30/04/2025
একসময় যাদের সঙ্গে প্রতিদিন দেখা হতো…
আজ তারা হয়ে গেছে শুধু স্মৃতির পাতায় লেখা কিছু নাম।
একসাথে হাসি, কাঁদা, ঝগড়া আর একচামচ ভাগ করে খাওয়ার সেই দিনগুলো—
সবই রয়ে গেলো পেছনে, SSC নামের এক কঠিন মোড়ের পরে।
আমরা এখন ভিন্ন ভিন্ন পথে, ভিন্ন ভিন্ন স্বপ্ন নিয়ে ছুটছি, কিন্তু মনটা বারবার ফিরে যায় সেই পুরনো বেঞ্চ, সেই আড্ডা, সেই বন্ধুত্বের কাছে…
জীবন হয়তো সামনে এগিয়ে যাবে, কিন্তু কিছু সম্পর্ক রয়ে যাবে বুকের গহীনে চিরদিনের জন্য।
ভালো থেকো বন্ধুরা... আবার দেখা হবে, যদি কপালে থাকে।
#বিদায়েরকষ্ট
#বন্ধুত্ব_চিরকাল
#স্মৃতিরপাতা
#স্কুলজীবন
#মনখারাপেরপোস্ট
#আবার_দেখা_হবে
#হারিয়ে_যাওয়া_হাসিগুলো