AY Creation

AY Creation আসসালামু আলাইকুম 🌸

স্বাগতম AY Creation পেইজে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করছি

ধন্যবাদ 🥀

28/04/2025

ব্যক্তিগত জীবনে আমি চমৎকার একজন একা মানুষ। যে বসবাস করে ঘরের চারদেয়ালের মাঝে। আর আকাশ দেখে জানালার গ্রিলের ফাঁক দিয়ে। যার চারপাশজুড়ে কেবলই বিরাজ করে নিঃসঙ্গতা।

আমার ডানে-বামে আশেপাশে যেখানে, যতবারই চোখ বুলাবেন বারবার শুধু আমাকে একা খুঁজে পাবেন। কখনো দেখবেন অগোছালো অবস্থায় বিছানার মাঝে। কখনো বা উদভ্রান্তের মতো বসে আকাশ দেখতে।

আমার জীবনে কোনো প্রেমীক নারী নেই। না আছে ভালোবাসা দেবার মতো মানুষ, না খুব কাছের কোনো একজন বন্ধু। না সব খুলে বলার মতো ফ্রেন্ডলি বাবা- মায়ের ঘরে জন্মানোর সৌভাগ্য হয়েছে আমার।

একসাথে হাঁটার মতো আমার কেউ নেই। আমার সাথে অফুরন্ত সময় নিয়ে মন থেকে কথা বলার মতো কেউ নেই। আমাকে সঙ্গ দিয়ে যাবে, আমাকে বোঝাবে, আমাকে শেখাবে এমন কেউ নেই আমার জীবনে।

আমার লাইফ টা পুরো এলো মেলো! আমি না ফ্যামিলির চিন্তা করতেছি না নিজের চিন্তা করতেছি! না আমার দ্বারা পড়া শোনা হচ্ছে না অন্য কিছু হচ্ছে! সারাটা দিন কেমন যেনো ডিপ্রেশন এর মাঝেই কেটে যাচ্ছে! জীবনে কোনো উন্নতি আসতেছে না! না ক্যারিয়ার এর জন্য চিন্তা করতেছি, না জীবনে ভালো কিছু করবো ওইটার চিন্তা করতেছি! কিছুই হচ্ছে না আমার দ্বারা, কি করবো নিজেও খুঁজে পাচ্ছি না মাথা ভর্তি টেনশন" এভাবে কি জীবন চলে?কিছুতেই কেনো জানি আমি মানসিক শান্তি পাচ্ছি না! জীবন টা এমন না হলেও পারতো..!

আমি অভিমান গিলে ফেলি, অভিযোগ হজম করে নেই। রাগ করা সে-তো আমার জন্য দুর্বোধ্য বিষয়। আমি অবসাদ সহ্য করি, দুঃখের সাথে যুদ্ধ করি। আমি নিজেকে হারিয়ে দিয়ে, নিজেই হেরে যাই রোজ।

এভাবেই কেটে যাচ্ছে জীবন, কোথাও থেকে হুট করে কেউ এসেও ভুল করে নেয় না আমার কোনো খোঁজ!😊

30/03/2025

EID MUBARAK

29/03/2025
28/03/2025

আজ রমজান মাসের শেষ জুম্মা অর্থাৎ জুম্মাতুল বিদা!
এই পবিত্র দিনের উসিলায় আমাদের সবার সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও! 'হে আল্লাহ সামনের রমজান পাবো কিনা জানিনা, যদি এই রমজান মাস আমার জীবনে শেষ রমজান হয়, তা হলে এই পবিত্র মাসের উছিলা করে সারা জীবনের গুনাহ মাফ করে দিও, আমিন!❤️🌸

28/03/2025

কি সুন্দর দোয়া!
হে আল্লাহ, যদিও আমি আপনার রহমত পর্যন্ত পৌঁছার যোগ্য না; কিন্তু আপনার রহমত তো আমার পর্যন্ত পৌঁছার যোগ্য।❤️

07/01/2023

😭😭😭😭😢😭😢😭😢

যখন আমি ক্লাস নাইনে পড়ি এক আপুকে খুব ভালো
লাগতো।
আপু তখন ইন্টার ফাস্ট ইয়ার এ পড়েন আপুকে বলেছিলাম,
কিন্তু আপু হাসতেন আর বলতেন,
তুই
পিচ্চি তোর সাথে কি প্রেম করবো রে?
এখন আমি
ইন্টার 2nd ইয়ার এ পড়ি তো সেদিন আপুর সাথে
দেখা হয়ে গেলো ফুসকার দোকানে
তিনি ও তার
কিছু বান্ধববী দাড়িয়ে ছিলেন,
আমাকে
অনেক দিন পর দেখলেন তাই মনে হয়
চিনলেন
না হঠাৎ করে খেয়াল করলাম আপু
আমারর দিকে
তাকাচ্ছেন আর মিটি মিটি হাসছেন
বুঝতে
বাকি রইলো না যে আপু আমাকে
চিনেছেন
কিন্ত আপুর সাথে কথা বলবো কি করে
এসব চিন্তা
করতে করতে আমার ফুসকা এলো,,,,, আমি ফুসকা
খেলাম তারপর কিছুখন দাড়িয়ে
থাকলাম, যদি
আপু কিছু বলে,,,,,! কিছুখন পর আপু ও তার বান্ধবীরা
বের হলেন দোকান থেকে কিছুদুর
গিয়ে আপু
আমাকে ইশারায় ডাকলেন,,,,, আমার মনে তো
লাড্ডু ফুটলো,,,, গেলাম আপুর কাছে আপু একটা
কাগজজে তার ফোন নাম্বার লিখলেন
আমাকে
দিয়ে বল্লেন তোকে একটা খুব জরুরি
কথা বলার
আছে অনেক জরুরি প্লিজ ফোন করিস
এখন বলতে
পারবো না আপু রিকসায় ঔঠে চলে
যাচ্ছেন আমি
ফোন বের করে কাঁদো
কাঁদো হয়ে
বল্লাম,,,,আপু আজ বলেই দাও,,,,আপুও
ইমোশনাল হয়ে আস্তে আস্তে বল্লেন,,,,,
তোর,,,
প্যান্টের চেইন খোলা.......🤭

এ কেমন বিচার?????😂😂😂😂;
©

10/11/2022

Plz. Follow My page 🥰

Address

Barisal
8250

Website

Alerts

Be the first to know and let us send you an email when AY Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AY Creation:

Share