20/09/2025
ওলামাবাজার মাদ্রাসায় ছাত্রদের কিতাবি ইসতে'দাদ ও দরসী পড়াশুনার পাশাপাশি বহুমুখী যোগ্যতা অর্জনের উদ্দেশ্যে আয়োজিত হয়ে থাকে মৌসুম ভিত্তিক প্রশিক্ষণমূলক বক্তৃতা সেমিনার
সে ধারাবাহিকতায় রবিউল আউয়াল মাসে অনুষ্ঠিত হয়েছে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বক্তৃতা সেমিনার,
এই মাসের প্রথম সপ্তাহে সেমিনার হয়েছে মক্কী জীবনের উপর, আর শেষ সপ্তাহে সেমিনার হয়েছে মাদানী জীবনের উপর।
এতে প্রিয় তালিবে ইলম ভাইগণ আরবি এবং বাংলা ভাষায় সীরাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন
আরবী ভাষায় প্রদত্ত একটি আলোচনার চুম্বকাংশ তুলে ধরা হয়েছে
বিষয়বস্তু : রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লামের ফাতহে মক্বার প্রেক্ষাপট।
বিশেষ দ্রষ্টব্য:
নির্দিষ্ট কোনো কিতাব থেকে আরবি বক্তৃতা মুখস্থ করেছে ,অতঃপর অনুষ্ঠানে এসে সেই মুখস্থ বক্তৃতা ছেড়ে দিয়েছে- এমনটি করা হয়নি , বরং উস্তাযের পক্ষ থেকে নির্ধারিত বিষয়বস্তুর উপর ছাত্র নিজ যোগ্যতা থেকেই আরবি বক্তৃতা তৈরি করেছে এবং অনুষ্ঠানে উপস্থাপন করেছে , জাযাহুল্লাহু খাইরান