Queen Land of BHOLA

Queen Land of BHOLA আপনাকে সু-স্বাগতম! 🥀❤️🌸

কর্নফুলী ৪ লঞ্চে ৩৫৯ নম্বর কেবিনে এক নারী ধ র্ষ নে র শিকার হয়। পরে সে  লঞ্চ চলমান অবস্থায়  চিরকুট লিখে মেয়েটি সুইসাইড ক...
17/06/2025

কর্নফুলী ৪ লঞ্চে ৩৫৯ নম্বর কেবিনে এক নারী ধ র্ষ নে র শিকার হয়। পরে সে লঞ্চ চলমান অবস্থায় চিরকুট লিখে মেয়েটি সুইসাইড করে। পাবলিকের তদন্তে জানা গেলো এর সাথে ২জন স্টাফ জড়িত।
বাকি তদন্ত জন্য বাংলাদেশ নৌবাহিনীর আসতেছে।

More details in comment section ⤵️

15/05/2025
মনু ডাইলে নুন দেছো না দেবা?🫶💝
01/05/2025

মনু ডাইলে নুন দেছো না দেবা?🫶💝

বরিশালের আমড়া জিআই পন্যের স্বীকৃতি পেল

29/04/2025

এটা যে বানাইছে তাকে নোবেল দেওয়া হোক! ☝️🫶😃

This is high time to protest. ✊
19/04/2025

This is high time to protest. ✊

19/04/2025

ভোলা: অবহেলিত এক সম্ভাবনার নাম

বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ দ্বীপ জেলা — ভোলা। অফুরন্ত প্রাকৃতিক সম্পদ আর সম্ভাবনার পায়ে শিকল পড়েছে দীর্ঘ দিনের অবহেলা ও বৈষম্যের।

ভোলায় কি নেই?
➡️ রয়েছে প্রাকৃতিক গ্যাস, যা উত্তোলন করে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
➡️ রয়েছে নদীর অমূল্য উপহার ইলিশ, কিন্তু সেই ইলিশই দামি হয়ে ওঠায় ভোলার অনেক পরিবার খেতেই পারে না।
➡️ সুপারি, নারকেল, দই — আমাদের স্থানীয় পণ্যে রয়েছে জাতীয় স্বীকৃতি।

তবুও বিনিময়ে কী পাচ্ছে ভোলা?

১. চিকিৎসা ব্যবস্থার করুন চিত্র:
গ্রাম পর্যায়ে একটু জটিল রোগ বা দুর্ঘটনা হলেই ছুটতে হয় জেলা শহরে, সেখান থেকেও পাঠানো হয় বরিশালে। ভোলার মানুষ যেন এখনো আধুনিক চিকিৎসা সুবিধার বাইরে!

২. যাতায়াত ব্যবস্থার বেহাল দশা:
ভোলার সাথে দেশের আর কোনো জেলার সরাসরি সড়কপথ নেই। নদীপথই একমাত্র ভরসা। বহু বছর ধরে 'ভোলা-বরিশাল সেতু'র কথা বলা হলেও তা আজও বাস্তব হয়নি। বাধা তৈরি করে রেখেছে লঞ্চ সিন্ডিকেট আর সুবিধাভোগী মহল।

৩. অর্থনৈতিক উন্নয়ন যেন কল্পনা:
সড়ক যোগাযোগ না থাকায় গড়ে ওঠেনি বড় কোনো গার্মেন্টস, ফ্যাক্টরি বা শিল্প প্রতিষ্ঠান। কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতি আটকে আছে দুর্বল অবকাঠামোর ফাঁদে।

৪. শিক্ষা ও বিদ্যুৎ:
চরাঞ্চলের অনেক স্থানে আজও বিদ্যুৎ পৌঁছায়নি। প্রাথমিক শিক্ষার সুযোগ নেই বহু চরে। মূল শহরে কিছু শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও নেই কোনো সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ।

