12/08/2025
🩺 ডিএমএফ চিকিৎসক সম্পর্কে জানেন কি? না জানলে এখনই জেনে নিন!
ডিএমএফ চিকিৎসক: গ্রাম বাংলার স্বাস্থ্যসেবার আস্থার প্রতীক।
প্রায়শই আমরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে একশ্রেণীর চিকিৎসকদের সেবা নিয়ে থাকি, যাদের চিকিৎসা ও আন্তরিকতায় আমরা সুস্থ হয়ে উঠি। কিন্তু তাদের পদবি বা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমরা অনেকেই হয়তো পুরোপুরি অবগত নই। এই স্বাস্থ্যকর্মীরাই হলেন ডিএমএফ (DMF) ডিগ্রিধারী চিকিৎসক, যারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ। চলুন, আজ তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কারা এই ডিএমএফ চিকিৎসক?
ডিএমএফ এর পূর্ণরূপ হলো ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি। এটি একটি ৪.৫ বছর মেয়াদী চিকিৎসা শিক্ষা কোর্স, যার মধ্যে ৪ বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং ৬ মাসের ইন্টার্নশিপ অন্তর্ভুক্ত। বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ (The State Medical Faculty of Bangladesh) এই কোর্সটি পরিচালনা করে এবং সনদ প্রদান করে থাকে। এই কোর্সটি সম্পন্ন করার পর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে নিবন্ধন নিয়ে তারা চিকিৎসা সেবা প্রদানের যোগ্যতা অর্জন করেন। সরকারি চাকরিতে তারা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (Sub-Assistant Community Medical Officer - SACMO) হিসেবে পরিচিত।
শিক্ষাগত ভিত্তি ও পাঠ্যক্রম-
বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশের পর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা সরকারি বা বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (MATS)-এ ভর্তির সুযোগ পায়। তাদের ৪.৫ বছরের পাঠ্যক্রমে এমবিবিএস কোর্সের মতোই মানবদেহের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন, সার্জারি, গাইনি ও অবসটেট্রিক্স এবং কমিউনিটি মেডিসিনের মতো মৌলিক বিষয়গুলো পড়ানো হয়। ৬ মাসের ইন্টার্নশিপের সময় তারা জেলা ও উপজেলা হাসপাতালে হাতে-কলমে চিকিৎসা সেবা প্রদানের প্রশিক্ষণ লাভ করেন। যাহা একজন স্টুডেন্ট তার প্রয়োজন মতে আরো বেশি প্রশিক্ষণ নিতে পারে।
কর্মক্ষেত্র ও দায়িত্ব-
ডিএমএফ চিকিৎসকরা মূলত বাংলাদেশের গ্রামীণ এবং উপশহর পর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের প্রধান কর্মক্ষেত্রগুলো হলো:
★উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
★ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র