RAYHAN BLOG 23

RAYHAN BLOG 23 Bengali travel lover

Official page of RAYHAN BLOG 23
"Domestic-foreign travel-based and travel-related makers.

19/07/2025

জামায়াতের মহাসমাবেশ ঘিরে ঢাকার সড়কে মানুষের এ যেনো জনসম্মুখে পরিণত হয়েছে সকাল সকালই যাই হোক আমার প্রিয় ভোলাবাসী বিশেষ করে বোরহানউদ্দিন বাসী আপনারা অনেকই আসছেন দেখেছি আমার অনেক বন্ধু অনেক ভাই ব্রাদারকেই দেখেছি তো সমাবেশ শেষে অথর্বা মাঝে কেউ যদি অসুস্থ হয়ে যায় বা থাকার মত জায়গায় না থাকেন ইনশাআল্লাহ আমাকে ইনবক্সে নক করবেন।

পোস্টি করার কারণ এর আগে পরিচিত এমনকি আত্মীয় সজনের মধ্যে ও অনেকেই হোটেলে ছিল বলে পরে জানতে পারি এখন বিষয় হচ্ছে আমরা ভাই ব্রাদার থাকতে আবার আলহামদুলিল্লাহ নিজের একটা স্থান আছে থাকার মত তখন ছাত্র মেসে ছিলাম কিছু নিয়ম ছিলো তাই হয়তো সম্ভব ও ছিলো না। যাই হোক ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এবং চায়ের দাওয়াত ও রইলো।

# সুশৃঙ্খলার সাথে আপনাদের এই মহাসমাবেশ সফল হোক।
# দুইটি স্থান - বাংলামটর, মোহাম্মদপুর।

17/07/2025

সমালোচনা নয়, সত্যটুকু জেনে নিন…

সমালোচকদের হিংসা থেমে নেই—গুজব, মিথ্যাচার, ছয়কে নয় আর নয়কে ছয় বানিয়ে যাচ্ছেন। তাই আমি কিছু বিষয় স্পষ্ট করে দিচ্ছি, বিশেষ করে আমার পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য।

আমি একজন ছাত্র, পাশাপাশি সেনেটারি ব্যবসার সাথে যুক্ত। দোকানটি আমার মামার, আমি দ্বিতীয় তলায় বসে বিলিং ও ম্যানেজমেন্টের কাজ করি। নিজ যোগ্যতায় ধাপে ধাপে শিখছি এবং ভবিষ্যতে নিজে দোকান পরিচালনার লক্ষ্য আছে। আর কারখানার বিষয়টিও মামার সহায়তায় শুরু হয়েছে, এবং আমি সেখানেও সক্রিয়ভাবে যুক্ত আছি, আসলে দোকান আমার নয় জাস্ট আমি বসি,কারখানা আমার।

আমার পেছনে এত বড় কোনো সম্পদ বা গডফাদার নেই। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে—প্রতিটি ধাপে সময় ও পরিশ্রম লাগে। এই পথচলায় যদি কেউ পাশে থাকেন, কৃতজ্ঞ থাকি। আর যাঁরা শুধু সমালোচনা করেন, তাঁদের উদ্দেশ্যে বলব: আমার বিষয়গুলো নিয়ে গুজব ছড়ানোর দরকার নেই, আমি নিজেই বলে দিচ্ছি।

সব সময় গভীরভাবে অনুভব করি—মহান আল্লাহ তাআলা আমার জীবনের প্রতিটি ধাপে ধাপে আছেন। আমি নিশ্চিত, যদি তাঁর রহমত ও কৃপা থেকে বঞ্চিত হতাম, তাহলে হয়তো এত সুন্দরভাবে জীবন কাটানো কিংবা এই পর্যন্ত পৌঁছানো সম্ভব হতো না। এজন্য আমি সবসময় তাঁর দরবারে শুকরিয়া আদায় করি।

আর একটি বিষয় আমি উপলব্ধি করি—মানুষের মাঝে যেমন আমার কিছু শত্রু আছে, ঠিক তেমনি তার চেয়েও বহুগুণ বেশি আছে ভালোবাসার মানুষ, যারা আমার পাশে আছে, অনুপ্রেরণা দেয়। তাই এসব নেতিবাচকতা নিয়ে আমি আর মনোভাবে আবদ্ধ হই না। বরং ভালোবাসা ও আল্লাহর রহমতের অনুভবেই আমি চলি।

15/06/2025

দীর্ঘ তাপদাহে পর আজ ভোলাতে বৃষ্টি হচ্ছে

13/06/2025

এখানেই প্রশান্তি - গ্রাম বাংলা।

না পারছি ধরে রাখতে না পারছি ছেড়ে দিতে।
13/06/2025

না পারছি ধরে রাখতে না পারছি ছেড়ে দিতে।

04/06/2025

পরিশ্রম কখনো বৃথা যায় না।
SH AN TO

03/06/2025

আমার দুঃসময় ছিল যারা সুসময় আমি তাদের কাছে হাত রাখবো যদি রক্তের সম্পর্ক না ও থাকে তারাই আমার আত্মীয়।

লাইফে পরিবারের বাহিরে কী প্রয়োজন মানুষের ভালোবাসা ও দোয়া এবং কিছু কিছু বিষয় চলার পথে একটু উপদেশ, আর্দেশ ও একটু সাপোর্ট সেটাই যদি চলার পথে প্রিয়জন, বন্ধু আত্মীয়সজন থেকে না পাই তাহলে ওমন মানুষ গুলো জীবনে থাকার চেয়ে না থাকাই ভালো ।

অহংকার নয় কিছু ক্ষেত্রে কিছু বিষয় মানুষকে এরিয়ে চলার চেষ্টা করি সেটা যদি হয় অহংকার সেখানে আমার কিছু বলার নেই - আমাকে নিয়ে আলোচনা - সমালোচনা করতে পারেন এতে আমার কোনো সমস্যা নেই ।
ধন্যবাদ।

01/06/2025
27/05/2025

গ্র্যাজুয়েশন ৪ বছর... বিস্তারিত শুনুন।

24/05/2025

এক সময় পারিবারিক শত্রুতায় জড়িয়ে পড়ে, একের পর এক শত্রু পরিবারের পেছনে লেগে থাকতেন—আজ তারাই আবার আমাকে নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছেন, আমার নামে মিথ্যে কথা ছড়াচ্ছেন এবং নানারকম ষড়যন্ত্র করছেন।

আমি শুধু একটি কথা স্পষ্টভাবে বলতে চাই—পরিবারের সেই দুই একজনের মতো আমাকে ভাবার দরকার নেই। আমি আর আগের মতো সহজ-সরল বা বোকা নই। সময় আমাকে অনেক কিছু শিখিয়েছে। তাই সাবধান হয়ে চলুন, আমি চোখ বুজে থাকার মানুষ নই।

আরেকটি বিষয় পরিষ্কার করে দিচ্ছি—আমি একমাত্র আল্লাহ পাক ছাড়া কাউকে ভয় পাই না, এবং কাউকে তেমন গুরুত্বও দিই না। সত্য ও ন্যায়ের পথে আমি অটল থাকি, কারও ষড়যন্ত্র বা অপপ্রচার আমাকে বিচলিত করতে পারবে না।

22/05/2025

বৃষ্টিতে রাজধানীর অবস্থা।

22/05/2025

টিপ টিপ বৃষ্টি 🖤

Address

Barahanuddin

Website

Alerts

Be the first to know and let us send you an email when RAYHAN BLOG 23 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category