19/10/2025
৭ জন রেমিট্যান্স যোদ্ধার লাশ সন্দ্বীপে এসে পৌঁছেছে 😥😢সন্দ্বীপের আকাশ বাতাস ভারী হয়ে গেছে সারি সারি এম্বুল্যান্সের করুণ শব্দে।চারিদিকে হাহাকার আর শোকের ছায়া নেমে এসেছে আজ দ্বীপটিতে।আল্লাহ তুমি সকল প্রবাসী ভাইদের এমন দূর্ঘটনা থেকে হেফাজত করো এবং ওমানে সড়ক দূর্ঘটনায় নিহত ভাইদের জান্নাত নসিব করো।
জানাযার নামাজ সকাল ৯ঃ৩০ মিনিটে।
পূর্ব সন্দ্বীপ হাই স্কুল মাঠে।