সোনাগাজীর আলো

সোনাগাজীর আলো সত্য প্রকাশে আমাদের সাহসিকতা সবার ঊর্ধ্বে
(1)

দেশ প্রেমিক লেকজন কষ্ট করে পাথরগুলো সরিয়েছে!গোলাম মাওলা রনিঃভোলাগঞ্জের সাদা পাথরে এলাকাটি হিজিবিজি হয়ে ছিলো ! দেশ প্রেমি...
13/08/2025

দেশ প্রেমিক লেকজন কষ্ট করে পাথরগুলো সরিয়েছে!

গোলাম মাওলা রনিঃ
ভোলাগঞ্জের সাদা পাথরে এলাকাটি হিজিবিজি হয়ে ছিলো ! দেশ প্রেমিক লোকজন অনেক কষ্ট করে মনের আনন্দে নিজ দায়িত্বে পাথর গুলো সরিয়ে নিয়ে গেছে ! এখন পুরো এলাকা বালিতে চিক চিক করছে !

নদীর প্রবাহ পথে যেসব পাথর ছিলো সেগুলোও দেশপ্রেমিকরা সরিয়ে নিয়েছে ! এই জন্য নদীর নাব্যতা বেড়ে গেছে ! ফলে ভারত থেকে বিনা বাঁধায় এখন থেকে বেশি বেশি মাছ, পানি এবং পাথর আসা শুরু করেছে !

ভোলাগঞ্জের সাদা পাথর অধ্যুষিত এলাকায় যেভাবে রিসেট বাটন চাপ দেয়া হয়েছে ওভাবে যদি সারা দেশের নদ নদী পাহার সমুদ্রে দেশ প্রেমিক জনতা তাদের কার্যক্রম চালাতে পারে তবে অচিরেই পুরো দেশ আরবের মরু অঞ্চলে পরিণত হবে !

মরুভূমির নিচে তেল থাকবে ! সেখানে হাজার হাজার উট দুম্বা ভেড়া চড়ে বেড়াবে ! আর স্থানীয় লোকজন আরব দেশের কফিল হয়ে যাবে এবং ভারতীয়দেরকে ভাড়া করে এনে সাণ্ডার খামার তৈরি করবে !

লেখকঃ রাজনীতিবিদ,ব্যবসায়ী ও সামাজিক এক্টিভিস্ট

Zahir Uddin Mahmood Lipton Gias Uddin Raju Ahmed Abul Hossain Ripon Sayed Shah Alom Tutul Patowary Khairul Shipon Md Salim

12/08/2025

সোনাগাজীর সোনাপুর বাজার থেকে ৬ কিশোর গ্যাং সদস্যকে যেভাবে গ্রেপ্তার করে পুলিশ।

#সোনাগাজীরআলো #সোনাগাজী

Abul Hossain Ripon Gias Uddin Raju Ahmed Sayed Shah Alom Khairul Shipon Md Salim

হারানো বিজ্ঞাপ্তি: গতকাল অনুমানিক বিকেল ৫/৬টার মধ্যে সোনাগাজী থেকে মুহুরী পজেক্ট এরিয়ায় গাড়ি যাতায়াত এর সময় একটা মানিব্য...
12/08/2025

হারানো বিজ্ঞাপ্তি:

গতকাল অনুমানিক বিকেল ৫/৬টার মধ্যে সোনাগাজী থেকে মুহুরী পজেক্ট এরিয়ায় গাড়ি যাতায়াত এর সময় একটা মানিব্যাগ হারানো গেছে।

মানিব্যাগে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং কিছু কার্ড আছে। চেনার জন্য যে ছবিটি দেওয়া হলো এটি ব্যাগে আছে। যদি কোনো সৌভাগ্যবান ব্যক্তি পেয়ে থাকেন দয়া করে আমার ইনবক্সে যোগাযোগ করুন, উপযুক্ত সম্মান করা হবে ইনশাআল্লাহ।

সরাসরি : +8801853497764 - 01615007756 -
01878911446 - 01643389565 - +8801884114220 - 01763827374 - +8801854568626 -

দয়া করে সবার প্রতি অনুরোধ থাকবে🙏
পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

#সোনাগাজীরআলো #সোনাগাজী

11/08/2025

রংপুরে মেয়ের বিয়ের তারিখ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল জামাই-শ্বশুরের

