Anik Sarkar

Anik Sarkar প্রকৃতির সৌন্দর্যে বিমোহিত একজন!! 🪷🪷

অযথা অথবা অবিবেচিত
08/07/2025

অযথা অথবা অবিবেচিত

রোদ মুছে গিয়ে লাল রঙ মিশে যায়,আকাশের কোণে স্বপ্নেরা ভেসে বেড়ায়।নিঃশব্দ নদীটা খেলে সোনালি আলোয়,দিনের শেষে শান্তি নামে হৃদ...
07/07/2025

রোদ মুছে গিয়ে লাল রঙ মিশে যায়,
আকাশের কোণে স্বপ্নেরা ভেসে বেড়ায়।
নিঃশব্দ নদীটা খেলে সোনালি আলোয়,
দিনের শেষে শান্তি নামে হৃদয়ের দ্বারায়।

আজ ইন্দোনেশিয়ার  বালির আকাশ ছুঁয়ে উঠে গেছে প্রকৃতির এক ভয়ঙ্কর সৌন্দর্য — একটি বিশাল আগ্নেয়গিরির অগ্নুৎপাত। সূর্যাস্তে...
19/06/2025

আজ ইন্দোনেশিয়ার বালির আকাশ ছুঁয়ে উঠে গেছে প্রকৃতির এক ভয়ঙ্কর সৌন্দর্য — একটি বিশাল আগ্নেয়গিরির অগ্নুৎপাত। সূর্যাস্তের আবছা আলোয় আকাশমণ্ডল জুড়ে ছড়িয়ে পড়েছে কালো ছাই ও আগুনের লাল আভা। এই দৃশ্য একদিকে যেমন শিহরণ জাগায়, অন্যদিকে মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তি আর আমাদের ক্ষণস্থায়ীত্ব।

আশা করি, বালির সব মানুষ নিরাপদে আছেন। আমাদের উচিত শুধু দর্শক না হয়ে, প্রকৃতিকে সম্মান করা, তার সুরক্ষায় সচেতন হওয়া।

. 🌿 "Nature never goes out of style."পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন চারপাশে চোখ মেলে তাকাই, দেখি সবুজে মোড়ানো বিশাল পৃথিবী যে...
18/06/2025

. 🌿 "Nature never goes out of style."
পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন চারপাশে চোখ মেলে তাকাই, দেখি সবুজে মোড়ানো বিশাল পৃথিবী যেন নীরব ভাষায় কিছু বলছে। সেই নীরবতা ভাঙে না পাখির ডাক, ঝর্ণার শব্দ কিংবা হালকা বাতাসের মৃদু ছোঁয়া। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে, আমার মনে পড়ে যায়—তোমার কথা।

তুমি ঠিক ওই সবুজের মতো—নির্বাক, শান্ত, অথচ গভীর। পাহাড় যেমন দৃঢ়, তুমি তেমন ভরসার স্থান। তোমার পাশে থাকলে মনে হয়, প্রকৃতির মতোই তুমি আমাকে আগলে রাখো নিঃশব্দে, নিঃশর্তে।

তুমি থাকলে পাহাড় আরো উঁচু মনে হয় না, বরং চূড়ায় উঠতে ইচ্ছে করে—তোমার হাত ধরে। ঝর্ণার জল যেন তোমার হাসির মতো স্বচ্ছ ও প্রাণবন্ত। সেই হাসির জন্যই প্রকৃতির এই সৌন্দর্য যেন আরও গভীর, আরও স্পর্শকাতর হয়ে ওঠে।

তুমি, আমি আর এই প্রকৃতি—তিনটি আলাদা সত্তা, অথচ এক আশ্চর্য মিলনের গল্প। পাহাড়ের মতো আমাদের সম্পর্কেও আছে কিছু উঁচু-নিচু পথ, তবে প্রকৃতির মতোই তা অপার সৌন্দর্যের। (অনিক সরকার)

ইরানের গোপন বন্ধু ইসরায়েল সাজানো হামলা করে ইরানের পরমাণু কেন্দ্রের উপড়িভাগ ধ্বংস করে দিয়েছে এবং প্রথম সারির একাধিক সামরি...
15/06/2025

