03/06/2021
্লাস_নিন-
ৈরি_করুন-
বারবার মিটিং কোড আসে?
একটি কোড আজীবন স্থায়ীভাবে ব্যবহার করতেচান?
#মোবাইল ব্যবহার করে Google Meet এর Permanent Link তৈরির নিয়ম
বর্তমান সময়া আমাদের বিভিন্ন কাজে ভার্চুয়াল্লি(মিটিং, ক্লাস, আড্ডা...) বা অনলাইনে সংযুক্ত হতে হয়। কোন মাধ্যমেটি সহজ? বিনামূল্যে কোনটি প্যার মুক্ত? zoom, Google Meet, Microsoft Teams সহ বিভিন্ন মাধ্যম আছে। তবে Google Meet, আমার কাছে কিছুটা দীর্ঘ সময় ঝামেলা মুক্ত ও সহজে মিটিং তৈরি এবং সংযুক্ত হওয়ার ক্ষেত্রে গুগল মিট এগিয়ে আছে।
________________________^^^^___________________
মোবাইল থেকে:-
১. Play Store থেকে Google Calendar টি Install করবেন(সাধারণত এন্ড্রয়েড ফোনে Install করা থাকে )।
২. Google Calendar টি Open করবেন।
৩. এরপর আপনার Mobile Screen এর বামপাশে নিচের "+" চিহ্নে চাপ দেবেন(চিত্র ১)
৪. Event এ টাস করে নির্বাচন করুন (চিত্র-২)।
৫. Add Title এ আপনার মিটিং এর নাম লিখবেন(আপনার নিজের নাম ও লিখতে পারেন যেমন- মাইনুল ইসলাম)।
৬. এবার Title এর নিচে Events এ আপনার e-mail দেখাযাবে। নাথাকলে টাস করে আপনার e-mail Address টি লিখে দিন।
৭. All day তে টাস করে অন করে দিন।
৮. Does not repeat টাস করে দিয়ে Every day এ টাস করে রেডিও বাটন নির্বাচন করুন।
৯. Add people থেকে আপনার /ক্লায়েন্ট/ শিক্ষার্থীদে ইমেইল সংযুক্ত করেনিতে পারেন(নাবুঝলে এটি দরকার নেই)।
১০. Add Video Conferencing এ টাস করবেন Google Meet(Video conferencing details added) আসবে।
১১. পেইজে উপরে ডান কোনে Save এ টাস করবেন।
চমৎকার! আপনার মিটিং লিংক প্রস্তুত-
* আপনার Permanent Link তৈরি হয়ে গেছে।
* এবার এখান থেকে বের হয়ে এসে আবার Google Calendar Open করুন। আপনি এখানে আপনার নাম লেখা (টাইটেলে যা লিখেছিলেন) দেখতে পাবেন। আপনার নামের উপর টাস করলেই Google Meet Link টি দেখতে পাবেন।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
পেইজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ইভেন্ট মুছতে চাইলে/মুছতে নাপারলে জানাবেন...