ভাটিয়াল

ভাটিয়াল আপনাকে স্বাগতম

১ জুলাই ২০১৫ ভাটিয়ালের জন্ম। প্রকৃতির সাথে কখনও প্রতিদ্বন্দ্বী করতে নেই। অপ্রতিদ্বন্দ্বীতার মাঝে থাকতে হয় পৃথিবীকে। কারণ প্রকৃতি আর পৃথিবী এক নয়। পৃথিবীকে দেখা গেলেও—প্রকৃতি কিন্তু বরাবরই অদৃশ্য শক্তিমান। ভাটিয়াল বিশ্বাস করে, এখানে কোনো প্রতিদ্বন্দ্বীতা নেই বরং ভাটিয়াল পরিবারের সুচিন্তা আর বিষয়ভিত্তিক কাজের কারণে, ভাটিয়াল আজ পাঠক ও লেখকদের মাঝে অবস্থান করছে। ২০১৮ সাল থেকে ভাটিয়াল পুরোদমে প্রকাশনার

কাজ অর্থাৎ বই প্রকাশ করে আসছে। ঢাকা একুশে বইমেলা ও জেলা শহর ফেনীতে প্রতিবছর স্টলসহ সারাবছর অনলাইনে বই বিক্রয় করা যায়।

ত্রিপুরা সীমান্তবর্তী ছোট্ট একটি গ্রাম বাউরখুমা। বিলোনিয়া নামে যেটির সর্বাদিক পরিচিতি। একদিন স্বপ্ন ছিল এই গ্রামে একটি পাঠাগার তৈরি করার। সেই স্বপ্ন ধীরে ধীরে বাড়তে লাগল এবং অনেকদিন ধরে প্রস্তুতি নিতে নিতে ২০১৮ সালের ১৫ ডিসেম্বর বিলোনিয়া ও তালুকের শিক্ষক ও কিছু আদর্শমুখ নিয়ে ❝ভাটিয়াল পাঠাগার❞ প্রতিষ্ঠা পায়। অর্থাৎ প্রকাশন, পত্রিকা ও পাঠাগার নামে ভাটিয়াল এখন বাংলাদেশসহ ত্রিপুরা ও কলকাতার বাংলা ভাষাভাষিদের মাঝে দারুণ পরিচিত ও প্রশংসিত।

ভাটিয়াল পরিবার ও সদস্যগণের পরামর্শে ‘ভাটিয়াল’ নামকরণ। ভাটিয়াল, তার নীতিতে আপসহীন থাকবে

—আলমগীর মাসুদ
সম্পাদক, ভাটিয়াল

সাবস্ক্রাইব করতে পারেন
07/08/2025

সাবস্ক্রাইব করতে পারেন

ভাটিয়াল—প্রকাশন, পত্রিকা, পাঠাগার

শ্র দ্ধা
06/08/2025

শ্র দ্ধা

ভাটিয়াল চলতি সংখ্যা—১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১
31/07/2025

ভাটিয়াল চলতি সংখ্যা—
১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ভাটিয়াল প্রকাশনে'র নতুন বই•মোহাম্মদ আলী চৌধুরী : স্মারকগ্রন্থ•মুহাম্মদ ইকবাল চৌধুরী 🔘ISBN নাম্বার, প্রচ্ছদশিল্পী ও প্রুফ...
27/07/2025

ভাটিয়াল প্রকাশনে'র নতুন বই

•মোহাম্মদ আলী চৌধুরী : স্মারকগ্রন্থ
•মুহাম্মদ ইকবাল চৌধুরী
🔘
ISBN নাম্বার, প্রচ্ছদশিল্পী ও প্রুফ রিডার দ্বারা ভাটিয়াল প্রকাশনে’র কাজ সম্পন্ন করা হয়। বই প্রকাশে আপনিও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন : 01818495615 অথবা 01511495615 এই নম্বরে। ফেসবুক ইনবক্স : vatialpage, ইমেইল : [email protected]

বাংলাদেশের রাজধানী উত্তরা মাইলস্টোন স্কুলে ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্...
24/07/2025

বাংলাদেশের রাজধানী উত্তরা মাইলস্টোন স্কুলে ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের হৃদয়বিদারক সমবেদনা।

20/07/2025

আমি জানি সবকিছু নষ্টদের অধিকারে যাবে
নষ্টদের দানবমুঠোতে ধরা পড়বে মানবিক
সব সংঘ পরিষদ; চলে যাবে অত্যন্ত উল্লাসে
চ’লে যাবে এই সমাজ-সভ্যতা-সমস্ত দলিল...
-
হুমায়ুন আজাদ

'ভাটিয়াল’ পত্রিকার ৫ম বর্ষপূর্তি' ও সাহিত্যসভা'র আত্মপ্রকাশ অনুষ্ঠান ও সম্মাননা প্রদান। ফেনী থেকে অসাধারণ কাজ করছেন সম্প...
13/07/2025

