Isfar & Earth

Isfar & Earth Digital Creator

 #গীবত....😥  গাছটি আপনার, অনেক কষ্ট করে লাগিয়েছেন,যত্ন নিয়েছেন। কিন্তু আজ তার ফল আপনি ভোগ করতে পারছেন না, মাঝখানে দেয়াল ...
09/03/2024

#গীবত....😥 গাছটি আপনার, অনেক কষ্ট করে লাগিয়েছেন,যত্ন নিয়েছেন। কিন্তু আজ তার ফল আপনি ভোগ করতে পারছেন না, মাঝখানে দেয়াল বাঁধা হয়ে দাঁড়িয়েছে❗
ঠিক তেমনি আপনি দিনভর আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, রোজা রেখেও পরকালে সেটার ফল ভোগ করতে পারবেন না। ভোগ করবে অন্যরা। যাদের নামে আমি/আপনি গীবত করে বেড়িয়েছি, বাজে সমালোচনা করেছি, কেয়ামতের দিন আমি/আপনি তাদের কাছে ফেঁসে যাবো। সেদিন আমার/আপনার নেক আমল ওদের দিয়ে, তাদের গোনাহ্ গুলো আমাদের কাঁধে চাপিয়ে দেয়া হবে। সেদিন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না।
আল্লাহ্ তায়া’লা আমাদের সবাইকে গীবত থেকে বাঁচার তাওফিক দান করুক।

20/02/2024
20/02/2024

“যে দোয়া ও আমলে চিন্তামুক্ত থাকবে মুমিন”

حَسْبِيَ اللهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
উচ্চারণ:
হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াককালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।

অর্থ :
আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। তিনি ব্যতিত কোনো উপাস্য নেই। তারই ওপর আমি ভরসা করি। তিনিই মহা আরশের অধিপতি।'

15/02/2024

“ফরজ নামাজের পরে করনীয় কিছু আমল”
(ফজর ও মাগরীব এর পরে)১বার পড়বেন

رَضِيتُ بِاللَّهِ رَبًا وَبِالإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ صلى الله عليه وسلم نَبِيًّا
উচ্চারণ : রাদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি-মুহাম্মাদিন নাবিয়্যা

অর্থ :
আল্লাহ আমার প্রভু, ইসলাম আমার ধর্ম এবং মুহাম্মদ (সা.) আমার নবী হওয়ায় আমি সন্তুষ্ট আছি।

(আবু দাউদ: ১৫২৯)

14/02/2024

“শরীরে তাবিজ বেঁধে নামাজ পড়ছেন?
সিয়াম করছেন? তাহাজ্জুদ পড়ছেন?
এই তাবিজে যদি আপনার বিন্দুমাত্র আস্থা থাকে,
আপনি মৃত্যু পর্যন্ত রাত জেগে তাহাজ্জুদ পড়লেও কবুল হবে না।

রাসূল (ﷺ)বলেছেন: যে ব্যক্তি তাবিজ লটকালো সে শির্ক করলো তাবিজ ব্যবহার স্পষ্ট শির্ক!

-মুসনাদে আহমদ (১৬৭৭১)

13/02/2024

সকালে সন্ধ্যা ৩ বার করে বলবে -

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا. وَرِزْقًا طَيِّبًا ، وَعَمَلًا مُتَقَبَّلًا

আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা 'ইলমান নাফি'আন ওয়া রিঝক্বান ত্বইয়্যিবান ওয়া 'আমালান মুতাক্বাব্বালান

হে আল্লাহ! আমি আপনার নিকট উপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি।

রেফারেন্স: সহীহ ইবনে মাজাহঃ ৯২৫

13/02/2024

আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছো, এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে!'

01/11/2023

“দোয়া কুনুত অর্থ ও উচ্চারণসহ”

اللّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّ عَلَيْكَ وَنُثْنِيْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ، وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ، اللّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ، وَلَكَ نُصَلِّيْ وَنَسْجُدُ، وَإِلَيْكَ نَسْعٰى وَنَحْفِدُ، وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشٰى عَذَابَكَ، إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ

