Goila kabita parishad

Goila kabita parishad Literature

13/04/2025

Sing along this heart touching song ‘Chaaha Hai Tujhko’ from the hit movie ‘Mann’ starring Aamir Khan and Manisha Koirala in the soulful vocals of Udit Naray...

13/04/2025

Song - Mile Ho TumSingers - Tony Kakkar & Neha KakkarLyrics - Tony KakkarMusic - Tony Kakkar

19/03/2025
18/03/2025
আমাদের প্রিয় বিদ্যাপিঠ ঐতিহাসিক "সরকারি গৈলা মডেল মধ্যমিক বিদ্যালয়" এর একশত বএিশ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক সার্থক হোক...
23/01/2025

আমাদের প্রিয় বিদ্যাপিঠ ঐতিহাসিক "সরকারি গৈলা মডেল মধ্যমিক বিদ্যালয়" এর একশত বএিশ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক সার্থক হোক।

"শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান গৈলা স্কুল"

বরিশালের উত্তর জনপদে প্রথম গড়ে তোলা গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের গৌরব আজও অম্লান। ১৮৯৩ সালে গৈলায় কতিপয় শিক্ষানুরাগীর ঐকান্তিক প্রচেষ্টায় এ বিদ্যাপিঠটি গড়ে ওঠে।
উদ্দ্যোক্তা ছিলেন বকশী বাড়ির রজনীকান্ত দাশ গুপ্ত, নবীন চন্দ্র দাশ গুপ্ত ও শশীকান্ত দাশ গুপ্ত। রজনীকান্ত গৈলায় স্কুল প্রতিষ্ঠার জন্য প্রথম সভা আহ্বান করেন।
১৮৯৩ সালের ২৩ জানুয়ারী গৈলা স্কুল স্তাপিত হয়। স্কুলের প্রাথমিক কার্যক্রম শুরু হয় গৈলা বাজারের পশ্চিম পাশে দাশের বাড়িতে।
১৮৯৪ সলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন লাভ করে গৈলা স্কুল। স্থানীয় তালুকদার ও দাশ গুপ্ত পরিবার স্কুলের জন্য জমি দান করেন।
ব্রিটিশ আমলে দ্বিতীয় কলকাতা বলে খ্যাত তৎকালীন গৌরনদী থানার উল্লেখযোগ্য একটি স্থানের নাম গৈলা। শিক্ষা-সাংস্কৃতির দিক থেকে গৈলার সুনাম সুখ্যাতি দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। ওই সময় বরিশাল অঞ্চলে একমাত্র বি এম ইন্সটিটিউট ছাড়া অন্য কোন শিক্ষা প্রতিষ্টান (মাধ্যমিক স্কুল) ছিল না। তাই নানা দিক ভেবে কতিপয় শিক্ষানুরাগী গৈলা স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেন। স্কুল শুরুর প্রথম বছর ৬০০ ছাত্রছাত্রী নিয়ে গৈলা স্কুলের যাত্রা শুরু হয়। ওই বছরের শেষের দিকে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ১১ শ'তে দাঁড়ায়।
গৈলা স্কুলের প্রথম প্রাধান শিক্ষকের নাম কৈলাশ চন্দ্র সেন। তিনি বিএ পসের পর কলকাতায় উচ্চ পদে সরকারি চাকরিতে নিয়োজিত হন। এলাকাবসীর অনুরোধে তিনি চাকরি ছেড়ে সামান্য বেতনে চাকরি নেন গৈলা স্কুলে। সুদীর্ঘ ৩৭ বছর ধরে তিনি ওই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ১৯৪৬ সাল পর্যন্ত সময়কে গৈলা স্কুলের স্বর্নযুগ বলা হয়। ১৯৪৮ থেকে ৫৭ সাল পর্যন্ত স্কুল চলে সবচেয়ে খারাপ গতিতে। গৈলা বকশি বাড়িতে প্রখ্যাত অর্থনীতিবিদ অমিয় দাশ গুপ্ত জন্মগ্রহন করেন। তিনি গৈলা স্কুলে কৃতিত্বের সঙ্গে মেট্রিক পাস করার পর বরিশাল বি এম কলেজ থেকে ১৯২১ সালে আইএ পাস করেন। ১৯২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে তিনি ভর্তি হন এবং বিএ অনার্স ও এমএ পরীক্ষায় তিনি প্রথম শ্রেনীতে প্রথম স্থান লাভ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমএ পরীক্ষার ফল প্রকাশ হওয়ার আগেই তাকে শিক্ষকতা পদে নিয়োগ দান করেছিলেন।
১৯৩৪ সালে গৈলা স্কুলের সেই কৃতী ছাত্র অমিয় দাশ গুপ্ত পিএইচডি ডিগ্রী অর্জনের জন্য লন্ডনের লন্ডন স্কুল অব ইকোনোমিক্সের প্রফেসর লাওনেল রবিনসের তত্বাবধানে ভর্তি হন। কিন্তু ৩ বছরের কোর্স সমাপ্ত করতে তার সময় লেগে ছিল মাত্র ২ বছর। অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন অমিয় দাস গুপ্তকে অর্থনীতিবিদদের অর্থনিতিবিদ বলে অভিহিত করেছেন

