
18/01/2024
দক্ষিণ কোরিয়ার টেক জায়েন্ট স্যামসাং তাদের নতুন ফোন S24 সিরিজ লঞ্চ করেছে। বিশ্বে প্রথমবারের মতো এই ফোনে AI(artificial intelligence) প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।
স্যামসাং কর্তৃপক্ষ জানায় এই নতুন ফোনে বেশ কিছু নতুন ফিচার এড করা হয়েছে যা ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা প্রদান করব। বিশেষ করে AI প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা ক্যামেরা, কল, মেসেজ ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে অন্যরকম অভিজ্ঞতার পাবে। স্যামসাং ২৪, প্লাস ও আল্ট্রা তিনটি ভার্সনে উন্মুক্ত করা হবে।
সবচাইতে যে ফিচার নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে লাইভ কল চলা অবস্থাতেই অন্য ভাষায় অনুবাদের সুবিধা। এটাতে মেসেজ ট্রান্সলেট করার প্রয়োজন হবে না রানিং কলে এটি অটোমেটিক অনুবাদ হয়ে ‘রিসিভ কারি’ শুনতে পাবে
প্রায় ১৩ টি ভাষায় এই সুবিধা পাওয়া যাবে — Korean, Chinese, English, French, German, Hindi, Italian, Japanese, Polish, Portuguese, Spanish, Thai and Vietnamese.
দক্ষিণ কোরিয়ায় আগামীকাল শুক্রবার থেকে প্রি অর্ডার করা যাবে। ৩১ জানুয়ারি থেকে সারা বিশ্বে এভেইলেবল পাওয়া যাবে। আশা করা যাচ্ছে এই নতুন মডেল পূর্বের সকল রেকর্ড ব্রেক করবে।
এটিতে তিনটি মডেলে আসবে Samsung galaxy 24,24+ এবং 24 ultra, ৬.৮ ইন্সি ডিসপ্লে, ৫০০০ এম্পিয়া ব্যাটারি ৪৫ এম্পিয়ার ফাস্ট চার্জিং সিস্টেম। বেক ক্যামেরা তিনটি যথাক্রমে থাকবে ২০০ ম্যাগাপিক্সেল, ১২ মেগা পিক্সেল,১০ মেগা পিক্সেল
ফ্রন্ট ক্যামেরা ৫০ ম্যাগাপিক্সেল। ১২ জিবি র্যামে ২৫৬,৫১২ জিবি ও ১ ট্যারাবাইট ম্যামোরি ।
২৫৬ জিবি ২৪ আল্ট্রা ফোনের দাম পরবে কোরিয়ান উওনে প্রায় ১৬ লাখ উওন।