19/07/2025
জামায়াতের মহাসমাবেশ ঘিরে ঢাকার সড়কে মানুষের এ যেনো জনসম্মুখে পরিণত হয়েছে সকাল সকালই যাই হোক আমার প্রিয় ভোলাবাসী বিশেষ করে বোরহানউদ্দিন বাসী আপনারা অনেকই আসছেন দেখেছি আমার অনেক বন্ধু অনেক ভাই ব্রাদারকেই দেখেছি তো সমাবেশ শেষে অথর্বা মাঝে কেউ যদি অসুস্থ হয়ে যায় বা থাকার মত জায়গায় না থাকেন ইনশাআল্লাহ আমাকে ইনবক্সে নক করবেন।
পোস্টি করার কারণ এর আগে পরিচিত এমনকি আত্মীয় সজনের মধ্যে ও অনেকেই হোটেলে ছিল বলে পরে জানতে পারি এখন বিষয় হচ্ছে আমরা ভাই ব্রাদার থাকতে আবার আলহামদুলিল্লাহ নিজের একটা স্থান আছে থাকার মত তখন ছাত্র মেসে ছিলাম কিছু নিয়ম ছিলো তাই হয়তো সম্ভব ও ছিলো না। যাই হোক ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এবং চায়ের দাওয়াত ও রইলো।
# সুশৃঙ্খলার সাথে আপনাদের এই মহাসমাবেশ সফল হোক।
# দুইটি স্থান - বাংলামটর, মোহাম্মদপুর।