ICS television

ICS television Allah is watching me

কেন্দ্রীয় সদস্য সম্মেলন ১৯৭৯রাজধানীর হোটেল ইডেনে ১৯৭৯ সালে সারাদেশের সদস্যদের নিয়ে কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।ত...
03/12/2025

কেন্দ্রীয় সদস্য সম্মেলন ১৯৭৯

রাজধানীর হোটেল ইডেনে ১৯৭৯ সালে সারাদেশের সদস্যদের নিয়ে কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

তৎকালীন কেন্দ্রীয় সভাপতি কামারুজ্জামান ভাইয়ের সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, বাংলা একাডেমির তৎকালীন পরিচালক ড. আশরাফ সিদ্দিকী, বিচারপতি নূরুল ইসলাম, বিশিষ্ট কবি-সাহিত্যিক সৈয়দ আলী আহসান এবং এ কে এম নাজির আহমেদ। এছাড়াও দেশি–বিদেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এতে উপস্থিত ছিলেন।


Bangladesh Islami Chhatrashibir

03/12/2025

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) ইনশাআল্লাহ,,,

#এসো_একসাথে_গড়ি_বাংলাদেশ


#হিজলা #মেহেন্দিগঞ্জ

লাখো জনতার উপস্থিতিতে আটদলের বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিতঅনেকের শাসন দেখেছেন এবার ইসলামপন্থীদের সুযোগ দিন-পীর সাহেব চর...
02/12/2025

লাখো জনতার উপস্থিতিতে আটদলের বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

অনেকের শাসন দেখেছেন এবার ইসলামপন্থীদের সুযোগ দিন
-পীর সাহেব চরমোনাই

আমরা দরজা বন্ধ করিনি সকল দেশপ্রেমিক শক্তি আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে কুরআনের আইন চালু করি
-অধ্যাপক মুজিবুর রহমান

৫ দফা দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২রা ডিসেম্বর'২৫, বরিশাল বেলস পার্কে বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর বারোটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলমান সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। আটদলের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, আজকের সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন, যারা বিভিন্ন সময়ে মুখরোচক কথার মাধ্যমে ধোঁকা দিয়ে ক্ষমতার চেয়ারে বসে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, পাচার করেছে, চোরের দিক থেকে বারবার ফার্স্ট করেছে, তাদেরকে সমাবেশ থেকে ম্যাসেজ দিতে চাই তাদের জায়গা বাংলার মাটিতে হবেনা, তাদেরকে উৎখান করতে হবে। যারা বাংলাদেশের পরিবেশকে অশান্ত করার পায়তারা করছে, তাদের জায়গা বাংলাদেশে হবেনা। আমরা এদেশকে মুক্ত করার জন্য রাজপথে আন্দোলন করে ফ্যাসিবাদ মুক্ত করেছি। কিন্তু চাঁদাবাজি দেখার জন্য রাস্তায় নামিনি, মানুষ খুন হবে এটা দেখার জন্য রাস্তায় নামিনি।

