Ahmadullah fuad Olama bazar

Ahmadullah fuad Olama bazar Teacher । Author । Creator ।

18/06/2025

তারা শিয়া হওয়ার কারণে আপনি সমালোচনা করতে পারেন কিন্তু তারা যদি নিপীড়িত নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ায় আর জালেমদেরকে শক্ত হাতে প্রতিরোধ করে তাহলে কি আপনি তাদের এই কাজকে সমর্থন করবেন না ?

16/06/2025

দ্বীনি মাদরাসাগুলো বিরতি শেষ করে খোলার পর সর্বপ্রথম করণীয়
-------------------------------
দীর্ঘ বিরতির মধ্যে ছাত্ররা ইলমী পরিবেশ থেকে এবং কিতাব থেকে দূরে থাকার কারণে এবং বাহিরের গুনাহের পরিবেশে বেশি সময় থাকার কারণে অন্তরে ঝং ধরে যায়, কিতাবের প্রতি অনাগ্রহ সৃষ্টি হয়, তাই মাদ্রাসাগুলো খোলার পর সর্বপ্রথম ছাত্রদেরকে কিতাব মুখী করার জন্য এবং সেই গুনাহের ছাপ ও ঝং দূর করার জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন, প্রথম কয়েকদিন তরবিয়তী বয়ান ,আলোচনা ,মুজাকারা ,তালীম ইত্যাদি বেশী বেশী হওয়া দরকার, বেশী বেশী নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও মোনাজাতের প্রতি প্রথম কয়েকদিন বেশি উদ্বুদ্ধ করা অতীব জরুরী

11/06/2025

হযরত আদীব সাহেব দামাত বারকাতুহু খুবই অসুস্থ, শারীরিক দুর্বলতা বেড়ে গিয়েছে,আজ সকালে ফেনী আল-কেমি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ,আমাদের মাথার এই ছায়াকে আল্লাহ তা'আলা দীর্ঘায়ু করুন

08/06/2025

ওলামা বাজার মাদ্রাসার চামড়ার ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও প্রচার হওয়ার কারণে বিভিন্ন দিক থেকে ফোন আসতেছে অনেকেই বাস্তবতা জানতে চাচ্ছে এবং অনেকের মাঝে বিভ্রান্তীও ছড়াচ্ছে বা ছড়ানো হচ্ছে, এজন্য নিচের এই তথ্যগুলো প্রদান করা হলো-
-------------------------------------------------------------------------
গতকাল ঈদুল আযহার দিন মাগরিবের আগেই ফেনীর এক ব্যবসায়ীর সাথে মাদ্রাসার দায়িত্বশীল হযরতগণের এই মর্মে চুক্তি হয়েছে যে ,মাদ্রাসার ৮০০চামড়া সবগুলোই সে নিবে, প্রতি পিস ৪৭০ করে, মাগরিবের পর থেকে সে চামড়াগুলো নেওয়ার জন্য গাড়ি পাঠাবে পাঠাচ্ছে এইভাবে বারবার সে কথা দিয়েছে, এমনকি যখন তার গাড়ি পাঠাতে দেরি হচ্ছে , মাদ্রাসার মুহতারাম দায়িত্বশীলগণ অনবরত যোগাযোগ করতেছেন তখন সে এক পর্যায়ে বললো ,আপনাদের সাথে চামড়া কেনার চুক্তি যখন হয়েছে সেটার রিক্স আমি নিব, আমি অবশ্যই যে কোন মূল্যে চামড়াগুলো আনার ব্যবস্থা করব, এদিকে ওই লোকটি মাদ্রাসার পূর্ব পরিচিত ব্যক্তি এবং মাদ্রাসার দীর্ঘদিনের হিতাকাঙ্খী ও দানশীল ব্যক্তি, এজন্য মাদ্রাসার মুহতারাম দায়িত্বশীলগণ আর অন্য কোনো ব্যবসায়ীর সাথে কথা বলার জরুরত মনে করেননি, দায়িত্বশীলদের মধ্যে কয়েকজন এই চামড়াগুলো না নেওয়ার কারণে সারারাত মাদ্রাসার অফিসেই নির্ঘুম কাটিয়ে দিয়েছেন,
এভাবে রাত গড়িয়ে যখন ঘড়ির কাঁটা একটা- দুইটা অতিক্রম করেছে তখন ওই ব্যবসায়ী বলে - আমি একটা গাঢ়ির ব্যবস্থা করেছি সেটা আসতেছে আপনারা আরো দুই তিনটা গাড়ি ব্যবস্থা করে মালগুলো পাঠিয়ে দেন ফেনীতে, অতঃপর সেভাবেই করা হলো- তাদের একটা গাড়ি আর মাদ্রাসা থেকে কয়েকটি গাড়ি দিয়ে চামড়াগুলো ফেনিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের কয়েকজন দায়িত্বশীল উস্তাজ স্বশরীরে ফেনীতে তাদের দোকানে গিয়েছে, উনারা যাওয়ার পর সেখানের পরিস্থিতি অত্যন্ত নাজুক দেখেছেন, বিভিন্ন মাদ্রাসার মুহতামিমগণ অসহায় অবস্থায় চামড়া নিয়ে পেরেশানি করতেছেন ,কেউ ন্যায্য মুল্য পাচ্ছে না এবং কেউ বিক্রি করতে পারতেছে না,
কিন্তু দুঃখের কথা হলো ওই ব্যবসায়ী সবগুলো চামড়া নেওয়ার ওয়াদা বারবার করলেও আমাদের দায়িত্বশীলগণ মাদ্রাসায় চলে আসার পরে এক গাড়ির মাল রেখেছে, বাকি গাড়িগুলোর চামড়া মাদ্রাসায় রিটার্ন পাঠিয়েছে ,সে অপারগতা প্রকাশ করেছে যে বিভিন্ন মাদ্রাসা থেকে তার দোকানে ধারনক্ষমতার বাহিরে মাল এসে গেছে ,শ্রমিক পর্যাপ্ত পরিমাণ নেই এবং লবণও পর্যাপ্ত পরিমাণ নেই, সব ফুরিয়ে গিয়েছে এই বলে অপারগতা প্রকাশ করে মালগুলো পাঠিয়ে দিয়েছে,
যে গাড়ির মাল সে রেখেছে সেখানে ৩০০ চামড়া ছিল
----- --------------------------------------
এই দুর্দশা ও চরম ভোগান্তি আমাদের ফেনী শহরেরও অনেক মাদ্রাসায় হয়েছে, এমন কি আমাদের সোনাগাজিতেও কয়েকটি বড় মাদ্রাসায় এই চরম ভোগান্তির শিকার হয়েছে