(এখানে খেয়াল রাখতে হবে আরবি পড়ার সঠিক উচ্চারণ, বাংলা তে লেখা আরবির উচ্চারণ পড়ে তা সঠিক করতে পারবেন না, তাই আমরা যারা সঠিক ভাবে (মাখরাজ)আরবি হরফের উচ্চারণ সঠিক ভাবে পারি না, আমাদের উচিত তা সঠিকভাবে শিখে নেওয়া। তা না হলে নামাজ, দু'য়া যাই পড়ি আমাদের ইহকাল ও পরকালের কোন কাজেই আসবে না। এই লিখা টুকু কেউ বাজে ভাবে নিবেন না, এটাই সত্য ‘কুরআন ও হাদিসের’ সঠিক উচ্চারণ না করলে তা আপনার কোন কাজে-ই আসবে না বরং গুনাহ্গার হবেন। আল্লাহ সবাই কে বুঝার তাওফিক দান করুক- আমিন।)

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসতাইনুকা ওয়া নাসতাগফিরুকা ওয়া নুমিনুবিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর; ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা; ওয়া নাখলাঊ ওয়া নাতরুকু মাইঁইয়াফঝুরুকা; আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু; ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসঝুদু; ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু; ওয়া নারঝু রাহমাতাকা ওয়া নাখশা আজাবাকা; ইন্না আজাবাকা বিলকুফফারি মুলহিক্ব।’

অর্থ : হে আল্লাহ! আমরা আপনারই সাহায্যপ্রার্থী এবং একমাত্র আপনার কাছেই ক্ষমাপ্রার্থী। আপনার উপর আমরা ঈমান এনেছি এবং আপনার উপরই ভরসা করি, আপনার উত্তম প্রশংসা করি, আপনার শোকর আদায় করি, আপনার প্রতি অকৃতজ্ঞ হই না, যারা আপনার নাফরমানী করে, তাদেরকে পরিত্যাগ করি এবং তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি। হে আল্লাহ! আমরা আপনারই ইবাদাত করি, আপনার জন্যই নামাজ পড়ি এবং আপনার জন্যই সিজদা করি, আপনার দিকেই ধাবিত হই, আপনার হুকুম পালনের জন্যই প্রস্তুত থাকি, আপনার দয়ার আশা করি, আপনার শাস্তিকে ভয় পাই। নিঃসন্দেহে আপনার শাস্তি ভোগ করবে কাফির সম্প্রদায়।

রাতের নামাজ বিতর। এ নামাজে দোয়া কুনুত পড়তে হয়। এশার নামাজের পর থেকে শেষ রাতের আগ পর্যন্ত যে কোনো সময়ে এ বিতর নামাজ পড়া যায়। এ নামাজের তৃতীয় রাকাতে সুরা মিলানোর পর দোয়া কুনুত পড়তে হয়। কিন্তু এ দোয়া কুনুতে মানুষ কী পড়ে? কেনই বা দোয়া কুনুত পড়তে হয়? এ দোয়ায় কী রয়েছে?

‘কুনুত’ অনেক অর্থসমৃদ্ধ একটি শব্দ। এ শব্দ দ্বারা নিরবতা, সালাত, কিয়াম ও ইবাদত ইত্যাদি বুঝায়। এখানে কুনুত দ্বারা উদ্দশ্য হলো- ‘নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা।’

আবার মানুষ যখন চরম বিপদ ও মুসিবতে পড়ে তখনও এ দোয়া পড়ে থাকে। হাদিসে পাকে একাধিক দোয়া কুনুত রয়েছে। তবে বিখ্যাত সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত (বহুল ব্যবহৃত) দোয়া কুনুতটি হলো-

গভীর রাতে আল্লাহর সঙ্গে বান্দার একান্ত প্রেমালাপ এটি। এ দোয়ার ফলে আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যান। বান্দার চাওয়া-পাওয়া পরিপূর্ণ করে দেন। দুনিয়ার সব বিপদ-আপদ থেকে মুক্তি দেন। এটিই দোয়া কুনুত।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গভীর রাতে বিতর নামাজে দৃঢ়চিত্তে দোয়া কুনুতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।

31/10/2023

আল্লাহ তোমাকে সত্য পথে থাকার তাওফিক দিয়েছে আল্লাহ তোমাকে ভালো রাখুক। আল্লাহ তুমি আমাদের কেও সত্যের উপর জীবন চালানোর জন্য কবুল করে নাও আমিন।

30/10/2023

"যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠিয়ে" সামি আল্লাহ্ হুলিমান হামিদা" বলার পর "রব্বানা লাকাল হামদ হামদান কাসিরন তাইয়্যিবান মুবারকান ফিহ্ বলে৷ মহান আল্লাহপাক ৩০ জন ফেরেশতা দ্বারা তার জন্য সওয়াব লেখার প্রতিযোগিতা করায়!"

