Sudhor ma - শুদ্ধ'র মা

Sudhor ma - শুদ্ধ'র মা Life isn’t about finding yourself it’s about CREATING yourself.



বিশ্বাস যখন আকাশ ছোঁয়া
জয় বড় মা

সময় সবকিছু ফেরত দেয় 😢সেলেনা কে ঠকিয়ে জীবন ধ্বংস করে মৃত্যুর সন্ধ্যি ক্ষনে পাঠানো যুবক আজ ঠিক সেই সময়ে দাঁড়ানো 🙃একসময়...
23/07/2025

সময় সবকিছু ফেরত দেয় 😢সেলেনা কে ঠকিয়ে জীবন ধ্বংস করে মৃত্যুর সন্ধ্যি ক্ষনে পাঠানো যুবক আজ ঠিক সেই সময়ে দাঁড়ানো 🙃
একসময় তিনি ছিলেন বিশ্বের মঞ্চ কাঁপানো কিশোর কণ্ঠের বিস্ময়—জাস্টিন বিবার। ‘বেইবি’ গেয়ে পুরো পৃথিবীকে মাতিয়ে দেওয়া সেই ছেলেটিই আজ জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি। নাম, যশ, টাকা, খ্যাতি—সবই ছিল তার ঝুলিতে। এমনকি নেশার জিনিসে বোঝাই প্রাইভেট জেটে চড়ে ঘোরা ছিল তার রোজকার ব্যাপার। কিন্তু জীবন কীভাবে সবকিছুর জবাব দেয়, তার প্রমাণ আজকের বিবার।

আজকের দিনে তার কাঁধে রয়েছে ৩১.৫ মিলিয়ন ডলারের বিশাল ঋণ। একসময় যে হাত মাইক্রোফোন ধরত, আজ সে হাত ধরছে স্ত্রীর সাহায্যের জন্য। একসময় যে মানুষ লক্ষ কোটি ডলারের চেক স্বাক্ষর করতেন, আজ তাকিয়ে আছেন স্ত্রী হেইলির ‘রোড’ ব্র্যান্ড বিক্রির অর্থের দিকে। জীবন একেবারে বদলে গেছে।

কোনোদিন কি তিনি ভেবেছিলেন, এই দিনও আসবে? সেই যে হঠাৎ করে আকাশচুম্বী জনপ্রিয়তা, তার সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকা অহঙ্কার, নেশা, অবিন্যস্ততা—সব মিলে একসময় নিজেরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। তখন কেউ বুঝিয়ে বললেও হয়তো শোনার মতো সময় ছিল না, কারণ সাফল্যের শব্দে মানুষের নিজের অন্তরের সতর্ক সংকেতও ঢেকে যায়।

সেই বিবার আজ শারীরিকভাবে অসুস্থ, ক্যারিয়ার ধুঁকছে, কনসার্ট বাতিল হচ্ছে একের পর এক। অথচ একসময় তার কনসার্টের টিকিট পাওয়া মানে ছিল ভাগ্যের ব্যাপার। যে মানুষ ২০০ মিলিয়ন ডলারে নিজের মিউজিক ক্যাটালগ বিক্রি করেন, তিনিই এখন তারই ট্যাক্স, আইনজীবী, ম্যানেজারের বিল মেটাতে হিমশিম খাচ্ছেন।

জীবনে উড়তে চাইলে আগে শিখতে হবে কিভাবে নামতে হয়। বিবার শিখতে পারেননি। তার ভুল ছিল—জীবনকে হিসাব ছাড়া চালানো। এখন শিখছেন। কিন্তু ততদিনে পেছনে ফেলে এসেছেন স্বাস্থ্য, শান্তি, আত্মসম্মান—সবকিছু। যেকোনো সাফল্যই যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তা নিজের ধ্বংস ডেকে আনে।

বিবারের জীবনে এখন তার স্ত্রী হেইলি কতটা সাহায্যকরবে সময়বলবে 🤫। যিনি নিজের কসমেটিক ব্র্যান্ড শেয়ার বিক্রি করে উঠতি বিলিয়ননিয়র .

আর যে সেলেনা গোমেজ কে আট বছর আগে ঠকিয়ে ফেরত আসছিল, আজ সেই মাল্টিবিলিয়নিয়ার ,,কোরিয়ার তুঙ্গে 🫶🫶
এটাও জীবন শেখায়—সত্যিকারের সম্পর্ক খারাপ সময়েই চিনতে হয়। সেলেনার খারাপ সময়ে সে ঠকিয়ে বিয়ের মজায় জমেছিল.

এই গল্প থেকে আমরা কী শিখতে পারি? সময় সব ফেরত দেওয়ার জন্য প্রস্তুত. আজ কাউকে ঠকাচ্ছেন, কাল আপনিও ঠকবেন👏

• সাফল্য যদি হিসাব না জানে, তবে সে শত্রু।
• শরীর, সম্পর্ক আর অর্থ—এই তিনের সমতা না রাখলে জীবন গড়াতে পারে ধ্বংসের দিকে।
• প্রতিটি উঠানের পেছনে থাকে এক সম্ভাব্য পতনের গল্প। প্রস্তুত থাকাই বুদ্ধিমানের কাজ।
• এবং সবশেষে, পাশে দাঁড়ানো মানুষই হয় জীবনের আসল সম্পদ। এদের পায়ে ঠেলে দিতে হয়না😄😄

জাস্টিন বিবার আমাদের শিখিয়ে গেলেন—তারকা মানেই অমরত্ব নয়। সাফল্য মানেই স্থায়িত্ব নয়। কিন্তু ভুল থেকে ফিরে আসা, সেটাই জীবন। হয়তো এই অভিজ্ঞতা তাকে নতুনভাবে জন্ম দেবে—আর আমাদের দেবে আরও একটা শিক্ষা, আরও একবার ভাবার সুযোগ।
কারণ পতন কখনো শেষ নয়, যদি শেখা শুরু হয়।

copy🤚

Address

Barisal
1111

Telephone

+8801721800598

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sudhor ma - শুদ্ধ'র মা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share