Humanity is the solid foundation of all virtue.

Humanity is the solid foundation of all virtue. "Humanity is the solid foundation of all virtue"

16/04/2025

জীবনের শেষ পর্যায়ে গিয়ে আপনি হয়ত ভাববেন...

এক হাত জমির জন্য নিজের আত্মীয়র সঙ্গে যে ঝগড়া করেছিলেন, সেটা ছিল এক বড় ভুল।

মিথ্যে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে কারও সঙ্গে প্রেমের অভিনয় করেছিলেন—সেটা ছিল নির্মমতা, ছিল অন্যায়।

ক্ষমতার দাপট দেখিয়ে দুর্বল প্রতিবেশী,আত্মীয়স্বজন, সহকর্মী কে হয়রানি করেছিলেন—সেই সময় সেটাকে আপনি শক্তি ভেবেছিলেন, কিন্তু এখন বুঝবেন সেটা ছিল দুর্বলতা।

দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছিলেন—ভাবতেন এটাই সফলতা। অথচ আজ তা বোঝার চেয়েও ভারী মনে হবে।

উপরে উঠতে গিয়ে বন্ধুর সঙ্গে যে প্রতারণা করেছিলেন, তা আজ আপনার হৃদয়ে গিয়ে কাঁটার মতো বিঁধবে।

দিনের পর দিন মানুষকে অকারণে কষ্ট দিয়েছেন—হয়তো নিজের অহংকারে, হয়তো সাময়িক স্বার্থে।

জীবনের শেষ প্রান্তে এসে আপনি বুঝবেন...

কিছু কিছু জায়গায় যদি একটু ছাড় দিতেন, জীবনটা অনেক শান্তিময় হতে পারত।

অনেক টাকা রোজগার না করলেও জীবনটা খুব একটা ক্ষতিগ্রস্ত হতো না, এই সত্যটা ততদিনে খুব ভালোভাবে অনুভব করবেন।

আপনি টের পাবেন, টাকা দিয়ে সুখ কেনা যায় না। আর অন্যকে কষ্ট দিয়ে নিজের ভালো থাকা সম্ভব নয়।

সবচেয়ে বড় ব্যর্থতা তখন আপনার মনে হবে—

আপনি মানুষের দোয়া আর আশীর্বাদ অর্জন করতে পারেননি। বিনা কারনে মানুষের চোখের পানির কারন হয়েছেন,ভাবছেন আপনি জিতছেন....কিন্তু রুহের হায় কখনো বৃথা যাবে না।

লোকের শ্রদ্ধা ও ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাটাই তখন হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে গভীর আফসোস।

আপনি কেবল চাইবেন—একটা কষ্টহীন স্বাভাবিক মৃত্যু।

মৃত্যুশয্যায় শ্বাসকষ্টে যখন ধুঁকতে থাকবেন, তখনই ভাববেন—মানুষের অভিশাপ কুড়িয়ে এনে যে জীবন কাটালেন, সেটাই ছিল আপনার সবচেয়ে বড় ভুল।

তবে এটা ভেবে মন খারাপের কোন সুযোগ নেই, এখনও সময় আছে। আপনি চাইলেই পারেন এইসব ভুল থেকে বেরিয়ে এসে এক নতুন জীবন শুরু করতে। ভালোবাসা, সহানুভূতি, ক্ষমাশীলতা আর সততার পথে হাঁটুন। মানুষকে ভালোবাসুন, সম্মান করুন। কারণ জীবনের শেষ প্রান্তে এসে শান্তি পেতে হলে, আজ থেকেই ভালো মানুষ হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। জীবনকে গড়ার জন্য কখনও দেরি হয় না।

01/04/2025

ফেনী জেলায় বাস,সিএন জি, অটো রিক্সা দ্বিগুনহারে ভাড়া বাড়ানোর ফলে কৃত্রিম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, কেউ কাউকে তোয়াক্কা করছে না, চল্লিশ টাকার ভাড়া সত্তর টাকা, ১৫০/-টাকার ভাড়া ৩০০/- ফেনী থেকে রাজাপুর, দরবেশ হাট,মুন্সির হাটসহ বিভিন্ন রুটে ভাড়া দ্বিগুণ হারে নিচ্ছে সিণ্ডিকেট এর দোহাই দিয়ে, সাধরন মানুষ কার কাছে যাবে??? তা' হলে কি পূর্বেই ভালো ছিল মানুষ ???????

28/03/2025
21/02/2025
স্মৃতির মোহনায়:-
12/12/2024

স্মৃতির মোহনায়:-

19/11/2024

মরিচিকাঃ-
আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে দিচ্ছি। আবেগ লুকাতে যেয়ে হারাচ্ছে প্রিয়জনদের। আপন জনেরা কষ্ট পাচ্ছি কিন্তু কাঁদতে পারছেনা? ব্যাক্তিত্ব দেখাতে যেয়ে হয়ে উঠছে অহংকারী। স্মার্ট হতে গিয়ে হচ্ছি অশ্লীল, স্পষ্টবাদী হতে যেয়ে হচ্ছে অভদ্র কিন্তু, আমরা আসলে কেন যেন সত্যিকার অর্থে একজন পরিপূর্ণ সুশিক্ষিত,সুসন্তান,ভালো আত্মীয় ও ভালো মানুষ হতে ভুলে যাচ্ছি? প্রিয়জনদের ছেড়ে অপ্রিয়দের নিয়ে নাচানাচি করছি!!!! আসলে আমরা সবাই কি করছি আর চাচ্ছি? কোথায় আমাদের গন্তব্য তাও জানা নেই? ছুটেছি মিচে মরিচিকার পিছনে, ভুলে যাচ্ছি আমরা কে? কি আমাদের পরিচয়? কোথায় আমাদের ঠিকানা? পৃথিবী প্রতিদানশীল। যে যা' করবে তার ফল ভালো / মন্দ, সে নিজেই ভোগ করবে, এটা চিরাচরিত নিয়ম! এর বাহিরে চলা অধিকার কারোর কোন শক্তি নেই, এই যে আবেগে হারিয়ে যাওয়া সময় একদিন কি প্রতিশোধ নেবে না? সময়ের অপেক্ষায় রইলাম ? বিপর্জয়ের দিন অতি সন্নিকটে ?? আলহামদুলিল্লাহ।
সুদ যে খায়, যে নেয়, যে জানে,যে দেখে প্রত্যেকে সম-অপরাধী!!!

Address

Feni
Barisāl

Telephone

+8801819648751

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humanity is the solid foundation of all virtue. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Humanity is the solid foundation of all virtue.:

Share