার শুরু করুন।

18/03/2025

https://westeern.com/
ওয়েস্টার্ন সোশ্যাল মিডিয়ায় কিভাবে একাউন্ট রেজিস্ট্রেশন করে উপার্জন করবেন। ゚viralfbreelsfypシ゚viral ゚viral

Address

Savar Asulia Zirabo Baipail
Bara Asulia
1341

Alerts

Be the first to know and let us send you an email when Westeern Social posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Westeern Social:

Share