01/10/2023
যদি কোনো মেয়ে কে সত্যিকারের অর্থে ভালো লেগে যাবার পরে তাকে ভালবাসি বলার আগে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো
তাকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কিনা?
প্রচন্ড বিপদে মেয়েটা যদি তোমার দিকে হাত বারিয়ে দেয় তাহলে সেই হাত সক্ত করে ধরে রাখতে পারবে কিনা?
যদি পারো তাহলে তো ভালো আর না পারলে তাকে ভুলে যাও,
যদি না করো তাহলে সমাজ তোমাকে বের্থ প্রেমিক হিসাবে খেতাব দিবে,
আর একজন মেয়েও নতুন করে কাউকে বিশ্বাস করতে পারবে না,
ভালবাসা মানে সুধু দুজন মিলে ফুসকা খাওয়া না,
এক সাথে রিক্সায় ঘুরে বেড়ানো না,
এক সাথে মুভি দেখা না,
দুজনে লুকিয়ে লুকিয়ে চুমু খাওয়া না,
এই গুলো সুধু দুজনের কাছে আসা,
এক জন আরেক জনের প্রতি অনুভুতি প্রকাশ করা,
আর দুজনে মিলে ভালো সময় কাটানো মাত্র,
কিন্তু এর বাহিরে ভালবাসার একটা অর্থ আছে,আর তা হলো দায়িত্ব,
এক জন মেয়ে যখন কোনো পুরুষ কে ভালোবাসে তখন সে তার সমস্ত জীবনের তিল তিল করে গড়া সপ্ন গুলো তোমার হাতে তুলে দিবে,
আর তুমিও যখন তাকে ভালোবাসি বলার অর্থ মেয়েটার প্রতি তোমার যে ভালবাসা
ও তার সমস্ত দায়িত্ব তুমি নিতে যাচ্ছ,
তার সুখের দায়িত্ব,আনন্দের দায়িত্ব,ছোট খাটো আবদার,তার একাকিত্তর দায়িত্ব,
তার খেয়াল রাখার দায়িত্ব,
তার সবসময় খোজ নেওয়া,সে কোনো সমসায় আছে কিনা তা জানার চেষ্টা করা,
নিজের সুখ চিন্তা না করে প্রিয় মানুষ টাকে সুখে রাখা,
তবে তাই বলে মেয়েদের কোনো দায়িত্ব নেই সেটা তো নয়,এটা উভয় এর দায়িত্ব একে অপরকে খেয়াল রাখা সুখী রাখার দায়িত্ব,
তা না করতে পারলে তার হাতটি ধরো না,
অনেকে এই দায়িত্ব ঠিকই নেয় হয়তো এক সময় পালন ও করে আবার এক সময় এই দায়িত্ব ঠিক মতো পালন করতে পারে না,তাই বলে সে বের্থ না,
তার ভালোবাসা কমে যায় না,হয়তো তার ইচ্ছা থাকা সত্তেও তার দায়িত্ব পালন করতে পারছে না,
কারন একটা মানুষ অনেক ধরনের সমস্সায় থাকতে পারে,
আজ সে পারছে না তবে কাল যে পারবে না সেটাও কথা না,
আল্লাহ মানুষ কে অনেক রকম পরীক্ষার মাঝে ফেলে,সামনে হয়তো তোমার জন্য অনেক অনেক সুখ অপেক্ষা করতেছে,
কথায় আছেনা ধৈর্যের ফল মিষ্টি হয়..!!