RAYHAN BLOG 23

RAYHAN BLOG 23 Bengali travel lover

Official page of RAYHAN BLOG 23
"Domestic-foreign travel-based and travel-related makers.

04/06/2025

পরিশ্রম কখনো বৃথা যায় না।
SH AN TO

03/06/2025

আমার দুঃসময় ছিল যারা সুসময় আমি তাদের কাছে হাত রাখবো যদি রক্তের সম্পর্ক না ও থাকে তারাই আমার আত্মীয়।

লাইফে পরিবারের বাহিরে কী প্রয়োজন মানুষের ভালোবাসা ও দোয়া এবং কিছু কিছু বিষয় চলার পথে একটু উপদেশ, আর্দেশ ও একটু সাপোর্ট সেটাই যদি চলার পথে প্রিয়জন, বন্ধু আত্মীয়সজন থেকে না পাই তাহলে ওমন মানুষ গুলো জীবনে থাকার চেয়ে না থাকাই ভালো ।

অহংকার নয় কিছু ক্ষেত্রে কিছু বিষয় মানুষকে এরিয়ে চলার চেষ্টা করি সেটা যদি হয় অহংকার সেখানে আমার কিছু বলার নেই - আমাকে নিয়ে আলোচনা - সমালোচনা করতে পারেন এতে আমার কোনো সমস্যা নেই ।
ধন্যবাদ।

01/06/2025
27/05/2025

গ্র্যাজুয়েশন ৪ বছর... বিস্তারিত শুনুন।

24/05/2025

এক সময় পারিবারিক শত্রুতায় জড়িয়ে পড়ে, একের পর এক শত্রু পরিবারের পেছনে লেগে থাকতেন—আজ তারাই আবার আমাকে নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছেন, আমার নামে মিথ্যে কথা ছড়াচ্ছেন এবং নানারকম ষড়যন্ত্র করছেন।

আমি শুধু একটি কথা স্পষ্টভাবে বলতে চাই—পরিবারের সেই দুই একজনের মতো আমাকে ভাবার দরকার নেই। আমি আর আগের মতো সহজ-সরল বা বোকা নই। সময় আমাকে অনেক কিছু শিখিয়েছে। তাই সাবধান হয়ে চলুন, আমি চোখ বুজে থাকার মানুষ নই।

আরেকটি বিষয় পরিষ্কার করে দিচ্ছি—আমি একমাত্র আল্লাহ পাক ছাড়া কাউকে ভয় পাই না, এবং কাউকে তেমন গুরুত্বও দিই না। সত্য ও ন্যায়ের পথে আমি অটল থাকি, কারও ষড়যন্ত্র বা অপপ্রচার আমাকে বিচলিত করতে পারবে না।

22/05/2025

বৃষ্টিতে রাজধানীর অবস্থা।

22/05/2025

টিপ টিপ বৃষ্টি 🖤

21/05/2025

প্রচুর বৃষ্টি হচ্ছে।

20/05/2025

ফজরের নামাজ শেষে প্রকৃতির মাঝে!
শিরোনাম: তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়।
゚ ゚followers

19/05/2025

আপনার ভালো থাকা, সফলতা, সাকসেস সবার ভালো লাগবেনা এটা মাথায় রাখবেন!
# এ জাতি ভয়ংকর।

বেস ভালো আছি আলহামদুলিল্লাহ
18/05/2025

বেস ভালো আছি আলহামদুলিল্লাহ

18/05/2025

সবকিছুর দাম বাড়লেও পরিবারের দায়িত্বশীল মানুষগুলার দাম দিনে দিনে কমছে,বাস্তবতা অনেক কঠিন এবং ভিন্ন।

Address

Barahanuddin

Website

Alerts

Be the first to know and let us send you an email when RAYHAN BLOG 23 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category