IMRAN's VLOG 0.1

IMRAN's VLOG 0.1 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IMRAN's VLOG 0.1, College Road, Barguna, Barishal.

বিদায়! বাংলাদেশের আপোষহীন নেত্রী, তিন বারের সফল প্রধানমন্ত্রী,  বেগম খালেদা জিয়া (১৯৪৫-২০২৫),  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ...
30/12/2025

বিদায়! বাংলাদেশের আপোষহীন নেত্রী, তিন বারের সফল প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া (১৯৪৫-২০২৫), ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।😰😰😰😥😥😥

21/12/2025

ওসমান হাদী ভাই
তিনি আর আমাদের মাঝে নাই
রেখে গেছেন তার স্মৃতি 😥😥

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। খাকবুনিয়া ফাযিল মাদরাসা বরগুনা সাবেক ছাত্র ছোট ভাই Siddikur Rahman আজকের ভোরে ইন...
05/12/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
খাকবুনিয়া ফাযিল মাদরাসা বরগুনা সাবেক ছাত্র ছোট ভাই Siddikur Rahman আজকের ভোরে ইন্তিকাল করেন। কত স্মার্ট,ভদ্র, মার্জিত একটা ছেলে, দেখা হলে কতটা বিনয়ী হয়ে সালাম দিতো মহব্বত করতো। ভাইরে, তোকে খুব ভালবাসি। আল্লাহ তোকে ক্ষমা করে জান্নাতবাসী করুক। আমিন

27/11/2025

হে আল্লাহ ফজর আদায়কারীদের আপনি বারাকা দান করুন।
আমিন।

26/11/2025

বর্তমান সমাজের প্রেক্ষাপট অনুযায়ী
জগৎ ভরা নামের মানুষ
কামের মানুষ নাই

আপনি  আমাদের উৎসব ভাতা ২৫ থেকে বাড়িয়ে ৫০ করেছেন, এক সাথে ১৫% ইনক্রিমেন্ট দিয়েছেন এবং লাস্ট বাড়ি ভাড়া ১০০০ থেকে বাড়িয়ে ১৫...
22/10/2025

আপনি আমাদের উৎসব ভাতা ২৫ থেকে বাড়িয়ে ৫০ করেছেন, এক সাথে ১৫% ইনক্রিমেন্ট দিয়েছেন এবং লাস্ট বাড়ি ভাড়া ১০০০ থেকে বাড়িয়ে ১৫% দিয়েছেন। এবং সামনে পে স্কেল আশা করছি পাবো। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। ইনশাআল্লাহ আমরা নবউদ্যমেই ক্লাসে ফিরে যাব।

18/10/2025

শিক্ষক আন্দোলনের জন্য প্রথম শহীদ মাহবুব স্যার।

'আমি রিপন মিয়া, পড়ালেখা জানি না। "ক" লিখতে কলম ভেঙে ফেলি,"মূল কথা হলো, আমাদের নেত্রকোণার মানুষ ভালো না। একজনের ভালো আরেক...
17/10/2025

'আমি রিপন মিয়া, পড়ালেখা জানি না। "ক" লিখতে কলম ভেঙে ফেলি,

"মূল কথা হলো, আমাদের নেত্রকোণার মানুষ ভালো না। একজনের ভালো আরেকজন সহ্য করতে পারে না। আপনি জানেনই— কেউ উপরে উঠলে অন্যরা টেনে নিচে নামিয়ে ফেলে।

ভাইরাল হওয়ার পর থেকে যখন টাকা-পয়সা আসা শুরু হলো, তখন থেকেই ঝামেলা শুরু। একজন আমাকে দুই কোটি টাকার অফার দিয়েছিল তার সঙ্গে কাজ করার জন্য। আমি রাজি না হওয়ায় এসব ঝামেলা তৈরি হয়েছে। বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হয়েছে।

