09/08/2025
আপনার সব দিন কখনোই সমান যাবে না।
কোনো কোনো দিন আপনার সময়গুলো এতো ভালো কাটবে যে—ওই সময়টায় বেশ ফুরফুরে লাগবে নিজেকে। সেদিন আপনার তাহাজ্জুদ হবে, সুন্নাহ সালাতগুলো ভালোমতোন আদায় হবে, নফল সালাতগুলোতেও আপনি রীতিমতো হাজির থাকবেন। দৈনন্দিন সুন্নাহভিত্তিক আমলগুলোতেও পিছিয়ে থাকবেন না।
কুরআন তিলাওয়াত, যিকির-আযকার, সদ্বব্যবহার, গীবত থেকে বেঁচে থাকা, বাবা-মা'র সাথে দিলখুলে কথা বলা, তাদের আবদার পূরণ করা, আত্মীয়স্বজনের খোঁজখবর নেওয়া, সন্তানদের সাথে ভালো সময় কাটানো, স্ত্রী/স্বামীর সাথে হৃদ্যতা—সব মিলিয়ে বেশ জম্পেশ একটা দিন কাটবে আপনার।
আবার, কোনো কোনো দিন আপনার দিন কাটতে পারে বেশ নাজুকভাবে।
কোথায় সুন্নাহ আর কোথায় নফল—ফরয সালাত আদায় করতেই আপনি রীতিমতো হাঁপিয়ে উঠবেন।
সেদিন আপনার তাহাজ্জুদ না হতে পারে, যিকির আযকারের জন্য নিত্যদিন যে সময়টা বের করে আনতেন, ওই সময়টা সেদিন না-ও পেতে পারেন। সেদিন আর কুরআন খুলে বসা হয়তো হবে না আপনার। মেজাজ এমন খিটখিটে থাকবে—কেউ কথা বলতে আসলেই বিরক্তি ধরে যাবে।
আসলে, এমনটা হয়।
এমন দিন সামনে এলে কখনো হতাশ হবেন না। ভাববেন না যে—আল্লাহ আপনার ওপর নারাজ। এমন মুহূর্তগুলোও জীবনে মাঝে মাঝে দরকার, নয়তো সু-দিনগুলো, যেগুলোতে আপনি মনপ্রাণভরে আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহকে স্মরণ করতে পারেন, সেগুলোর যে আলাদা প্রশান্তি, সেগুলোর যে অকৃত্রিম তৃপ্তি, সেসবের যে অপার্থিব আনন্দ—তা আপনি বুঝবেন কী করে? আপনার তো বোঝা দরকার যে—আল্লাহর ইবাদাতে মশগুল থাকতে পারাও কতোবড় নিয়ামত।
মাঝে মাঝে কিছু শুন্যতা আমাদের পূর্ণতায় মোড়ানো দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয়। মাঝে মাঝে অপ্রাপ্তির দিনগুলো আমাদের এনে দাঁড় করায় শোকরের দরোজায়।