৫. নদীভাঙন: এক জীবন্ত আতঙ্ক:
প্রতি বছর হাজার হাজার পরিবার সব হারিয়ে নিঃস্ব হচ্ছে। চরাঞ্চলের মানুষ নিরাপত্তার খোঁজে শহরে ছুটে আসছে, বাড়ছে জনসংখ্যার চাপ, জমির দাম, এবং পরিবেশগত সংকট।

ভোলা বঞ্চিত, ভোলা অবহেলিত — আর নয়!
ভোলার এই দীর্ঘ দিনের বঞ্চনার অবসান চাই।

আপনারা, ভোলার সচেতন নাগরিকরা, এগিয়ে আসুন।
ভোলার কথা বলুন, দাবি তুলুন —
সরকারি মেডিকেল কলেজ চাই।
সরকারি বিশ্ববিদ্যালয় চাই।
ভোলা-বরিশাল সেতু চাই।
নদীভাঙন প্রতিরোধ চাই।
বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যসেবা — চরাঞ্চল পর্যন্ত পৌঁছাতে হবে।

ভোলা কোনো উপেক্ষিত নাম নয় — এটি দেশের দক্ষিণের সম্ভাবনার প্রতীক।
চুপ থাকলে পিছিয়ে পড়বো — আওয়াজ তুললে বদলে যাবে ইতিহাস!

শ্রদ্ধাঞ্জলি: বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের ৫৪তম শাহাদাত বার্ষিকীআজ ১৮ এপ্রিল, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা ক...
19/04/2025

শ্রদ্ধাঞ্জলি: বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের ৫৪তম শাহাদাত বার্ষিকী

আজ ১৮ এপ্রিল, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের ৫৪তম শাহাদাত বার্ষিকী। এই দিনে জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেই অকুতোভয় বীর'কে, যিনি জীবন উৎসর্গ করে রচনা করেছিলেন মুক্তিযুদ্ধের এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁর বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেম চিরকাল আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

শহীদ মুক্তিযোদ্ধা সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ১৩৫৪ সালের অগ্রহায়ণ (১৯৪৭ ইং) মাসের কোন এক বৃহস্পতিবারে ভোলা জেলার দৌলতখানা উপজেলাধীন পশ্চিম হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন হাবিলদার। অত্যন্ত ডানপিটে মোস্তফা কামাল দ্বিতীয় শ্রেণী শেষ করে স্কুল ত্যাগ করেন। পিতার কর্মস্থল কুমিল্লা সেনানিবাসে তাঁর বাল্যকালের অনেকটা সময়ই কেটেছে। সেনাবাহিনীর সুশৃঙ্খল জীবন তাঁকে ভীষণভাবে আকৃষ্ট করতো। ১৯৬৭ সালের ১৬ ডিসেম্বর পারিবারিক নিষেধ অমান্য করে পালিয়ে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সিপাহী পদে যোগ দেন। সেনাবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ শেষে কুমিল্লায় চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তাঁকে পোষ্টিং দেয়া হয়। সৈনিক জীবনে তিনি ছিলেন অত্যন্ত দুর্বার, বক্সিং এ ছিলেন অত্যন্ত দক্ষ। ১৯৭১ সালে মার্চের মাঝামাঝি সময়ে কুমিল্লা সেনানিবাস থেকে তাঁকে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদর দপ্তর ব্রাহ্মণবাড়িয়া বদলী করা হয় এবং সেখান থেকেই তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ব্রাহ্মণবাড়িয়াকে ঘিরে তিনটি প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তোলে আশুগঞ্জ, উজানীশ্বর ও ব্রাহ্মণবাড়িয়া এন্ডারসন খালের পাশে। কিন্তু এ সকল প্রতিরক্ষা ঘাঁটির উপর দখলদার বাহিনীর আক্রমণ প্রচণ্ড আকার ধারণ করলে তিনটি প্রতিরক্ষা ঘাঁটির সৈন্যরা রণকৌশলগত পুনঃমোতায়েন এর মাধ্যমে আখাউড়া, আখাউড়ার দক্ষিণে সঙ্গী নগরে এবং এর উত্তরে দরুইনে নতুন করে প্রতিরক্ষা গড়ে তোলে। দরুইনে পাঠানো হয় ২নং প্লাটুনকে। সিপাহী মোস্তফা কামাল এই প্লাটুনের একজন সদস্য ছিলেন। তাঁর সাহস, বুদ্ধি ও কর্মদক্ষতার কারণে মেজর শাফায়াত জামিল তাঁকে মৌখিকভাবে ল্যান্স নায়েক পদ-মর্যাদা দিয়ে একটি সেকশনের দায়িত্ব প্রদান করেন।