মর্মান্তিক এই ভিডিও চিত্রটি ৯ আগষ্ট শনিবার রাতের। একজন কন্যাদায়গ্রস্থ পিতা রূপ লাল দাস, যিনি রংপুরের তারাগঞ্জ বাজারে মুচির কাজ করতেন। গতকাল রবিবার তার মেয়ের বিয়ের তারিখ চূড়ান্ত করতে যাওয়ার কথা ছিল। সেই উদ্দেশ্যে'ই রূপলাল দাসের মামা শ্বশুর প্রদীপ দাস মিঠাপুকুর থেকে তার নিজের ভ্যান চালিয়ে ঘনিরামপুরে রূপলালের বাড়ির উদ্দেশ্যে আসছিল, কিন্তু হঠাৎ রাস্তা ভুল করেন প্রদীপ দাস। এরপর রূপলাল'কে ফোন করলে, তাকে এগিয়ে নিতে সয়ার ইউনিয়নের কাজির হাটে যান রূপলাল। সেখান থেকে তারা বাড়ির উদ্দেশ্য রওয়ানা দেন।কিন্তু রাত ৯ টার দিকে তারাগঞ্জ সড়কের বটতলা পৌঁছালে, স্থানীয় অতি উৎসাহী জনতা তাদের ভ্যানচোর সন্দেহে আটক করে।এরপর তাদের তল্লাশি করে- একটা ব্যাগে চারটা ছোট প্লাস্টিকের বোতলে তরল পানীয় পাওয়া যায়। সেই তরলের ঘ্রানে নাকি দুই একজন অসুস্থবোধ করেন। তারপর রটিয়ে দেন যে- এই তরল খাইয়ে তারা ভ্যানচালক'কে অজ্ঞান/হত্যা করে ভ্যান চুরি করে! এরপর চোর অভিযোগ দিয়েই বটতলি থেকে বুড়িরহাট হাইস্কুল মাঠ পর্যন্ত তাদের পেটাতে পেটাতে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই রূপলাল'কে পিটিয়ে হত্যা করে অতি উৎসাহীরা,পরদিন রংপুর মেডিকেলে মারা গেল প্রদীপ দাস।
মানুষের বিরুদ্ধে যে কোন অভিযোগ তুলেই পিটিয়ে হত্যা করা কতো সহজ হয়ে গেছে!!

#সোনাগাজীরআলো #সোনাগাজী #রংপুর

Abul Hossain Ripon Zahir Uddin Mahmood Lipton Gias Uddin Raju Ahmed Tutul Patowary Sayed Shah Alom Md Salim Khairul Shipon

সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজার থেকে ০৬ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে মডেল থানা পুলিশ। এ সময় তাদের নিকট থেক...
11/08/2025

সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজার থেকে ০৬ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে মডেল থানা পুলিশ। এ সময় তাদের নিকট থেকে দুইটি সুইচ গিয়ার টিপ ছোরা, তিনটি ব্রেসলেট এবং একটি সানগ্লাস উদ্ধার করা হয়।

#সোনাগাজীরআলো #সোনাগাজী

Abul Hossain Ripon Zahir Uddin Mahmood Lipton Gias Uddin Raju Ahmed Sahadat Hossain Jewel Tutul Patowary Sayed Shah Alom N Alam

সোনাগাজী ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদরাসা ক্যাম্পাসে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।জানিয়েছেন-ভারপ্রাপ...
10/08/2025

সোনাগাজী ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদরাসা ক্যাম্পাসে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
জানিয়েছেন-ভারপ্রাপ্ত অধ্যাক্ষ।
প্রিয় পাঠক রাজনীতির অতিত অভিজ্ঞতায় আপনারা কি মনে করেন এ সিদ্ধান্তের প্রভাবে রাজনীতি বন্দ থাকবে?
#সোনাগাজীরআলো #সোনাগাজী

10/08/2025

সোনাগাজীতে ছাত্রদল-যুবদলের উদ্যোগে সড়ক সংস্কার

সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের বক্তারমুন্সী-ডাকবাংলা সড়কটি দীর্ঘদিন সংস্কার না জনসাধিরণকে চরম ভোগান্তির পোহাতে হয়।

স্থানীয়রা জানায় এমন অবস্থায় জনগনের দুর্ভোগ লাগবে এগিয়ে আসেন মঙ্গলকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার।তার সহযোগীতায় ফেনী জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাসেল, মঙ্গলকান্দি ইউনিয়ন যুবদল নেতা শাহ আলমের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ইটের টুকরো দিয়ে গর্তগুলো ভরাট করে চলাচলের উপযোগী করে দেন।

#সোনাগাজীরআলো #সোনাগাজী

সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের  সফরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার হিফয বিভাগের ছাত্রকে অমানুষিক নির্যাতন করেছে শিক্ষক। #সোনাগ...
10/08/2025

সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সফরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার হিফয বিভাগের ছাত্রকে অমানুষিক নির্যাতন করেছে শিক্ষক।

#সোনাগাজীরআলো #সোনাগাজী
Zahir Uddin Mahmood Lipton Gias Uddin Raju Ahmed Sahadat Hossain Jewel Tutul Patowary Abul Hossain Ripon N Alam Sayed Shah Alom

10/08/2025

আদালতে সোপর্দ করা হয়েছে ফেনী জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা,জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার তপনকে।
এর আগে তাকে রাজধানীর শান্তিনগর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

