Zuthika Led

Zuthika Led Asalmualikum Everyone ♥️🥰
For Sponsor & Promotional work Inbox 📝

শুভ সকাল ☕
23/08/2025

শুভ সকাল ☕

জীবন হলো অলিখিত বোঝাপড়া"মেনে নিলে ভালো, না নিলে জীবন ছন্নছাড়া!
22/08/2025

জীবন হলো অলিখিত বোঝাপড়া"
মেনে নিলে ভালো, না নিলে জীবন ছন্নছাড়া!

আমি নিখুঁত না, মানুষ পুরোপুরি নিখুঁত হয়না, আমি পরিপূর্ণ না, পুরোপুরি পূর্ণতা খুব কম মানুষের জীবনেই আসে।
21/08/2025

আমি নিখুঁত না, মানুষ পুরোপুরি নিখুঁত হয়না, আমি পরিপূর্ণ না, পুরোপুরি পূর্ণতা খুব কম মানুষের জীবনেই আসে।

📌পরকীয়া: একটি আত্মঘাতী প্রতারণার নাম-একটি সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে—বিশ্বাস, সহানুভূতি, দায়িত্ব আর ভালোবাসার ভিত্তিতে গড়...
19/08/2025

📌পরকীয়া: একটি আত্মঘাতী প্রতারণার নাম-

একটি সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে—বিশ্বাস, সহানুভূতি, দায়িত্ব আর ভালোবাসার ভিত্তিতে গড়ে ওঠে একটি সংসার। কিন্তু সেই সম্পর্ক ধ্বংস হতে সময় লাগে না। কখনো সেটা হয় চিৎকারে, কখনো নীরব বিশ্বাসঘাতে। পরকীয়া ঠিক তেমনই এক বিশ্বাসঘাতকতা, যা আসলে কোনো হঠাৎ ঘটে যাওয়া “ভুল” নয়। এটা একটি সম্পূর্ণ সচেতন সিদ্ধান্ত, যা কেউ ইচ্ছা করেই নেয়। অনেকে এটাকে আবেগের নাম দিয়ে ঢাকতে চায়, কেউ বলে ভুলে হয়েছে—কিন্তু আসলে এটি নিজের লালসা ও স্বার্থপরতার নগ্ন প্রকাশ।

প্রথমে আসে অজুহাত। "আমার স্ত্রী স্মার্ট না", "স্বামী সময় দেয় না", "বিয়েটা জোর করে হয়েছে", "মানসিক মিল নেই", "আমি ভালোবাসা পাচ্ছি না"—এসব কথা নিজের অন্তরের সান্ত্বনার জন্য বলা হয়, কিন্তু বাস্তবতা হলো, সম্পর্ক শুরুতে সেই মানুষটিকেই তো ভালোবেসে ঘর বেঁধেছিলেন। তার সাথেই কাটিয়েছেন অনেক সুন্দর মুহূর্ত, হয়তো একটি সন্তানও এসেছে এই সম্পর্কের ফসল হিসেবে। তাহলে এখন হঠাৎ কেন সেই মানুষটিকে অসহনীয় মনে হচ্ছে? সত্যি বলতে কি, এটি সম্পর্কের সমস্যা নয়, এটি নিজের মনের দুর্বলতা আর বিবেকের অসুস্থতা।

আধুনিক যুগে পরকীয়া এখন শুধু শারীরিক সম্পর্কেই সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগমাধ্যম, ইনবক্স, গোপন চ্যাট, ভার্চুয়াল মেসেজ—এসবের মাধ্যমে শুরু হয় এক ধরনের ডিজিটাল পরকীয়া। অনেক সময় একজন মানুষ ঘরে তার সঙ্গীর সঙ্গে হাসিমুখে সংসার করছে, সন্তান নিয়ে ছবি দিচ্ছে, অথচ গোপনে তৃতীয় কারো সঙ্গে গড়ে তুলছে এক গভীর, অথচ অশুভ সম্পর্ক। এটি শুধু প্রতারণা নয়, এটি নিষ্ঠুরতা। কারণ আপনি তখন সেই মানুষটিকে ঠকাচ্ছেন, যে চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করে যাচ্ছে।

সবচেয়ে ভয়াবহ দিক হলো, এই মানুষগুলো দ্বিচারিতা করে—একদিকে সংসার বাঁচিয়ে রাখার মুখোশ পরে, অন্যদিকে নিজের সুবিধামতো গোপন আনন্দ খুঁজে বেড়ায়। অথচ যে জীবনসঙ্গী আপনাকে প্রতিদিনের রুটিনে সময় দেয়, যিনি অসুস্থ হলে রাত জাগেন, যিনি সংসার টিকিয়ে রাখেন, তাকে আপনি তার অজান্তে বিশ্বাসঘাতকতার চরম শাস্তি দিচ্ছেন। ভাবুন, যদি উল্টোটা হতো? আপনি সেই অবস্থানে থাকতেন, তখন কেমন লাগত?

