গ্রুপের সন্মানীত মেম্বারগণ,
আসসালামু আলাইকুম, আমাদের ★★★ বারহাট্টা নিউজ★★★ Public পেইজ আপনাদের স্বাগতম।
একটা গ্রুপ পরিচালনার সামনে কিছু লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। আমাদের উদ্দেশ্য আমাদের গ্রুপের মাধ্যমে নেত্রকোণা জেলা ১০টা উপজেলা ইতিহাস,ঐতিহ্য, সংস্কৃতি প্রকৃতি, পরিবেশ, তথা
নেত্রকোণা জেলাকে সবার সামনে তুলে ধরা। পাশা-পাশি শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান প্রসার ও পরিচ্ছন্ন বিনোদনের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরী ক
                    
                                            রা। যেখানে আপনাদের দেয়া সুন্দর পোষ্ট গুলো সবার জ্ঞান অর্জন ও নির্দোষ বিনোদন লাভের জন্য সহায়ক হবে। আমরা এখানে সবাই বন্ধু, ও ভাই-বোনের মতো। একটা পরিবারের মতো, একটা পরিবারে থাকলে আপনারা যেমন বড়দের সন্মান ছোটদের স্নেহ করেন এবং প্রতিটি কথায়-কাজে ভালো মানুষের পরিচয় দেন। তেমনি এখানেও তেমন পরিবেশ বজায় রাখবেন বলে আন্তরিক ভাবে আশা করছি। প্রতিটি গ্রুপ ই ফেসবুকের কিছু নিয়ম মেনে চালাতে হয় এবং সে অনুসারেই গ্রুপের নীতিমালা সাজাতে হয়, এবং তা এডমিন, মডারেটর ও মেম্বারদের মেনে চলতে হয়। তাই সে সব নিয়ম মেনেই গ্রুপের মেম্বার হিসাবে থাকতে হবে। নিয়ম বহির্ভুত কেউ কিছু করলে গ্রুপের স্বার্থে ও অন্যান্য মেম্বারদের স্বার্থে তাদেরকে গ্রুপ থেকে ব্যান/ব্লক/রিমুভ করে দিতে হয়। গ্রুপকে ভালোবাসলে এবং গ্রুপে মেম্বার হয়ে থাকতে হলে অবশ্যই গ্রুপের নিয়ম মেনে চলতে হবে।
গ্রুপে যদি কোনো খারাপ পোস্ট দেখেন সেই সকল পোস্টে এডমিন কে রিপোর্ট করবেন। তা হলে গ্রুপকে সুন্দর পরিবেশে রাখা যাবে।
★★★বারহাট্টা নিউজ★★★
১)অন্য কোন গ্রুপের বা পেজের লিংক, ভিডিও লিংক পর্ণো ছবি বা ভিডিও লিংক ও পেজের লিংক সহ শেয়ার পোষ্ট দেয়া যাবে না। কোন ধরনের লিংক ই গ্রুপে গ্রহন যোগ্য নয়।
২) গ্রুপে ধর্ম নিয়ে কোন জরীপ পোষ্ট যেমন আল্লাহর সাথে ভগবান নামের তুলনা,কুরআনের সাথে অন্য ধর্ম পুস্তকের তুলনা, রাসুলকে ভালোবাসেন কীনা? কাবা শরীফের সাথে অন্য কোন স্থানের তুলনা করে তথা ধর্মকে পুঁজি করে লাইক পাওয়ার জন্য কোন পোষ্ট দেয়া যাবে না। আল্লাহ তায়ালার কুদরতী এবং সত্য বলে প্রমানিত এমন ঘটনা ছবি পোষ্ট করা যাবে।
৩) রাষ্ট্রবিরোধী কোন পোষ্ট বা কোন রাজনৈতিক দল, বা দলীয় ব্যক্তিদের নিয়ে আপত্তিকর কোন পোষ্ট, কিংবা যে কাউকে অপমান করে কোন পোষ্ট দেয়া সম্পুর্নরূপে নিষিদ্ধ।
৪) দুর্ঘটনায় বিকৃত মানুষের লাশের ছবি কোন ছবি কিংবা অসুস্থ অঙ্গ বিকৃত বিকলাঙ্গ শিশুদের ছবি পোষ্ট করা যাবে না।
৫) এটা একটা গ্রুপ, আপনাদের পার্সোনাল টাইমলাইন না, তাই এখানে কারো সেলফি পোষ্ট দেয়া যাবে না।
৬) কোন পোষ্টের কমেন্ট বক্সে বাজে কমেন্ট ছবি, কোন সাইট বা বা পেজের গ্রুপের লিংক দেয়া যাবে না।
৭) এটা বড় গ্রুপ, এখানে আপনি বিশেষ কেউ না Hi, Hello, Good morning, Good Night, সহ কেমন আছেন এমন কোন বিরক্তিকর শর্ট পোষ্ট দেয়া যাবে না।
৮)বাংলা ফন্টে লিখা পোস্ট দেওয়ার চেষ্টা করবেন।
ইংরেজীতে লেখা পোস্ট এপ্রুভ করা হবে না ।থানা বা জেলা নিয়ে ঝগড়া থেকে বিরত থাকুন।
৯) এডমিন প্যানেলের পরামর্শ ছাড়া গ্রুপের কোন বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাবে না। এডমিন প্যানেলের সিদ্ধান্তই চুরান্ত মনে করতে হব।প্রতিষ্ঠাতা পরিচালক Omar Faruk Ahammod স্হাপিত ১০-০৪-২০১৬ ইং বারহাট্টা নেত্রকোণা।যোগাযোগ 01914874608