
08/08/2025
📢 হারানো বিজ্ঞপ্তি
বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের ৭নং ওয়ার্ড, ভূতমারা গ্রামের বাসিন্দা দোলা নামের এক নারী আজ সকাল ৭টার সময় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
নাম: দোলা
পিতা: এম. এ. জহিরুল হক দুলাল (ঠিকাদার)
মাতা: মোসা. শেলি বেগম
সম্প্রতি কিছুদিন অসুস্থ থাকার পর তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। হারানোর সময় তার পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও কালো সেলোয়ার।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তাকে দেখে থাকেন বা তার সন্ধান পান, অনুগ্রহপূর্বক নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে—
📞 সুজন: 01759743002
আপনার একটি ছোট্ট সহযোগিতা পরিবারকে তাদের প্রিয়জনের কাছে ফিরিয়ে দিতে পারে। 🙏