
21/07/2023
নারী বড়ই অদ্ভুত। অনেক লেখকদের মতে নারীকে বুঝতে স্রষ্টাও মাঝে মাঝে নাকি এলোমেলো করেন। অনেক বলেন নারীর মাথা নাকি জিলাপির প্যাচের মত, কোথায় শুরু আর কোথায় শেষ তা তারা নিজেরাও নাকি জানেনা। কিন্তু এই নারীর ভালবাসা বা সুদৃষ্টি যার প্রতি থাকে তার থেকে সুখী আর কেউ নাই। আপনার অসুস্থতায় মায়ের সেবা কিংবা বিপদে স্ত্রী এর পাশে থাকা তারই বহি:প্রকাশ। তাই বলে এই নয় যে, পুরুষের কোন আবেগ নেই। অবশ্যই আছে এবং তা পাহাড়ের ভিতরের ঝর্নার মতই। আমার কথাগুলো শুধু তাদের জন্য যারা বলেন নারী কখনো অবস্থা বুঝেনা। তাদের বলি, যে আপনাকে বিপদে ফেলে চলে গেছে সে কখনোই আপনার ছিলনা।
মনে রাখবেন,
"এই পৃথিবীতে যা কিছু চির কল্যাণকর,
অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর।"