বারহাট্টা নিউজ

বারহাট্টা  নিউজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বারহাট্টা নিউজ, Newspaper, Barhatta.

গ্রুপের সন্মানীত মেম্বারগণ,
আসসালামু আলাইকুম, আমাদের ★★★ বারহাট্টা নিউজ★★★ Public পেইজ আপনাদের স্বাগতম।
একটা গ্রুপ পরিচালনার সামনে কিছু লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। আমাদের উদ্দেশ্য আমাদের গ্রুপের মাধ্যমে নেত্রকোণা জেলা ১০টা উপজেলা ইতিহাস,ঐতিহ্য, সংস্কৃতি প্রকৃতি, পরিবেশ, তথা
নেত্রকোণা জেলাকে সবার সামনে তুলে ধরা। পাশা-পাশি শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান প্রসার ও পরিচ্ছন্ন বিনোদনের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরী ক

রা। যেখানে আপনাদের দেয়া সুন্দর পোষ্ট গুলো সবার জ্ঞান অর্জন ও নির্দোষ বিনোদন লাভের জন্য সহায়ক হবে। আমরা এখানে সবাই বন্ধু, ও ভাই-বোনের মতো। একটা পরিবারের মতো, একটা পরিবারে থাকলে আপনারা যেমন বড়দের সন্মান ছোটদের স্নেহ করেন এবং প্রতিটি কথায়-কাজে ভালো মানুষের পরিচয় দেন। তেমনি এখানেও তেমন পরিবেশ বজায় রাখবেন বলে আন্তরিক ভাবে আশা করছি। প্রতিটি গ্রুপ ই ফেসবুকের কিছু নিয়ম মেনে চালাতে হয় এবং সে অনুসারেই গ্রুপের নীতিমালা সাজাতে হয়, এবং তা এডমিন, মডারেটর ও মেম্বারদের মেনে চলতে হয়। তাই সে সব নিয়ম মেনেই গ্রুপের মেম্বার হিসাবে থাকতে হবে। নিয়ম বহির্ভুত কেউ কিছু করলে গ্রুপের স্বার্থে ও অন্যান্য মেম্বারদের স্বার্থে তাদেরকে গ্রুপ থেকে ব্যান/ব্লক/রিমুভ করে দিতে হয়। গ্রুপকে ভালোবাসলে এবং গ্রুপে মেম্বার হয়ে থাকতে হলে অবশ্যই গ্রুপের নিয়ম মেনে চলতে হবে।
গ্রুপে যদি কোনো খারাপ পোস্ট দেখেন সেই সকল পোস্টে এডমিন কে রিপোর্ট করবেন। তা হলে গ্রুপকে সুন্দর পরিবেশে রাখা যাবে।
★★★বারহাট্টা নিউজ★★★
১)অন্য কোন গ্রুপের বা পেজের লিংক, ভিডিও লিংক পর্ণো ছবি বা ভিডিও লিংক ও পেজের লিংক সহ শেয়ার পোষ্ট দেয়া যাবে না। কোন ধরনের লিংক ই গ্রুপে গ্রহন যোগ্য নয়।
২) গ্রুপে ধর্ম নিয়ে কোন জরীপ পোষ্ট যেমন আল্লাহর সাথে ভগবান নামের তুলনা,কুরআনের সাথে অন্য ধর্ম পুস্তকের তুলনা, রাসুলকে ভালোবাসেন কীনা? কাবা শরীফের সাথে অন্য কোন স্থানের তুলনা করে তথা ধর্মকে পুঁজি করে লাইক পাওয়ার জন্য কোন পোষ্ট দেয়া যাবে না। আল্লাহ তায়ালার কুদরতী এবং সত্য বলে প্রমানিত এমন ঘটনা ছবি পোষ্ট করা যাবে।
৩) রাষ্ট্রবিরোধী কোন পোষ্ট বা কোন রাজনৈতিক দল, বা দলীয় ব্যক্তিদের নিয়ে আপত্তিকর কোন পোষ্ট, কিংবা যে কাউকে অপমান করে কোন পোষ্ট দেয়া সম্পুর্নরূপে নিষিদ্ধ।
৪) দুর্ঘটনায় বিকৃত মানুষের লাশের ছবি কোন ছবি কিংবা অসুস্থ অঙ্গ বিকৃত বিকলাঙ্গ শিশুদের ছবি পোষ্ট করা যাবে না।
৫) এটা একটা গ্রুপ, আপনাদের পার্সোনাল টাইমলাইন না, তাই এখানে কারো সেলফি পোষ্ট দেয়া যাবে না।
৬) কোন পোষ্টের কমেন্ট বক্সে বাজে কমেন্ট ছবি, কোন সাইট বা বা পেজের গ্রুপের লিংক দেয়া যাবে না।
৭) এটা বড় গ্রুপ, এখানে আপনি বিশেষ কেউ না Hi, Hello, Good morning, Good Night, সহ কেমন আছেন এমন কোন বিরক্তিকর শর্ট পোষ্ট দেয়া যাবে না।
৮)বাংলা ফন্টে লিখা পোস্ট দেওয়ার চেষ্টা করবেন।
ইংরেজীতে লেখা পোস্ট এপ্রুভ করা হবে না ।থানা বা জেলা নিয়ে ঝগড়া থেকে বিরত থাকুন।
৯) এডমিন প্যানেলের পরামর্শ ছাড়া গ্রুপের কোন বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাবে না। এডমিন প্যানেলের সিদ্ধান্তই চুরান্ত মনে করতে হব।প্রতিষ্ঠাতা পরিচালক Omar Faruk Ahammod স্হাপিত ১০-০৪-২০১৬ ইং বারহাট্টা নেত্রকোণা।যোগাযোগ 01914874608