১৬ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিশ্চিহ্ন করার জন্য কুমিল্লা-আখাউড়া রেললাইন ধরে উত্তর দিকে অগ্রসর হতে থাকে। ১৭ এপ্রিল সকাল থেকে শত্রু দরুইন গ্রামে ২নং প্লাটুনের প্রতিরক্ষার উপর মর্টার দিয়ে গোলাবর্ষণ শুরু করে। পরের দিন বেলা ১১টার দিকে মোগরা বাজারের একটি উঁচু দালানের ছাদের ওপর বসানো একটি মেশিনগান থেকে শত্রু পক্ষ গোলাবর্ষণ শুরু করে দরুইনের প্রতিরক্ষা ঘাঁটির ওপর। দুপুরের পর থেকে দখলদার বাহিনীর আক্রমণ তীব্রতর হয়। শত্রু অল্পক্ষণের মধ্যেই পশ্চিম ও উত্তর দিক থেকে দরুইনে প্রতিরক্ষা ঘাঁটির দিকে অগ্রসর হতে থাকে। এ রকম অবস্থায় আবারো পুনঃমোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়। সৈনিকেরা নতুন অবস্থানে যাওয়া শুরু করলে তিনি সকলকে স্থান ত্যাগ করে দ্রুত চলে যেতে বলেন এবং কাভার ফায়ারিং এর জন্য নিজে পরিখার ভেতর দাঁড়িয়ে থেকে হালকা মেশিনগান দিয়ে ক্রমাগত গুলি চালাতে থাকেন। সকলে তাঁকে দৌড়ে চলে আসার জন্য অনুরোধ জানালেও তিনি তাঁর অবস্থান থেকে সরেননি। এভাবেই শত্রু দ্বারা ঘেরাও হয়েও আত্মসমর্পণ না করে জীবন বাজি রেখে তিনি প্লাটুনকে নিরাপদ স্থানে সরে যেতে সহায়তা করেন। একসময় শত্রুর গুলিতে ঝাঝরা হন মোস্তফা কামাল। তিনি তাঁর নিজ পরিখায় ঢলে পড়েন। অতঃপর, ঐ গ্রামেই তাঁকে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুর সময় একমাত্র ছেলের বয়স ছিল মাত্র দেড় মাস। তাঁর নির্ভীক আত্মদানের কারণে অন্যান্য সিপাহীরা নিরাপদে অন্য অবস্থানে সরে যেতে সক্ষম হয়। এই অতুলনীয় বীরত্ব ও আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা "বীরশ্রেষ্ঠ" উপাধিতে ভূষিত করে।

এই দিনে জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছে সেই মহান বীরকে, যিনি স্বাধীনতার সূর্য উদিত করার পথে নিজেকে করেছেন উৎসর্গ। তাঁর স্মৃতি এই স্বাধীন দেশের অনুপ্রেরণা হয়ে আমাদের অন্তরে চিরজাগরুক থাকবে।

#বীরশ্রেষ্ঠ_মোস্তফা_কামাল #মহানমুক্তিযুদ্ধ #শহীদ_স্মরণ #১৮এপ্রিল

18/04/2025

ব্রেকিং নিউজ
ভোলার গ্যাস ঢাকা নেয়ার পথে ভোলা বাসস্ট্যান্ডে ইন্ট্রাকোর গাড়ি আটকে দিলো ছাত্র-জনতা।

Address

Bhola
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Queen Land of BHOLA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Queen Land of BHOLA:

Share

Category