[বুখারী শরীফ: ৭৬৩]

30/10/2023

“ফরজ নামাজের পরে করনীয় কিছু আমল”
“ফজর ও মাগরীব” এর পরে..৩ বার

সূরা হাশর: ২২-২৪

هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ

هُوَ اللهُ الَّذِي لَا إلَهَ إِلَّا هُوَ الْمَلِكَ الْقُدُّوسُ السَّلَامُ الْقَؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّاز المتكبرُ سُبحَانَ اللهِ عَمَّا يُشْرِكُونَ

هُوَ اللهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاء الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ والأرض وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
উচ্চারণ:
হুওয়াল্লা হুল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়া আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুওয়ার রাহমানুর রাহিম।

হুওয়াল্লা হুল্লামী লা ইলাহা ইল্লাহু ওয়া আল-মালিকুল কুদ্দুছ সালামুল মু'মিনুল মুহাইমিনুল আযিযুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন।

হুওল্লা-হুল খা-লিকুল বা-রিউল মুসাওয়িরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিসসামাওয়াতি ওয়াল আরদ, ওয়াহুওয়াল আযিযুল হাকিম।

অর্থ:
(২২)তিনিই আল্লাহ তা'আলা, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন, তিনি পরম দয়ালু, অসীম দাতা।

(২৩) তিনিই আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্মশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তাআলা তা থেকে পবিত্র।

(২৪) তিনিই আল্লাহ তাআলা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নামগুলো তাঁরই। নভোমন্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে, সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়।

28/10/2023

“দু'আ”

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ وَعَذَابِ الْقَبْرِ

আল্লা-হুম্মা, ইন্নী আ'ঊযু বিকা মিনাল কুরি ওয়াল ফাক্বরি, ওয়া ‘আযা-বিল ক্বা হে আল্লাহ্, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি কুফরি, দারিদ্র্য এবং কবরের আযাব থেকে।

রেফারেন্সঃ সহীহ। স্থান- ৫৪৬৫

01/10/2023

যদি কোনো মেয়ে কে সত্যিকারের অর্থে ভালো লেগে যাবার পরে তাকে ভালবাসি বলার আগে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো
তাকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কিনা?
প্রচন্ড বিপদে মেয়েটা যদি তোমার দিকে হাত বারিয়ে দেয় তাহলে সেই হাত সক্ত করে ধরে রাখতে পারবে কিনা?
যদি পারো তাহলে তো ভালো আর না পারলে তাকে ভুলে যাও,
যদি না করো তাহলে সমাজ তোমাকে বের্থ প্রেমিক হিসাবে খেতাব দিবে,
আর একজন মেয়েও নতুন করে কাউকে বিশ্বাস করতে পারবে না,
ভালবাসা মানে সুধু দুজন মিলে ফুসকা খাওয়া না,
এক সাথে রিক্সায় ঘুরে বেড়ানো না,
এক সাথে মুভি দেখা না,
দুজনে লুকিয়ে লুকিয়ে চুমু খাওয়া না,
এই গুলো সুধু দুজনের কাছে আসা,
এক জন আরেক জনের প্রতি অনুভুতি প্রকাশ করা,
আর দুজনে মিলে ভালো সময় কাটানো মাত্র,
কিন্তু এর বাহিরে ভালবাসার একটা অর্থ আছে,আর তা হলো দায়িত্ব,
এক জন মেয়ে যখন কোনো পুরুষ কে ভালোবাসে তখন সে তার সমস্ত জীবনের তিল তিল করে গড়া সপ্ন গুলো তোমার হাতে তুলে দিবে,
আর তুমিও যখন তাকে ভালোবাসি বলার অর্থ মেয়েটার প্রতি তোমার যে ভালবাসা
ও তার সমস্ত দায়িত্ব তুমি নিতে যাচ্ছ,
তার সুখের দায়িত্ব,আনন্দের দায়িত্ব,ছোট খাটো আবদার,তার একাকিত্তর দায়িত্ব,
তার খেয়াল রাখার দায়িত্ব,
তার সবসময় খোজ নেওয়া,সে কোনো সমসায় আছে কিনা তা জানার চেষ্টা করা,
নিজের সুখ চিন্তা না করে প্রিয় মানুষ টাকে সুখে রাখা,
তবে তাই বলে মেয়েদের কোনো দায়িত্ব নেই সেটা তো নয়,এটা উভয় এর দায়িত্ব একে অপরকে খেয়াল রাখা সুখী রাখার দায়িত্ব,
তা না করতে পারলে তার হাতটি ধরো না,
অনেকে এই দায়িত্ব ঠিকই নেয় হয়তো এক সময় পালন ও করে আবার এক সময় এই দায়িত্ব ঠিক মতো পালন করতে পারে না,তাই বলে সে বের্থ না,
তার ভালোবাসা কমে যায় না,হয়তো তার ইচ্ছা থাকা সত্তেও তার দায়িত্ব পালন করতে পারছে না,
কারন একটা মানুষ অনেক ধরনের সমস্সায় থাকতে পারে,
আজ সে পারছে না তবে কাল যে পারবে না সেটাও কথা না,
আল্লাহ মানুষ কে অনেক রকম পরীক্ষার মাঝে ফেলে,সামনে হয়তো তোমার জন্য অনেক অনেক সুখ অপেক্ষা করতেছে,
কথায় আছেনা ধৈর্যের ফল মিষ্টি হয়..!!

