Daily life activities of mine

Daily life activities of mine জেনে রেখো,নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী।

-সূরা বাকারাহ্ -আয়াত ২১৪
(1)

23/07/2025

এই যে ম্যাডাম তার বেবিদের সাথে না বসে আমার মশারির উপর বসবে আর মশারি বারবার ছিড়বে,এমনে রাত পার হয়,আবার ভোর ৫ টা থেকে কামলা দেই

সুখে থাকতে ভুতে কি*লায়।এদের তাড়নায় রাতের ঘুম হারাম আমার।ধপাস ধপাস করে পরে,তাই বেডে রাখি,তাও তারা শান্ত হয়ে থাকেনা।কতো ভা...
23/07/2025

সুখে থাকতে ভুতে কি*লায়।এদের তাড়নায় রাতের ঘুম হারাম আমার।ধপাস ধপাস করে পরে,তাই বেডে রাখি,তাও তারা শান্ত হয়ে থাকেনা।কতো ভাবে সিস্টেম করে রাখি,তাও বের হয়ে যায়,আর আমার পরান উল্টে যায়,এদিকে পুঁচি এদের সাথে ঘুমায় না,আমার বেডের অর্ধেকটা অংশ তার,আমি ঠিকঠাক মতো নড়তেও পারিনা, পুঁচি সারারাত যায়গা বদলায়,আর আমার ঘুমের বারোটা,মা খুব চেচায়,আমার নাকি চেহারা খারাপ হয়ে গেছে

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
23/07/2025

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

23/07/2025

🔰ছোট্ট নুসরাতকে টিফিন দিয়ে মা স্কুল গেটে আসতেই বিমানটি ক্রা'শ করে। দৌড়ে গিয়ে দেখেন ক্লাস রুমে দা'উ দা'উ করে আ'গু'ন জ্ব'ল'ছে।😭😭

কাঁ'দ'তে কাঁ'দ'তে মেয়ে হা'রা'নো এই শো'কে'র কথা বলছিলেন মা পারুল আক্তার। শো'কে পা'থ'র বাবা বসে আছেন। নুসরাতের ঘরে এখনো রয়ে গেছে তার বই, খাতা, জন্মদিনে দরজায় লাগানো বোনের উইশ করা ছবি, শুধু নেই সে😭
এসব স্মৃতি চোখে পড়লেই কেঁ'দে উঠছেন পরিবারের লোকজন।
এ বাবা-মার জন্য অনেক অনেক দোয়া🤲🤲
Enjoy the Entertainment The natural beauty

23/07/2025

আল্লাহ
আবার আ*গুন মিরপুর cosmo school এ
কিহলো দেশ এ এসব !!!!

ছবিতে লাশের যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা ক্লাস সেভেনে পড়ুয়া একটা ছেলের লাশ। ছেলেটার নাম ফাইয়াজ। বয়স মাত্র ১২ বছর। মাইলস্টো...
22/07/2025

ছবিতে লাশের যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা ক্লাস সেভেনে পড়ুয়া একটা ছেলের লাশ। ছেলেটার নাম ফাইয়াজ। বয়স মাত্র ১২ বছর।

মাইলস্টোন স্কুলেরই ছাত্র সে। গত দুইদিন যাবত প্রচন্ড অসুস্থ ছিল ছেলেটা। অসুস্থতার জন্যে মাকে বলেছিল আজকে স্কুলে যাবে না।

কিন্তু স্কুলের নিয়ম হচ্ছে টানা তিনদিন অনুপস্থিত থাকলে জরিমানা দিতে হয় এবং পানিশমেন্টও থাকে, পাশাপাশি গার্ডিয়ানদেরও স্কুলে ডাকায়।

ফাইয়াজ বলেছিল স্কুলে না যেতে কিন্তু মা কিছুটা বকাঝকা দিয়েই স্কুলে পাঠিয়েছিল তাকে। এই অসুস্থ শরীর নিয়েই স্কুলে গিয়েছিল ছেলেটা।

ওর মা বলে দিয়েছিল- টিফিনের পর স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে আসতে। কিন্তু ছুটির আগেই সবশেষ।

বাড়িতে ঠিকই ফেরা হলো ফাইয়াজের, কিন্তু ফিরলো লাশ হয়ে। অসুস্থ শরীর নিয়ে স্কুলে না গেলে আজকে হয়তো বেঁচে থাকতো ছেলেটা। জীবন কতটা ট্র্যাজেডি, কতটা অনিশ্চিত! আহারে জীবন

একজন বন্ধু, অন্যজনকে ধরে রেখেছে এবং সে শ্বাস নিচ্ছে কিনা তা জানে না, সাহায্য আসছে কিনা তা জানে না। শুধু জেনেও তাকে ধরে র...
22/07/2025

একজন বন্ধু, অন্যজনকে ধরে রেখেছে এবং সে শ্বাস নিচ্ছে কিনা তা জানে না, সাহায্য আসছে কিনা তা জানে না। শুধু জেনেও তাকে ধরে রাখতে হবে।

এটি শুধু একটি মুহূর্ত নয়।

এটি সব কিছু যা ভেঙে গেছে, এবং যা এখনও মানবিক।

যদি এটি আপনার হৃদয় না ভাঙ্গে,আমি জানি না কি হবে,কোনো বন্ধুকে যেন এমন কষ্ট আর অসহায়ত্বের মধ্য দিয়ে যেতে না হয়।

আল্লাহ এই দুর্ঘটনায় আহতদের সহায় হোন। তিনি শহীদদের শান্তি দিন এবং যারা তাদের ধরে রাখার জন্য পিছনে থেকে ছিলেন তাদের শক্তি দিন।

আমীন।

21/07/2025

📌 ব্রেকিং নিউজ 🔥
২২ জুলাই ২০২৫ পরীক্ষা স্থগিত করা হয়েছে।ফাইনালি

21/07/2025

আগামীকাল মাইলস্টোন কলেজের হসচ এর স্টুডেন্টরা রসায়ন ২য় পত্র পরীক্ষা দিতে যাবে।আগামীকাল আবার কিন্তু রা'ষ্ট্রীয় শো'ক!!! সার্কাস!

21/07/2025

Address

Barisal

Telephone

+8801717155398

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily life activities of mine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share