RY Akhi

RY  Akhi "হাসবুনাল্লাহ ওয়া নি মা'ল ওয়াকিল" 🌸
-আমার জন্য আমার আল্লাহ'ই যথেষ্ট!❤️

28/11/2025

আল্লাহুমা সল্লী ওয়া'সাল্লীম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ)

22/11/2025

ভূমিকম্প থেকে বাঁচার দো'য়া! 🥹🤲

بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم

উচ্চারণ: বিসমিল্লাহিল লাজি লা ইয়াদুররু মা' আস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামি'ই ওয়াহুয়া সামিয়ুল আলিম!

অর্থ : ‌আল্লাহ তাআলার নামে, যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্টতা করতে পারে না, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী

21/11/2025

কুরআনের দৃষ্টিতে

কুরআনে ভূমিকম্পকে সাধারণত আল্লাহর পক্ষ থেকে সতর্কতা, পরীক্ষা ও শাস্তির নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে।

১. সতর্কবার্তা ও শিক্ষা হিসেবে

“আমি তাদেরকে বড়-বড় শাস্তির আগে ছোট শাস্তি আস্বাদন করাই, যাতে তারা ফিরে আসে।”
— সূরা আস-সাজদাহ 32:21

২. আল্লাহর শক্তি ও কুদরতের নিদর্শন হিসেবে

“যখন পৃথিবী প্রবল কম্পনে কাঁপবে...”
— সূরা যিলযাল 99:1
এই আয়াতে আল্লাহ জানান পৃথিবীর কাঁপানো তাঁরই নিয়ন্ত্রণে।

হাদীসের দৃষ্টিতে

রাসূল ﷺ ভূমিকম্পকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া কিছু গোনাহের ফলেও হতে পারে বলে সতর্ক করেছেন।

১. পাপাচার বেড়ে গেলে শাস্তি আসে
রাসূল ﷺ বলেছেন:

“যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ্য হয়ে যায়, তখন তাদের মধ্যে ভূমিকম্প ও বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে।”
— (ইবনু মাজাহ)

২. তাকওয়ায় ফিরে আসার নির্দেশ
ভূমিকম্প হলে নবী ﷺ ইস্তিগফার, তওবা, দুয়া ও সৎকর্মে ফিরে আসার নির্দেশ দিয়েছেন।

সংক্ষেপে

ভূমিকম্পের কারণ:

আল্লাহর পক্ষ থেকে সতর্কতা

মানুষের গুনাহের কারণে শাস্তি

আল্লাহর শক্তি ও ক্ষমতার নিদর্শন

মানুষের তাওবা ও সংশোধনের আহ্বান।

20/11/2025

"শীতকাল মুমিনের বসন্তকাল। শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাতে (নফল) নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় (সহজেই) রোজা রাখতে পারে।"

(মুসনাদে আহমাদ ১১৬৫, বায়হাকি ৩৯৪০)

Natural beauty
20/11/2025

Natural beauty

নানুর বাড়িতে কাজিনরা আড্ডা দিতেছি,ছোট মামা ডাকি বই গুলো হাতে ধরাইদিছে😅
17/11/2025

নানুর বাড়িতে কাজিনরা আড্ডা দিতেছি,
ছোট মামা ডাকি বই গুলো হাতে ধরাইদিছে😅

17/11/2025

মজার ঝাল ভর্তা🥰

16/11/2025

মামাতো ভাই 🥰
মাশাল্লাহ

16/11/2025

নানুর বাড়িতে কাজিনদের সাথে সুন্দর মুহূর্ত 🥰

12/11/2025

ভবিষ্যৎ প্রজন্ম..⛹️‍♀️⛹️‍♂️
শোভা, সিয়াম, আরাফ,সাকিন..💗✨

12/11/2025

Address

Feni
Barisāl

Website

Alerts

Be the first to know and let us send you an email when RY Akhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share