06/06/2025

প্রত্যেক ঈদের সময় আমাদের দেশের কিছু মানুষ এই সুদী লেনদেনের সাথে জড়িত হয়ে ঈদের বরকত ও পবিত্রতা নষ্ট করে

06/06/2025

আপনার কোরবানির শুদ্ধ হওয়ার জন্য তিনটি লক্ষণীয় বিষয়,১/ আপনার এবং সকল শরিকদের নিয়ত সঠিক থাকা ,২/ আপনার এবং সকল শরীকদের উপার্জন হালাল হওয়া ,৩/যবাইয়ের পদ্ধতি শরীয়ত সম্মত হওয়া

20/05/2025

আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করুন
ভারত থেকে ধেয়ে আসছে পানি!
ডুবে যেতে পারে দেশের ৪ জেলা।
বিস্তারিত নিউজ কমেন্টে

05/05/2025

মুফতি ফয়জুল করিম সাহেবের কৃত মামলা খারেজ করে দেওয়া সহ আরো বিভিন্ন ইস্যুতে স্পষ্ট প্রমাণিত হয় যে ,দেশ আওয়ামীলীগ মুক্ত হয়েছে ঠিক কিন্তু ফ্যাসিবাদ ও স্বৈরাচার মুক্ত অবশ্যই হয়নি,

ঢাকাতে মার্চ ফর গাজায় অংশগ্রহণকারীদের হাত থেকে কালিমার পতাকা কেন নামিয়ে দেওয়া হচ্ছে ? কেনো কালিমার পতাকা সেনাবাহিনী ছ...
12/04/2025

ঢাকাতে মার্চ ফর গাজায় অংশগ্রহণকারীদের হাত থেকে কালিমার পতাকা কেন নামিয়ে দেওয়া হচ্ছে ?
কেনো কালিমার পতাকা সেনাবাহিনী ছিনিয়ে নিচ্ছে ?
কালিমা তো তাওহীদের বার্তা ,কালিমার পতাকা মানেই হচ্ছে তাওহীদের পতাকা যা যেকোনো মুসলমান বহন করতে পারে, প্রদর্শন করতে পারে স্বাভাবিকভাবেই , এটি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর পতাকা নয় কোন রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠন ও দলের প্রতীক নয় , সুতরাং কেন মুসলমানদের হাত থেকে সেই কালিমার পতাকা ,তাওহীদের পতাকা ছিনিয়ে নেওয়া হবে? কাদের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে এবং কাদেরকে তলে তলে খুশি করার জন্য এসব কর্মকান্ড ঘটানো হচ্ছে ?
যৌক্তিক উত্তর দিতে হবে

11/04/2025

Address

Feni
Barisāl

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmadullah fuad Olama bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share