M:Tajul islam zihadi

M:Tajul islam zihadi ইসলামীক পেইজ

08/07/2025

আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের কতটা কাছাকাছি আছেন। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না

04/07/2025

হাফেজ ক্বারী মাওলানা আজিজ আল কাউসার হাফিঃ

25/06/2025

আলহামদুলিল্লাহ, দাঁড়িপাল্লা প্রতিকের স্লোগান।
রাজধানীর রমনা থানা শাখার

22/06/2025

‎وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «لَا تَجْعَلُوا بِيُوتَكُمْ مَقَابِرَ إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الَّذِىْ يَقْرَأُ فِيهِ سُوْرَةَ الْبَقَرَةِ». رَوَاهُ مُسْلِمٌ

আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না। (এগুলোতে কুরআন তিলাওয়াত করো) কারণ যেসব ঘরে সূরা আল বাকারাহ্ তিলাওয়াত করা হয় সে ঘর হতে শয়তান ভেগে যায়।

মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ২১১৯
হাদিসের মান: সহিহ হাদিস

21/06/2025

"আপনার রেসপন্সই আপনার শক্তি।
যারা জীবনটা সত্যি বোঝে, তারা জানে কাকে রেসপন্স দিতে হয় আর কাকে এড়িয়ে যেতে হয়। সমালোচনার মধ্যে না ডুবে গিয়ে ভালো কিছু করুন।"
"একটা ভালো বই পড়ুন। প্রিয়জনের সাথে সময় কাটান। ঘর সাজান। রংতুলি দিয়ে ক্যানভাসে মনের কথা ফুটিয়ে তুলুন, সিনেমা দেখুন, গান শুনুন, ছবি তুলুন, ব্যায়াম করুন, গাছ লাগান কিংবা একটুখানি চুপ করে সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ গড়ুন।"
"নিজেকে বাঁচান অপ্রয়োজনীয় মানুষের আগ্রাসন থেকে। আপনার জন্য আসল মানুষগুলোকে চিনে নিন। পরিবার, কাছের কিছু বন্ধুবান্ধব, যাদের সামনে আপনি আয়নার মতো স্বচ্ছ হতে পারেন। তাদের সঙ্গেই আপনার মনের কথাগুলো ভাগ করুন, কারণ তারা আপনার ভালোটা চায়। বাকি দুনিয়াকে জঞ্জাল ভাবুন, এবং দরকার হলে ঝেড়ে ফেলুন।"
"সবশেষে, মনে রাখবেন, জীবন অনেক সুন্দর। পৃথিবীও অনেক সুন্দর। পথে চলতে গিয়ে আগাছা আর কাঁটাঝোপ থাকবেই, কিন্তু আপনাকেই বেছে নিতে হবে কোনটা পাশ কাটিয়ে এগিয়ে যাবেন।"
"সব কথার উত্তর দিতে নেই, সবকিছুর প্রতিক্রিয়া ও দিতে নেই। নিজেকে প্রমাণ করার দরকার নেই, শুধু নিজের পথে স্থিরভাবে এগিয়ে যান।"
-Collected post
#গুরুত্বপূর্ণ #শিক্ষনীয় ゚

21/06/2025

তাকওয়াকে জীবনের নীতি হিসেবে গ্রহণ করে নাও। এর মধ্যে যাবতীয় কল্যাণ নিহিত রয়েছে।’’
আল হাদিস

20/06/2025

হুজুরদের মধ্যে এত দল থাকলে পাবলিক যাবে কোথায়?
ড.মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ।

19/06/2025
18/06/2025

তারুণ্যের প্রথম ভোট
ইসলামের পক্ষের হোক।
জননেতা ডক্টর মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ।
বাউফল ছাত্র ও তারুণ্যের সমাবেশ।
এম.তাজুল ইসলাম জিহাদী

18/06/2025

ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়ার শপথ নিন

দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।
⚖️⚖️⚖️

28/05/2025

কুরআন শিক্ষা করা, অন্যকে শিক্ষা দেয়া এবং কুরআন প্রচার করার গুরুত্ব ও ফজিলত এবং কুরআন বিমুখতার ভয়াবহ পরিণাম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্ট এর পৃষ্ঠপোষক ও উপদেষ্টা, বিশিষ্ট লেখক ও গবেষক জনাব এস এম রুহুল আমীন।

Address

Barisal

Telephone

+8801735722286

Website

Alerts

Be the first to know and let us send you an email when M:Tajul islam zihadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category