28/04/2025
ব্যক্তিগত জীবনে আমি চমৎকার একজন একা মানুষ। যে বসবাস করে ঘরের চারদেয়ালের মাঝে। আর আকাশ দেখে জানালার গ্রিলের ফাঁক দিয়ে। যার চারপাশজুড়ে কেবলই বিরাজ করে নিঃসঙ্গতা।
আমার ডানে-বামে আশেপাশে যেখানে, যতবারই চোখ বুলাবেন বারবার শুধু আমাকে একা খুঁজে পাবেন। কখনো দেখবেন অগোছালো অবস্থায় বিছানার মাঝে। কখনো বা উদভ্রান্তের মতো বসে আকাশ দেখতে।
আমার জীবনে কোনো প্রেমীক নারী নেই। না আছে ভালোবাসা দেবার মতো মানুষ, না খুব কাছের কোনো একজন বন্ধু। না সব খুলে বলার মতো ফ্রেন্ডলি বাবা- মায়ের ঘরে জন্মানোর সৌভাগ্য হয়েছে আমার।
একসাথে হাঁটার মতো আমার কেউ নেই। আমার সাথে অফুরন্ত সময় নিয়ে মন থেকে কথা বলার মতো কেউ নেই। আমাকে সঙ্গ দিয়ে যাবে, আমাকে বোঝাবে, আমাকে শেখাবে এমন কেউ নেই আমার জীবনে।
আমার লাইফ টা পুরো এলো মেলো! আমি না ফ্যামিলির চিন্তা করতেছি না নিজের চিন্তা করতেছি! না আমার দ্বারা পড়া শোনা হচ্ছে না অন্য কিছু হচ্ছে! সারাটা দিন কেমন যেনো ডিপ্রেশন এর মাঝেই কেটে যাচ্ছে! জীবনে কোনো উন্নতি আসতেছে না! না ক্যারিয়ার এর জন্য চিন্তা করতেছি, না জীবনে ভালো কিছু করবো ওইটার চিন্তা করতেছি! কিছুই হচ্ছে না আমার দ্বারা, কি করবো নিজেও খুঁজে পাচ্ছি না মাথা ভর্তি টেনশন" এভাবে কি জীবন চলে?কিছুতেই কেনো জানি আমি মানসিক শান্তি পাচ্ছি না! জীবন টা এমন না হলেও পারতো..!
আমি অভিমান গিলে ফেলি, অভিযোগ হজম করে নেই। রাগ করা সে-তো আমার জন্য দুর্বোধ্য বিষয়। আমি অবসাদ সহ্য করি, দুঃখের সাথে যুদ্ধ করি। আমি নিজেকে হারিয়ে দিয়ে, নিজেই হেরে যাই রোজ।
এভাবেই কেটে যাচ্ছে জীবন, কোথাও থেকে হুট করে কেউ এসেও ভুল করে নেয় না আমার কোনো খোঁজ!😊