12/12/2025

ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক বারহাট্টা সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন। ক্ষমতায় গেলে সাংবাদিকদের অধিকার নিশ্চিত করা হবে- অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক বলেন।। পেইজটি #শেয়ার দিয়ে সঙ্গে থাকুন।

আওয়ামিলীগ ২০০৮ এ সরকার গঠন করেই আমাকে অজপাড়াগাঁয়ে বদলী করে আমার সাথে চরম বৈষম্য করে তাই আমি আর সরকারি চাকরিটা করতে পারিন...
12/12/2025

আওয়ামিলীগ ২০০৮ এ সরকার গঠন করেই আমাকে অজপাড়াগাঁয়ে বদলী করে আমার সাথে চরম বৈষম্য করে তাই আমি আর সরকারি চাকরিটা করতে পারিনি

Omar Faruk Ahammod. বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধিঃআমি চেষ্টা করেছি নেত্রকোনা-২ আসন সহ সারা নেত্রকোনা জেলার নেতাকর্মীদের পাশে থাকার জন্য।আমি ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছি।আমি নেতাকর্মীদের জেলে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি।আমাকে নেত্রকোনা-২ আসন থেকে ধানের শীষের নমিনি করা হয়েছে।মানুষ ভুলের উর্ধ্বে নয়।মানুষ মাত্রই ভুল হয়।আমি নিজের ভুল ত্রুটির বাহিরে নয়।সকল ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে মূল্যায়ন করবেন।আমি সবার পাশে থাকার চেষ্টা করব।আজ ১১ ডিসেম্বর বারহাট্টা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করার সময় তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন আমি মেডিক্যাল কলেজে পড়ার সময়ই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম।পরবর্তীতে সরকারি চাকরিতে যাই।২০০৮ সালে ফ্যাসিস্ট সরকার গঠন করার মাত্র ৩ দিন পরে আমাকে অজপাড়াগাঁয়ে বদলি করা হয়।আমার মেডিক্যাল অফিসারদের সিভিল সার্জন করা হয়।কিন্তুু আমাকে অবহেলা করা হয়।তাই আমি সরকারি চাকরিটা আর করিনি।আমি ২০১৪ সাল থেকে জেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি নেত্রকোনা জেলার মানুষের পাশে আছি,পরেও থাকব।এসময় তিনি ফ্যাসিস্ট আমলে সাংবাদিকদের নানান হয়রানি মূলক আইনের বিষয় তুলে ধরেণ।নেত্রকোনা জেলার সাংবাদিকদেরা ব্যক্তি স্বাধীনতায় যেকোন নিউজ করাতে পারবে বলোও আশ্বাস দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্কাস আলী, উপজেলা বিএনপির সহ সভাপতি আরিফুল্লাহ সোহেল,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক সহ বারহাট্টা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ,উপজেলা বিএনপির নেতাকর্মীরা সহ প্রমুখ।

