MAYA - মায়া ࿐

MAYA - মায়া ࿐ শান্তির প্রয়োজন, সালাম দেও! 🖤✨

পাওয়া না-পাওয়া সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।🙂❤️
(16)

🤍
08/09/2025

🤍

🫶🏿🫶🏻
08/09/2025

🫶🏿🫶🏻

❤️
08/09/2025

❤️

এই ছবিটি এঁকেছিলেন খ্যাতনামা ইতালীয় শিল্পী মার্কো মেলগ্রাতি। প্রথম দেখায় হয়তো মনে হয়েছিল এটি কেবল একটি সাধারণ দৃশ্য—একটি...
02/09/2025

এই ছবিটি এঁকেছিলেন খ্যাতনামা ইতালীয় শিল্পী মার্কো মেলগ্রাতি। প্রথম দেখায় হয়তো মনে হয়েছিল এটি কেবল একটি সাধারণ দৃশ্য—একটি বিড়াল ছোট্ট গর্ত থেকে টেনে তুলছে একটি লেজ। বিড়ালটির ধারণা, এটি বুঝি কোনো ইঁদুর, যাকে সে খেলাচ্ছলে বের করে আনবে। কিন্তু যখন ধীরে ধীরে বেরিয়ে আসে সেই লেজের মালিক, তখনই ধরা পড়ে ভয়ংকর সত্য—ওটা ইঁদুর নয়, বিষধর এক কোবরা!

মেলগ্রাতির ছবিটি এক প্রতীকী সতর্কবার্তা। জীবনে আমরা প্রায়ই মানুষ কিংবা পরিস্থিতিকে ছোট ভেবে অবহেলা করি। ভেতরের গভীরতা না জেনে, প্রকৃত রূপ না দেখে আমরা তুচ্ছ ভাবি, সহজ খেলা ভেবে জড়িয়ে পড়ি। কিন্তু বাস্তবে যে জিনিসকে ইঁদুর ভেবে হালকা মনে করি, সেটিই হয়তো আসলে কোবরার মতো ভয়ংকর।

এই ছবির মূল বার্তা স্পষ্ট—ঝুঁকি না জেনে কারও সঙ্গে খেলা করবেন না। মানুষের আসল রূপ অনেক সময় আড়ালে থাকে; বাইরে থেকে আমরা যা দেখি, তা আসল সত্য নয়। তাই মানুষের ভেতরের রূপ বোঝার আগে কখনও অবহেলায় তাকে বিচার করবেন না। কারণ যাকে ক্ষুদ্র ভেবে উপেক্ষা করি, অনেক সময় সে-ই আমাদের চেয়ে শক্তিশালী, ভয়ংকর বা গভীর হয়ে ওঠে।

চমৎকার কালজয়ী শিক্ষা—
দুনিয়ায় কিছুই তুচ্ছ নয়,
মানুষকে কেবল আংশিক রূপ দেখে বিচার করতে নেই।

📕 বাহাউদ্দিন গোলাপ
[email protected]

02/09/2025

আমার আল্লাহ ছাড়া কেউ কেই🫶🤍

ফাউন্ডেশন বিহীন বাড়ি.!❤️‍🩹
02/09/2025

ফাউন্ডেশন বিহীন বাড়ি.!❤️‍🩹

01/09/2025

জীবনে আমার অনেক প্রশান্তির অভাব ছিল 💔🫶

🫶🤍
01/09/2025

🫶🤍

আবেগ প্রকাশ করে সিমপ্যাথি পাওয়া যায়,ভালোবাসা না.!চোখের জ্বলে কখনো সম্পর্ক বেধে রাখা যায় না বরং সে সম্পর্ক আরো অবহেলায় জর...
01/09/2025

আবেগ প্রকাশ করে সিমপ্যাথি পাওয়া যায়,ভালোবাসা না.!চোখের জ্বলে কখনো সম্পর্ক বেধে রাখা যায় না বরং সে সম্পর্ক আরো অবহেলায় জর্জরিত হয়ে যায়.!

তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছ,তুমি তোমার দূর্বল জায়গা গুলো তাকে সুন্দর ভাবে বুঝিয়ে দিচ্ছো,আত্মসম্মানবোধটাকে গলা টিপে মেরে ফেলছো শুধু তার কারনে.!

তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভুতি গুলো বুঝবে,একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে,তাইতো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছো.!

তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ,তুমি যতোই না খেয়ে থাকো,যতোই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো তাতে তার কিছু আসে যায় না.!

বিলিভ মি,সে কখনো তোমার এই অনুভুতিগুলো বুঝবে না,কখনোই না.!চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময়ই ফিরে আসে.!তুমি হয়তো ভাবছো,সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে.!না সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি.!সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে.!

হ্যাঁ, তোমার ভালোবাসাটা স্পেশাল.!কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারনার গল্পের প্রতারকগুলোর মতোই একজন.!

তুমি যতো দূর্বল হবে,যতো স্যাক্রিফাইজ করবে সে ততো তোমাকে অবহেলা করবে.!তার দেয়া প্রতিটা কষ্ট নিরবে মেনে নিয়ে তুমি তার সিমপ্যাথি পাবে,ভালোবাসা না.!

৫০ বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পেয়ে তুমি খুশিতে লাফাচ্ছো.! মনে রেখো,এটা ভালোবাসা না,এটা তোমার অনুভুতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিমপ্যাথি.!

একসময় বার বার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না.!হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নম্বরটা ব্লকলিস্টে দিয়ে দেবে,
তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না.!দুমড়ে মুচড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে।তাতেও তার কিছু আসবে যাবে না.!

"প্লিজ আমাকে ছেড়ে যেও না" এই হৃদয়বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না.!

তাই তোমার এই অমূল্য ভালোবাসা,অমূল্য চোখের জল,অমূল্য অনুভূতি গুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও.!

যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়,সেই মানুষটা আর যাই হোক তোমাকে ডির্জাব করে না.!

এটাই বাস্তবতা!

01/09/2025

"আপনি যতই চেষ্টা করেন না কেন সকলকে সন্তুষ্ট করতে পারবেন না। এজন্য শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করাকে আপনার লক্ষ্য হিসেবে নির্ধারণ করুন এবং মানুষজন কি বলবে বা কি ভাববে এই চিন্তাকে অগ্রাহ্য করুন।”

- শায়খ আহমাদ মুসা জিবরীল (হাফি.)

01/09/2025

আমি ( বিতাড়িত) শয়তান হইতে আল্লাহ তা'আলার আশ্রয়ে চাচ্ছি🙂❤️

01/09/2025

হে আল্লাহ!আমি আমার আত্মার উপর অসংখ্য জুলুম করেছি এবং তুমি ব্যতীত পাপ সমূহ করিবার আর কেহই নাই।অতএব আমাকে ক্ষমা করে তোমার নিজের পক্ষ হইতে এবং আমাকে দয়া কর নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও দয়ালু 😪❤️‍🩹

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when MAYA - মায়া ࿐ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MAYA - মায়া ࿐:

Share