তিনি বলেন, আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিত হবে। আর যারা ক্ষমতায় গিয়ে দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদেরকে এদেশে আর সুযোগ দেয়া হবে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, স্টেশন দখলের সাথে যারা জড়িত তাদেরকে স্পষ্ট ভাষায় বলছি আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখনো আপনারা পরিবর্তন হোন। হাসিনাও বলেছিলো যে 'শেখ হাসিনা পালায়না'। কিন্তু তিনি রান্না করা খাবার খেয়ে যেতে পারেনি। সুতরাং দেশের সবার শিক্ষা নিতে হবে। নয়তো এমন পরিণতির জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। পীর সাহেব চরমোনাই বলেন, আপনারা অনেক শাসন দেখেছেন এবার ইসলামকে সুযোগ দিন, আমরা একটি সুখী, সমৃদ্ধশালী ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দেব ইনশাআল্লাহ। ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি থাকবেনা, অবিচার থাকবেনা, খুনাখুনি থাকবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না। অসুস্থ বেগম খালেদা জিয়া এবং জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মাদ তাহেরের সুস্থতা কামনা করেন পীর সাহেব চরমোনাই।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমীর বলেন, আমরা অনেকে আগে পীর পছন্দ করতাম না। আমিও ছাত্রজীবনে এমনটা মনে করতাম। কিন্তু আজকে চরমোনাই পীর সাহেবের পাশে বসে মনে হলো তিনি শুধু পীর নয় তিনি এদেশের ইসলাম প্রতিষ্ঠার একজন মহাবীর। তিনি বলেন আমরা আটদল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তায়া’লা কুরআনে দুইটা দলের কথা বলেছেন, একটা হলো হিজবুল্লাহ আরেকটা হিজবুশ শয়তান। সুতরাং আমরা আল্লাহর দলে থাকতে চাই। আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে কুরআনের আইন চালু করি, আমরা মানবরচিত আইনের সংবিধান দেখতে চাইনা। আল্লাহর রাসুল যেভাবে মদিনার সনদের ভিত্তিতে যেভাবে ইসলামী সমাজ কায়েম করেছেন সেভাবে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। সংস্কারের মাধ্যমে আমরা সংবিধান থেকে ইসলামবিরোধী ধারা বাতিল করতে চাই।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, একটি দলকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তাদেরকে যারা সহযোগিতা করেছে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। আল্লাহর আইন মেনে যারা রাষ্ট্র পরিচালনা করেনা তারা জালেম কাফের ফাসেক। আমরা দরজা বন্ধ করিনি, সকল দল সংগঠন প্রতিষ্ঠানকে আহ্বান জানাই আমরা সবাই মিলে দেশকে গড়ে তুলি। এদল দেখা শেষ ওদল দেখা শেষ এখন হবে কল্যাণের বাংলাদেশ।সবশেষে তিনি ৮ দলকে আগামী দিনে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ও অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মু.বাবর, খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসির আজাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম।

বিএনপির চেয়ে বেশি মানুষের পছন্দ জামায়াতে ইসলামী...
02/12/2025

বিএনপির চেয়ে বেশি মানুষের পছন্দ জামায়াতে ইসলামী...

মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের জামায়াত কর্মী নেয়ামত উল্লাহ'র পিতা মাওলানা জয়নাল আবেদীন এর জানাযায়  অংশগ্রহণ করেন বা...
01/12/2025

মেহেন্দিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের জামায়াত কর্মী নেয়ামত উল্লাহ'র পিতা মাওলানা জয়নাল আবেদীন এর জানাযায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বরিশাল-৪ আসনের প্রার্থী মাওলানা আব্দুল জব্বার।

#মেহেন্দিগঞ্জ

ইসলামী ও সমমনা ৮ দলের উদ্যোগে বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সমাবেশ স্থল (বেলস পার্ক ময়দান) পরিদর্শন করেন মহান...
30/11/2025

ইসলামী ও সমমনা ৮ দলের উদ্যোগে বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সমাবেশ স্থল (বেলস পার্ক ময়দান) পরিদর্শন করেন মহানগর ও জেলার জোট নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল -৪ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার ও বরিশাল-৫ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।


#এসো_একসাথে_গড়ি_বাংলাদেশ
#বরিশাল-৪
#বরিশাল-৫

২০২৬–২৮ মেয়াদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর হিসেবে মুহতারাম  ডা. শফিকুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন।আল্লাহ রাব্ব...
28/11/2025

২০২৬–২৮ মেয়াদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর হিসেবে মুহতারাম ডা. শফিকুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি—তিনি যেন মুহতারাম আমীরে জামায়াতকে জাতির আশা ও আকাঙ্ক্ষা পূরণে যথাযথ সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার তাওফিক দান করেন। আমীন।


#এসো_একসাথে_গড়ি_বাংলাদেশ

Ok lets go. #ফজাপাগলা
28/11/2025

Ok lets go.
#ফজাপাগলা

27/11/2025

আগুন নিয়ন্ত্রণের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী বস্তির লোকদের জন্য খাবার ও কম্বলের ব্যবস্থা করে।


#এসো_একসাথে_গড়ি_বাংলাদেশ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গনভোট আয়োজনসহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে আগ...
26/11/2025

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গনভোট আয়োজনসহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে আগামী ২ ডিসেম্বর বরিশালে বিভাগীয় সমাবেশ।

