Saim islam

Saim islam একদিন তোমাকে পরিয়ে কাফন
বন্ধু স্বজন করবে দাফন,
বাহাদুরি থাকবে না দেহে যৌবন
বসন্ত পুরিয়ে আসবে শ্রাবণ

01/03/2025

In sea beach🏖️✨

কিছু রাত কেটে যায় নিদ্রা ছাড়া, নীর্জন রজনীও কোলাহলে ভরা,চিন্তার ধারাপাতে নেই ঘুম তাড়া,মনের আকাশে সারা ঘনকালো মেঘ,অশ্রুতে...
01/11/2024

কিছু রাত কেটে যায় নিদ্রা ছাড়া,
নীর্জন রজনীও কোলাহলে ভরা,
চিন্তার ধারাপাতে নেই ঘুম তাড়া,
মনের আকাশে সারা ঘনকালো মেঘ,
অশ্রুতে ঝরে পড়ে বর্ষা আবেগ।
চুপচাপ নিশ্চুপ চেপে যাওয়া সব,
ডুকরিয়ে বলে উঠা নাসরুন রব।

29/03/2024

দুঃখের সাগরে ভেসে,একরাশ বুক হেসে
তৃপ্তির ঢেঁকুর তুলে যেই মন
তারা তো আল্লাহর প্রিয়জন।
সিজদায় পড়ে লুটে, গুনাহ পাপ টুটে
নিষ্পাপ হওয়ার চালায় যে প্রয়াস
দিনরাত খেটে খেটে,
দাওয়াতের ময়দানে হেঁটে
চেষ্টা যার গড়তে শান্তির আবাস
তারা তো আল্লাহর প্রিয়জন
তারা তো আল্লাহর প্রিয় মন।

23/03/2024

এই অবসাদ বৃথা যাওয়ার নয়।
একদিন করিবে তাহা জীবন সুখময়
যাবে কেটে যত সব ধকল
এইতো মনে হয় জীবন সফল
পিছু টান হবে নাকো প্রয়োজন,
আর কভু হবে নাকো, প্রিয়জনের বিয়োজন
হাসি মুখে তবে সন্তান পরিবার,
তাই সদা চিন্তা, তাহাদিগ মুখে হাসি ফোটাবার
সতত অক্লান্ত পরিশ্রমে থাকি ডুবে
চিন্তায় রত, সফলতা আসবে কবে?

11/03/2024

এই বিষাদের শহরে,
কোলাহলের অসুন্দর নগরে
প্রানবন্ত নয় সজীব অনুসন্ধানী মন
প্রতিটি পলক অস্থির অনুভব
খুজে নিতে আপনজন।

10/03/2024

হায়!
নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রই,
চিন্তিত মনে ভাবি কি উপায়?
হারিয়েছি মোরা ইতিহাস ঐতিহ্য কোন অজানায়?
তরুণ যুবক ভুলেছে রবের অর্পিত দায়ীত্ব,
নির্বোধ বোন গুলো ধ্বংসেয় লিপ্ত আপন সতিত্ব

08/03/2024

এই রমাদান হোক যেন, জীবনের সমাধান
গুনাহের কালি গুলো হয়ে যাক দূর
ঘরে ঘরে বেজে উঠুক, কোরআনের সুর।।

08/03/2024

কবিতা, সেতো একরাশ আবেগ
এক টুকরো কল্পনার জগৎ
কবিতার সপ্নে দেখেছি আমি
বর্ষা হেমন্ত শরৎ
দেখেছি সোনালী সরিষার ক্ষেত, ফসলের ভরা মাঠ।
তপ্ত দুপুরে ক্লান্ত তরুন, পুকুরের ভরা ঘাট।
দেখেছি গ্রামীণ সবুজ মেঠোপথ, নিরবতায় যেন ঢাকা।
নীল আকাশে মেঘের সারি, মেলে ধরেছে পাখা।
দেখেছি নদীর শান্ত স্বভাব, নিঃশব্দে কথা বলা
পাহাড় বন মাঠ পেরিয়ে,প্রান্তিক ছুটে চলা
দেখেছি নগর ব্যাস্ত শহর, মানুষের ছোটাছুটি
ব্যাস্ত যে যার নিজ কাজে মন, একা পথের হাটাহাটি।

24/02/2024

কবিতা:পর্ত্যাবর্তন
সাইমুন ইসলাম

মাঝে মাঝে আল্লাহর করিও স্মরণ,
একদিন অন্তকালে করিবে বরণ।
তাই তাহায় সতত রেখো মনে,
কালের মূল্য দিও প্রতি ক্ষণে ক্ষণে।
অতীতের ডাইরীতে দৃষ্টি রাখো ফের,
ঢের পাপে ঢাকা তাহা, পাচ্ছো কি তুমি টের।
আহাঃ কি কলুষিত, কত নগণ্য,
কত মলিন, কত জঘন্য ।
ভাবনাতেও যেন হচ্ছে ঘৃণা,
এসকল তো আমারই চিরচেনা।