১৯৫৯ সালে জহর দাস গুপ্ত মাধ্যমিক পরীক্ষায় ঢাকা বোর্ডের দ্বিতীয় স্থান লাভ করেন। ১৯৫৮ সালে পরিতোষ কুমার দাস এবং ১৯৬৫ সালে শাহ আলম মোল্লা বোর্ডের মেধা তালিকায় স্থান লাভ করেন। এ স্কুলের ছাত্রদের মধ্যে জাতীয় পর্যায়ে অবদান রেখেছেন সাবেক পানি, সেচ ও বন্যা নিয়ন্ত্রন মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাদ, সাবেক ভূমিমন্ত্রী সুনীল গুপ্ত, সাবেক প্রতিমন্ত্রী কালকিনি থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন, সাংবাদিক অজয় দাশ গুপ্ত। এছাড়াও গৈলা স্কুলের বহু মেধাবী ছাত্রছাত্রী দেশ- বিদেশের বিভিন্ন উচ্চপদে বহাল রয়েছেন।

পরবর্তি সংযোজনে গৈলা স্কুল তথা গৈলার অন্যান্ন কির্তী সন্তানের নাম নিয়ে লেখা প্রচারের অপেক্ষায়।

"সংগৃহীত ও সংযোজিত"

21/12/2024

'ফেরিওয়ালা'─
কবিতার বরপুত্র কবি হেলাল হাফিজ।

"কষ্ট নেবে কষ্ট?
হরেক রকম কষ্ট আছে,
কষ্ট নেবে কষ্ট!।।

লাল কষ্ট, নীল কষ্ট,
কাঁচা হলুদ রঙের কষ্ট,
পাথর চাপা সবুজ ঘাসের
সাদা কষ্ট,
আলোর মাঝে কালোর কষ্ট,
‘মাল্টি-কালার’ কষ্ট আছে,
কষ্ট নেবে কষ্ট?

ঘরের কষ্ট, পরের কষ্ট,
পাখি এবং পাতার কষ্ট,
দাড়ির কষ্ট,
চোখের বুকের নখের কষ্ট,
একটি মানুষ খুব নীরবে
নষ্ট হবার কষ্ট আছে,
কষ্ট নেবে কষ্ট?

প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট,
নদী এবং নারীর কষ্ট,
অনাদর ও অবহেলার
তুমুল কষ্ট,
ভুল রমণী ভালোবাসার
ভুল নেতাদের জনসভার
তাসের খেলায় দুইটি জোকার
নষ্ট হবার কষ্ট আছে,
কষ্ট নেবে কষ্ট?

দিনের কষ্ট, রাতের কষ্ট,
পথের এবং পায়ের কষ্ট,
অসাধারণ করুণ চারু
কষ্ট ফেরিঅলার কষ্ট,
কষ্ট নেবে কষ্ট?

আর কে দেবে আমি ছাড়া
আসল শোভন কষ্ট,
কার পুড়েছে
জন্ম থেকে কপাল এমন,
আমার মতো ক’জনের আর
সব হয়েছে নষ্ট,
আর কে দেবে আমার মতো
হৃষ্টপুষ্ট কষ্ট!"
কষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট!।।

Address

Barisal

Telephone

+8801304937497

Website

Alerts

Be the first to know and let us send you an email when Goila kabita parishad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share