16/07/2025
অনেক-কে অনেক কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু আমার নরম মন কাউকে আঘাত দিয়ে কিছু বলতে পারিনা!! শুধু মুখের দিকে তাকিয়ে থাকি, আল্লাহ নিশ্চয়ই খারাপ সময় জলদি পার করে দিবেন। কিন্তু কাছের দুরের সকল মানুষের সকল আচরণ আমার মনে গেঁথে থাকবে। আমার জীবন আমি শুধুই ভুল সিদ্ধান্ত গুলোই নিয়েছি। মানুষের মুখ মুখোশ সব সময় মাইনাস করে দিতাম, তাদের আমি আমার মতন ভাবতাম, আমার সকল কৃতকর্মের সাক্ষী একমাত্র উপর বসে থাকা আমার আল্লাহ কাছে। বাজে সময় ভালো সময় গ্রীস্ম ও বসন্তের মতো মানুষের জীবন আসবে যাবে।