#জামায়াতেইসলামী
#ইসলামীআন্দোলন
#খেলাফতেমজলিস
#বরিশাল

⇲ একটি নীরব বিপ্লবের হাতছানি ⇱আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে তরুণ প্রজন্মের একটি বিরাট অংশ আজ ইসলামী আন্দোলনে ...
26/11/2025

⇲ একটি নীরব বিপ্লবের হাতছানি ⇱

আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে তরুণ প্রজন্মের একটি বিরাট অংশ আজ ইসলামী আন্দোলনে এসে ভিড় করেছে। আজ সমাজে এ সংখ্যা কম নয়। আমরা এদেশে ইসলামী সমাজের স্বপ্ন দেখছি। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা সমৃদ্ধ বাংলাদেশের প্রধান শর্ত এদেশ গড়ার কারিগরদেরকে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ে কাজ করছি। আমরা এদেশের তরুণ প্রজন্মকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিকরূপে প্রস্তুত করার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছি। আর আমাদের দৃঢ় বিশ্বাস, প্রকৃত অর্থে এসব গুণের সমন্বয় সাধনের জন্য ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী হওয়ার কোনো বিকল্প নেই। আর আখিরাতে মুক্তির ক্ষেত্রে তো এ ছাড়া উপায়ই নেই।

এ প্রজন্মকে ইসলামী আন্দোলনের দিকে আহ্বান করার জন্য আমরা সদা কাজ করে চলেছি। আমাদের নানামুখী জ্ঞানপূর্ণ পন্থা এখানে কার্যকর। সেসব প্রচেষ্টার সাথে সাথে আজ আমি একটি ছোট্ট, সহজ কিন্তু অত্যন্ত ফলপ্রসূ দাওয়াতি মাধ্যমের ব্যাপারে আলোচনা করতে চাই। আমার বিশ্বাস, আমরা যারা ইসলামী আন্দোলন করছি, তারা এ ব্যাপারে সচেতন হলে স্বল্প সময়ের ব্যবধানে অনেক বড় ফল লাভ করা যাবে। সেটি হচ্ছে পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া। আমরা সবাই ছাত্র, বর্তমানে আমাদের পরবর্তী প্রজন্ম বলতে আত্মীয়স্বজনের মধ্যে আমাদের জুনিয়র যারা আছে তাদেরকে বোঝাচ্ছি। বিস্তারিত বলতে গেলে, আমাদের সহোদর ছোট ভাই ও ছোট বোন, চাচাতো-মামাতো-খালাতো ছোট ভাইগণ, ছেলেমেয়ে সর্বপ্রকার কাজিনদের ছেলে বাচ্চাগুলোকে বোঝাচ্ছি। এদেরকে আমরা আপাতত আমাদের পরবর্তী প্রজন্মের অংশ ধরে নিতে পারি। এদের প্রত্যেকের ওপর আমাদের পজেটিভ প্রভাব অনেক বেশি। একটু প্রচেষ্টা চালালে এ প্রভাব আরো অনেক গুণে বাড়ানো সম্ভব। খুব সহজ, শুধু প্রয়োজন একটু সচেতনভাবে পথ চলা।

আমাদের আত্মীয়স্বজন, যেমন উদাহরণ হিসেবে বড় খালাতো বোনের কথাই ধরি। তিনি যখন তাঁর ছয় বছরের বাচ্চাকে আদর যত্ন করে পড়াতে বসান, তখন তাকে উৎসাহ প্রদানের জন্য হয়ত আমাদের কথা শোনান। হয়ত বলেন, “ভালো করে পড়ালেখা কর, তোমার নাসির মামার মত হতে হবে।” আমি নিশ্চিত, এ কথা শোনার পরে পিচ্চি ভাগ্নেটার মনের মধ্যে নাসির মামার একটি প্রতিচ্ছবি ভেসে ওঠে। নাসির মামাকে সে আইডল হিসেবে কল্পনা করে। মনের অজান্তেই। মনে মনে সে নাসির মামাকে অনুসরণ ও অনুকরণ করতে আগ্রহী হয়ে ওঠে।