09/12/2025

বারহাট্টায় নারী প্রগতি সংঘের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন

নেত্রকোনার বারহাট্টায় নারী প্রগতি সংঘ বারহাট্টা শাখার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ ডিসেম্বর বারহাট্টা প্রেসক্লাবে এই সাংবাদিক সম্মেলনে হয়।এতে নারী প্রগতি বারহাট্টা শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন নারী প্রগতি বারহাট্টা শাখার কেন্দ্র ব্যবস্থাপক সুরজিৎ ভৌমিক।এসময় তিনি মেয়েদের উপরে হওয়া নিপিড়ীন অত্যাচারে বিষয়ে বক্তব্য তুলে ধরেণ।পেইজটি #শেয়ার দিয়ে সঙ্গে থাকুন।

বারহাট্টায় উপজেলা  নতুন নির্বাহী অফিসার Uno Barhatta Netrokona   জিনিয়া জামানOmar Faruk Ahammod.  বারহাট্টা(নেত্রকোণা)প্...
08/12/2025

বারহাট্টায় উপজেলা নতুন নির্বাহী অফিসার Uno Barhatta Netrokona জিনিয়া জামান

Omar Faruk Ahammod. বারহাট্টা(নেত্রকোণা)প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টা উপজেলায় নতুন নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব নিয়েছেন মোছাঃ জিনিয়া জামান। তিনি রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে যোগদান করে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ২৬ নভেম্বরের এক প্রজ্ঞাপনে তাকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। যোগদানের আগে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জিনিয়া জামান বলেন, তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ৩৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার প্রথম কর্মস্থল ছিল চাঁপাইনবাবগঞ্জ, যেখানে তিনি সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগ দেন এবং উনার নিজ জেলা কুষ্টিয়া সদর উপজেলা উনার বাড়ি।

১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...
07/12/2025

১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

সভাপতিঃ জনাব মোছাঃ জিনিয়া জামান,উপজেলা নির্বাহী অফিসার, বারহাট্টা,নেত্রকোণা।স্হানঃ উপজেলা হলরুম,বারহাট্টা,নেত্রকোণা।আয়োজনঃ উপজেলা প্রশাসন, বারহাট্টা,নেত্রকোণা।

04/12/2025

সারা বছর বাচ্চারা পড়ালেখা করছে এখন তারা বার্ষিক পরিক্ষা দিবে পরিক্ষা বর্জন করে এখন তারা কর্মবিরতি আছে।।পেইজটি #শেয়ার দিয়ে সঙ্গে থাকুন।

03/12/2025

১১তম গ্রেডসহ তিন দফা দাবিতে বারহাট্টায় সহকারী শিক্ষকদের কর্মবিরতি।।পেইজটি #শেয়ার দিয়ে সঙ্গে থাকুন।
জিয়াউল হক
প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা বারহাট্টা,নেত্রকোনা

03/12/2025

১১তম গ্রেডসহ তিন দফা দাবিতে বারহাট্টায় সহকারী শিক্ষকদের কর্মবিরতি।।পেইজটি #শেয়ার দিয়ে সঙ্গে থাকুন।

Address

Barhatta

Telephone

+8801914874608

Website

Alerts

Be the first to know and let us send you an email when বারহাট্টা নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category