'ভাটিয়াল’ পত্রিকার ৫ম বর্ষপূর্তি' ও সাহিত্যসভা'র আত্মপ্রকাশ অনুষ্ঠান ও সম্মাননা প্রদান। ফেনী থেকে অসাধারণ কাজ করছেন সম্পাদক আলমগীর মাসুদ। তাঁকেসহ ভাটিয়াল পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন।

মোজাফফর হোসেন
গল্পকার; প্রাবন্ধিক
১৩ জুলাই ২০১৯

ভাটিয়াল সম্পর্কে শিক্ষক তারেক সিদ্দিক যা বললেনভাটিয়াল নামটিতে বাঙলার মাটির একটা গন্ধ পাওয়া যায়। কানে বাজতেই আমার আমার মন...
12/07/2025

ভাটিয়াল সম্পর্কে শিক্ষক তারেক সিদ্দিক যা বললেন

ভাটিয়াল নামটিতে বাঙলার মাটির একটা গন্ধ পাওয়া যায়। কানে বাজতেই আমার আমার মনে হয়। বলছি ফেনীর অন্যতম সাহিত্য পত্রিকা, শিল্প সাহিত্যের ত্রৈমাসিক ভাটিয়াল’এর কথা। গতকাল ছিলো ভাটিয়ালের ৫ বছর পূর্তি উৎসব, সাহিত্যসভা উদ্বোধন ও ভাটিয়াল সম্মাননা। বেশ উপভোগ্য ছিলো। যদিও ফেনীর আকাশ বিকেলে প্রবল প্রতাপে বেশ কেঁদেছিলো। তার কান্না কোনোভাবে ফেনীর সাহিত্যপ্রেমীদের পথবিচ্যুত করতে পারেনি। সবার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সবার উপস্থিতিতে অনুষ্ঠান বসন্তের গাছগাছালির মতো তার নবযৌবন ফিরে পেয়েছে। ষোড়শীর ন্যায় ছিলো তার রূপ-লাবণ্য।

প্রিয় লেখকগুলোকে কাছ থেকে দেখতে পাওয়া ছিলো বেশ আনন্দের। কবি ও প্রাবন্ধিক কুমার চক্রবর্তী, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, কথাসাহিত্যিক স্বকৃত নোমান ও গল্পকার মোজাফফর ভাইয়াকে অদূর থেকে দেখতে পাওয়া ছিলো বেশ আনন্দের।

ফেনীর ছেলে স্বকৃত নোমান ভাইয়া ও কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল ভাইয়ের কথাগুলো সাহিত্যসমাজ ও সাহিত্যসেবীদের জন্য পাথেয় হবে। মিস করেছি কবি কুমার চক্রবর্তী ও গল্পকার মোজাফফর ভাইয়ার বক্তব্য। ইচ্ছে ছিলো তাদের বক্তব্যগুলো শুনার। কিন্তু উভয়ে আমাদের বঞ্চিত করলেন। যদিও তাদের তাড়া ছিলো বেশ।

একজন মানুষের কথা সত্যিই বলতে হয়। ভাটিয়ালের শ্রদ্ধেয় সম্পাদক আলমগীর মাসুদ ভাই। ব্রড মাইন্ডের মানুষ। সংকীর্ণতাকে লাগাম পরিয়ে যিনি ভালোবাসার হাতকে সুদূর প্রসারিত করেন। ভালোবাসার চাদরে যিনি সবাইকে মুড়িয়ে নেন। তার একান্ত আন্তরিকতায় প্রবল বৃষ্টিতেও ভিজে ভিজে অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। মানুষটা সবাইকে উপস্থিতির জন্য যে সাহস যুগিয়েছে তাতেই শত প্রতিবন্ধকতা মাড়িয়ে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার আপ্রাণ প্রচেষ্ঠা চালিয়েছি। উপস্থিত থেকেছি। ফেনীর আঞ্চলিক লেখকদের উপস্থিতি আমাকে বেশ মুগ্ধ করেছে। আমার যদি ভুল না হয় তাহলে আমি লেখিকা সাহিদা সাম্য লীনা আপু, কবি বকুল আকতার দরিয়া আপু, গাজী তারেক আজিজ, সাংবাদিক আসাদুজ্জামান দারা ভাই এবং অনেকগুলো প্রিয়মুখ অনুষ্ঠানে দেখতে পেয়েছি।

পরিশেষে: ভাটিয়ালের জন্য শুভকামনা। ভাটিয়াল দূর-বহুদূর এগিয়ে যাক।

১৩ জুলাই ২০১৯

Address

Feni
Barisāl

Alerts

Be the first to know and let us send you an email when ভাটিয়াল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভাটিয়াল:

Share

Category

Our Story

ভাটিয়াল

প্রথম প্রকাশের তারিখ : ১ জুলাই ২০১৫

ভাষা : বাংলা, ইংরেজি

ধরন : ভাটিয়াল প্রকাশনার একটি ত্রৈমাসিক