
08/09/2025
পাগলিটা আজ মা হয়েছে বাবা হয়নি কেউ।
লজ্জিত পুরুষ জাতি হিসেবে আমরা এই সমাজের কিছু কুলাঙ্গার সুইপার আছে যাদের কাছে না আছে মা-বাপ নিরাপদ ছেলে সন্তান নিরাপদ সাধারণ মানুষ নিরাপ একজন থানার পুলিশ অফিসার আরেকজন এস আই কে জিজ্ঞেস করল এই পাগলিটাকে সব সময় রাস্তার পাশে বসা দেখি দেখতে দেখতে অনেকদিন হয়ে গেল হঠাৎ দেখে পাগলিটা ফ্যাগনেট পাগলিটা মা হলো বাবা হলো না কেউ এই জঘন্য কাজটা কে করতে পারে উত্তরে এসআই বলল স্যার আপনাকে আমি একটা পরামর্শ দিতে পারি আমাদের থানা কোয়াটার দেখাশোনা করে যে সুইপার আছে তাকে থানায় এনে ভয় দেখিয়ে জিজ্ঞাসা করতে পারেন সত্যি টা বের হতে পারে তখন ওই অফিসার এসআই এর কথা মতন সুইফার কে ডেকে এনে ভয় দেখাইয়ে জিজ্ঞাসা করল সুইপার সত্যটা প্রকাশ করল স্যার আমি একদিন নেশা করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন রাস্তার পাশে পাগলিকে দেখতে পাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই স্যার আমাকে আপনি ক্ষমা করে দিন আমাকে আপনি বাঁচান তখন ওই পুলিশ অফিসার বলল পাগলীর সাথে তুই এই জঘন্য কাজ কিভাবে করলি তাহলে তুই এই পাগলি কে বিয়ে করে এ বাচ্চার স্বীকৃতি দে স্যার আমার বাসা ছেলে মেয় আছে আমি কিভাবে এ পাগলী কে গ্রহণ করব অফিসার তাকে বলল তুই পাগলীকে ব্যবহার করতে পারলি এ বাচ্চার বাপ হতে পারবি না
এজন্য এই সমাজের কিছু খারাপ মানুষ আছে যাদেরকে দিয়ে সবকিছু সম্ভব এরা দেখতে হুবহু মানুষের মতো হলেও বাস্তবে এরা মানুষরূপী জানোয়ার