এই মলিনতার অধ্যায়ে আছে কত কি,
বলিলেই নহে শেষ, আরো কত বাকী।

কত গরিব কাঙালের, ধণ করেছি লুট,
রিক্ত সেই জনগুলো, পড়িলো এসে পায়ে,
অনুনয় করিলো ঝুঁকে,
বলিলো বাবু, অসহায়কে করেন করুণা।
আমি
লাথি তুলিয়া বুকে,
হাত তুলিয়া গায়ে,
বলিয়াছিলাম তাহাদিগ, খোলা চোখ দেখিয়া ছুট।

কত বোনের সম্ভ্রম করেছি হানী,
সংখ্যায় বলিলে কম নহে,
১০০ হয়েছে তাহা জানি,।
কত নির্লজ্জ! তাহা নহে মানি,
করেছি আমি পৈশাচিক আনন্দ, আমি সজ্ঞানী

কত মায়ের বুকের মানিক কেড়ে, বুক করিয়াছি খালি।
উল্লাসঘোরে মেতে,
হস্তদ্বয় জোড় করে বাজিয়েছি তালি।
দাম্ভিকতায় বলে উঠিলাম,এইতো অমিত্র করিলাম দমন।
কাহার বড় বীরত্ব, সমাজ করিতে শোধন।
যতই করিবে প্রয়াস,অন্তরায় হয়ে থাকিবে রোধন।

সেদিন দুঃখীনি মা গুলো, ডুকরে কেঁদেছিলো,
খোদার তরে করিলো ফরিয়াদ,তুলিয়া দু হাত,
বলেছিলো, চূর্ণ করো জালিমের,যত জুলুমাত।

কত দুর্বল পিষ্ট করিয়াছি পদতলে,
রায় দিয়েছি আত্মপক্ষে, আত্ম ক্ষমতাবলে।

কত ভাইকে রেখেছি করিয়া ভীত শঙ্কিত,
কতক বাবা কে করিয়াছি গুম।
অসহায় সন্তান প্রতীক্ষার প্রহর গুনে,
বাবা আসবে কবে?,রাত কাটায় নির্ঘুম.।

কতক জনে পড়ছে আমার,প্রতারণার জালে,
মুষ্টি ভরে ঘুষ নিয়েছি, হাওয়া লাগিয়ে পালে।
মুষ্টিমেয় ঘুষের বলে, যোগ্য দিলাম বঞ্চিত,
পকেট হচ্ছে নিত্য ভারী, সম্পদে সব সঞ্চিত।

আরো কত, বলিলে আসবে আরো শত শত,
এই পাপের বর্ধন, অন্তঃকরণের ক্ষত।

অনেক হয়েছে,
এইবার একটু থামেন।

পরকাল চিন্তায় মগ্নতায় নামেন।
রবের হবে সেইদিন পাকড়াও,
পাপিষ্ঠদের জন্য হবে ভয়াবহতা,
প্রতিটি মুহূর্ত,ইয়া নাপসীর উদ্বিগ্নতা ,।
জাহান্নাম হবে সেদিন পূর্ণ্য,
যাহাদের নেক আমল শূন্য,পাপে পরিপূর্ণ।

কাজেই শেষ পর্ত্যাবর্তন হোক রবের পথে
রবের ক্ষমাশীলতা অপার,
রব করিবেন বান্দায় মার্জনা উদারতার সাথে।

কি লিখিবো কি লিখিবো ভেবে পাই না কূল।মন মাধুরী মিশ্রণেতে হয়েছে কোন ভুল  তাই ভেবে পাই না কূল যদি,ভুল গুলো ফুল হয়ে কালি রূপ...
07/02/2024

কি লিখিবো কি লিখিবো
ভেবে পাই না কূল।
মন মাধুরী মিশ্রণেতে
হয়েছে কোন ভুল
তাই ভেবে পাই না কূল
যদি,
ভুল গুলো ফুল হয়ে
কালি রূপে বসে।
দুঃখ চাপা যাবে
পাহাড়ের ধসে
📌..............SAIMUN

23/08/2023

রিজিকের ফয়সালা জমিনে নয় আসমানে হয়,
আসমানের মালিকের উপর পূর্ণ ভরসা রাখুন।
তিনি উত্তম রিজিক দান করবেন-
___ইনশাআল্লাহ ☝️

Address

Feni
Barisāl

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saim islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share