এখন নাসির মামা যদি ঐ ভাগ্নেটার খোঁজ খবর রাখে, মাঝে মধ্যে গিফট পাঠায়, সুযোগ করে দেখা করে, দুই টাকা খরচ করে এনভেলপ কিনে তার ভেতরে দু’ কলম চিঠি পোস্ট করে, পড়ালেখার খোঁজ রাখে, মাঝে মধ্যে খেলাধুলারও খোঁজখবর নেয়, সুযোগ পেলে তার সাথে গল্প করে, ওদের বাসায় গেলে সাথে নিয়ে আশপাশে বেড়াতে নিয়ে যায় এবং সত্যিকারার্থে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখে তবে নিশ্চিত করেই বলা যায় ভাগ্নেটা নাসির মামাকেই ফলো করতে অভ্যস্ত হবে। নাসির মামাই তার সবচেয়ে প্রিয় মামা হিসেবে ওর কাছে ধরা দেবে। নাসির মামার দায়িত্ব হচ্ছে পিচ্চি ভাগ্নেটাকে আগামী দিনে সঠিক পথের দিকে আহ্বান করার জন্য দীর্ঘমেয়াদি টার্গেট নেয়া। ভাগ্নেকে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করা। সময়ের সাথে সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া যেমন, নামাজের বয়স হলে নামাজের খোঁজ নেয়া, রোজার ব্যাপারে তাগিদ দেয়া, বিভিন্ন ক্লাসে পড়ালেখায় ভালো করার ব্যাপারে টিপস দেয়া, কিশোর অবস্থায় তার বুঝের উপযোগী বই পড়তে দেয়া হবে মামার দায়িত্ব। ভাগ্নেকে সত্যিকার মানুষ তথা আল্লাহর একজন প্রিয় বান্দা হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালানো, যেন সে দুনিয়াতে কল্যাণ পায় এবং আখিরাতেও কল্যাণ পায়।

এভাবে করে সময়ের সাথে সাথে ভাগ্নে একজন সত্যপ্রিয় মানুষ হিসেবে বেড়ে উঠবে ইনশাআল্লাহ। আর স্বাভাবিক ভাবেই তার বুঝের আলোকে নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পরে তাকে ইসলামী আন্দোলনের ব্যাপারে অভ্যস্ত করে তোলা হবে নাসির মামার কাজ। ইসলামী আন্দোলনে অভ্যস্ত হয়ে গেলে লাখো ‘নাসির মামা’ তখন এ ভাগ্নের খোঁজ রাখবে।

আমি এ চিন্তা থেকেই একবার একটি অনলাইন জরিপ করেছিলাম। যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত এমন ভাইদের কাছে জানতে চেয়েছিলাম, “আপনার সহোদর ছোট ভাই-বোন, ছেলে কাজিন, সহোদর ভাই-বোনের ছেলে ও মেয়ে যাদের বয়স আপনার চেয়ে কম, ছেলে ও মেয়ে উভয় প্রকার কাজিনের ছেলে বাচ্চা যাদের বয়স আপনার চেয়ে কম, এমন জুনিয়রদের সংখ্যা কত?” ৭৫ জন ভাই আমার সে জরিপে উত্তর করেছিলেন এবং আমি প্রতিজনের জন্য গড়ে এই জুনিয়র সংখ্যা পেয়েছিলাম সাড়ে ২২ জন করে। চিন্তা করা যায়, কী বিরাট সংখ্যা! সুবহানাল্লাহ। একটু সচেতনভাবে পথ চললে এ সাড়ে বাইশ জনের পেছনে নীরবে কাজ করা সম্ভব। তাড়াহুড়ার কিছু নেই। এদের পেছনে আগামী ছয় সাত বছর কাজ করলে আল্লাহ চাহেন তো সবাই দ্বীনের পথে পথিক হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আর আমার তো মনে হয়, সবাই যদি এভাবে সাড়ে ২২ জনের পেছনে কাজ করি, তবে বাংলাদেশের আর কোনো মুসলিম শিশু হয়ত আমাদের এ নীরব দাওয়াতের আওতার বাইরে থাকবে না। সাড়ে বাইশ জনের মধ্যে হয়ত অনেক শিশুই আমাদের আরো কিছু আত্মীয়ের দাওয়াতের অধীনেও পড়বে। সেটা তো আরোও ভালো হবে।

