09/08/2025
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ফেনী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন
নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুরে প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে জ'বা'ই করে হত্যা ও সারা দেশে সাংবাদিক নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন ফেনী।
শনিবার সকালে ফেনী শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও নিউজ টুয়েন্টি ফোর প্রতিনিধি ইয়াছিন সুমন সঞ্চালনায় মানববন্ধন শুরু হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপি'র আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সভাপতি গাজী এনামুল হক ভূঁইয়া, বাংলাভিশন জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, আরটিভি প্রতিনিধি আজাদ মালধার, আমার বার্তার প্রতিনিধি সাঈদ খান, এস.এ টিভির প্রতিনিধি শেখ ফরিদ আত্তার, কালের কন্ঠের প্রতিনিধি কামরুল হাসান লিটন, এশিয়ান টিভির প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ, আইনজীবি মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ ও খুরশীদ আলম, খেলাফত মজলিস জেলার সহ-সভাপতি মাইন উদ্দিন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আজিজ উল্লাহ আহমদী, গণ-অধিকার পরিষদ ফেনীর সদস্য সচিব মোঃ রেজাউল করিম, ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন, ছাত্র আন্দোলন ফেনীর সহ-সভাপতি নাদের চৌধুরী, নিরাপদ সড়ক ফেনীর সভাপতি জিয়া উদ্দিন।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন- চ্যানেল এস প্রতিনিধি আহসান উল্লাহ, জিটিভির প্রতিনিধি জসিম ফরায়েজী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনীর সাবেক সভাপতি এম এমরান পাটোয়ারী, নবচেতনা প্রতিনিধি সাহেদ চৌধুরী, ভোরের ডাক প্রতিনিধি ইলিয়াস সোহাগ, লাখোকন্ঠের প্রতিনিধি মোঃ ইসমাইল, গণকন্ঠের প্রতিনিধি ইয়াছিন আরাফাত মজুমদার, ভোরের আকাশের প্রতিনিধি তানজিদ শুভ, ডেইলি ইন্ডাস্ট্রির প্রতিনিধি মেহেরাব হোসেন মেহেদী, ফেনী সমাচার প্রতিনিধি এম. কাওছার, ভোরের আওয়াজ প্রতিনিধি শাহাদাত সাজু, বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোঃ হারুন, সোনালী কন্ঠের প্রতিনিধি তানভীর চৌধুরী, নয়াপয়াগমের প্রতিনিধি ফখরুল ইসলাম, আমার ফেনীর প্রতিনিধি কামরুল হাসান নিরব, অনলাইন ফেনীর প্রান্তরের প্রতিনিধি সিরাজুল হক টিপু, বাংলা প্রেসের প্রকাশক আবু দারদা মানু, দেশের পত্রের প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, ফেনীর শক্তির প্রতিনিধি ওমর ফারুক, একুশে সংবাদের আবদুল্লাহ নোমান ও সংবাদকর্মী এস.এস খোকন'সহ আরো অনেকেই।
এসময় উপস্থিত বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিক হত্যার তালিকা ক্রমেই বাড়ছে। নির্যাতন-নিপীড়নে সাংবাদিকেরা আজ বাকরুদ্ধ। আমরা সাংবাদিকদের এবং তাঁদের পরিবারের নিরাপত্তা চাই। অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন উপজেলা থেকে আগত প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
#সোনাগাজীরআলো #সোনাগাজী
Abul Hossain Ripon Zahir Uddin Mahmood Lipton Gias Uddin Raju Ahmed Sahadat Hossain Jewel Sayed Shah Alom N Alam Shanto Shipon