26/06/2025
আফ।গানি।স্তান হলে অসুবিধা কি?
অসুবিধা তো খুজে পাই নাই কিন্তু সুবিধাগুলো হচ্ছে-:
(১) গত ২০২৩ সালে মাত্র ৩টি ধ।র্ষ*ণের ঘটনা ঘটে, পরে ধর্ষ।ক*দের হ।ত্য| করা হয়। অথচ আ।মেরিকায় প্রতি বছর ৫০ হাজারের উপর ধ*র্ষ।ণ, ভা।রতে প্রতি ১৫ মিনিটে ১ জন, বাংলাদেশে বছরে হাজার হাজার।
(২) ১ বছরে ব্যক্তিগত দ্বন্দে মারা যান মাত্র ৫৮ জনের মতো, অথচ আ।মেরিকা ৪০ হাজারের উপর, ভারতে ৫-১০ হাজার, বাংলাদেশেও হাজার হাজার।
(৩) পৃথিবীর একমাত্র রাজধানী আফ।গানি।স্তানের কাবুল যেখানে কোন ভিক্ষুক নাই। ভিক্ষুকদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করে প্রতি মাসে ৫ হাজার টাকা ও মাসের খাবার দেওয়া হয়। বর্তমানে কান্দা।হারেও এক কার্যক্রম শেষ পর্যায়ে। অথচ আমে।রিকা, ভারত আর বাংলাদেশের ভিক্ষুকদের অবস্থা জানেন।
(৪) পুরো আফ।গানি।স্তান মাদক মুক্ত। কোথাও এইসব গা।ঞ্জা বা।ঞ্জা নাই। আর আমাদের দেশ ও অন্যান্য দেশের অবস্থা ভালোই জানেন রাস্তাঘাটে কি চলে।
(৫) সব ছোট ব্যবসা প্রতিষ্ঠা কর মুক্ত। পৃথিবীর হাতে গুনা ২/৪ টা দেশগুলোর মাঝে আফ।গানি।স্তান একটা।
(৬) ইভটি*জিং শূন্য শতাংশে নেমে এসেছে।
(৭) নারীদের জন্য আলাদা শিক্ষাপ্রতিষ্ঠান খুলা হয়েছে।
(৮) নারীদের জন্য আলাদা হাসপাতাল নির্মাণ করা হয়েছে।
(৯) নারীদের উপর জু।লুম শূন্য শতাংশে নেমে এসেছে।
(১০) চুরি শূন্য প্রায় শতাংশে।
(১১) ডাকা&তি প্রায় শূন্য শতাংশে।
(১২) ছিনতাই প্রায় শূন্য শতাংশে।
(১৩) অপ*হরণ প্রায় শূন্য শতাংশে।
ভাবা যায়?
- সীরাত