Taposh Mozumder Joy

Taposh Mozumder Joy ❤️

প্রিয় ফেনী বাসী,গত বছরের ভয়াবহ বন্যার স্মৃতি আজও আমাদের হৃদয়ে ব্যথার মতো আঁকড়ে রয়েছে। সেই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি...
23/04/2025

প্রিয় ফেনী বাসী,
গত বছরের ভয়াবহ বন্যার স্মৃতি আজও আমাদের হৃদয়ে ব্যথার মতো আঁকড়ে রয়েছে। সেই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমাদের এখনই কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

আমরা চাই, ফেনীর ভাঙ্গন রোধে টেকসই এবং স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক, যেন ভবিষ্যতে আর এমন বিপদে পড়তে না হয়।
এখনই আমাদের সকলের মিলিত কণ্ঠে একটি চিৎকার উঠুক—“ফেনী রক্ষা করো , বাঁধ নির্মাণ করো!”
এই দাবিতে একত্রিত হয়ে সর্বমহলে আওয়াজ তুলুন।

ফেনী জেলায় হোক চীনের সহায়তায় ১০০০ শয্যার হাসপাতাল!বৃহত্তর নোয়াখালী, ফেনী, কুমিল্লা মধ্যে  প্রায় ২কোটি মানুষের আবাসভূমি...
19/04/2025

ফেনী জেলায় হোক চীনের সহায়তায় ১০০০ শয্যার হাসপাতাল!
বৃহত্তর নোয়াখালী, ফেনী, কুমিল্লা মধ্যে প্রায় ২কোটি মানুষের আবাসভূমি এই জেলায় আজও স্বাস্থ্যসেবা সহ সার্বিকভাবে রয়ে গেছে অবহেলিত, বঞ্চিত ও উপেক্ষিত। একটি আধুনিক ও সুসজ্জিত হাসপাতাল এখানে শুধু দরকারই নয়, এটি এখন সময়ের দাবী।

ফেনীর জেলার মানুষ উন্নত চিকিৎসা ও সম্মানজনক স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে।

আসুন, যার যার অবস্থান থেকে আমরা সবাই চীনের প্রস্তাবিত ১০০০ শয্যার আধুনিক হাসপাতালটি ফেনী স্থাপনের জন্য জোরালো দাবী জানাই।
#ফেনী_হাসপাতাল
#স্বাস্থ্যসেবা_সবার_অধিকার

19/04/2025

ওয়েদার এর মুডসুইং এ কনফিউসড হয়ে যাই এটা শীতকাল, গরমকাল নাকি বর্ষাকাল !!

24/03/2025

তামিম ইকবাল যখন বুকে ব্যথা পান—দুই ঘণ্টার মধ্যে এনজিওগ্রাম, রিং—সব সেরে ফেলেন ডাক্তার! একটা দেশের মূল্যবান ক্রিকেটার, তাই তার প্রাণ বাঁচাতে দেরি নেই— হাসপাতালও তখন সেবা দেয়, দয়া করে না।
ভগবান এর অসীম কৃপায় তামিম ভাই বেঁচে আছেন— কিন্তু যারা তামিম না? যারা শুধুই নাগরিক? তাদের বুক ব্যথা মানেই— বুকের উপরে ভর্তি ফরম, সিরিয়াল, অ্যানালাইসিস ফি, প্রতীক্ষার ওয়ার্ড, আর হয়তো একটা শোকবার্তা! এখানে সেবা পেতে হলে তুমি ধনী হতে হবে, জনপ্রিয় হতে হবে, নয়তো হতে হবে নিছক ভাগ্যবান!

একই রিং, একই ডাক্তার, একই অপারেশন— তবু কারো জন্য পঁচিশ হাজার, আর কারো জন্য দুই লাখ! এটা কি সেবা?না ভাই, এটা স্টেন্ট নামের চুক্তিভিত্তিক ডা*কাতি। বাংলাদেশে চিকিৎসা নেই—এই মিথ্যে বলে যারা, তারা আসলে সত্যকে আড়াল করে। চিকিৎসা আছে—সততা নেই। ডাক্তার আছে—দায়িত্ব নেই। হাসপাতাল আছে—মানবতা নেই।

এখানে ওটি মানে 'অপারেশন থিয়েটার' না, এটা একেকটা 'অফিস টেবিল', যেখানে প্রতিটি রোগী একটা টাকার ইউনিট।
বুকের ব্যথা কেটে যাবে একদিন, কিন্তু এই ব্যবস্থার ব্যথা কাটবে কবে? একদিন রিং পড়বে এই সিস্টেমের বুকে—হৃদপিণ্ড খুলে বের করা হবে প্রতারণার রক্ত। সেইদিন চিকিৎসা হবে আবার সেবা, ব্যবসা নয়।

তামিম ভাই, আপনি শিগগিরই সুস্থ হয়ে উঠুন। আমরা আপনার ফিরে আসার অপেক্ষায় আছি। সবাই মিলে তামিম ভাইয়ের  দ্রুত সুস্থতার জন্য আ...
24/03/2025

তামিম ভাই, আপনি শিগগিরই সুস্থ হয়ে উঠুন। আমরা আপনার ফিরে আসার অপেক্ষায় আছি। সবাই মিলে তামিম ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য আশির্বাদ করি।
゚viralシfypシ゚viralシalシ

28/09/2024

তবে তোমার বুকে'তে সপে দিলাম আমার যত সত একাকিত্বতা 🖤

21/08/2024

স্মরণকালের রেকর্ড করা বন্যার কবলে ফেনীর ৩ উপজেলা। ফেনী জেলার ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরামে মানবিক বিপর্যয় চরমে পৌঁছে গেছে। সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করুন এবং আর্শিবাদ কামনা করছি ।

একটি জীবন কেবল একজন মানুষের একক জীবন নয়!এর সাথে জড়িয়ে আছে আরো অনেক মানুষের জীবন।তাই তো একটি জীবন বিচ্ছিন্ন হলে অন্য জীবন...
03/04/2023

একটি জীবন কেবল একজন মানুষের একক জীবন নয়!এর সাথে জড়িয়ে আছে আরো অনেক মানুষের জীবন।তাই তো একটি জীবন বিচ্ছিন্ন হলে অন্য জীবনেও দুঃসহ যন্ত্রণার আঁধার নেমে আসে তবে, চিরসত্য মরণকে অস্বীকার করা যায় না।

মরণ তো আসবেই কিন্তু,এভাবে কেন❓
স্বাভাবিক মৃত্যুর বেদনা যেখানে সহ্য করা যায় না,সেখানে মানবসৃষ্ট অনাকাক্সিক্ষত দুর্ঘটনার মৃত্যু কি মানা যায়❓

পথ হোক শান্তির মরণের নয়!
আমাদের সবাইকে মনে রাখতে হবে,সময়ের সমষ্টি হলো জীবন।সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।আসুন সবাই সাবধানে বাইক চালাই,নিরাপদে গন্তব্যে ফিরি..

Address

Feni
Barisāl

Telephone

+8801864277911

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taposh Mozumder Joy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taposh Mozumder Joy:

Share