17/07/2025
সমালোচনা নয়, সত্যটুকু জেনে নিন…
সমালোচকদের হিংসা থেমে নেই—গুজব, মিথ্যাচার, ছয়কে নয় আর নয়কে ছয় বানিয়ে যাচ্ছেন। তাই আমি কিছু বিষয় স্পষ্ট করে দিচ্ছি, বিশেষ করে আমার পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য।
আমি একজন ছাত্র, পাশাপাশি সেনেটারি ব্যবসার সাথে যুক্ত। দোকানটি আমার মামার, আমি দ্বিতীয় তলায় বসে বিলিং ও ম্যানেজমেন্টের কাজ করি। নিজ যোগ্যতায় ধাপে ধাপে শিখছি এবং ভবিষ্যতে নিজে দোকান পরিচালনার লক্ষ্য আছে। আর কারখানার বিষয়টিও মামার সহায়তায় শুরু হয়েছে, এবং আমি সেখানেও সক্রিয়ভাবে যুক্ত আছি, আসলে দোকান আমার নয় জাস্ট আমি বসি,কারখানা আমার।
আমার পেছনে এত বড় কোনো সম্পদ বা গডফাদার নেই। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে—প্রতিটি ধাপে সময় ও পরিশ্রম লাগে। এই পথচলায় যদি কেউ পাশে থাকেন, কৃতজ্ঞ থাকি। আর যাঁরা শুধু সমালোচনা করেন, তাঁদের উদ্দেশ্যে বলব: আমার বিষয়গুলো নিয়ে গুজব ছড়ানোর দরকার নেই, আমি নিজেই বলে দিচ্ছি।
সব সময় গভীরভাবে অনুভব করি—মহান আল্লাহ তাআলা আমার জীবনের প্রতিটি ধাপে ধাপে আছেন। আমি নিশ্চিত, যদি তাঁর রহমত ও কৃপা থেকে বঞ্চিত হতাম, তাহলে হয়তো এত সুন্দরভাবে জীবন কাটানো কিংবা এই পর্যন্ত পৌঁছানো সম্ভব হতো না। এজন্য আমি সবসময় তাঁর দরবারে শুকরিয়া আদায় করি।
আর একটি বিষয় আমি উপলব্ধি করি—মানুষের মাঝে যেমন আমার কিছু শত্রু আছে, ঠিক তেমনি তার চেয়েও বহুগুণ বেশি আছে ভালোবাসার মানুষ, যারা আমার পাশে আছে, অনুপ্রেরণা দেয়। তাই এসব নেতিবাচকতা নিয়ে আমি আর মনোভাবে আবদ্ধ হই না। বরং ভালোবাসা ও আল্লাহর রহমতের অনুভবেই আমি চলি।