রিসেন্টলি আমার বড় ভাতিজার এসএসসির রেজাল্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে সে অসাধারণ রেজাল্ট করেছে। এখন তো জিপিএর পাশাপাশি প্রাপ্ত নম্বরও জানা যায়। সে বিচারে এ রেজাল্ট জানার পর আমি সত্যিই খুব বিমোহিত হয়েছি, আল্লাহর কাছে বিশেষ শুকরিয়া জানিয়েছি। এ আনন্দ অনেকের সাথেই শেয়ার করেছি। অনুভব করেছি, পরবর্তী প্রজন্ম আমাদের চেয়ে বেশি ভালো রেজাল্ট করতে পারলে বেশি আনন্দ হয়। ওরা আমাদের চেয়ে যত বেশি ভালো করে, আনন্দটা জ্যামিতিক হারে তত বেশি হয়। আমি যেমন আমার বড় ভাইদের দেখে উদ্বুদ্ধ হতাম ভালোমত করে পড়ালেখা করার ব্যাপারে এবং দ্বীনের পথে চলার ব্যাপারে, আমার বিশ্বাস, আমার ভাতিজা, ভাতিজি, ভাগ্নে, ভাগ্নি হয়ত আমাদেরকে দেখে তেমনটাই উদ্বুদ্ধ হয়। আজ ওদের রেজাল্ট ভালো হলে হয়ত ওদের পরের জনেরা ওদের থেকেও এগিয়ে যাবে। ডেভেলপমেন্ট প্রসেসটা সাধারণত এভাবেই ধারাবাহিকভাবে হয়। আমরা যদি সত্যিকারার্থেই ওদেরকে দ্বীনি যোগ্যতা ও দুনিয়া পরিচালনাগত তথা ক্যারিয়ার রিলেটেড যোগ্যতা বৃদ্ধির ব্যাপারে সচেতনভাবে দেখভাল করতে পারি, তাহলে আল্লাহ চাহেন তো একদিন ওরা এ জাতিকে শান্তির সুশীতল সমাজ উপহার দেয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করতে পারবে। এভাবে করে আগামীর প্রজন্মের একটি বিরাট অংশকে নীরবে নিভৃতে ইসলামী আন্দোলনের যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলা অসম্ভব কিছু নয় বলেই আমার বিশ্বাস। এভাবে কাজ করার মধ্য দিয়ে সূরা আত তাহরিমের ষষ্ঠ আয়াতে দেয়া আল্লাহ তায়ালার নির্দেশ, “হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার ও সন্তান-সন্ততিকে সেই আগুন থেকে রক্ষা করো মানুষ এবং পাথর হবে যার জ্বালানি।”-এর বাস্তবায়নের প্রয়াস পাব ইনশাআল্লাহ।

আসুন, আমরা সাধারণভাবে সকল তরুণ ছাত্রের কাছে ইসলামের আহ্বান পৌঁছানোর পাশাপাশি আমাদের সম্ভাবনাময় পরবর্তী প্রজন্মকে সঠিক পথের দিশা দেয়ার জন্য যত্নবান হই, তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, স্বপ্নের লালন করি আর এগিয়ে যাই একটি শান্তিময় সমাজ গঠনের দিকে, একটি নীরব বিপ্লবের দিকে। আল্লাহ আমাদেরকে সাহায্য ও কবুল করুন।

পরিকল্পনাবীদ সিরাজুল ইসলাম।
-সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

এরা সামান্য দুই লক্ষ টাকা চাঁদার জন্য হত্যা পর্যন্ত করতে পারে।সময় থাকতে সংশোধন হন।আল্লাহ সীমালঙ্ঘন কারীকে পছন্দ করেন না।
26/11/2025

এরা সামান্য দুই লক্ষ টাকা চাঁদার জন্য হত্যা পর্যন্ত করতে পারে।সময় থাকতে সংশোধন হন।আল্লাহ সীমালঙ্ঘন কারীকে পছন্দ করেন না।

Address

Barisal

Telephone

+8801307627955

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICS television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share