MD:Rehab Jabed

MD:Rehab Jabed Hi
this is MD:Rehab Jabed Im a vlogger. I have a
youtub channel please Follow me to get my videos
Everytime.

কোন ফার্মেসী দোকানদারের কাছ থেকে চিকিৎসা নয়।চিকিৎসা নিতে হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য মন্ত্রণালয় এর অ...
12/08/2025

কোন ফার্মেসী দোকানদারের কাছ থেকে চিকিৎসা নয়।

চিকিৎসা নিতে হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য মন্ত্রণালয় এর অনুমোদিত BMDC Registered এলোপ্যাথিক চিকিৎসক এবং ডিপ্লোমা
চিকিৎসক এর পরামর্শ নিন।

বাংলাদেশের এলোপ্যাথিক চিকিৎসক এবং ডিপ্লোমা
চিকিৎসক এর ডিগ্রিধারী হচ্ছে। 👇👇
1.MBBS (এমবিবিএস)
2.BDS ( বিডিএস)
3.DMF (ডিএমএফ)

🩺 ডিএমএফ চিকিৎসক সম্পর্কে জানেন কি? না জানলে এখনই জেনে নিন!ডিএমএফ চিকিৎসক: গ্রাম বাংলার স্বাস্থ্যসেবার আস্থার প্রতীক।প্র...
12/08/2025

🩺 ডিএমএফ চিকিৎসক সম্পর্কে জানেন কি? না জানলে এখনই জেনে নিন!
ডিএমএফ চিকিৎসক: গ্রাম বাংলার স্বাস্থ্যসেবার আস্থার প্রতীক।
প্রায়শই আমরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে একশ্রেণীর চিকিৎসকদের সেবা নিয়ে থাকি, যাদের চিকিৎসা ও আন্তরিকতায় আমরা সুস্থ হয়ে উঠি। কিন্তু তাদের পদবি বা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমরা অনেকেই হয়তো পুরোপুরি অবগত নই। এই স্বাস্থ্যকর্মীরাই হলেন ডিএমএফ (DMF) ডিগ্রিধারী চিকিৎসক, যারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ। চলুন, আজ তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কারা এই ডিএমএফ চিকিৎসক?

ডিএমএফ এর পূর্ণরূপ হলো ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি। এটি একটি ৪.৫ বছর মেয়াদী চিকিৎসা শিক্ষা কোর্স, যার মধ্যে ৪ বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং ৬ মাসের ইন্টার্নশিপ অন্তর্ভুক্ত। বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ (The State Medical Faculty of Bangladesh) এই কোর্সটি পরিচালনা করে এবং সনদ প্রদান করে থাকে। এই কোর্সটি সম্পন্ন করার পর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে নিবন্ধন নিয়ে তারা চিকিৎসা সেবা প্রদানের যোগ্যতা অর্জন করেন। সরকারি চাকরিতে তারা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (Sub-Assistant Community Medical Officer - SACMO) হিসেবে পরিচিত।

শিক্ষাগত ভিত্তি ও পাঠ্যক্রম-

বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশের পর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা সরকারি বা বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (MATS)-এ ভর্তির সুযোগ পায়। তাদের ৪.৫ বছরের পাঠ্যক্রমে এমবিবিএস কোর্সের মতোই মানবদেহের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন, সার্জারি, গাইনি ও অবসটেট্রিক্স এবং কমিউনিটি মেডিসিনের মতো মৌলিক বিষয়গুলো পড়ানো হয়। ৬ মাসের ইন্টার্নশিপের সময় তারা জেলা ও উপজেলা হাসপাতালে হাতে-কলমে চিকিৎসা সেবা প্রদানের প্রশিক্ষণ লাভ করেন। যাহা একজন স্টুডেন্ট তার প্রয়োজন মতে আরো বেশি প্রশিক্ষণ নিতে পারে।

কর্মক্ষেত্র ও দায়িত্ব-

ডিএমএফ চিকিৎসকরা মূলত বাংলাদেশের গ্রামীণ এবং উপশহর পর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের প্রধান কর্মক্ষেত্রগুলো হলো:

★উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

★ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

Mother🥀❤️
12/08/2025

Mother🥀❤️

প্রকৃতির গভীরে তাকাও তাহলে তুমি সবকিছু আরওভালোভাবে বুঝতে পারবে🥀☺️
25/06/2025

প্রকৃতির গভীরে তাকাও
তাহলে তুমি সবকিছু আরও
ভালোভাবে বুঝতে পারবে🥀☺️

I Don't Need to Follow Trend...!😎
15/06/2025

I Don't Need to Follow Trend...!😎

15/06/2025

বাবাকে নিয়ে স্ট্যাটাস লেখার কিছু নেই,,
বাবা নিজেই একজন স্ট্যাটাসের ভান্ডার।
বাবা হলেন তপ্ত রোদের শীতল ছায়া।
পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টির অনন্য এক উদাহরণ।
আমাদের জন্মের পর থেকেই
নিঃস্বার্থ ভাবে যিনি আমাদের সকল চাহিদা পূরন করতে থাকেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংসারে সকল দায়িত্ব পরম যত্নে আগলে রাখেন।
পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবেন,
সেই ভালোবাসায় কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকবে।
কিন্তু ‘বাবা’ এমন একজন বাক্তি যিনি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবেন সারাজীবন। লাভ ইউ বাবা।🥰🥰🥰আল্লাহ যেনো আমার বাবা কে নেক হায়াত দান করেন।

আমার শ্রদ্ধেয় খালু মোঃ সোহরাব হোসেন (যুগ্মসচিব)অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), বরিশাল। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু ...
15/06/2025

আমার শ্রদ্ধেয় খালু
মোঃ সোহরাব হোসেন (যুগ্মসচিব)
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), বরিশাল।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

পৃথিবীর সবচেয়ে কঠিন হচ্ছেমায়া যা কখনো বলে বুজানো যায় না।
13/06/2025

পৃথিবীর সবচেয়ে কঠিন হচ্ছে
মায়া যা কখনো বলে বুজানো
যায় না।

Eid Mobarak 🌙
07/06/2025

Eid Mobarak 🌙

- পৃথিবীটা সুন্দর কিন্তু আপন নয়  🌸🥀
24/05/2025

- পৃথিবীটা সুন্দর কিন্তু আপন নয় 🌸🥀

Address

Barisal

Alerts

Be the first to know and let us send you an email when MD:Rehab Jabed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD:Rehab Jabed:

Share