Hm Osman

Hm Osman ~ আসসালামু আলাইকুম ~❤
~ সবাইকে ফেইজটি ফলো করার অনুরোধ রইলো। 😍

আপনি যেটুকু অর্জন করেছেন, সেটাকেই পুঁজি করে এগিয়ে যান। নিরবিচারে চেষ্টা করে যান—ইনশাআল্লাহ, একদিন না একদিন সফলতা আসবেই।"
26/05/2025

আপনি যেটুকু অর্জন করেছেন, সেটাকেই পুঁজি করে এগিয়ে যান। নিরবিচারে চেষ্টা করে যান—ইনশাআল্লাহ, একদিন না একদিন সফলতা আসবেই।"

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 💜
23/05/2025

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 💜

21/05/2025

সময়টাতে আর কখনো ফিরে যাওয়া সম্ভব নয়। কতোই না সুন্দর ছিল সেই মুহুর্ত গুলো। 😌
#ছাত্রজীবন

"চোর-ডাকাতেরা কখনোই কোনো কল্যাণময় পরিণতির মধ্য দিয়ে মৃত্যুবরণ করে না—তাদের মৃত্যু হয় লাঞ্ছনা, গ্লানি ও শাস্তির ছায়ায...
19/05/2025

"চোর-ডাকাতেরা কখনোই কোনো কল্যাণময় পরিণতির মধ্য দিয়ে মৃত্যুবরণ করে না—তাদের মৃত্যু হয় লাঞ্ছনা, গ্লানি ও শাস্তির ছায়ায়।"

রতনে কি চিনে?🤣
18/05/2025

রতনে কি চিনে?🤣

প্রত্যেক সমাজেই ফজলুদের মতো দু’একজন অতি-শিক্ষিত তথাকথিত পণ্ডিত থাকে, যারা আলেম সমাজকে সম্মান ও মূল্যায়নের দৃষ্টিতে দেখে...
18/05/2025

প্রত্যেক সমাজেই ফজলুদের মতো দু’একজন অতি-শিক্ষিত তথাকথিত পণ্ডিত থাকে, যারা আলেম সমাজকে সম্মান ও মূল্যায়নের দৃষ্টিতে দেখে না। তারা সব সময় আলেমদের হেয় চোখে দেখে এবং বিভিন্নভাবে অবমূল্যায়ন করে থাকে। অথচ এই আলেম সমাজই দ্বীনের আসল ধারক ও বাহক। তাদের মাধ্যমেই আল্লাহ তাআলা দ্বীনকে হেফাজত করেছেন, দ্বীনকে জিন্দা রেখেছেন।

জানাজা, বিবাহ, নামাজ, রোজা—এসব ইসলামী বিধান ও ইবাদতের ক্ষেত্রে যদি আলেম সমাজ না থাকত, তাহলে কে এগুলো পরিচালনা করত? যারা আজ নিজেদের পণ্ডিত বলে দাবি করে, তারা তো সাধারণত জীবনের শেষ প্রান্তে এসে ইবাদত শুরু করে।

আলেমদের কোনো কথাবার্তা যদি তাদের চিন্তাভাবনার সঙ্গে সামান্যও সাংঘর্ষিক হয়, তাহলেই তারা পুরো আলেম সমাজকে একপাশে ঠেলে দেয়। একজন বা দু’জন আলেমের ভুলকে সামনে এনে পুরো ওলামা সমাজের বিরুদ্ধে বিষোদগার করে।

এমন কিছু পণ্ডিত প্রায় সব সমাজেই দু’একজন করে থাকেই। তারা নিজেরা দ্বীনের জন্য কিছু করে না, আবার যারা দ্বীনের খেদমত করছেন—তাদের তাচ্ছিল্য করে।
তাদের জন্য একটা দোয়া করতে পারি, আল্লাহ তাদেরকে হেদায়েত ও দ্বীনের বুঝ দান করুন। আমীন।

নাস্তিক ফজলু ও তার দোসররা বলে মোল্লাতন্ত্রের মাধ্যমে হুজুররা এদেশটাকে আফগানিস্তান বানাতে চায়! আমি বলি এ দেশটা আফগানিস্তা...
17/05/2025

নাস্তিক ফজলু ও তার দোসররা বলে মোল্লাতন্ত্রের মাধ্যমে হুজুররা এদেশটাকে আফগানিস্তান বানাতে চায়! আমি বলি এ দেশটা আফগানিস্তানের মতো হতে পারলে তো সৌভাগ্য কিন্তু তোমাদের কপালে আফগানিস্তানের মত হওয়ার ভাগ্য নাই,আফগানিস্তান হতে হলে কপাল লাগে।

টানা বিশ বছর যু/দ্ধে বিধ্ব/স্ত হওয়ার পর মাত্র সাড়ে তিন বছরে এতো উন্নতি সুবহানাল্লাহ! সেটা তো কেবল শরী'য়া'হ শাসনের মাধ্যমেই সম্ভব।

16/05/2025

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

15/05/2025

আসসালামুয়ালাইকুম।

আছি বাইতুল মোকাররম আন্তর্জাতিক কেরাত সম্মেলনে। 😊আপনিও চলেন আসুন, কোরআন তেলাওয়াত শুনে আন্তর শীতল করি।
29/11/2024

আছি বাইতুল মোকাররম আন্তর্জাতিক কেরাত সম্মেলনে। 😊
আপনিও চলেন আসুন, কোরআন তেলাওয়াত শুনে আন্তর শীতল করি।

আলহামদুলিল্লাহ, বর্তমান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিযুক্ত হন আমাদের লক্ষ আলেম ও ত্বলাবাদের মনি মুক্তা আল্লামা ...
18/10/2024

আলহামদুলিল্লাহ, বর্তমান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিযুক্ত হন আমাদের লক্ষ আলেম ও ত্বলাবাদের মনি মুক্তা আল্লামা মুফতী আবদুল মালেক সাহেব হাফিঃ যিনি ফিকহা ও হাদিস শাস্ত্রের একজন পাণ্ডিত্য অর্জনকারী।

আল্লাহ পাক তাকে সকল ষড়যন্ত্র ও ফেতনা-ফাসাদ থেকে নিরাপদে রাখুন। এবং আপন সসম্মানে সদা স্থায়ী রাখুন।

Address

Feni
Barisāl

Alerts

Be the first to know and let us send you an email when Hm Osman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hm Osman:

Share