পরকীয়া আসলে একটি মানসিক দুর্বৃত্ততা। এটি বোঝার মতো নয়, অনুভব করার মতো নয়—এটি প্রতিরোধ করার মতো। যদি একজন মানুষ সত্যিকার অর্থে তার সঙ্গীকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাহলে তিনি কখনোই এমন পথে হাঁটেন না। কারণ সম্পর্ক মানে শুধু ভালো লাগা নয়, এটি ত্যাগ, বোঝাপড়া, সংকটে পাশে থাকার অঙ্গীকার। আপনি যদি সেই অঙ্গীকার রাখতে না পারেন, তাহলে আপনিও সম্পর্কের যোগ্য নন।

সম্পর্ক পুরনো হয়ে গেলে ফেলে দেওয়া যায় না, যেমন পুরনো হয়ে যাওয়া মা-বাবা, ভাই-বোন, কিংবা শৈশব ফেলে দেওয়া যায় না। ভালোবাসা মানে "নতুন কাউকে খোঁজা" নয়, বরং "পুরোনোকে নতুনভাবে ভালোবাসা শেখা"। পরকীয়া সেই ভালোবাসাকে অসম্মান করে, সম্পর্কের পবিত্রতাকে কলুষিত করে। তাই পরকীয়াকে কোনো আবেগ দিয়ে ঢাকবেন না। এটিকে দেখুন যেমনটি এটি আসলে—একটি চরিত্রহীন আত্মঘাতী পাপ, যা একসময় নিজেকেই ধ্বংস করে দেয়।

পরকীয়া কারো জীবনে ‘হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা’ নয়—এটি একটি ‘ইচ্ছাকৃত অপরাধ’। যদি ভালোবাসতে না পারেন, তাহলে অন্তত ঠকাবেন না। কেউ যদি আপনাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দেখেন, তার সেই বিশ্বাসের মূল্য দিতে না পারলে আপনি শুধু একজন প্রতারক নন, আপনি একজন বিশ্বাসঘাতক। সম্পর্ক গড়ে তুলুন বিশ্বাসে, ভাঙবেন না নিজের খামখেয়ালিতে।

Collected

কিভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন?১️⃣ রা'গ কমান:দুইজন কখনো একসাথে রে'গে যাবেন না। একজন রে'গে গেলে আরেকজন শান্ত থাকবেন।২️⃣...
17/08/2025

কিভাবে সুন্দর করবেন বিবাহিত জীবন?

১️⃣ রা'গ কমান:
দুইজন কখনো একসাথে রে'গে যাবেন না। একজন রে'গে গেলে আরেকজন শান্ত থাকবেন।

২️⃣ সঙ্গ কাটান:
একসাথে সময় কাটানোর জন্য পরিকল্পনা করুন—মুভি দেখা, রান্না করা, শপিং করা। দিনেও এক বেলা টেবিলে একসাথে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

৩️⃣ ক্ষমাশীল হোন:
ইগোকে দূরে রেখে ক্ষমা চাওয়াটা শিখুন। ক্ষমা মন থেকে হবে, এতে সম্পর্ক মজবুত হয়।

৪️⃣ অতীত ভুল ভুলবেন:
অতীতের ভুল নিয়ে বারবার আলোচনা করবেন না, খোঁ'টা দিবেন না। বর্তমান সুন্দর করলে ভবিষ্যতও হবে সুন্দর।

৫️⃣ পরস্পরের সম্মান করুন:
পার্টনারকে ছোট করে কথা বলা বা মানুষের সামনে মজা করেও আ'ঘাত দেওয়া যাবে না। বরং বেশি বেশি প্রশংসা করুন।

৬️⃣ একটি টিম হোন:
আপনারা এক টিম। একে অপরের স্বপ্ন ও কাজকে সাপোর্ট করুন, সাহায্য করুন। তার সাফল্য আপনার সাফল্য।

৭️⃣ ঝ'গড়া স্বাভাবিক:
রা'গারা'গি ও ঝ'গড়া হবে, এটাকে স্বাভাবিক ভাবুন। দিনের শেষে মাথা ঠান্ডা করে সব ভুলে শান্তিতে দিন শেষ করুন।

৮️⃣ ব্লেম গেম নয়:
নিজের ভুল আগে স্বীকার করুন, নিজের কোথায় ভুল আছে খুঁজে বের করুন।

৯️⃣ ইচ্ছাশক্তি:
একই মানুষটির সঙ্গে দীর্ঘকাল কাটানোর ইচ্ছা থাকতে হবে। মন যদি অন্যদিকে যায়, তবে সম্পর্ক সফল হবেনা।

১০⃣ স্বচ্ছতা বজায় রাখুন:
গোপনীয়তা নয়, দুইজনের মাঝে খোলা বইয়ের মতো স্বচ্ছতা থাকুক।

---

সুখী দাম্পত্যের চাবিকাঠি — ভালোবাসা, বিশ্বাস আর সম্মান।
😊💖

©

শুভ সকাল সবাইকে 😊
17/08/2025

শুভ সকাল সবাইকে 😊

14/08/2025

পোস্টটা যাদের সামনে যায় একটু রেসপন্স করিয়েন, সবাইকে ফুলের ভালোবাসা দিয়ে আসবো!!❤

13/08/2025

শুভ সকাল

11/08/2025

দুই ধরনের ব্যক্তিকে মনে রাখতে হয়।

১। যিনি বিপদে ফেলেছিলেন।
২। যিনি বিপদে পাশে দাঁড়িয়েছিলেন।

11/08/2025

শুভ সকাল সবাইকে 🫶❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zuthika Led posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zuthika Led:

Share

Category