RY Akhi

RY  Akhi "হাসবুনাল্লাহ ওয়া নি মা'ল ওয়াকিল" 🌸
-আমার জন্য আমার আল্লাহ'ই যথেষ্ট!❤️

31/05/2025

আগামী ৬ জুন শুক্রবার,আরাফার দিন রোজা রাখলে আগের এবং পরের ১ বছর করে মোট ২ বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন।
(মুসলিম : ১১৬২)

25/05/2025

🌙 জিলহজ্ব মাসের ১০ দিনের পবিত্র রুটিন

🗓️ ১ জিলহজ্ব ১৪৪৬ হি. (২৮ মে ২০২৫) – ১০ জিলহজ্ব ১৪৪৬ হি. (৬ জুন ২০২৫)

🔥 দৈনন্দিন মূল রুটিন

🧘‍♂️ দেহ, মন ও আত্মার পূর্ণ পরিচর্যা...

চাঁদ দেখা ( চাঁদ দেখার দোয়া পরা) ২৮ তারিখের মধ্যেই হাত পায়ের নক কাঁটা গোপন অঙ্গের লোম পরিষ্কার করা ও পরিবারের সবাই কে এই আমল টা করানো। ✅

️⃣ রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ

🕌 ৪ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন

🌟 ফজিলত: রাতের শেষ ভাগ আল্লাহর সবচেয়ে নৈকট্যের সময়, দোয়া কবুলের সেরা মুহূর্ত। (সহিহ মুসলিম)

২️⃣ ফজরের পরে কুরআন তেলাওয়াত ও জিকির

📖 ১ রুকু কুরআন তেলাওয়াত করুন

🔄 জিকির পড়ুন:

১০০ বার: "সুবহানাল্লাহ"

১০০ বার: "আলহামদুলিল্লাহ"

১০০ বার: "আল্লাহু আকবার"

১০০ বার: "লা ইলাহা ইল্লাল্লাহ"

💫 ফজিলত: প্রতিটি যিকিরে অসীম সওয়াব, হৃদয় আলোকিত হয়।

৪️⃣ যুহরের আগে বা পরে

🕋 ফরজ নামাজের পাশাপাশি ৪ রাকাত সুন্নত ও ২ রাকাত নফল নামাজ আদায় করুন

🙌 ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক উচ্চস্বরে বলুন:
"اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ"

🧘 ১০ মিনিট নিরিবিলি বসে আল্লাহকে ডাকুন ও দোয়া করুন

🌹 ফজিলত: তাকবিরে তাশরিক কুরবানি ও ইবাদতের আমলকে বৃদ্ধি করে।

৫️) বিকালে সদকা ও সাহায্য

যত সামান্য সম্ভব, প্রতিদিন কিছু না কিছু সদকা করুন।

🛡️ ফজিলত: সদকা গুনাহ মুছে দেয়, বিপদ থেকে রক্ষা করে। (তিরমিজি)

* দিন, বিশেষ আমল ফজিলত ও টিপস⬇️

১-৭ জিলহজ্ব পর্যন্ত ধারাবাহিক রোজা রাখার চেষ্টা করা না হলে অন্তত সোম ও বৃহস্পতি হলেও রাখা

৮ জিলহজ্ব ইবাদতের প্রস্তুতি হজ্বের জন্য আত্মিক প্রস্তুতি বৃদ্ধি করে

৯ জিলহজ্ব (আরাফা) রোযা + অধিক দোয়া দোয়া কবুলের শ্রেষ্ঠ দিন, গুনাহ মাফের দিন

১০ জিলহজ্ব (ঈদ) কুরবানি ও খুশি আল্লাহর সন্তুষ্টি লাভ ও আত্মত্যাগের পরিপূর্ণতা

💡 মনে রাখবেন:

> “জিলহজ্ব মাসের এই ১০ দিন আপনাকে জান্নাতের পথের এক ধাপ এগিয়ে নিতে পারে। নিয়মিত আমল ও দোয়া করলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে এবং জীবনে বরকত আসবে।”
(Copy)

24/05/2025
06/05/2025

ঘুমের দোয়া: "আল্লাহুমা বিসমিকা আমুতু ওয়া-আহইয়া"

অর্থ:হে আল্লাহ! আমি তোমারই নামে মৃত্যুবরণ করি, আবার তোমারই নামে জীবন ধারন করি।

হযরত মোহাম্মদ (স.) রাতের বেলায় নিজ বিছানায় শোয়ার (ঘুমের আগে) সময় নিজ হাত গালের নিচে রাখতেন। এবং ঘুমের এই দোয়া পড়তেন। [তিরমিজী, খন্ড-২, পৃষ্ঠা ১৭৮]

02/05/2025

বৃষ্টির সাথে মনের সম্পর্কটা কী??
আজও বুজলাম না 🥹🙄

আহাকী সুন্দর 🥰
12/04/2025

আহা
কী সুন্দর 🥰

মার্চ ফর গা'যার,
12/04/2025

মার্চ ফর গা'যার,

10/04/2025
08/04/2025

ফি*লি*স্তি*নের এক শিশু বলেছিল-
আমি ম*রে যেতে চাই! কারণ আমি শুনেছি জান্নাতে অনেক খাবার আছে!

07/04/2025

আয়াতটা কতটা ভয়ঙ্কর; আমি ইচ্ছা করলেই সবাইকে হেদায়াত দান করতে পারতাম, কিন্তু আমার এ কথা অবশ্যই সত্য যে, আমি নিশ্চয়ই জিন ও মানুষ উভয় ধারা জাহান্নাম পূর্ণ করব!

-সূরা আস সাজদাহ (আয়াত ১৩)

Address

Feni
Barisāl

Website

Alerts

Be the first to know and let us send you an email when RY Akhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share