“সঠিক লক্ষ্যে পৌঁছাতে চাইলে”জীবনে কিছু করতে চাইলে নাইটকোচ এর ড্রাইভারের মতো হওয়া প্রয়োজন।স্টার লাইন এর একটি বাস কক্সবাজা...
22/09/2023

“সঠিক লক্ষ্যে পৌঁছাতে চাইলে”

জীবনে কিছু করতে চাইলে নাইটকোচ এর ড্রাইভারের মতো হওয়া প্রয়োজন।

স্টার লাইন এর একটি বাস কক্সবাজারের উদ্দেশ্যে ফেনী ত্যাগ করল। বাসটির ৪০ টি সিট যাত্রীতে পূর্ণ। বাসের সুপারভাইজার, ড্রাইভার এবং হেলপার বেশ খুশি মনে ‘বিসমিল্লাহ...’ পড়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন।

ড্রাইভারের পিছনের সিটে দু’জন মাঝবয়সী লোক বসেছেন। তাদের একজন আজকের ‘ বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকা পড়তে শুরু করলেন। পত্রিকার পাতাগুলো উদ্দেশ্যহীনভাবে উল্টানোর এক পর্যায়ে তার চোখ দু’টো বিনোদন পাতায় আটকে গেল। হালের উঠতি এক নায়িকা স্বল্প বসন পরিহিত ছবিতে তার নয়ন দু’টি থমকে গেছে। তার নয়নের এরূপ কড়া দৃষ্টি দেখে তার পাশের জনও পত্রিকার পাতার দিকে তাকালেন। তিনিও মোহগ্রস্থ হলেন। তিনি একবার সামনের দিকে তাকান আর একবার আড়চোঁখে পত্রিকায় দৃশ্যমান স্বল্প বসনের সেই নায়িকার দিকে তাকান।

এভাবেই এক সময় বাসটি মিরসরাই,সীতাকুণ্ড অতিক্রম করে এখন চট্টগ্রাম অলংকার এসে পৌঁছাইছে।স্টার লাইন গ্রুপের রুটিন অনুযায়ী সামান্য চেকিং শেষে আবার কক্সবাজার এর উদ্দেশ্য গাড়ি ছুটে চলল।গাড়ির মাঝের দিকে বসেছেন দুই তরুন-তরুনী। তারা সম্ভবত নববিবাহিত দম্পতি। যাত্রী ভর্তি এই বাসেও তাদের ভালোবাসাময় দুষ্টামী থেমে থাকে না। এরই ফাঁকে মেয়েটি লজ্জা,শঙ্কা আর খানিকটা ভয়ার্ত দৃষ্টি নিয়ে চারদিকে তাকায়,এই বুঝি কেউ দেখে ফেললো.......

বাসটি কর্ণফুলী সেতুতে এসে পড়ল। কর্ণফুলী সেতুতে বাসটি আসা মাত্রই বাসের যাত্রীদের মধ্যে হঠাৎ চাঞ্জল্য লক্ষ্য করা গেল। কিন্তু তাদের মধ্যে একজন যুবক জানালায় তার দুই হাত এলিয়ে তার উপর থুঁতনি রেখে, এক দৃষ্টিতে কর্ণফুলী নদীর ঘোলা জলের যৌবনের জোঁয়ার দেখতে লাগল। দূর নদীতে দেখা যায়, হারিকিনের টিমটিম আলো। হয়তো নৌকার মাঝি, মাছভর্তি নৌকা নিয়ে খুশির চোটে প্রিয়ার আলিঙ্গন পাবার দূর্নিবার ইচ্ছা নিয়ে পাড়ের দিকে ছুটছে। ঠিক তখনই যুবকটির মনে আপনা থেকেই বেজে উঠল আব্বাস উদ্দিনের সেই গান, ‘মাঝি বাইয়া যাও রে...’