আমার সঙ্গে আরও অনেকে কনটেন্ট বানানো শুরু করেছে। কিন্তু তারা আমার মতো জনপ্রিয় হতে পারছে না। তারাই এই ঝামেলাটা তৈরি করেছে। তবে আমি এখন রাজি হয়েছি— তারা ২ কোটি টাকা ক্যাশ দেবে। স্ট্যাম্পে চুক্তি করে এক বছরের জন্য তাদের সঙ্গে কাজ করব। সব ঠিকঠাক থাকলে সেই চুক্তি অনুযায়ী কাজ করব।"

শিক্ষকদের যৌক্তিক দাবীগুলো মেনে নিন।শিক্ষকদের অভাবী, অভুক্ত রেখে 'উন্নত শিক্ষা ব্যবস্থা' নির্মাণ করা যায় না।😰😰😰😥😥😥
16/10/2025

শিক্ষকদের যৌক্তিক দাবীগুলো মেনে নিন।
শিক্ষকদের অভাবী, অভুক্ত রেখে 'উন্নত শিক্ষা ব্যবস্থা' নির্মাণ করা যায় না।
😰😰😰😥😥😥

08/10/2025

ফরজ নামাজের পর যেসব আমল করবেন
এক.
রাসুল (সা.) প্রত্যেক ফরজ নামাজ শেষে ৩ বার আসতাগফিরুল্লাহ্‌ বলতেন। (মুসলিম, হাদিস : ১২২২)

দুই.
তারপর ‘আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম’ – এটি পরতেন । (মুসলিম, হাদিস : ১২২১)
তিন.
সুবহানাল্লাহ [৩৩ বার], আলহাদুলিল্লাহ [৩৩ বার], আল্লাহু আকবার [৩৩ বার], [লা-ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু; লাহুল মুলকু; ওয়ালাহুল হামদু; ওয়াহুওয়া আলা- কুল্লি শাইয়িন ক্বাদির) (১ বার)। এগুলো পাঠে গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়। (মুসলিম, হাদিস : ১২৪০)

চার.
রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাঁধা থাকবে না।’ (নাসায়ি, হাদিস : ৯৪৪৮; তাবারানি, হাদিস : ৭৮৩২)

পাঁচ.
‘আল্লাহুম্মা আজিরনী মিনান নার’ ৭ বার, ফজর ও মাগরিবের পর। সে দিন বা সে রাতে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। (আবু দাউদ, হাদিস : ৫০৮০)

ছয়.
সুরা ইখলাস, ফালাক্ব ও সুরা নাস, প্রত্যেকটি ৩ বার করে, ফজর ও মাগরিবের পর। রাসুল (সা.) বলেন, সকাল-সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না।

সাত.
দরুদ শরিফ ১০ বার, ফজর ও মাগরিবের পর। কেয়ামতের দিন রাসুল (সা.)-এর শাফাআত লাভ হবে।

আট.
রাদ্বিতু বিল্লাহি রাব্বা, ওয়াবিল ইসলামি দ্বীনাঁও, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা— এই দোয়াটি ৩ বার, ফজর ও মাগরিবের পর। এটা পড়লে রাসুল (সা.) হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন। (ইবনে আবি শাইবা, হাদিস : ০৬/৩৬)

নয়.
রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে,
«سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ» (সুব্‌হানাল্লা-হি ওয়াবিহামদিহি) তার পাপগুলো মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে। (বুখারি, হাদিস : ৬৪০৫; মুসলিম, হাদিস : ২৬৯১)

মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত আমলগুলো যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন। আমিন।

02/10/2025

যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদেরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয়, কিন্তু গরিবেরা দেয় তাদের ছেলেদের।
যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায়, আর গরিবেরা খোঁজে তাদের ছেলেদের কবর।
😥
এটাই বাস্তব

Address

College Road, Barguna
Barishal
8700

Alerts

Be the first to know and let us send you an email when IMRAN's VLOG 0.1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IMRAN's VLOG 0.1:

Share