#সোনাগাজীরআলো #সোনাগাজী

রাজনীতি, স্বেচ্ছাসেবী সংগঠনজাতীয়তাবাদী সাইবার দলের সোনাগাজী উপজেলা কমিটিতে সভাপতি মনির-সাধারণ সম্পাদক সারোয়ারবিস্তারিত ক...
09/08/2025

রাজনীতি, স্বেচ্ছাসেবী সংগঠন
জাতীয়তাবাদী সাইবার দলের সোনাগাজী উপজেলা কমিটিতে
সভাপতি মনির-সাধারণ সম্পাদক সারোয়ার
বিস্তারিত কমেন্টে----

#সোনাগাজীরআলো #সোনাগাজী

09/08/2025

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ফেনী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুরে প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে জ'বা'ই করে হত্যা ও সারা দেশে সাংবাদিক নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন ফেনী।
শনিবার সকালে ফেনী শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও নিউজ টুয়েন্টি ফোর প্রতিনিধি ইয়াছিন সুমন সঞ্চালনায় মানববন্ধন শুরু হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপি'র আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সভাপতি গাজী এনামুল হক ভূঁইয়া, বাংলাভিশন জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, আরটিভি প্রতিনিধি আজাদ মালধার, আমার বার্তার প্রতিনিধি সাঈদ খান, এস.এ টিভির প্রতিনিধি শেখ ফরিদ আত্তার, কালের কন্ঠের প্রতিনিধি কামরুল হাসান লিটন, এশিয়ান টিভির প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ, আইনজীবি মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ ও খুরশীদ আলম, খেলাফত মজলিস জেলার সহ-সভাপতি মাইন উদ্দিন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আজিজ উল্লাহ আহমদী, গণ-অধিকার পরিষদ ফেনীর সদস্য সচিব মোঃ রেজাউল করিম, ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন, ছাত্র আন্দোলন ফেনীর সহ-সভাপতি নাদের চৌধুরী, নিরাপদ সড়ক ফেনীর সভাপতি জিয়া উদ্দিন।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন- চ্যানেল এস প্রতিনিধি আহসান উল্লাহ, জিটিভির প্রতিনিধি জসিম ফরায়েজী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনীর সাবেক সভাপতি এম এমরান পাটোয়ারী, নবচেতনা প্রতিনিধি সাহেদ চৌধুরী, ভোরের ডাক প্রতিনিধি ইলিয়াস সোহাগ, লাখোকন্ঠের প্রতিনিধি মোঃ ইসমাইল, গণকন্ঠের প্রতিনিধি ইয়াছিন আরাফাত মজুমদার, ভোরের আকাশের প্রতিনিধি তানজিদ শুভ, ডেইলি ইন্ডাস্ট্রির প্রতিনিধি মেহেরাব হোসেন মেহেদী, ফেনী সমাচার প্রতিনিধি এম. কাওছার, ভোরের আওয়াজ প্রতিনিধি শাহাদাত সাজু, বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোঃ হারুন, সোনালী কন্ঠের প্রতিনিধি তানভীর চৌধুরী, নয়াপয়াগমের প্রতিনিধি ফখরুল ইসলাম, আমার ফেনীর প্রতিনিধি কামরুল হাসান নিরব, অনলাইন ফেনীর প্রান্তরের প্রতিনিধি সিরাজুল হক টিপু, বাংলা প্রেসের প্রকাশক আবু দারদা মানু, দেশের পত্রের প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, ফেনীর শক্তির প্রতিনিধি ওমর ফারুক, একুশে সংবাদের আবদুল্লাহ নোমান ও সংবাদকর্মী এস.এস খোকন'সহ আরো অনেকেই।

এসময় উপস্থিত বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিক হত্যার তালিকা ক্রমেই বাড়ছে। নির্যাতন-নিপীড়নে সাংবাদিকেরা আজ বাকরুদ্ধ। আমরা সাংবাদিকদের এবং তাঁদের পরিবারের নিরাপত্তা চাই। অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন উপজেলা থেকে আগত প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

#সোনাগাজীরআলো #সোনাগাজী

Abul Hossain Ripon Zahir Uddin Mahmood Lipton Gias Uddin Raju Ahmed Sahadat Hossain Jewel Sayed Shah Alom N Alam Shanto Shipon

ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল বাশার মজুমদার তপনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রা...
08/08/2025

ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল বাশার মজুমদার তপনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার শান্তিনগরের নিজ বাসা থেকে তাকে আটক করেছে বলে নিশ্চিত করে তার পরিবারের লোকজন।

#সোনাগাজীরআলো #সোনাগাজী

Abul Hossain Ripon Zahir Uddin Mahmood Lipton Gias Uddin Raju Ahmed Sahadat Hossain Jewel Tutul Patowary Sayed Shah Alom N Alam

Address

Feni
Barisāl

Alerts

Be the first to know and let us send you an email when সোনাগাজীর আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share