এভাবে আরো খানিকটা পথ চলে পটিয়া,লোহাগড়া পার হবার পর পিছনের দিক থেকে এক বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। কান্নার শব্দে বাচ্চাটির মায়েরও ঘুম ভেঙ্গে যায়। পিঠে মৃদু থাপ্পড় দিতে দিতে মা বলে,
‘ওরে আমার বাবাটা! স্বপ্ন দেখছো, ভয় পাইছো। এইতো আম্মু তোমার পাশে আছি। ঐ যে দেখ চাঁদ। জানালা দিয়ে চাঁদ দেখ।’

আড়াই বছরের বাচ্চাটি আচমকা কান্না থামিয়ে অবাক হয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকে। তার কান্না থেমে যাওয়ায় আশ্বস্ত হন মা। কিন্তু কিছুক্ষণ বাদেই বাচ্চাটি বলে, ‘দেখছো আম্মু, চাঁদটাও আমাদের সঙ্গে যাচ্ছে। চাঁদটা আমাদের সঙ্গে যাচ্ছে কেন?’
এই ‘কেন’ এর কোনো উত্তর হয় না। একটি বাসে এতোকিছু হচ্ছে কিন্তু তার কোনো কিছুই বাসের ড্রাইভারটিকে স্পর্শ করে না। সে যেমন স্বল্প বসনার সেই মডেলকে দেখার জন্য যেমন নিজ আসন ত্যাগ করে না। ঠিক তেমনি কর্ণফুলীর ঘোলা কালো জলও তাকে আকৃষ্ট করতে পারে না। আর ঠিক সেকারণেই গভীর রাত পেরিয়ে সবার যখন ঘুম ভাঙ্গে তখন সবাই নিজেদের চকরিয়া ডুলাহাজারা ছাড়িয়ে ঈদগড় হয়ে কক্সবাজার বাসষ্ট্যান্ডে এসে পৌঁছানোর অনুভূতি টের পায়।

আর সবার মত ড্রাইভার সাহেবও যদি সেই নববিবাহিত দম্পতির দুষ্টামো দেখার জন্য মুখিয়ে উঠতেন, তবে সেই বাসটি আর কখনোই ফেনী থেকে রওনা করে চট্টগ্রাম পেরিয়ে কক্সবাজার পৌঁছাতো না। হয়তো তা কর্ণফুলী নদী বা চকরিয়া ডুলাহাজারার আঁকাবাকা পাহাড়ের অতল খাঁদে হারিয়ে যেত।

জীবন একটি চলন্ত বাসের মত। জীবনে চলতে গিয়ে অনেক মানুষের সাথেই পরিচয় হয়। নানা জন, নানান কথা বলে। কেউবা পিঠ চাপড়ে উৎসাহ দেয়। আর কেউবা ঠোঁটের কোনায় বাঁকা হাসি দিয়ে উপহাস করে। পিঠ চাপড়ানোর মুহুর্তটা যতোটানা অনুপ্রেরণা দেয় , বাঁকা হাসিটা তার চেয়ে সহস্রাধিক গুন বেশি জ্বালা দেয়। সেই জ্বালা স্মরণ রাখলে মুশকিল। আর কখনো জীবনের গন্তব্যে স্থলে পৌঁছানো হবে না। জীবন নামক বাসটি কোন এক খাঁদের কিনারাতেই থমকে থাকবে।

জীবনে কিছু করতে চাইলে নাইটকোচের বাসের ড্রাইভারদের মত হওয়া প্রয়োজন। বাসের ভিতরে যাই ঘটুক ড্রাইভারের যেমন তাতে কোন-ই যায় আসে না। তেমনি আমাদের আশে-পাশের মানুষ যাই বলুক না কেন, সেগুলো গায়ে মাখানো যাবে না। তবেই একদিন দেখবেন, আপনার ‘বাস’ নামক জীবনখানি সঠিক লক্ষ্যে পৌঁছে গেছে।

Address

Feni
Barisāl

Alerts

Be the first to know and let us send you an email when Isfar & Earth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Isfar & Earth:

Share