
30/09/2025
মুক্তিযুদ্ধ নিয়ে ভুয়া গল্প ভাঙ্গার মিথের ভিডিওতে আমি এই ছবিটা ব্যবহার করেছিলাম। ক্র্যাক প্লাটুনের সুফি ভাইয়ের বাবার ছবি হিসেবে। কিন্তু এই ছবিটা নানা কারণে ঐতিহাসিক। এখানে আরো কিছু বিখ্যাত মানুষ আছেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ক্র্যাক প্লাটুন গ্রুপের অন্যতম সদস্য সুফি ইকবাল আহমেদ এর পিতা সুফি পিয়ার উদ্দিন আহমেদ লাল টিক দেয়া। উনার পাশে নীল চিহ্ন দেয়া ভদ্রলোকটিরটির নাম হাতেম আলী খান; তিনি রাজনীতিবিদ ও পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য ছিলেন, তাঁর পাশে বাম নেতা হায়দার আকবর খান রনো এবং তার পাশে ঝুনো ভাইয়ের বাবা তখন তিনি সি এন্ড বি’র চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি সুফি পিয়ার উদ্দিন আহমদ এর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
ছবিটি তোলা হয় নয়ারহাটে। নতুন ব্রিজ হচ্ছিল, সেটা বানাচ্ছিলেন সুফি ভাইয়ের আব্বার প্রতিষ্ঠান, সেটা পরিদর্শন করতে তারা সুফি পিয়ার উদ্দিন আহমেদের সাথে গিয়েছিলেন সবাই।
তখন সুফি পিয়ার উদ্দিন আহমদ দি ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সাথে ব্রিজ কনস্ট্রাকশনে ফেব্রিকেশনের কাজ করতেন। তারা দুজনেই Indian Institute of Engineering Science and Technology, Shibpur (IIEST) থেকে পাশ করা ইঞ্জিনিয়ার ছিলেন।
এই ছবির সবচেয়ে বড় চমক হচ্ছে, এইবার। ডান থেকে হাতে ফাইল নিয়ে দ্বিতীয় ব্যাক্তটি হলেন বিপ্লবী সিরাজ শিকদার।
শহীদ সিরাজ শিকদার বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার ছিলেন এবং সুফি পিয়ার উদ্দি আহমেদের প্রতিষ্ঠানে কাজ করতেন।
সুফি পিয়ার উদ্দিন আহমদ সব সময় তাঁর সাথে পয়েন্ট ২২ বোরের রাইফেল নিয়ে চলাফেরা করতেন।
সংশ্লিষ্ট ভিডিও না দেখে থাকলে কমেন্ট বক্সে দেখুন, লিংক দিলাম।