Rahima Akter Chompa

  • Home
  • Rahima Akter Chompa

Rahima Akter Chompa Al Humdu Lillah For Every Things

শুভদুপুর! ব্যস্ততা থেমে থাকুক একটু, মনটা বিশ্রাম পাক, এই দুপুরটুকু শুধু নিজের জন্য হোক।
30/06/2025

শুভদুপুর!
ব্যস্ততা থেমে থাকুক একটু,
মনটা বিশ্রাম পাক,
এই দুপুরটুকু শুধু নিজের জন্য হোক।

প্রতিটা সকাল মানে নতুন এক সুযোগ। তাই, আজকের দিনটাকে পূর্ণভাবে উপভোগ করুন। শুভ সকাল।
30/06/2025

প্রতিটা সকাল মানে নতুন এক সুযোগ। তাই, আজকের দিনটাকে পূর্ণভাবে উপভোগ করুন। শুভ সকাল।

29/06/2025

বৃষ্টির ফোটা যতই ছোট হোক তাদের অবিরাম বৃষ্টিতে বড় বড় নদী ভরে যায়।
তাই জীবনের ছোট ছোট প্রচেষ্টাই একদিন বড় পরিবর্তন আনে।

29/06/2025

দিনের শেষ আলোটা যখন ধীরে ধীরে মিলিয়ে যায়,
তখন বোঝা যায় —
এই নীরব সন্ধ্যা আসলে কতো কিছু বলে যায় শব্দ ছাড়াই।
゚viralシ

29/06/2025

বিকেল মানেই সারদিনের ক্লান্তির মাঝে একটু হারিয়ে যাওয়া, একটু ফিরে দেখা, আর কিছু অগোছালো আবেগ নিয়ে ভেসে বেড়ানো।

゚viralシ #

আমি আমাকে মিস করছি। সেই আগের আমি, আমার  শক্তি। আমার হাসি, আমার ঔজ্জ্বল্য, আমি সেই আমি টাকে মিস করছি, ভীষণ ভাবে মিস করছি!...
29/06/2025

আমি আমাকে মিস করছি।
সেই আগের আমি, আমার শক্তি।
আমার হাসি, আমার ঔজ্জ্বল্য,
আমি সেই আমি টাকে মিস করছি,
ভীষণ ভাবে মিস করছি!
যখন আমার প্রচন্ড মন খারাপ হয়, , তখন আমি আকাশ দেখি। অপলক নয়নে তাকিয়ে থাকি আকাশের দিকে। আর আকাশের বিশালতা দেখার চেস্টা করি।
সে হোক দিনের আকাশ অথবা রাতের আকাশ ।
মনের গহীনে লুক্কায়িত যত না বলা কথা থাকে,
নিরিবিলি আকাশের পানে চেয়ে সবটা বলে দেই বিশাল আকাশের অধিপতির কাছে।
যেন আমি নিজেকে এই প্রকৃতিতে হারিয়ে ফেলি।
সব মন খারাপ দূর হয়ে যায়।
মাঝে মাঝে প্রকৃতির সৌন্দর্য ক্যামেরা বন্দী করি।সৌন্দর্য দেখতে দূরদূরান্তে যেতে হয় না সৌন্দর্য অনুভব তো এই আকাশ দেখে ও করা যায়। বারান্দায় দাঁড়িয়ে। জানালায় উঁকি দিয়ে। কি দারুণ না?আজ এই মুহূর্তের আকাশ 💙🤍💙

29/06/2025

চা ছাড়া সকাল?
চিন্তা করলেই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না।
কার কার এমন হয়? জানাবেন প্লিজ ☕

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:"سُبْحَانَ اللَّهِ تَمْلَأُ الْمِيزَانَ"“সুবহানাল্লাহ” বললে এটি মিজান ...
29/06/2025

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

"سُبْحَانَ اللَّهِ تَمْلَأُ الْمِيزَانَ"
“সুবহানাল্লাহ” বললে এটি মিজান (আমলনামার পাল্লা) পূর্ণ করে দেয়।
— সহীহ মুসলিম: ২২৩

সংক্ষিপ্ত ব্যাখ্যা:

“সুবহানাল্লাহ” একটি মহা বরকতময় জিকির। এর মাধ্যমে বান্দা আল্লাহকে সব দোষ থেকে মুক্ত ঘোষণা করে। এই একটি শব্দেই এত ফজিলত—যা কিয়ামতের দিন আমলের পাল্লা ভারী করে দেবে।

আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার — এই সব যিকিরগুলোর অনেক ফজিলত রয়েছে।চেষ্টা করি দৈনন্দিন কাজের পাশাপাশি জিকির গুলো করতে।

28/06/2025

অন্তরকে জুড়িয়ে দেওয়ার মতো একটি আয়াত!!

"তুমি ধৈর্য ধরো,
তোমার রবের সিদ্ধান্তের অপেক্ষায় থাকো!
তুমি তো তার (আল্লাহর) চোখের সামনেই আছো!

•••••••••••••(সূরা: আত তুর-৪৮)•••••••••••••••
শুভ রাত্রি

মৌসুমী ফল, যা নির্দিস্ট ঋতুতে পাওয়া যায়। শরীরের জন্য নানা ভাবে উপকারী। এগুলো  ভিটামিন, মিনারেল ও ফাইবার এবং এ্যান্টিঅক্স...
28/06/2025

মৌসুমী ফল, যা নির্দিস্ট ঋতুতে পাওয়া যায়। শরীরের জন্য নানা ভাবে উপকারী। এগুলো ভিটামিন, মিনারেল ও ফাইবার এবং এ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে। যা রোগ প্রতিরোধ হ্মমতা বাড়াতে এবং স্বাস্থ্যের উন্নততে সহায়তা করে । অনেক মিস্টি এবং মজার জাম।

আষাঢ়ের আকাশ 🌫️।। কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার হঠাৎ পরিস্কার নীল আকাশ।চলছে মেঘের লুকোচুরি খেলা - এক মহুর্তে ঘন কালো মেঘ 🌫...
28/06/2025

আষাঢ়ের আকাশ 🌫️।।
কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার হঠাৎ পরিস্কার নীল আকাশ।চলছে মেঘের লুকোচুরি খেলা - এক মহুর্তে ঘন কালো মেঘ 🌫️পরের মুহুর্তে আলো ঝলমলে রোদ।
কে জানতো এমন তুমুল বৃষ্টির পর এতো চমৎকার সুন্দর আকাশ দেখতে পাবো।
আষাঢ় মানেই তো এমন লুকোচুরির খেলা। এই বৃষ্টি এই রোদ । ঠিক আমাদের জীবনের মতো ।

আমার বারান্দার পুঁই শাক । রান্নার জন্য তুলে নিলাম ।
28/06/2025

আমার বারান্দার পুঁই শাক ।
রান্নার জন্য তুলে নিলাম ।

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahima Akter Chompa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share