ওও মনু

ওও মনু মুখ"টা হাসি,খুশি রাখতে" পেইজ টা লাইক করুন! ধন্যবাদ
(2)

04/09/2024

এডমিন প্লিজ সুইচ অন ওও মনু অন ফায়ার প্লিজ সবাই অকটেন ঠালো।

-সুখপাখি

04/09/2024

নিউজফিড এখন দখল করছে জাতীয় সংগীত ওই মামা নেক্সট প্লিজ এডা আর ভাল্লাগেনা।

-সুখপাখি

07/08/2024

ছাত্রলীগের রাতের কর্মসূচী!

গণভবনে পাওয়া কিছু মুল্যবান সম্পদ 🙈🙈😃
05/08/2024

গণভবনে পাওয়া কিছু মুল্যবান সম্পদ 🙈🙈😃

05/08/2024

আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই।
স্বাধীন দেশে স্বাধীন ভাবে কথা বলার অধিকার চাই❤️

05/08/2024

মুগ্ধ, সাইদ ইত্যাদি তোমরা কি ভাই দেখতে পাচ্ছ
আজ তোমাদের র//ক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি
তোমাদের জাতি কখনও ভুলবে না

এটা বুঝতে আমার দশ মিনিট সময় লাগছে 😁😂
05/08/2024

এটা বুঝতে আমার দশ মিনিট সময় লাগছে 😁😂

03/08/2024

আমি যে এলাকায় থাকি পুরোটাই হলো আওয়ামী লীগের ঘাটি। খান কামাল আর কাউয়া কাদেরের এলাকা। রাস্তায় বের হলেই ছেলে মেয়েদের ফোন চেক করে যুবলীগকর্মী লোকজন। আমি ছাত্র হওয়ায় আমার দিকে সন্দেহ বেশি যদিও আমি বেশ মজার দেখে এমনি তে যুবলীগকর্মী কাকারা খুব পছন্দ করে। 50-60 বছরের এ যুবলীগকর্মী লোকগুলো ও আমার কাছে বন্ধুর মত। সবসময় মজা মস্করা করি তো হয়েছে কি সবাই ব্যাবহার করে বাটন ফোন। আর ওরা আমার ফোন চেক করে নেত্রীদের ভাইরাল ভিডিও দেখে মাথা খারাপ হয়ে গেছে সব কাকা গুলোর। এখন একবার এসব ফোনে রাখার জন্য বকা দেয় আরেকবার তাদের ভালো করে দেখার সুযোগ করে দিতে বলে। তাদের নেত্রীদের পর্নো ভিডিও না দেখা পর্যন্ত কারো শান্তি নেই। এখন বাসা থেকে বের হলেই তারা ফোন নিয়ে যেতে চায়। ডিলেট করও শান্তি পাচ্ছি না আবার ডাউনলোড করার জন্য চাপ দেয় এখন এই যুবলীগকর্মী কাকুদের হাত থেকে কিভাবে বাঁচবো । কেউ সলিউশন দেন। রীতিমত ঘরবন্দী জীবন কাটাচ্ছি।

03/08/2024

কুমিল্লা ৬জন শহীদ!🥺

30/07/2024

সঠিক নিয়মে ভিপিএন কানেক্ট করুন।
এভাবে কানেক্ট করলে আপনার নেট দ্রুত হতে পারে।

29/07/2024

আজকের বাতাস অনেক ভারি,
যেন বাতাস স্লোগান গাইছে
"বিজয় আনো ছিনিয়ে
শহিদরা যে তাকিয়ে" ✊❤️

29/07/2024

""আমারে যাইতে দেন না, আমার একটা ছোট বোন আছে '''

~২৯ই জুলাই~

29/07/2024

কি সময় আসলো, মেয়েরাও লিংক দেখে রিভিউ দেয়

29/07/2024

এহ!! মাত্র ৩ ইঞ্চি যন্ত্র নিয়ে সে আবার ডিবি প্রধান হয় কিভাবে?🤡

29/07/2024

কোন দেশে থাকি ডিবি প্রধানের লিংক ও ভাইরাল হ'য়ে যায় 😂
লিংক লাগলে পেজে ফলো দিয়ে ইনবক্স🥲

29/07/2024

গোপন সূত্রে পাওয়াঃ

আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যদিকে ডাইভার্ট করার জন্য তিনি ইচ্ছে করেই নিজের লিং'ক ভাই'রাল করেছেন।

29/07/2024

আজকের স্লোগান ✊🏼

জেগেছে রে জেগেছে
ছাত্র সমাজ জেগেছে।

লেগেছে রে লেগেছে
র'ক্তে আগুন লেগেছে।

তুমি কে আমি কে,?
সমন্বয়ক সমন্বয়ক।

লা'শের হিসাব কে দিবে,?
কোন কোটায় দাফন হবে,!!

তোর কোটা তুই নে,
আমার ভাই ফেরত দে!

সকল লা'শের হিসাব করো,
বাংলাদেশ স্বাধীন করো।

Address

Barisal

Telephone

+8801705442855

Website

Alerts

Be the first to know and let us send you an email when ওও মনু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category