Easy to Learn

Easy to Learn EDU

06/07/2023

(আইসি)এর পূর্নরূপ Integrated circuit.
#১৯৬০ সালে IC (আইসি) আবিষ্কৃত হয়।

ধারক হলো এমন এক যান্ত্রিক প্রক্রিয়া যার সাহায্যে চার্চকে সঞ্চিত করে রাখা যায়। কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের মধ্যবর্ত...
03/07/2023

ধারক হলো এমন এক যান্ত্রিক প্রক্রিয়া যার সাহায্যে চার্চকে সঞ্চিত করে রাখা যায়। কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে অন্তরত পদার্থ যেমন কাচ, মোম, চিনামাটি, গন্ধক, প্রভৃতি রেখে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে ধারক বলে। ধারক দ্বারা স্বল্প স্থানে উচ্চ মাত্রার বৈদ্যুতিক ক্ষেত্র উৎপন্ন করা যায় এবং তড়িৎ শক্তি সঞ্চিত করে রেখে প্রয়োজনে ব্যবহার করা যায়।

12/05/2023
08/05/2023

আপনি নিশ্চয়ই জানেন pi (পাই) এর মান 3.1416

বন্যা পরিস্থিতির অবনতির কারণে 19/6/ 2022 তারিখের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
17/06/2022

বন্যা পরিস্থিতির অবনতির কারণে 19/6/ 2022 তারিখের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

https://youtu.be/K5fCHqe6bYI
01/08/2021

https://youtu.be/K5fCHqe6bYI

ম্যাজিক দেখুন মোবাইলের সাথে কম্পিউটারের কোনও সংযোগ ছাড়াই কম্পিউটারের সহযোগিতায় পৃথিবীর যেকোনো প্রান্তের অ্যা.....

হাইড্রোজেনের আবিস্কার ও আবিষ্কারক- (গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তিনটি স্কেলে)
01/08/2021

হাইড্রোজেনের আবিস্কার ও আবিষ্কারক- (গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তিনটি স্কেলে)

01/07/2021

How to Convert video with mobile Video Converter?মোবাইল থেকে ভিডিও এর আকার ছোট করার সহজ উপায়।ভিবিন্ন সোর্স থেকে আমারা ভিডিও মোবাইলে ধারন করি। স....

03/06/2021

্লাস_নিন-
ৈরি_করুন-
বারবার মিটিং কোড আসে?
একটি কোড আজীবন স্থায়ীভাবে ব্যবহার করতেচান?
#মোবাইল ব্যবহার করে Google Meet এর Permanent Link তৈরির নিয়ম

বর্তমান সময়া আমাদের বিভিন্ন কাজে ভার্চুয়াল্লি(মিটিং, ক্লাস, আড্ডা...) বা অনলাইনে সংযুক্ত হতে হয়। কোন মাধ্যমেটি সহজ? বিনামূল্যে কোনটি প্যার মুক্ত? zoom, Google Meet, Microsoft Teams সহ বিভিন্ন মাধ্যম আছে। তবে Google Meet, আমার কাছে কিছুটা দীর্ঘ সময় ঝামেলা মুক্ত ও সহজে মিটিং তৈরি এবং সংযুক্ত হওয়ার ক্ষেত্রে গুগল মিট এগিয়ে আছে।
________________________^^^^___________________

মোবাইল থেকে:-

১. Play Store থেকে Google Calendar টি Install করবেন(সাধারণত এন্ড্রয়েড ফোনে Install করা থাকে )।
২. Google Calendar টি Open করবেন।
৩. এরপর আপনার Mobile Screen এর বামপাশে নিচের "+" চিহ্নে চাপ দেবেন(চিত্র ১)
৪. Event এ টাস করে নির্বাচন করুন (চিত্র-২)।
৫. Add Title এ আপনার মিটিং এর নাম লিখবেন(আপনার নিজের নাম ও লিখতে পারেন যেমন- মাইনুল ইসলাম)।
৬. এবার Title এর নিচে Events এ আপনার e-mail দেখাযাবে। নাথাকলে টাস করে আপনার e-mail Address টি লিখে দিন।
৭. All day তে টাস করে অন করে দিন।
৮. Does not repeat টাস করে দিয়ে Every day এ টাস করে রেডিও বাটন নির্বাচন করুন।
৯. Add people থেকে আপনার /ক্লায়েন্ট/ শিক্ষার্থীদে ইমেইল সংযুক্ত করেনিতে পারেন(নাবুঝলে এটি দরকার নেই)।
১০. Add Video Conferencing এ টাস করবেন Google Meet(Video conferencing details added) আসবে।
১১. পেইজে উপরে ডান কোনে Save এ টাস করবেন।

চমৎকার! আপনার মিটিং লিংক প্রস্তুত-
* আপনার Permanent Link তৈরি হয়ে গেছে।
* এবার এখান থেকে বের হয়ে এসে আবার Google Calendar Open করুন। আপনি এখানে আপনার নাম লেখা (টাইটেলে যা লিখেছিলেন) দেখতে পাবেন। আপনার নামের উপর টাস করলেই Google Meet Link টি দেখতে পাবেন।

সাথে থাকার জন্য ধন্যবাদ।
পেইজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ইভেন্ট মুছতে চাইলে/মুছতে নাপারলে জানাবেন...

Address

Barisal
8530

Alerts

Be the first to know and let us send you an email when Easy to Learn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share