ইরানের গোপন বন্ধু ইসরায়েল সাজানো হামলা করে ইরানের পরমাণু কেন্দ্রের উপড়িভাগ ধ্বংস করে দিয়েছে এবং প্রথম সারির একাধিক সামরিক জেনারেল ও পরমাণু বিজ্ঞানিকে হত্যা করেছে?! 😭

সৌদি আরব, কাতার, তুরস্ক, জর্ডান, ব্রিটেন, ইসরাইল, আমেরিকা- সবার যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যের আকাশে উড়ছে।

যুক্ত আছে আমিরাত, কাতার, আমেরিকা, ব্রিটেন ও ইসরাইলি বিমান বাহিনী। ব্রিটেনের এয়ারফোর্সও এদের সাথে যোগ দিয়েছে।

বাবা হলেন সেই বটবৃক্ষ, যা রোদ, বৃষ্টি কিংবা ঝড়ে সন্তানকে আগলে রাখে পরম মমতায়। বাবা শাশ্বত, চির আপন। ভাষা ভেদে হয়তো শব্দ...
15/06/2025

বাবা হলেন সেই বটবৃক্ষ, যা রোদ, বৃষ্টি কিংবা ঝড়ে সন্তানকে আগলে রাখে পরম মমতায়। বাবা শাশ্বত, চির আপন। ভাষা ভেদে হয়তো শব্দ বদলায়, স্থান ভেদে বদলায় উচ্চারণও। কিন্তু বদলায় না রক্তের টান। বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ প্রতিদিনই ঘটে। বাবা-মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আলাদা কোনও দিবসেরও প্রয়োজন হয় না। তবে বিশেষ একটি দিনে যদি খানিকটা সময় আলাদা করে বাবাকে দেয়া যায়, তবে ক্ষতি কী?

মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি হাম-লার পর নতুন এক ভয়াবহ মোড় নিয়েছে বিশ্বরাজনীতি। আঞ্চলিক দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে বৈশ্বিক সংকটে। ক...
15/06/2025

মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি হাম-লার পর নতুন এক ভয়াবহ মোড় নিয়েছে বিশ্বরাজনীতি। আঞ্চলিক দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে বৈশ্বিক সংকটে। কারণ, ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চার পরমাণু শক্তিধর রাষ্ট্র—রাশিয়া, চীন, পাকিস্তান ও উত্তর কোরিয়া। এর মধ্যেই উঠে এসেছে এক বিস্ফোরক আশঙ্কা—আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইরান তার পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে পারে।

 #ফেনীর বিখ্যাত ৪০০ বছরের পুরাতন বট গাছ।
14/06/2025

#ফেনীর বিখ্যাত ৪০০ বছরের পুরাতন বট গাছ।

গ্রীষ্মের আকাশে আগুন লেগে যায়,ডালভরা কৃষ্ণচূড়া জ্বলে উঠতে চায়।প্রকৃতির আঁচলে রঙের উচ্ছ্বাস,হৃদয়ের গোপন কথা করে প্রকাশ।💝প...
09/06/2025

গ্রীষ্মের আকাশে আগুন লেগে যায়,
ডালভরা কৃষ্ণচূড়া জ্বলে উঠতে চায়।
প্রকৃতির আঁচলে রঙের উচ্ছ্বাস,
হৃদয়ের গোপন কথা করে প্রকাশ।💝

পাখিরা ডাকে, বাতাসে গান,
লাল ফুলে মেশে শীতল সন্ধ্যান।
ঝরে পড়া পাঁপড়ি বলে কিসের ব্যথা,
সে কি ভালোবাসা, না কিছু অগোচর কথা?❤️

তুমি যদি হাঁটো সেই গাছতলায়,
কৃষ্ণচূড়া ছুঁয়ে যাবে নিরবে, ভুলায়।
প্রকৃতি হেসে ওঠে তোমার ছায়ায়,
রঙিন স্বপ্নে ডুবে যায় দু’চোখের মায়া ।🥀💮

Address

Feni
Barisāl

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anik Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category